নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ গুগল।
আমি ঘুমহীন রাত কাটাই
স্বামী সন্তান নিয়ে সুখের আশায়
আমার সন্তানের সুন্দর ভবিষ্যতের আশায়
ঘুমহীন রাত ভোর হয়
স্বামীর অর্থ সংকটে আমিও হই দিশেহারা
স্বামীর অপারগতা তীরের মতো বিঁধে বুকে
আমার নারীত্ব আমাকে করেছে অসহায়
বাবা মার দায়িত্ব পালনে হয়েছি ব্যর্থ
সমাজকে করি ভয়,
সমাজ সামান্য কিছুতেই আঙ্গুল তোলে
সমাজের ভয় আমার বড্ড বেশি
অথচ ভিড় বাসে অথবা রাস্তাঘাটে
লাঞ্চিত হতে হয় প্রতিনয়ত
অর্থের যোগানদাতা স্বামী যেন ঈশ্বর!
আমি যেন স্বামী ও অর্থের গোলাম
যদি স্বামী অর্থে বিত্তে প্রাচুর্যে সমৃদ্ধ হয়
তখনও আমার ঘুম আসে না
অর্থকে শত্রু বলে মনে হয়, বড্ড ভয় করে
সংসারটা যদি নরক হয়ে যায়,
আমি ভয়ে থাকি-
এই বুঝি সব তছনছ হয়ে গেলো-
আমি যে নারী!
অর্থ, সম্পদ আর ক্ষমতায় পুরুষরা বদলে যায়
নারীদের ভয় বড্ড বেশি, ফুলের মতো ঝরে যায় যে
পুরুষ এক নারীতে সন্তুষ্ট থাকতে চায় না!
তুমি নারী, তাই কি তোমাকে শত আঘাত সইতে হবে
দিন শেষে গভীর গোপনে আমার চোখে পানি আসে
কেউ জানে না, কেউ জানে না!
১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৪
রাজীব নুর বলেছেন: আর কত কাল বির্বোধ থাকবে হে ইসিয়াক।
২| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:১১
চাঁদগাজী বলেছেন:
প্রতিবেশীর মেয়েকে চাকরাণী বানায়েছে বাংগালী শিক্ষিত লোকেরা, এগুলো অমানুষ।
১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: একদিন সব ঠিক হয়ে যাবে।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর হয়েছে কবি দা
১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।
৪| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৮
জুল ভার্ন বলেছেন: চমতকার!!!
১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৭
শোভন শামস বলেছেন: সুন্দর কবিতা লিখে যান
১৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৩৬
ইসিয়াক বলেছেন:
হে নারী!!!
কি কবিতা রচিলে তুমি
আহা মরি! মরি!!
রাজীব নূর কবিতা তো ঝাক্কাস হইছে!