নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ২৬

১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১১



প্রিয় কন্যা আমার,
এমাস শেষে তোমার এক বছর পূর্ন হবে। দেখতে দেখতে এক বছর হয়ে গেলো। এই এক বছরে তোমাকে ২০ বার ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়েছে। তোমার জ্বর হয়েছে। ঠান্ডা লেগেছে। তোমার ওষুধের নাম গুলোও আমার মুখস্ত হয়ে গেছে। এলার্জেস, ফ্লাকল, পেডিগ্যাস আর নাপা। একটা ভিটামিনের ওষুধ ছিলো নাম ভুলে গেছি। কত সাবধান থেকেছি আমি আর তোমার মা অথচ তুমি ঠিক জ্বর সর্দি বাধিয়েছো। গত দুইদিন ধরে তোমার আবার ঠান্ডা লেগেছে। অবশ্য এখন শীতকাল। শীতকালে সর্দি, জ্বর প্রায় সব শিশুদের হয়। গত এক বছরে তুমি দুইবার খুব অসুস্থ হয়ে পড়েছিলে। সারারাত আমি আর সুরভি জেগে বসে ছিলাম।

প্রিয় কন্যা ফারাজা,
তোমার দাঁত উঠতে শুরু করেছে। তবে এখনও তুমি একাএকা হাঁটতে পারো না। একা খাট থেকে নেমে যাও। সোফা থেকে নেমে যাও। তাহলে একাএকা হাঁটতে পারছো না কেন? তবে আগামী দুই একমাসের মধ্যে তুমি একা হাঁটা শুরু করবে। এ বিষয়ে আমি নিশ্চিত। আব্বার প্রথম মৃত্যুতে বার্ষিকীতে তোমাকে গ্রামে নিয়ে গেলাম। তুমি প্রথম দাদা বাড়ি গেলে। সারাদিন তুমি বেশ আনন্দেই ছিলে। তুমি ঘুরে বেড়াতে পছন্দ করো। কোনো সমস্যা নেই। আমি তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো। তোমার প্রায় এক বছর হয়ে গেছে। আমি ভেবেছিলাম গ্রামে নিয়ে গিয়ে তোমাকে উঠানে ছেড়ে দিবো। তুমি মনের সুখে সারা উঠান হেঁটে বেড়াবে। তা হয়নি।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম,
এমাসের ৩১ তারিখ তোমার জন্মদিন। বছরের শেষ দিন তোমার জন্মদিন। তোমার জন্মদিন পালন করবো। তোমার প্রথম জন্মদিন খুব বড় করেই পালন করবো। অলরেডি গ্রামের আত্মীয়স্বজনদের দাওয়াত দেওয়া হয়ে গেছে। সেদিন আমরা সবাই খুব মজা করবো। রাত বারোটায় তোমার সামনে কেক রাখা হবে। সেই কেক আমরা কেউ খাবো না। তুমি খাবে। সারা শরীর মাখামাখি করবে। তোমাকে কেউ কিচ্ছু বলবে না। তুমি প্রচুর আদর ভালোবাসায় বড় হচ্ছো। তোমার ভাগ্য ভালো। তুমি একজন ভালো বাবা পেয়েছো। ভালো মা পেয়েছো। ভালো চাচা চাচী পেয়েছো। আমি এমনটা পাই নি। ছোটবেলা থেকে শুধু মাকে কাছে পেয়েছি।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম খান ফাইহা,
দেশে করোনার প্রকোপ নেই এখন। আমি মাস্ক ছাড়া বাইরে যাই। বাইরে বের হলে অল্প কিছু মানুষের মুখে মাস্ক দেখা যায়। বাংলাদেশে করোনায় সরকারী হিসাবে ২৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। করোনা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। ভবিষ্যতে পৃথিবীতে আরো এরকম রোগ আসবে। অতীতেও এসেছে। রোগ শোক দুনিয়াতে আছেই। থাকবেই। তোমাকে সাবধান থাকতে হবে। নিজেকে নিজেই সাবধান করবে। নিরাপদ রাখবে। কারো কাছ থেকে কখনও কোনো সাহায্য আশা করবে না। নিজের শক্তির উপর ভরসা রাখবে। দুনিয়াতে তুমি কারো উপর ভরসা রাখবে না। ভরসা রাখবে শুধু নিজের উপর। এই সমাজের কোনো মানুষের উপর তুমি আস্থা, ভরসা রাখবে না। কাউকে বিশ্বাস করবে না।

প্রিয় কন্যা ফাইহা,
আমি সারা জীবন বেঁচে থাকব না। তোমার মা সারা জীবন বেঁচে থাকবে না। আমি যতদিন বেঁচে আছি, তোমার কোনো ভয় নেই। কোনো চিন্তা নেই। কিন্তু আমার মৃত্যুর পর তোমাকে পথ চলতে হবে একা। তোমাকে ফাইট করে বেঁচে থাকতে হবে। তুমি এমন একটা দেশে জন্ম নিয়েছো, যে দেশের মানুষ গুলো ভালো না। কেউ ভালো না। চারিদিকে এত এত দুষ্টলোকের মধ্যে তোমাকে বুদ্ধি করে বেঁচে থাকতে হবে। টিকে থাকতে হবে। সামনে এগিয়ে যেতে হবে। যেন মানুষ তোমাকে ভালোবাসে। সম্মান করে। তোমার চলার পথ মসৃন হবে না। কিন্তু তুমি তোমার সমস্ত জ্ঞান দিয়ে, পরিশ্রম দিয়ে সাফল্যের শিখরে যাবে নিশ্চয়ই। অসহায় দরিদ্র মানুষদের সব সময় সাহায্য সহযোগিতা করবে।

