নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ইউটিবার তৌহিদ আফ্রিদি

০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১

ছবিঃ তৌহিদ আফ্রিদির ফেসবুক থেকে।

জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি।
ছেলেটা দেখতে নায়কের মতো। আধুনিক ছেলে। বেশ হাসিখুশি। প্রানবন্ত। সবচেয়ে বড় কথা ছেলেটা মানবিক। অসহায় ও দরিদ্র মানুষদের সব সময় সাহায্য সহযোগিতা করেন। বহু বার রাস্তায় গাড়ি থামিয়ে দরিদ্রদের সাহায্য করেন। অসুস্থ মানুষকে চিকিৎসা করান। ওষুধ কিনে দেন। ক্ষুধার্থ মানুষকে খাবার কিনে দেন। আফ্রিদির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ৩৫ লাখ ৭০ হাজারের বেশি। তার সীমাহীন কষ্ট ও পরিশ্রমের ফল এই সাবস্ত্রাইবাররা। তৌহিদ আফ্রিদি যখন ঢাকার বাইরে যায়, হাজার হাজার ছেলেমেয়ে তাকে দেখার জন্য ভিড় করে। তৌহিদ আফ্রিদি গাড়ি থেকে নেমে তাদের সাথে দেখা করেন। কথা বলেন। ছবি তোলেন। আমি বেশ কয়েক বছর ধরে তাকে ফলো করছি। ভালো লাগে।

তৌহিদ আফ্রিদি পনের বছর ধরে-
ইউটিউব এবং টিভি চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠান করে দেশের মানুষকে ভরপুর বিনোদন দিচ্ছেন। কিছুদিন আগে সে একটা গাড়ি কিনে তার বাবা মাকে উপহার দিয়েছেন। সে তার বাবা মাকে সম্পূর্ন নিজের ইনকাম করা টাকা থেকে গাড়ি কিনে দিতে পেরে আনন্দিত। এই আনন্দে সে অনেকক্ষন কান্না করেছেন। বাংলাদেশে পাঙ্ক ভিডিও তার হাত ধরেই এসেছে। তৌহিদ আফ্রিদি দেখাদেখি অসংখ্য ছেলে এখন পাঙ্ক ভিডিও বানাচ্ছে। কেউ কেউ সাফল্যও পেয়েছে। তৌহিদ আফ্রিদি লন্ডন থেকে লেখাপড়া শেষ করে এসেছেন। মিডিয়ার প্রতি তার ভালোবাসার শেষ নেই। জম্বি নিয়ে একটা বাটক বানিয়েছিলেন বহু বছর আগে। ছোটবেলা থেকেই ক্যামেরার প্রতি তার নেশা ছিলো। প্রথম প্রথম মোবাইল থেকে ভিডিও বানাতেন। এরপর নিজের টাকা দিয়ে প্রথম ক্যামেরা কিনেন।

তার বাবার নাম- নাসিরউদ্দিন।
নাসির সাহেব মাই টিভির মালিক। ছেলে বাবার নামে পরিচিত হতেই ভলোবাসেন। তৌহিদ আফ্রিদি বহু নাটক সিনেমার জন্য ডাক পেয়েছেন। কিন্তু তিনি নাটক সিনেমা করতে চান না। ইউটিবার হয়েই থাকতে চান। তিনি একটা কথা প্রায়ই বলেন, ''ইউটিউব দিয়ে যেমন ক্যারিয়ার দাঁড়ায়, তেমনি এর মাধ্যমে ক্যারিয়ার ধ্বংসও হয়।'' এই কথাটা শতভাগ সত্যি। বেশ কিছু ইউটিবারের পতন আমি দেখেছি। প্রথম প্রথম তৌহিদ ইউটিউব থেকে ১৫০০ ডলায় আয় করতো। বহু মেয়ে তৌহিদ আফ্রিদির জন্য পাগল। কিন্তু তিনি কারো দিকে ফিরে তাকান না। সবার আগে তার কাছে বাবা মা এবং কাজ। বাংলাদেশের বেশ কিছু দরিদ্র স্কুলে তৌহিদ নিয়মিত অর্থ সাহায্য করছেন। তিনি নাটক সিনেমায় অভিনয় না করেও বাংলার নায়কদের চেয়ে তার বেশি খ্যাতি।

'ভ্রমন যাত্রা' নামে একটা বই লিখেছেন তৌহিদ।
গত ৪ ডিসেম্বর ‘তৌহিদ আফ্রিদি’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তার নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবারো’। তৌহিদ ঘুরে বেড়াতে পছন্দ করেন। ইউটিউবে তার ভ্রমন বিষয়ক অনেক গুলো ব্লগ আছে। এই প্রজন্মের চোখে তৌহিদ আফ্রিদি একজন নায়ক। একজন আইকন। অথচ তিনি নাটক সিনেমায় কখনও অভিনয় করেন নি। বাংলাদেশে তার ভক্তের অভাব নেই, এমনকি ভারতেও তার অসংখ্য ভক্ত। তৌহিদ প্রচন্ড বুদ্ধিমান ছেলে। পরিশ্রমী এবং সাহসী। দেশ এবং দেশের মানুষের প্রতি তার ভালোবাসা রয়েছে। আমার বিশ্বাস তৌহিদ আফ্রিদি অনেক দূর যাবে। তার জন্য আমার শুভ কামনা রইলো।

মন্তব্য ৪২ টি রেটিং +২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৮

মোহাম্মদ খায়রুল ইসলাম নাদিম বলেছেন: কত পাইছেন লেখার জন্য?না রেস্টুরেন্টে ট্রিট পাবেন আশায় লিখলেন!

