নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
গত বছর ১১ ডিসেম্বর আব্বা মারা যায়।
৬০/৬২ বছর হবে আব্বার। আব্বার তেমন কোনো অসুখ ছিলো না। ডায়বেটিকস ছাড়া। ডায়বেটিক চিকিৎসা করাতে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা চলছে। আব্বা ভালোর দিকে। ঠিক তখন হাসপাতালেই আব্বা করোনায় আক্রান্ত হয়। করোনা চিকিৎসা চলা অবস্থায় আব্বা মারা যায়। তখনও করোনার ভ্যাকসিন আসেনি। সত্যি কথা বলি- আব্বার আচমকা মৃত্যুতে আমি ভীষন ধাক্কা খাই। আমার মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। আব্বা এত তাড়াতাড়ি মরে যাবে আমি এটা ভাবিনি। আমাদের বংশে সবাই দীর্ঘদিন বাঁচে। আমার দাদা দাদী ৮০/৮৫ বছর পর্যন্ত বেঁচে ছিলেন। গত বছরের ১১ ডিসেম্বর, সেদিন ছিলো শুক্রবার। আমি গভীর ঘুমে। মোবাইলে ফোন বেজেই চলেছে। সকাল আট টায় জানতে পারি আব্বা মারা গেছে।
আব্বা মারা গেছে এক বছর হয়ে গেলো আজ।
অথচ এখনও আমার মনে হয় আব্বা মারা যায় নি। জরুরী কাজে ঢাকার বাইরে গেছে। একদিন আব্বাকে ফোন দিলাম। দেখি মোবাইল বন্ধ। পরে আমার মনে পড়লো, আব্বা তো নেই। মারা গেছে। যদি আবার আব্বাকে ভুলে ফোন দেই। তাই আব্বার নাম্বারটি মোবাইল থেকে ডিলিট করে দিলাম। আমার কাছে আব্বার কিছু ছবি ছিলো। সেই ছবি গুলো আমি ডিলিট করে দিয়েছি। কারন ছবি গুলো দেখলেই ভীষন কষ্ট হয় আমার। ভীষন। বাবা কি জিনিস বাবা বেঁচে থাকতে বুঝি নাই। যেদিন আমি নিজে বাবা হলাম সেদিন থেকে বুঝতে পেরেছি বাবা কি জিনিস। আমার অনেক কথা ছিলো। গল্প ছিলো- আব্বাকে বলার। বলব, বলব করে আর বলা হয়নি। আমার মনে অনেক জমানো কথা গুলো শুধুই আব্বার জন্য। সেই সমস্ত কথা গুলো আমৃত্যু আমাকে বহন করে চলতে হবে।
গ্রামে গতকাল মিলাদ হয়েছে।
কোরআন খতম দেওয়া হয়েছে। গরীব দুঃখীদের খাওয়ানো হয়েছে। মেন্যু ছিলো- সাদা ভাত। করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। রুই মাছ দিয়ে লাউ। ডাল। গরুর মাংস। মূরগীর মাংস। পায়েস ছিলো। রান্না বেশ ভালো হয়েছে। আজ সারাদিন আমি গ্রামের বাড়িতেই ছিলাম। আমাদের ছোট গাড়ি। পরিবারের সবার জায়গা হবে না। তাই বড় গাড়ি ভাড়া নিয়ে সবাই একসাথে গ্রামে যাই। সবাই আব্বার কবরে গিয়েছে। কবর জিয়ারত করেছে। আমি আব্বার কবরের কাছে যাইনি। কবর জিয়ারত করি নি। আমি কেন আব্বার কবরে যাইনি তা শুধু আমিই জানি। আমার কতখানি জুড়ে আব্বা আছে তা শুধু আমিই জানি। আমি আজ খুব শান্ত ছিলাম। আব্বার জন্য আমার যে শোক, কষ্ট সেটা আমি একাই অনুভব করেছি। কাউকে বুঝতে দেইনি।
আজ দুপুরে ঢাকায় মাদ্রাসায় খাওয়ানো হবে।
কোরআন খতম ও দোয়া হবে। সারা দুনিয়াতে একজন মানুষ ছিলো আমার। যে আমার যেকোনো বিপদে সবার আগে সামনে এসে দাড়াতো। ভরসা দিতো। সাহস দিতো। আব্বা মারা যাওয়ার পর আমি মানসিকভাবে খুব ভেঙ্গে পড়েছি। আমার আত্মবিশ্বাস ও সাহস কমে গেছে। নিজেকে বড্ড বেশি দুর্বল মনে হয়- যখন মনে পড়ে আব্বা নেই। মারা গেছে। দুনিয়াতে বাপের মতো কেউ হয় না। সম্ভব না। আমি আমার কন্যাকে যতটুকু ভালোবাসি, আমার মতো করে কি আমার কন্যাকে আর কেউ ভালোবাসতে পারবে? পারবে না। সম্ভব না। আমার কাছে সারা দুনিয়া একদিকে, আর আমার কন্যা আরেক দিকে। দুনিয়াতে সবার আগে আমার কন্যা। ঠিক তেমনি আমি ছিলাম আমার আব্বার কাছে সবার আগে।
