নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
একবার এক ধনী লোক এক জায়গায় অনেক গুলা হীরা রাখে। সেখান থেকে একটা ইঁদুর ভুল করে হীরের টুকরো গিলে ফেলে।
হীরের মালিকের রাতের ঘুম উড়ে যায়। ইঁদুর মারার জন্যে সে এক ইঁদুর শিকারীর কাছে যেয়ে বলে, ইঁদুর মেরে তার পেট থেকে হীরে উদ্ধার করে দিলে ন্যায্য মজুরী দেয়া হবে।
শিকারি যখন ইঁদুর মারতে ইঁদুরদের বাসস্থানে পৌঁছোয় সে দেখে-
হাজারের ওপর ইঁদুর একে অন্যের সংগে গুঁতোগুঁতি করছে। কেউ বসে কেউ শুয়ে আছে আর একটা ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারি তাক করে ওই ইঁদুরটাকেই ধরে আর তার পেট চিরে হীরে বার করে মালিকের হাতে সেটা তুলে দেয়।
শিকারি নিজের মজুরী বুঝে নিয়ে যখন সেখান থেকে যেতে নেয় তখন মালিক আশ্চর্য হয়ে শিকারির কেরামতি দেখে তাকে জিজ্ঞেস করেন,
-হাজারো ইঁদুরের মধ্যে কি ভাবে তুমি বুঝলে ভাই যে ওই ইঁদুরটাই হীরে গিলেছে?
শিকারি জবাবে বলে, -খুব সহজ স্যার। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, সে নিজের লোকেদের সংসর্গ ও তাদের সংগে মেলামেশা বন্ধ করে দেয়, নিজেকে তখন সাধারনের চেয়ে আলাদা মনে করে।
বর্তমান সমাজে কিছু কিছু মানুষের মধ্যেও এমন আচরন পরিলক্ষিত হয় যা তার যোগ্যতার চেয়ে যখন বেশি পেয়ে যায়, এরাই প্রকৃত ছোটলোক।
(সংগৃহীত)
০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: কাজ দিবে কিভাবে?
পুরো দেশ বিধ্বস্ত অবস্থা।
২| ০৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২২
জুল ভার্ন বলেছেন: খুবই অর্থবোধক সিম্বোলিক গল্প!
০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৭
রাজীব নুর বলেছেন: অব্যশই।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:০০
ইসিয়াক বলেছেন:
মাঝে মাঝে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের মত করে থাকলে অসুবিধা কি?
০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৮
রাজীব নুর বলেছেন: বিচ্ছিন্ন থাকা সম্ভব না।
সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারবে না।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: শ্রেনীবিভক্ত সমাজে প্রত্যেকের স্থান নির্ধারন করে দেয়া আছে।কারা দলবেধে থাকবে আর কারা আলাদা থাকবে।
০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: এই নির্ধারন কে করে দিয়েছেন?
৫| ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৯
মরুভূমির জলদস্যু বলেছেন: রূপক হিসেবে ঠিক আছে, তবে হীরে গিললে ইঁদুরের বেঁচে থাকার কথা না।
০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৯
রাজীব নুর বলেছেন: রুপক হিসাবেই বলা হয়েছে।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৩
কুশন বলেছেন: ছোটলোক মানে কি?
গরীব? খাটো? বদমাইশ?
০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: ছোটলোক মানে যারা দেশের বারোটা বাজিয়ে হাজার কোটি কালো টাকার মালিক হয়।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:৩৭
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন: কাজ দিবে কিভাবে? পুরো দেশ বিধ্বস্ত অবস্থা।
-আপনি অর্থনীতি ও জাতীয়তাবাদ বুঝেন না; '৭১ সালের জাতীয়তাবাদী বাংগালীরা যেকোন কাজ করে দেশকে গড়ে তুলতে পারতেন।
০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: না সেটা সম্ভব না। তার সময় সময়ের প্রয়োজন। অনেক সময়। ৭৫ এঁর পরে দেশে সুসময় আসতে শুরু করেছিলো। কিন্তু তখন শেখ মুজিবকে হত্যা করে সব তছনছ করে দেওয়া হয়েছিলো।
৮| ০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: অনুপ্রেরণার গল্প।
০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫
রাজীব নুর বলেছেন: জ্বী হ্যাঁ।
৯| ০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৯
আলমগীর সরকার লিটন বলেছেন: খাঁটি সত্যকথা রাজীব দা ভাল থাকবেন সব সময়
০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৩
বিটপি বলেছেন: এই গল্পটা ইদানিং খুব বেশি শুনছি। এই ব্লগেই গত ১০ দিনে তিনবার প্রকাশিত হয়েছে।
০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: কই আমার চোখে পড়েনি তো!!
১১| ০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫২
ডঃ এম এ আলী বলেছেন:
রুপকের মাধ্যমে সমাজের কিছু মানুষের দারুন একটি দিক ফুটে উঠেছে গল্পটিতে ।
প্রচ্ছদ ছবি সুন্দর হয়েছে ।
০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৫
রাজীব নুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ মন্তব্যে রজন্য।
১২| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: গুলশান বনানীতে এককাঠা জায়গার দাম কতো আর ভেড়ামারা হাতিবান্ধায় এক কাঠার দাম কতো।এটাই নির্ধারিত করে দেয় কে কোথায় বাস করবে।
০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩০
রাজীব নুর বলেছেন: সেটাই। আজকাল গ্রামের চেয়ারম্যানরাও ঢাকায় থাকেন।
©somewhere in net ltd.
১| ০৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
স্বাধীনতার পর, শেখ সাহেব দেশের মানুষকে কাজ না দেয়ায়, মানুষ অসৎ পথে অর্জনের পথ বের করে।