নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

একটা শিশু যেভাবে বড় হয় (ছবি ব্লগ)

১৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৮



আমি আমার কন্যার কথা বলছি-
আমার চোখের সামনে আমার কন্যা একটু একটু করে বড় হচ্ছে। জন্মের পর শিশুরা একদম অসহায় থাকে। মাথাটা পর্যন্ত একা নাড়াতে পারে না। আস্তে আস্তে বড় হয়- মাথা ডান দিকে, বাম দিকে নিতে পারে। একদিন একাএকা উঠে বসতে শিখে যায়। শিখে যায় একাএকা উলটে যেতে। এরপর শিখে হামাগুড়ি দিতে। এরপর এটা-সেটা ধরে একাএকা দাঁড়াতে চেস্টা করে। দাঁড়ায়। রাগ দেখায়। কান্না করে। হাতের কাছে যা পায় সেটাই মুখে দেয়। শিশু বমি করে, তার ঠান্ডা লাগে। জ্বর আসে। ডাক্তার, ওষুধ- নানান রকম দিকদারি। একটার পর একটা আছেই। শিশুর সময় মতো গোছল। একটা শিশুকে খাওয়াতে অনেক সময় লাগে। শিশুর মুখে খাবার দিলে সে খাবার ফেলে দেয়। হামাগুড়ি দিয়ে সারা ঘরজুড়ে ঘুরে বেড়ায়। শিশুর মা শিশুর পেছনে খাবার হাতে ছুটতে থাকে। প্রতিদিন একই রুটিন। যাই হোক, ৩১ ডিসেম্বর কন্যার প্রথম জন্মদিন। কন্যার জন্য দোয়া করবেন।

১।
আমার কন্যার জন্মের পর কন্যার মামী প্রথম এই ছবিটা তোলে। কন্যা শাল দুধ খেয়ে, আরাম করে ঘুমাচ্ছে। তখন শীতকাল ছিলো। এবং বছরের শেষ দিন ছিলো। আর কয়েকদিন পর কন্যার এক বছর পূর্ন হবে।

২। প্রতিদিন কন্যাকে ছাদে নিয়ে যাওয়া হতো রোদে। বাংলাদেশে শিশু জন্মের পরপর জন্ডিস দেখা দেয়। জন্ডিসের একমাত্র চিকিৎসা শিশুকে রোদে রাখা। টানা পনের দিন কন্যাকে রোদে নিয়ে দাঁড়িয়ে ছিলাম।

৩। কন্যা আস্তে আস্তে বড় হয়। অবাক হয়ে চারপাশ দেখে। ফ্যানের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে।

৪। কোনো রকমে চার মাস পার করে দেওয়ার পর কন্যা বেশ পাকনা হয়ে উঠে। হাসে। সব কিছু ধরতে চায়।

৫। পাঁচ মাস হয়ে গেলে কন্যা হাত পা ছড়াছড়ি করতে পারে। তাকিয়ে থাকে। খুব হাসে। আয়নায় নিজেকে দেখে চিনতে পারে না। ভাবে অন্য কেউ হয়তো। অবাক হয়!

৬। কন্যার ছয় মাস হয়ে গেলে শুরু হয় আসল যুদ্ধ। তাকে এখন নানান রকম সবজি দিয়ে খিচুড়ি খাওয়াতে হয়। খাওয়ার পরিমান আস্তে আস্তে বাড়াতে হয়। ধীরে ধীরে খিচুড়িতে মাছ, মূরগী দিতে হয়।

৭। সাত মাস হয়ে গেলে কন্যা নানান রকম কর্মকান্ড শুরু করে নিজে থেকে। সে এক পা উঁচু করে রেখেছে। পা নামিয়ে দিলেও আবার সে উঁচু করে। প্রতিটা শিশু অদ্ভুত অদ্ভুত খেলা নিজ থেকে আবিস্কার করে। খিলখিল করে হাসতে শিখে যায়।

৮। হামাগুড়ি দেওয়ার আগে শিশুরা বসতে শিখে। ঘুম থেকে উঠে বসে থাকে। বাবা মাকে খুঁজে। বাবা মাকে না পেলে কান্না করে। আর ঘুম থেকে উঠেই বাবা মাকে দেখলেই একটা হাসি দেয়। হাসিটা এসে একদম বুকে লাগে!

৯। নয় মাস হয়ে গেলে, কন্যা অনেক কিছু শিখে যায়। তখন সে বাইরে বেড়াতে যেতে চায়। তাকে জামা পরাতেই বুঝে যায়- বাবা তাকে নিয়ে বাইরে বেড়াতে যাবে। বাইরে গিয়ে কন্যা অনেক খুশি হয়। যা দেখে তাতেই মুগ্ধ হয়! চোখে মুখে খেলা করে এক আকাশ বিস্ময়।

১০। দশ মাস হয়ে গেলে কন্যা নানান রকম ঢং শুরু করে। ছবি তোলার সময় ক্যামেরা দিকে তাকিয়ে পোজ দেয়। নানান রকম দুষ্টমি করে।