একটা ছোটবেলার ঘটনা বলি, নতুন একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভরতি হয়েছি। এবং বার্ষিক পরীক্ষায় চারটা সাবজেক্টে ফেল করেছি। স্কুলের প্রধান শিক্ষক আব্বাকে ডেকে নিয়ে গেলো। প্রধান শিক্ষন বললেন, দেখুন আপনার ছেলের কি অবস্থা। সেদিন আব্বা আমাকে কোলে করে স্কুল থেকে বাসায় নিয়ে এসেছিলো। বলেছিলো, মন খারাপ করিস না। ফেল করলে কি হয়? কিছুই হয় না। আগামী বছর ভালো করে পড়বি। পাশ করবি। ব্যস। ঝামেলা শেষ! এইবার হাসি দে। বড় করে হাসি দে। হাসি সুন্দর হলে বিরানী খেতে নিয়ে যাবো এখনই। বিরানীর কথা শুনে আমি বিশাল সাইজের এক হাসি দিলাম।
আমার কাছে আব্বা ছিলো একজন ম্যাজিশিয়ান।
আমার কাছে আব্বা ছিলো একজন সুপারম্যান। আব্বাকে কখনও মুখ ফুটে কিছু বলতে হতো না আমার। তিনি নিজে থেকেই সব বুঝে যেতেন। আমার মন খারাপ দেখলেই আব্বা বলতো- তোমার কোনো কিছু নিয়ে চিন্তার দরকার নেই। তোমার বাবা বেঁচে আছে। তুমি নিশ্চিন্ত থাকো। আসলেও জীবনে আমাকে কোনো কিছু নিয়ে বেগ পেতে হয়নি। বিনদাস ছিলাম। আব্বাকে যদি ফোন করে বলতাম, আব্বা মরন চাঁদের মিষ্টি খেতে ইচ্ছা করছে। আব্বা মিষ্টি নিয়ে আসতো। আব্বাকে বলতাম, পুরান ঢাকার বিরানী খেতে ইচ্ছা করছে- আব্বা কাউকে দিয়ে বিরানী পাঠিয়ে দিতো। আব্বাকে যদি বলতাম- আব্বা আমার কেনাকাটা করতে হবে- আব্বা বলতো চলো যাই মার্কেটে। কুইক। একটা ঘটনা বলি- তখন আমি অনেক ছোট। আব্বা অনেক রাতে বাসায় ফিরতো ক্লান্ত হয়ে। আমি বলতাম, মা ছোট মাছ রান্না করেছে। আমি ছোট মাছ খাই না। আমি বিরানী খাবো। সেই রাত বারটায় আব্বা আমাকে বিরানী খেতে নিয়ে যেতো।
একবার রাজশাহী গিয়ে আটকা পড়লাম।
সুরভি আর আমি। বাস বন্ধ। কিন্তু আমাদের ঢাকা আসতে হবে। আব্বাকে ফোন করে বললাম, আমার ঢাকা আসা জরুরী। আব্বা হেলিকাপ্টারের ব্যবস্থা করে দিলো। আমার আব্বা কোনো মন্ত্রী মিনিস্টার না। কিন্তু আমার মনে হতো চারজন মন্ত্রী মিনিস্টারের ক্ষমতা আব্বার পকেটে ছিলো। কোনো কিছুতেই আব্বা ভয় পেতো না। অথচ আব্বা খুবই একজন নরম মনের মানুষ। সবার সাথে আব্বা হাসি মুখে কথা বলতো। পরিচিত অপরিচিত যে কারো বিপদে নিজে থেকে এগিয়ে যেতো। একবার হরতালের সময় পুলিশ দুইজন ছেলেকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলো। আব্বা গিয়ে ছেলে দুজনকে ছাড়িয়ে নিয়ে আসে। পুলিশ জিজ্ঞেস করেছিলো- ছেলে দুটা আপনার পরিচিত? আব্বা বলেছিলো না। আমার পরিচিত না। কিন্তু ওদের অন্যায়ভাবে আপনাড়া নিয়ে যাচ্ছিলেন।
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনার আব্বার ভালোদিক গুলো স্মরন করুন এবং মেনে চলুন।
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: আব্বার মতো হতে পারি নি।
৩| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৮
চাঁদগাজী বলেছেন:
করোনা আপনার জন্য দু:খের কারণ হয়েছে; আজ অবধি, বিশ্বে ৫৩ লাখ মানুষের অকাল মৃত্যু হলো।
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১০
রাজীব নুর বলেছেন: এঁর মধ্যে বাংলাদেশে সরকারি হিসাবে ২৮ হহাজারের বেশি লোক মারা গেছে।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৫:২৭
মুক্ত মানব বলেছেন: আপনার প্রয়াত পিতাসহ আমাদের সবার প্রয়াত জনদের পারলৌকিক শান্তি কামনা করি। তারা জান্নাতবাসী হো'ন। আমিন!