প্রিয় কন্যা আমার,
তোমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। করতেই হবে। অন্য দশজন সাধারণ মেয়ের মতো হলে চলবে না। তুমি রাজীব নূরের কন্যা। তোমাকে সমাজের জন্য কিছু করতে হবে। দেশের জন্য কিছু করতে হবে। এজন্য কেউ তোমাকে সাহায্য করবে না। যা করার তোমার নিজেকেই করতে হবে। এমনকি তোমার জ্বর এলে কেউ তোমার মাথায় পানি দিবে না। কাজেই জ্বরে কাতর হয়ে বিছানায় শুয়ে থাকা যাবে না। প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা নিয়ে তোমাকে উঠতে হবে। ওষুধ খেতে হবে। তোমার পায়ের নীচে মাটি তোমাকেই শক্ত করতে হবে। তোমার দেখার ক্ষমতা গভীর হতে হবে। সাধারণ মানুষ যা দেখবে। তার চেয়ে তোমাকে বেশি দেখতে হবে। জানতে হবে, বুঝতে হবে।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: রাজকন্যা বড় হয়ে উঠছে।

১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: না। এখনও ছোট।
একাএকা হাঁটতে পারে না। ক্ষুধা পেলে বলতে পারে না।

২| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনার মেয়ে হাসিখুশীতে বড় হোক।

আপনার বাসা থেকে আপনার গ্রামে যেতে কত সময় লাগে? দেখেন, সেখানে কিছু করা যায় কিনা! আশপাশের গ্রামে কনষ্ট্রাকশন হচ্ছে?

১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৪

রাজীব নুর বলেছেন: চেষ্টা করছি হাসিখুশিতে বড় হোক।
বাসা থেকে গ্রামে যেতে দেড় ঘন্টা লাগে গাড়িতে। বাসে কতক্ষন লাগে জানি না।
গ্রামে আমাকে কেউ চিনে না। আমিও কাউকে চিনি না।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।
আমার মেয়ের নাম তাইয়েবা তাবাসসুম।
আপনার কয় ছেলে মেয়ে ভাই?

১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: মেয়েকে নিয়ে নিয়মিত লিখছি। আগের পর্ব গুলো কি পড়েছেন?
তাইয়্যেবা নামটা সুন্দর। আমাদের এক আত্মীয়ের মেয়ের নাম তাইয়েবা।
আমার দুই কন্যা। কিন্তু আমি সমস্ত বাচ্চাদের ভালোবাসি।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: প্রিয় কন্যার জন্য অনেক ভালোবাসা ভাইয়া।

১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০১

জুল ভার্ন বলেছেন: মা শা আল্লাহ। রাজকন্যা বড়ো হয়ে যাচ্ছে। দোয়া, ফাইহা একজন ভালো মানুষ হবে।

১৩ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: ইনশাল্লাহ।

৬| ১৩ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫২

মোহামমদ কামরুজজামান বলেছেন: হ্যা রাজিব ভাই ,

দেখতে দেখতে ছোট পরি (কন্যা) ও বড় হয়ে যাচছে । বড় পরি (কন্যা) ত আগে থেকেই আছে ।

দুই দুইটা ফুটফুটে পরি (কন্যা) র গর্বিত জনক-জননী হওয়ার জন্য রাজিব নুর ভাই এবং সুরুভী ভাবীকে ধন্যবাদ।

মহান আল্লাহ পাকের নিকট দোয়া কন্যাদের সুখ-সাফল্য ও মংগলময় জীবনের জন্য । সাথে সাথে শুভ কামনা ভাল মানুষ হিসাবে গড়ে উঠার।

১৪ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ রইলো।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩২

মৌন পাঠক বলেছেন: আমি ও দুই কন্যার পিতা; তারা একটু একটু করে বড় হচ্ছে, তাদের দেবদূত বলে ভ্রম হয়,
তাদের দেখে পথিক ও থমকে দাঁড়িয়ে একবার ফিরে তাকায়।

আর প্রতিবার, ভিতরে ভিতরে আমি ভয়ে সিটিয়ে যাই।

আপনার ও এমন অনুভূতি হয়, বাবাদের এমন অনুভূতি হয়, বিশেষ করে মেয়ের বাবার, এ দেশে।

১৭ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৪৩

রাজীব নুর বলেছেন: আমার কন্যাদের জন্য আমার দীর্ঘদিন বেঁচে থাকার ইচ্ছা হয়।

৮| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৫

খায়রুল আহসান বলেছেন: কন্যার জন্য অনেক উপদেশ, অনেক আশার কথা বলে গেলেন। সেই সাথে স্বদেশীদের উপর আপনার অনাস্থার কথাও বলে গেলেন। দুই কন্যাই আপন শক্তিতে আস্থাবান হোক, বড় হয়ে আপন জ্ঞানেই সিদ্ধান্ত নিক!

দুই কন্যা এবং তাদের মা বাবার জন্য শুভকামনা।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়।
আমার কন্যাকে নিয়ে লেখা গুলো আপনি নিয়মিত পড়ছেন। এটা আমার জন্য অনেক আনন্দের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.