১১। একাএকা হাঁটতে না পারলেও দাঁড়াতে শিখে যায়। যে কোনো কিছু ধরে দাঁড়ানো তার কাছে কোনো ব্যাপার না। এসময় দাঁত উঠতে শুরু করে। অবশ্য দাঁত কারো আগে উঠে কারো পরে। কেউ আগে আগে হাঁটতে শিখে যায়। কারো দেরী হয়।

১২। কন্যা আগে হামাগুড়ি দিয়ে এই দরজার সামনে বসে থাকতো। এখন দরজা ধরে দাঁড়িয়ে থাকতে পারে।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৯

চাঁদগাজী বলেছেন:


কন্যাকে সব সময় একই জায়গায় বসায়ে খাওয়াতে হবে; তখন সে বুঝবে যে, খাওয়ার সময় খেতে হয়; তখন মা'কে পেছনে পেছনে ছুটতে হবে না। পেছনে পেছনে ছুটে খাওয়ালে, কন্য খাওয়ার নিয়ম শিখবে না।

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: সেই চেষ্টা করা হয়েছে। কিন্তু এক জাগায় স্থির থাকে না।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৫৭

সাসুম বলেছেন: কন্যার সামনে কাউকে ধ্মক দিবেন না, কারো সাথে চিল্লাবেন না, কারো সাথে রাগ দেখাবেন না, ইভেন আপনার স্ত্রী ও যেন এই কাজ না করে সেটা বলে দিবেন।

আপনার কন্যা একজন সুকন্যা হোক। অমানুষের ভীরে চারদিকে একজন মানুষ হয়ে গড়ে উঠতে যা যা করা লাগে তাই করুন।

শুভকামনা আপনাদের জন্য

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: অমানুষের ভীড়ে চারদিকে একজন মানুষ হয়ে গড়ে উঠতে যা যা করতে হয় করবো। সেই চেষ্টা অব্যহত রেখেছি।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: এই সেই দিন জন্ম নিল, দেখতে দেখতে কন্যা বড় হয়ে যাচছে ।

কন্যা ,সুকণ্যা হিসাবে গড়ে উঠুক এই চাওয়া প্রতিনিয়ত।

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১২

রাজীব নুর বলেছেন: হ্যা এক বছর দ্রুতই চলে গেলো।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: পোস্টে +, আপনার কন্যার জন্য।

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ভালো থাকুন।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:



সামুতে আপনার ১২ বছর পুর্ণ হলো, অনেক লিখেছেন! অভিনন্দন

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: শুকরিয়া জনাব।
ভালো থাকুন সব সময়।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ৭, ১১ এবং ১২ নাম্বার ছবিটা সবচেয়ে ভালো লেগেছে। এই মেয়ে এক সময় আপনার মাথা টিপে দেবে এই কামনা করছি।

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৭

আহমেদ রুহুল আমিন বলেছেন: কণ্যা সম্পর্কে সুন্দর বিশ্লেষণ.... । কেন যেন মনে হচ্ছে, ঠিক ওর বয়সী আমার নাতনীকে নিয়ে এই বিশ্লেষণ....! মহান সৃষ্টিকর্তা আপনার কন্যাকে সুকণ্যা হিসাবে গড়ে তুলুক, এই শুভকামনা রইল ।

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৫

রানার ব্লগ বলেছেন: আপনার কন্যা গুনবতি ও প্রজ্ঞাময়ী হোক এটাই কামনা করছি।

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:০১

সুদীপ কুমার বলেছেন: আপনার কন্যার জন্যে ভালোবাসা রইলো।

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৭

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোবাসা বেবিটার জন্য ভাইয়া।

অনেক অনেক দোয়া বেবিটার জন্য।

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৪১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বা! দারুন পোস্ট

১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২৫

রংবাজপোলা বলেছেন: সন্দর পুসট। ছবিগুলি দেইহ্যা পরান জুরাইয়া গেল। কি পরীর লাহান কন্যা।

তয় পাবলিক জায়গায় পরিবরের ছবি বিশেষ কইরা মাইয়াগো ছবি আপলোড করা কি ভালা হাইলো? কইন্যা বড় হইয়া তার পাইভ্যাসি এর পুসনো করতে পারে আপনারে। তহন কি জবাব দিবেন? আমার বান্দবী তার বাবার সাথে এটা লইয়্যা কাইজ্জা লাইগা গ্যাছে। যা মনে হইলো কইলাম। বাংআল মানুষ তো, কেউ না চাইলেও উপদ্যাশ দিতে ওস্তাদ।

কোটি দোয়া রইলো আপনার মাইয়ার জন্য।

কদমবুছি লইয়েন।

১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য দেখেন। আর আপনার মন্তব্য দেখেন।

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: এভাবেই কন্যা আরও অনেক অনে বড় হোক দোয়া রইল রাজীব দা

১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৯

জুল ভার্ন বলেছেন: কন্যার জন্য শুভ কামনা।
বয়সের পরিক্রমণা কিম্বা বয়সের পরম্পরা অত্যন্ত সুন্দর করে লিখেছেন! +

১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। অনেক ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.