নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বলুন দেখি- তাজমহলের কোন পাশ দিয়ে যমুনা নদী প্রবাহিত হয়েছে?

০৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২৯

ছবিঃ আমার তোলা।

বিজয়ের মাস ডিসেম্বর,
এমাসেই আমরা পেয়েছি একটি পতাকা, একটি দেশ।
তাই নাম বাংলাদেশ।
আহা বেশ বেশ...


১। গতকাল রাতে স্বপ্নে দেখলাম-
বিশাল একটা জঙ্গলের গভীরে আমি। কোন পথ খুঁজে পাচ্ছি না। চারিদিকে ভয়ংকর সব মানুষ। তাদের হাতে বিচিত্র সব অস্ত্র। তারা সবাই আমার দিকে তেড়ে আসছে। আমি ঝেড়ে একটা দৌড় দিলাম। ভয়ঙ্কর মানুষ গুলোও আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে। দৌড়ে দৌড়ে আমি ক্লান্ত। আর দৌড়াতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে। তখন টারজানের মতোন একটা মেয়ে গাছের শিকড় বেয়ে আমার কাছে এসে নামলো। বলল, তোমার ভয় নেই। আমি আছি। আমার হাত ধরো। মেয়েটার হাতে হাত রাখতেই আমার ভয় চলে গেলো।

২। আমি মদ্যপান করি না।
কিন্তু সিগারেটের প্রতি দুর্বলতা আছে আমার এবং আমার বন্ধু ইমরানেরও। সেদিন ইমরানের বহু কালের বিশ্বাস ও সংস্কারে একটা প্রবল ধাক্কা লেগেছে। তার মূলে রয়েছেন একজন অধ্যাপক। ইমরান প্রায়ই এই অধ্যাপকের বাড়ি যায়। অধ্যাপক নিজে ইমরানকে কফি বানিয়ে খাওয়ান। আজ সন্ধ্যায় আমি ইমরানের মেছে যাই। ইমরান আমাকে বলল, তুই চার্লস ডারউইন এর নাম শুনেছিস? আমি বললাম, ছাপার অক্ষরে নামটা কোথাও পড়েছি। কেন, উনি কি আজ তোর মেছে আসবেন?

৩। আমরা কেউ পরিবেশ দূষণ সম্পর্কে সচেতন না।
একটাই পৃথিবী, এটাও যদি দিন দিন দুষিত হয়ে পরে তবে মানব জাতির ভবিষ্যত কি হবে? আসুন পৃথিবীর যত্ন নিই। পৃথিবীর যত্ন নিলেই আমরা বেঁচে যাবো। ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকবে। ঝড় হবে না। ভূমিকম্প হবে না। বন্যা হবে না। এই পৃথিবী শুধু মানুষের না। পশু পাখি সবার। সবার সমান অধিকার। আপনি কি জানেন না উত্তর মেরুতে বরফ গলতে শুরু করেছে? দুষ্ট দেশের ক্ষমতাবানরা পারমানবিক বোমার ঘাটি বানাচ্ছে। যুদ্ধে কারো মঙ্গল হয় না। ভালোবাসায় মঙ্গল হয়।

৪। বুদ্ধদেব বসু আমার প্রিয় সাহিত্যিক।
রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে বুদ্ধদেব বসুর মতো সব্যসাচী প্রতিভা আর কেউ আসেনি। তার 'আমার যৌবন' বই আমার খুব ভালো লেগেছে। তিনিই প্রথম শার্ল বোদলেয়রের কবিতা অনুবাদ করেন। জীবনানন্দ দাশের প্রকৃত মূল্যায়ন বুদ্ধদেব ছাড়া তৎকালীন কেউই করেনি। প্রতিভা বসু ছিলেন তার স্ত্রী। প্রতিভা বসুর লেখা আত্নজীবনী "জীবনের জলছবি"র মাধ্যমে বুদ্ধদেবকে ভালোভাবে চেনা যায়।

৫। আমি মার্শাল আর্ট আর বক্সিং শিখতে চাই।
আব্বা বললেন- ওসব শিখতে চাস কেন? সেলফ ডিফেন্স, না গুন্ডামি করবি? আমি একটু হেসে বললাম- যারা অন্যায় করে আমি তাদের শাস্তি দিতে চাই। আব্বা একটু করুন হাসি দিয়ে বললেন- সব অন্যায় কি শুধু গায়ের জোরে ঠেকানো যায়? আগে নিজে ন্যায়বান হতে হয়, সাহসী হতে হয়, মানুষকে ভালোবাসতে হয়। মানুষ কোথা থেকে জোর পায় জানিস? ভালোবাসা থেকে। দেশকে যদি ভালোবাসিস, মা-বাবাকে যদি ভালোবাসিস, ভাই-বোনদের যদি ভালোবাসিস, সবাইকে যদি ভালোবাসিস তাহলে দেখবি গায়ের জোরের তত দরকার হবে না। মনে রাখবি- মানুষের সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে ভালোবাসা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:০৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ধুমপানের থেকে মদ্যপান উত্তম যদি পরিমিত পান করতে পারেন।

০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৩

রাজীব নুর বলেছেন: হ্যাঁ পরিমিত মদ্যপান হার্টের জন্য ভালো।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২৯

বিটপি বলেছেন: ভালোবাসা দিয়ে দুনিয়া জয় করা যায় - এটা খুবই ভুল কথা। দুনিয়া কেবল জন্তু জানোয়ারের হলে ভালোবাসা দিয়ে কাজ চলত। কিন্তু দুনিয়া হচ্ছে মানুষের - সব মানুষ ভালোবাসার মর্ম বোঝে না। মানুষকে সাইজ করার তিনটি মোক্ষম উপায় হচ্ছে - তাকওয়া, ইহসান আর আদল। এছাড়া অন্য কোন কিছু দিয়েই মানুষকে পোষ মানানো যায়না।

০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: ধর্ম দিয়ে কোনো কিছু সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে দেশে এত অরাজকতা থাকতো না।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৬

জুল ভার্ন বলেছেন: পোস্টের শিরোনামের সাথে বিশয়বস্তুর কোনো প্রকার সংযোগ খুঁজে পেলামনা!

যদিও মানুষ হিংস্র প্রানী জন্তুদেরও পোষ মানায় কিন্তু মানুষকে পোষ মানানো সহজ নয়।

০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: মানুষও পোষ মানে। আদর ভালোবাসায়।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর উপদেশ আসলে সত্য কথা ভালবাসা দিয়ে বসটুকু হয় যদি ভালবাসার মতো ভালবাসা যায়---------

০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: অ্যা

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মদ্যপানের শুধু নিজের ক্ষতি হয়।
ধমপানে ক্ষতি হয় পরিবেশের এবং পাশের লোকের।
মদ্যপান জিন্দাবাদ।

০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৫

রাজীব নুর বলেছেন: মদ্যপানে অনেক খরচ।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এক প্যাকেট সিগারেটের দাম ধরছি ৩০০ টাকা।
তাহলে মাসে সিগারেটের পিছনে খরচ হচ্ছে ৯০০০ টাকা।
এই টাকায় দুইটা বোতল কিনতে পাবেন।
দুই বোতলে শুক্রবার বাদ দিলে প্রতি দিন ২ প্যাক করে চালিয়ে যেতে পারবেন পুরো মাস।

০৮ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১২

রাজীব নুর বলেছেন: দুই পেগে কি হয়?
অন্তত ৬/৭ পেগ না খেলে পিনিক হবে না।
তাছাড়া এসব জিনিস একা খাওয়া যায়া না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.