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৩
রাজীব নুর বলেছেন: ধিওন্যবাদ। ভালো থাকুন।
৫| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৫৩
বিটপি বলেছেন: আপনি ইসলাম মানেন না ভালো কথা, কিন্তু ইসলামের বদনাম হয় - এমন কিছু দয়া করে করবেন না। একজন মানুষ মারা গেছে, তাঁর স্মরণে এরকম মহা ভূড়িভোজ আয়োজনের উদ্দেশ্য কি? এতে তো মানুষ আরো খুশি হয়, সেই গোপাল ভাঁড়ের আলু পোড়া খাওয়ার মত মনে মনে জিজ্ঞেস করে, পরের গুদামগুলো কবে পুড়বে? দয়া করে এসব গোড়ামি বন্ধ করেন, ভালো কিছু চালু করেন। এই টাকায় কয়েকজনকে স্বাবলম্বী হবার ব্যবস্থা করেন - তারা আপনার বাবার জন্য খাস দিলে দোয়া করবেন - সেটা তাঁর জন্য সাদকায়ে জারিয়া হবে।
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: এগুলো সবাই করে। সামাজিকতা বলে একটা কথা আছে। আমি তো সমাজেই থাকি। তাই ইচ্ছা না থাকলেও অনেক কিছু মানতে হয় । করতে হয়।
হ্যাঁ আপনি ভালো পরামর্শ দিয়েছেন।
৬| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:০৫
জহিরুল ইসলাম সেতু বলেছেন: করোনায় ভয়াল গ্রাসের মৃত্যুর মিছিলে আপনার আব্বাও একজন, জেনে খারাপ লাগলো।
আমার আব্বাও এই পরিস্থিতিতে পড়েছিলেন। আপাততঃ মৃত্যুকে জয় করে বাসায় ফিরলেও করোনার ধকল এখনো রয়ে গেছে।
তিনি এখন ৮৭। তাঁর সুস্থতায় প্রার্থনা করবেন। যতদিন বাঁচেন সুস্থভাবে বেঁচে থাকেন যেন।
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: অবশ্যই প্রার্থনা করি।
তিনি ভালো থাকুক। সুস্থ থাকুক।
৭| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৪
আলমগীর সরকার লিটন বলেছেন: সবাইকে এভাবে চলে যেতে হবে যাক বাবার জন্য অনেক দোয়া করছি আল্লাহ জেনো জান্নাতি বাসি করুণ আমিন
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৮| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৭
নজসু বলেছেন:
মহান আল্লাহতায়ালা উনাকে জান্নাত নসীব করুন। আমিন।
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১২
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
৯| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩১
জুল ভার্ন বলেছেন: রাব্বীর হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা।
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১০| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন: আল্লাহ উনাকে বেহেস্ত দান করুন।
আপনারা দোয়া করুন এবং লোক খাওয়ানো কমিয়ে সদগায় জারিয়ার দিকে মোনোযোগ দিন।
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২১
রাজীব নুর বলেছেন: ভালো কথা বলেছেন।
১১| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৬
মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আমার বাবা গত হয়েছেন আজ থেকে তের বছর আগে। মনে হয় এই তো সেদিনের কথা, হঠাতই আমি এক বৃন্ত চ্যুত পত্র হয়ে গেলাম। জগতের সকল মা-বাবার প্রতি শ্রদ্ধা। 'হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন। '
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:২৫
রাজীব নুর বলেছেন: আমার আব্বার আরো কিছু দিন বেঁচে থাকা দরকার ছিলো। আব্বার মৃত্যুতে আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি।
১২| ১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৯
দংশন বলেছেন: ভাল থাকুক ওপারে
১১ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
১৩| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মরহুমের জান্নাত বাস কামনা করছি
১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
১৪| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৫
রাহাত আরা স্বর্ণা বলেছেন: ফেইল করলে যে বাসায় বেশি করে আদর দেয়া হয়, ভয়ে ভয়ে ফিরতে হয় না, সেই বাসাগুলো সবথেকে দামী। আমি কখনো প্যারেন্ট হলে সন্তানরা ফেইল করলে আপনার বাবার মতো বিরিয়ানি করে খাওয়াবো। উনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা।
১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। সুন্দর মন্তব্যের জন্য।
১৫| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:২৪
মাস্টারদা বলেছেন: ভালো থাকুক সব বাবা
১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: ইয়েস।
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার আব্বার আত্নার মাগফেরাত কামনা করছি ।