নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

এই হলো বাংলাদেশের অবস্থা!!!

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫২

ছবিঃ গুগল।

ঢাকা থেকে পরিদর্শক এসেছেন গ্রামের একটা স্কুল পরিদর্শনে। অষ্টম শ্রেণীর কক্ষ ঢুকলেন।
এক ছাত্রকে প্রশ্ন করলেনঃ

পরিদর্শকঃ আমাদের দেশের রাষ্ট্রপতি কে?
ছাত্রঃ- শেখ হাসিনা।
পরিদর্শকঃ আমি তোমাকে জিজ্ঞাসা করেছি প্রেসিডেন্ট কে?
ছাত্রঃ- প্রেসিডেন্ট!! খালেদা জিয়া।
পরিদর্শকঃতুমি ক্লাস এইটে উঠছো কিভাবে? আমি তোমার নাম কেটে দেবো।
ছাত্রঃ- আমারতো স্কুলের খাতায় নামই নেই। আপনি কাটবেন কেমনে?
পরিদর্শকঃনাম নেই মানে?
ছাত্রঃ- আমি স্কুলের মাঠে গরু নিয়া আইছিলাম, স্যারে কইলো তোরে দশ টাকা দিমুনে তুই ক্লাসে আইস্যা বইস্যা থাক।

পরিদর্শকঃ ছিঃ মাষ্টার সাহেব, আপনাদের লজ্জা করে না, শিক্ষা নিয়া ব্যবসা করেন? আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করবো।
ক্লাসশিক্ষকঃ- আরে আপনি আমাকে বরখাস্ত করতে পারবেন না। আমি মাষ্টার না সামনে যে মুদি দোকানটা দেখছেন ঐটা আমার।
মাষ্টার সাবে আমারে কইলো শহর থেকে এক বেটা আইবো আমি হাটে গেলাম তুই একটু ক্লাস ঘরে যাইয়া বইসা থাকবি।

পরিদর্শক: (রেগে হেড স্যারের রুমে গিয়ে) আপনি হেড স্যার?
হেডস্যারঃ- জ্বী, কোনো সমস্যা?
পরিদর্শকঃ কি করছেন আপনারা এসব, নকল ছাত্র- শিক্ষক দিয়ে স্কুল চালান?
হেড স্যারঃ- আমি না!! আমার মামা এই স্কুলের হেড স্যার। উনি জমি কেনা-বেচার দালালী করেন। কাস্টমার নিয়া অন্য গ্রামে গেছেন।
আমারে কইলো পরিদর্শক আইলে এক হাজার টাকার এই বান্ডেলটা দিয়া দিস।

পরিদর্শকঃ এই যাত্রায় আপনারা বেঁচে গেলেন, আসলে আমিও ইন্সপেক্টর না, আমার দাদা ইন্সপেক্টর। উনি ঠিকাদারীর কাজও করেন, টেন্ডার জমা দিতে সিটি কর্পোরেশনে গেছেন। আমাকে বললেন তুই আমার হয়ে পরিদর্শন করে আয়।

এই হলো আমাদের সোনার বাংলাদেশের অবস্থা।

(সংগৃহীত)

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: বেশ পুরাতন এবং 'কাজ করে না' এমন টাইপের জোকস। সেই দিন বহু আগে গেছে যখন একজনের বদলে অন্যজন ইন্সপেকশনে যাইতো। এখন আর কেউ যায় না। হোয়াটসএ্যাপে ভিডিও শেয়ার করে দেয় স্কুল থেকে, সেটাই পরিদর্শক দেখায় তার বসকে। ব্যাস। ফাঁকতলে টাকা পয়সার হিসাব ঠিকের থেকে বেশী থাকে!

০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: বাহ!!
এই কি শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ?

২| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৪

জুল ভার্ন বলেছেন: এটাই আমাদের শিক্ষার হালহকিকত!

০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা এরকমটা চান নাই।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৪

নজসু বলেছেন:



প্রিয় ভাই, লেখাটা পড়ে হাসলাম ঠিকই।
তবে, মনের গভীরে একটা দুঃখ জাগছে যে, আসলেই আমাদের দেশের শিক্ষার হালহকিকত এই রকমই।

০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: আমি মর্মাহত।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: সেই দিকে এগুচ্ছি রাজীব দা কয়লা থেকে চুন হয়ে যাবে ---------------

০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: অতি সৌন্দর্ময় ;) তবে আমাদের এখনকার সমাজের এটাই বাস্তবতা ।

যদি লোম বাছেন ভাইজান তাহলে কম্বল নাই হয়ে যাবে।

০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: সঠিক বলেছেন।

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মেলা পুরানা জিনিস

০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: কিছু কিছু জিনিস পুরান হয় না।
যেমন রবীন্দ্র সংগীত। বৃষ্টি। সমুদ্র। পাহাড়। আর এরকম কৌতুক।

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


আগে নাকি আমেরিকা, সোভিয়েত, এসব দেশের প্রেসিডেন্টর "ডিকয়" থাকতো; শেখ হাসিনার ডিকয় আছে নাকি?

০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা মানুষ চিনতে ভুল করে।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৯

সভ্য বলেছেন: এই সব হচ্ছেটা কি?

০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: এইসব সব সময়ই হচ্ছে।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রথম দুই একটা প্রশ্নের উত্তর শুনে ভাবছিলাম,বিসিএসের ভাইভার উত্তর দেয় কোন প্রার্থী।পরে বিষয়টা বুঝতে পেরে ভাবলাম সব কিছু ঠিক আছে আমারই বুঝার ভুল।

০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: ভুল তো আপনি সহজেই স্বীকার করলেন। অনেকে করে না।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৯

চাঙ্কু বলেছেন: =p~ =p~

০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: হুম।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৩

রানার ব্লগ বলেছেন: এটা ৪০ বছর আগের দৃশ্য বলছেন !!!! এখন প্রাইমারি শিক্ষকদের নাকে খত দিয়ে স্কুলে যেতে হয় আবার নাকে খত দিয়ে কাজ শেষ করে তারপর ছুটি হয়।

০৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: গুড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.