| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
আজ গ্রামের বাড়ি গিয়েছিলাম।
কারন আগামীকাল আব্বার প্রথম মৃত্যু বার্ষিকী। আজ শুক্রবার বলে গ্রামে মিলাদ মাহফিল হয়েছে। আগামীকাল ঢাকায় এতিমখানায় কোরআন খতম এবং মাদ্রাসার ছাত্রদের খাওয়ানো হবে। ঢাকা থেকে আমরা বাসার সবাই গিয়েছিলাম। ছোট কন্যা ফারাজাকে নিয়ে গিয়েছিলাম। ফারাজা এই প্রথম দাদা বাড়ি গেলো। আমাদের সব আত্মীয়স্বজন এসেছিলো। আমাদের গ্রাম কাছেই। যেতে এক ঘন্টা সময় লাগে। গ্রামে গিয়ে কিছু ছবি তুলেছি। সেই ছবি গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ছবি গুলো আমার মোবাইল দিয়েই তুলেছি। আজ কথা বাড়াবো না। ছবি দেখুন।
১।
কন্যা ও পিতা।
২।
উঠানে সবাই খেতে বসেছে।
৩।
আমার কাজিন। ও তার পাঁচ সন্তান।
৪।
গ্রামে গিয়ে ভীষন মন খারাপ হয়েছে।
৫।
এই গুলো কি জানি না।
৬।
আমাদের গ্রামে একটা যাদুঘরও আছে।
৭।
বাচ্চারা খেলছে।
৮।
ঘোড়ার গাড়ির।
৯।
এই পথ দিয়ে পদ্ম নদীর কাছে যাওয়া যায়।
১০।
একসময় পদ্মার ঢেউ এসে পড়তো এখানে। এখন পদ্মা ছোট হয়ে গেছে। গ্রামের লোকজন বলছে, নদীতে ব্রীজ হলে নদীর মৃত্যু হয়।
১১।
এটা কোনো পুকুর নয়। পানি জমলো কি করে!
১২।
আজকাল লাকড়ি দিয়ে রান্না হয় না। ঘরে ঘরে এলপি গ্যাস।
১৩।
আমাদের বাড়ির পেছনে জঙ্গল।
১৪।
মসজিদে যাওয়ার রাস্তা।
১৫।
চা ঢাকা থেকে নিয়ে গিয়েছি। গ্রামে সবাই রঙ চা খায়।
১৬।
গ্রামে গিয়ে আমার কন্যা বেশ আনন্দ পেয়েছে।
১৭।
আমাদের গ্রামে চারটা চালতা গাছ আছে।
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: আমার চাচা ফুপুরা দুষ্ট লোক।
২|
১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৫৯
বিটপি বলেছেন: আপনার কাজিনকে দেখে বেশ ধর্মপ্রাণ মনে হচ্ছে। সে কি কি অশান্তি করে বলুন তো?
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: সে একসময় বেশ আধুনিক ছিলো। হঠাত একদিন মারাত্মক ধার্মিক হয়ে যায়। এখনও ধার্মিকতার ভেতরে আছে।
৩|
১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৪১
জুল ভার্ন বলেছেন: মডেল গ্রাম।
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: গ্রাম আর গ্রাম নাই।
শহরের কাছাকাছি।
৪|
১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার কাছ থেকে আরো ভালো ছবি আশা করি।
৫ নাম্বার ছবিটি বিষকাটালির
৩ নাম্বার ছবি সম্পর্কে কিছু বলার নাই।
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: মন দিল ভালো নাই।
তাছাড়া মোবাইল টা ভালো সার্ভিস দিচ্ছে না।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
সুন্দর গ্রাম, আপনি ওখানে কিছু করতে পারবেন?