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: টাকা পেয়েছি মানে কি?
ছেলেটাকে ভালো লাগে। তাই লিখেছি।
ব্যক্তিগত ভাবে আফ্রিদিকে আমি চিনি না। জানিও না।
আর রেস্টুরেন্ট? আমার বাসাই রেস্টুরেন্ট।

মানসিকতা উন্নত করুণ।

২| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


আচ্ছা, দেখবো

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: আল্লাহ কিভাবে দেখবেন? আমি তো লিংক দেই নাই। অবশ্য ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে।

৩| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১২

জ্যাকেল বলেছেন: সুন্দর।

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ০২ রা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

নগরবালক বলেছেন: ব্লগে তো রীচ অনেক কম, এখানে লিখলে কি টেকাটুকা পাওয়া যায়?

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: না টাকা পাওয়া যায় না।
আর এই লেখাটা আফ্রিদিকে ভালোবেসে লিখেছি।

৫| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ৮:১০

রানার ব্লগ বলেছেন: My TV নামক গোয়ালের ছাগোলের সর্দার।

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: না এভাবে বলা ঠিক না।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ৯:২২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: এমন আরো অনেক ইউটিউবার রয়েছে। তৌহিদ আফ্রিদির বিশেষত্ব হলো, মা-বাবার প্রতি তাঁর অগাধ ভালবাসা। আজকাল এমন তরুণের খুব কমই দেখা মেলে।
(পোস্টে কিছু বানানভ্রান্তি রয়েছে, ঠিক করে নিয়েন)

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: জ্বী আরো ইউটিউবার আছে। তবে সকলে নিয়ে আমি লিখব না। যাকে আমার ভালো লাগে আমি তাকে নিয়েই লিখব।
আপনি সুন্দর মন্তব্য করেছেন।

আমার কীবোর্ডে সব অক্ষর মুছে গেছে। তাই ইদানীং এত এত বানান ভুল হচ্ছে।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:০০

জুল ভার্ন বলেছেন: এই প্রথম নাম শুনলাম।

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: এটা ঠিক না।
আপনি পড়ুয়া মানুষ। আফ্রিদিকে আপনার চেনা ও জানা উচিত ছিলো।
তাকে নিয়ে বহুবার পত্রিকায় লেখা হয়েছে।

৮| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: তার কোন কিছুই দেখা হয় নাই।ইউটিউবে শুধু কিছু লাইভ দেখি মাতাব্বুর আজাদ অভিজিতের, অমিত মন্ডলের আর দুই একজনের তার বেশি কিছু না।আমি অন্য কিছুই দেখি না।ফেসবুক দেখিনা বললেই তলে।ঘনিষ্ট দুই এক জনের দেখি।

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: আমার ধারনা আপনি অলস হয়ে গেছেন।

৯| ০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৪

সোহানী বলেছেন: এতো সময় পান কই :P

০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: আমি ঘুমাই কম। সব মিলিয়ে ৩/৪ ঘন্টার বেশি ঘুমাই না।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ৩:১২

ঋণাত্মক শূণ্য বলেছেন: :/

০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: হুম।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০২১ রাত ৩:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
নামটা আফ্রিদি! .. বিহারি নাকি মাউরা?

০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: আরেহ না। বাঙ্গালী।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৪৪

মাহফুজ বলেছেন: আমি তার ফ্যান না কিন্তু যে হিংসুক বা একচোখা পাবলিকরা তাকে দেখতে পারেনা তাদের হেটারস আমি। আমার কথা হচ্ছে, তার বাবার টাকা আছে এটা তার অপরাধ নাকি? বাবার টাকা দিয়ে অনেকে অনেক জঘন্য কাজ করে সে তো নিজেই এখন লাখ লাখ টাকা ইনকাম করছে, জনপ্রিয়তারও কমতি নেই। এসবকিছুই কী নেগেটিভ? বাবার অবস্থান কাজে যদি লাগায়ও তারপরেও এই বয়সে এই অবস্থানে আসতে তার নিজেকে অনেক শ্রম মেধা দিতে হয়েছে। ভালো কাউকে না লাগতেই পারে কিন্তু তাকে দেখতে না পারার পেছনে আজপর্যন্ত কোনো হেটার্সের যৌক্তিক ব্যাখ্যা পাইনি। এই দেশটা হচ্ছে হুজুগে। হুজুগে অনেকের চেতনা জাগে অনেকের নেতিয়ে যায় কিন্তু মূল পটভূমি সম্পর্কে জানে না বা জানতেও চেষ্টা করে না।

