নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

হে কাক! কালো কাক!!

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৭


ছবিঃ আমার তোলা।

এত কাছ থেকে কাকের ছবি তোলা সম্ভব না।
মানুষ দেখলেই মুহুর্তের মধ্যে কাক উড়ে চলে যাবে। যদি ভালো লেন্স থাকে তাহলে দূর থেকে কাকের ছবি তোলা কোনো ঘটনাই না। কাকের ছবিটা বেশ পুরোনো। একদিন অফিস থেকে বের হয়েছি। চা খাবো, সিগারেট খাবো। অফিসে চায়ের ব্যবস্থা থাকলে সিগারেট খাওয়া সম্পূর্ন নিষেধ। আর চায়ের সাথে সিগারেট না খেতে পারলে শান্তি নেই। যাই হোক, অফিস থেকে বের হয়ে দেখি- এই কাকটাকে। অসুস্থ কাক। আমাকে দেখেও দৌড়ে দিতে পারেনি। দেখুন কি মায়া চোখে তাকিয়ে আছে! আমার ভীষন মায়া হলো। আমি একটা রুটি কিনে দিলাম। কাকটা রুটির দিকে ফিরেও তাকালো না। বেশ অসুস্থ। উড়তে পারছে না। কিভাবে অসুস্থ হলে কে জানে! আজ কাকের কথা বলব না। আজ মনটা বেশ বিষন্ন হয়েছে। তাই আজ একটা কবিতা লিখব। যদিও চারটা লেখা মাথায় এসে জমা হয়েছে।

হে কাক! কালো কাক!!
অনেক ভাবিলাম। অনেক ভাবিলাম-
ভাবিতে ভাবিতে সন্ধ্যা হয়ে এলো,
একবার মনে হলো নিরুদ্দেশ হয়ে যাচ্ছি না কেন?
আমি ভাই মিথ্যা বলতে পারি, মিথ্যা আসে না মুখে
বর্তমানে আমার মতো অকবিরা কবিতার সর্বনাশ করছে!

অনেক হয়েছে আর না।
তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে,
তা না হলে বৌ না খেয়ে বসে থাকবে;
বিয়ের আগেই বউকে অনেক কথা দিয়েছিলাম-
আমার দেওয়া কথা গুলো রাখতে পারি নাই
এজন্য আমার কোনোই অপরাধবোধ হয় না-
কারন বউও অনেক কথা দিয়েছিলো!

কালো কাক বসে আছে কালো তারের উপর,
আজ বড় করে কবিতা লিখতে পারবো না-
মন ভালো নেই যে। আমি আজ বড্ড বিষন্ন,
বড্ড অসহায়, বড্ড ক্লান্ত আর যন্ত্রনাবিদ্ধ,
আমাকে ক্ষমা করুণ আর ভালোবাসুন
আমাকে বিদায় দিন। শুভ রাত্রী বলুন।


মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


কাকটি বাঁচতে চেয়েছিলো, মানুষ বাঁচতে চায়, অমানুষেরা সেটা বুঝতে পারে না।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: অমানুষেরা শুধু নিজের কথা ভাবে।

২| ১০ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:



খোদা যদি আপনাকে আগামীকাল প্রশ্ন করেন, "মৃত্যুর পর বেহেশত, নাকি না মরে দুনিয়ায় থাকতে চাও?" কোনটা হবে আপনার চয়েস?

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: আমি দুনিয়ায় থাকতে চাই।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৯

পুকু বলেছেন: একটা কাক !! খতরনাক্‌ !!!!

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৭

রাজীব নুর বলেছেন: হা হা হা---

৪| ১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: বর্তমানে আমার মতো অকবিরা কবিতার সর্বনাশ করছে!
তাই নাকি!!!

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: হ্যাঁ কথা সত্য।

৫| ১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: হে কাক, কালো কাক।

কথা বল। না বল না।


মানুষ কথা দিয়ে কথা রাখেনা।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১০

রাজীব নুর বলেছেন: কথা দেয় ই মানুষ না রাখার জন্য।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪০

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন, সেই সাথে অসাধারণ সুন্দর ছবিটা।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১১

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৪

জ্যাকেল বলেছেন: এক লোক সিগারেট ছাড়তে পারেনি, ২ বার কান্সার হইবার পরেও সে ছাড়েনি। বর্তমানে মেডিকেলে মুমুর্ষু অবস্থায় আছে।

সিগারেট খাওয়া ছেড়ে দেন, আপনার মত মানুষ যে সুস্থ থাকতে পারে সেটাই দোয়া করি।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: পবিত্র অপবিত্র সহ বড়করে মন্তব্য করে ছিলাম । মন্তব্য প্রকাশ নাকে চলে গেছি পরে দেখি কিছুই প্রকাশ হয় নাই।আবার লিখতে ইচ্ছে করছে না।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩১

রাজীব নুর বলেছেন: না না আলসেমি করবেন না। আবার লিখুন।
আপনাকে খুব অনুরোধ করেছিলাম পোষ্ট লিখুন। আপনি বলেও ছিলেন লিখবেন। কিন্তু আজও লিখেন নি।

৯| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি ইসলাম প্রচারক হিসাবে লিখব।প্রস্তুতি নিচ্ছি।

১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: ওয়াও!!
দারুন হবে।
তাড়াতাড়ি করুণ। অপেক্ষায় আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.