নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কৌতুক

২২ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৮



১। সৈয়দ মুজতবা আলী কলকাতার এক স্টেশনারি দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন, ডায়মন্ড বলপেন আছে?
সেলসম্যান মুখের উপর বলে দিল, নেই।
চলে যাচ্ছিলেন মুজতবা, নিজেই ফিরলেন। জিজ্ঞেস করলেন, অন্য কী বলপেন আছে?
সেলসম্যান বললো, অনেক আছে! পাওয়ার, সুলেখা, ব্রাইট...
সৈয়দ মুজতবা আলী তাদের বুঝালেন সেলসম্যানশিপ কী? যখন তিনি জিজ্ঞেস করছিলেন ডায়মন্ড বলপেন আছে কি না? তাদের বলা উচিত ছিল, ডায়মন্ড বললেন নেই তবে পাওয়ার, ব্রাইট, সুলেখা... ইত্যাদি আছে। ক্রেতাকে বিকল্প না দেখিয়ে বিদায় করাটা ঠিক না। সেলসম্যানরা লজ্জিত হল, কিন্তু শিখলো।

কিছুক্ষণ পর সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় এসেছেন। জিজ্ঞেস করলেন টয়লেট পেপার আছে? সৈয়দ মুজতবা আলীর দীক্ষিত সেলসম্যান উত্তর দিল, টয়লেট পেপার একটু আগে শেষ হয়ে গেছে, তবে শিরিশ পেপার আছে, দেব?

২। স্বামী : আজ আমি তোমার কাছে কিছুই গোপন রাখবো না। কি জানতে চাও বলো?
স্ত্রী : আমিও। আচ্ছা আমাদের বিয়ের আগে তোমার কি কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল?
স্বামী : না, তবে মাঝে মাঝে নাইট ক্লাবে যেতাম আর কি!
স্ত্রী : তাই তো বলি তোমাকে এতো চেনা চেনা লাগছে কেন!

৩। এক হকার পেপার বিক্রি করতে গিয়ে খুব সমস্যায় পড়ল। কেউই কিনছে না। সে পেপার খুলে দেখল, আজ সানি লিওনের কোনো খবরই ছাপা হয়নি। সে সঙ্গে সঙ্গে চিৎকার করে পেপার বিক্রি শুরু করল, ‘সানি লিওনের কোনো খবর নেই, সানি লিওনের কোনো খবর নেই।’
সঙ্গে সঙ্গে তার সব পেপার বিক্রি হয়ে গেল।

৪। এক ব্যক্তি গ্রামের সব সিগারেটখোর লোককে একত্র করলেন সিগারেটের অপকারিতা সম্পর্কে বোঝানোর জন্য। প্রথমে তিনি একটি কাঁচের জারে সিগারেটের ধোঁয়া ঢুকালেন। তারপর ঐ জারে কয়েকটা মশা ঢুকিয়ে দিলেন।
কিছুক্ষণ পর সব মশা মারা গেল। তারপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন-
ব্যক্তি : এ থেকে আপনারা কি শিখলেন?
সিগারেটখোর : এ থেকে আমরা শিখলাম, মশার কয়েলের পরিবর্তে সিগারেট ব্যবহার করা উচিত।

৫। একজন রসায়ণবিদ ও তার এক বন্ধু রেস্টুরেন্টে খেতে গেল। রসায়ণবিদ অর্ডার দিল, "I want H2O please." এটা শুনে তার বন্ধুও অর্ডার দিল, "I want H2O, too". কিন্তু বন্ধুটিকে হাসপাতালের শরণাপন্ন হতে হল।

মন্তব্য ৩৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



৫ নং'এর ব্যাখ্যা কি?

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:০৯

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ। আপনাকে আমি ব্যখ্যা দিতে পারব না।

২| ২২ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: ১। বহুত পুরান; মানুষের নির্বুদ্ধিতায় হাসে নির্বোধে!
২। 'কাল' ঠিক হয় নাই; সামন্য এডিট দরকার।
৩। মানুষের নির্বুদ্ধিতায় হাসে নির্বোধে!
৪। জারের মধ্যে সিগারেরটের ধোঁয়া দিলে মশা মরে বলছে কে?
৫। না রসায়নবিদ জানে যে রেষ্টুরেন্টে H2O পাওয়া যায় না; আর না ওয়েটার জানে H2O2 কি জিনিষ!

ওভারঅল মজা পাই নাই। সময় নষ্ট হইছে!

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৯

রাজীব নুর বলেছেন: ৪ নং এটা জাস্ট কৌতুক। সিরিয়াস নেবার কিচ্ছু নাই।

৩| ২২ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

প্রতিদিন বাংলা বলেছেন: দারুন

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৯

নিরীক্ষক৩২৭ বলেছেন: @চাঁদগাজী,
H20,too কে ওয়েটার ভেবেছে H2O2। এটা পারক্সাইড এর সংকেত যা পানযোগ্য নয়।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৫| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৬

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হাসিলাম মন খুলিয়া.।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: না হেসে পারলাম না।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: পোষ্ট সার্থক হলো।

৭| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৬

জুল ভার্ন বলেছেন: ৪ নম্বর পর্যন্ত জানতাম এবং পড়ে অল্প অল্প মজা পেয়েছি। কিনে ৫ নম্বর বুঝিনি তাই হাসি কিম্বা কান্না কিছুই করা হলো না।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৫

রাজীব নুর বলেছেন: ৫ নম্বর না বুঝে ভালো করেছেন।

৮| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪২

সোবুজ বলেছেন: মানুষ প্রথম নিজেকে বিক্রি করতে শিখে।মানুষের প্রথম পেশা বেচা কিনা।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১০

রাজীব নুর বলেছেন: মানুষের প্রথম পেশা বেচা কিনা??? আপনি নিশ্চিত?

৯| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫২

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথম বন্ধুঃ তুই তোর বউর সাথে ঝগড়া করিস?
দ্বিতীয় বন্ধুঃ হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে বউ এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।
প্রথম বন্ধু: বলিস কী! তারপর?
দ্বিতীয় বন্ধুঃ তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর মারব না।’

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৬

রাজীব নুর বলেছেন: হা হা হা---
আগেও পড়েছি। যতবার পড়ি হাসি আসে।

১০| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আজকের গুলি মোটামুটি ভালো হয়েছে।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৪

রাজীব নুর বলেছেন: হে হে---
অনেক ধন্যবাদ।

১১| ২২ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ভালো ছিলো ।

২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
দুই প্রতিবেশী কথা হচ্ছে।

আপনি প্রায় রাতেই ভাবির সাথে ঝগড়া করেন শব্দ করেন, কিন্তু গত রাতে খুব জোরে একটা ধপাস করে শব্দ শুনলাম। কি শব্দ?
ভাই আর বলিয়েন না, আপনার ভাবি ঝগড়া করতে করতে আমার গায়ের চাদোরটা দোতালা থেকে নীচে ফেলে দিল।
চাদোর নীচে পরলে এই জোরে ধপাস শব্দ?
আর বলিয়েন না, চাদোরটা আমার গায়েই ছিল।

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: হহা হা হা হা---

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৬

কাছের-মানুষ বলেছেন: কৌতুক আমার ভাল লাগে। ভাল লাগল।

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: শুভ সময় দাদা সকাল বেলা বেশ হাসলেম হাসালেন ভাল থাকবেন-------

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৮

রাজীব নুর বলেছেন: হে হে হে---

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল।

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৮

হাসান মাহবুব বলেছেন: :-< |-)

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: হুম।

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:২৬

সোবুজ বলেছেন: ১০০% নিশ্চিত।

২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.