০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: ভালো বলেছেন।

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৯

নূর আলম হিরণ বলেছেন: বেশ কয়েকবার তার নাম শুনেছি। এত বিখ্যাত হয়ে গেল কখন থেকে।

০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: এই প্রজন্ম তাকে জনপ্রিয় করে তুলেছে।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৩

রানার ব্লগ বলেছেন: খাটি বরিশাইল্লা এক উজবুক এই আফ্রেদি নামক নয়া জামানার যন্ত্রনা। রাজিব ভাই বিষয় বস্তু নির্বাচনে আপনি অপরিপক্কতার পরিচয় দিয়েছেন। একে নিয়ে কোথাও লেখা হলে সবাই ধরে নেয় ফরমায়েশি লেখা। আপনি ব্লগার হিসেবে লিখতেই পারেন কিন্তু
টাকার বিনিময়ে লেখা গুলো আফ্রিদির ফরমায়েশি পেইজ গুলাতে গিয়ে লিখলে আরো ব্যাপক সারা পরে যেতো। এখানে লোক আপনাকে নিয়ে হাস্যরসের পাত্র বানাচ্ছে যা অনাকাঙ্ক্ষিত।

০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: আমি আফ্রিদির পেজে যাই না।
তবে তার ভিডিও গুলো দেখি।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি আর কত সচল থাকবো।আমার সচল থাকার দিন শেষ।আপনাদের লেখা পড়ে আর কমেন্ট করে দিন পার করে দেই।

০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: ওকে, ঠিক আছে।
কিন্তু আপনার জীবনের অভিজ্ঞতা গুলো লিখে ফেলা দরকার। তাতে অন্যের উপকার হবে।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: তৌহিদ আফ্রিদি মার্জিত সভাবের ইউটিউবার।
ভালো লাগলো +++

০৩ রা ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন। আর আমি এজন্যই তাকে নিয়ে লিখেছি।

অনেক ধন্যবাদ ভাইসাহেব।

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০৮

বিটপি বলেছেন: প্রাঙ্ক ভিডিও বা স্থিরচিত্র ব্যক্তির জন্য মানহানিকর দন্ডবিধির (১৮৬০) ধারা ৪৯৯, ৫০০ অনুযায়ী। দন্ডবিধির ধারা ৫০০ অনুযায়ী প্রাঙ্ক ভিডিও বা স্থিরচিত্র ধারণকারীর ২ বছরের কারাদণ্ড ও জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে। ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা ২৮ এবং ২৯ অনুযায়ী প্রাঙ্ক ভিডিও ধারণ অপরাধ, কেননা এটি ব্যক্তির জন্য মানহানিকর। ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী ভিডিও ধারণকারীর ৩ বছরের কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে

কাজেই, তৌহিদ আফ্রিদীকে অনুসরণ করতে গিয়ে যারা প্রাঙ্ক ডিভিও বানাচ্ছে, তাদের একটু সতর্ক থাকা উচিত। পুলিশ ধরলে কিন্তু ১৮ ঘা। তবে এসব আইন কানুনকে যারা বুড়ো আঙ্গুল দেখানোর ক্ষমতা রাখে, তাদের কথা আলাদা।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: পৃথিবীর সব দেশে পাঙ্ক ভিডিও করা হয়। পাঙ্ক ভিডিও তে কারো ক্ষতি হয় না। বরং মানুষ আনন্দ পায়।
ইউটিউবে আপনি কিছু পাঙ্ক ভিডিও দেখুন। আপনার ধারনা বদলে যাবে।

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: উনি কি নিয়ে টিউব করেন ?



০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৭

রাজীব নুর বলেছেন: বুঝলাম না।

১৯| ০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মানে উনি কি বিষয়ে ইউটিউব করেন ?

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৫

রাজীব নুর বলেছেন: ফানি ভিডিও, নাটক, ভ্রমন ইত্যাদি বিষয় নিয়ে। যান না তার চ্যানলে। নিজে গিয়েই দেখে আসুন।

২০| ০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪২

বিটপি বলেছেন: পৃথিবীর সব দেশে প্রাঙ্ক ভিডিও দন্ডনীয় অপরাধ নয়। বাংলাদেশে দন্ডনীয়। তাই বাংলাদেশী কোন প্রাঙ্ক ভিডিও ইউটীউবে তেমন একটা দেখা যায়না।

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: ভুল বললেন।
বাংলাদেশে গত কয়েক বছর ধরে বহু ছেলে মেয়ে পাঙ্ক ভিডিও করছে। ইউটিউব ঘুরে দেখুন একবার। বেশিক্ষন দেখবেন না। তাহলে নেশা ধরে যাবে আমার মতোন।

২১| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রাঙ্ক ভিডিও আমার পছন্দ না। থাবড়াইতে মন চাই।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: পাঙ্ক ভিডিও আমার খুব পছন্দ। আনন্দ পাই অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.