নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
মানুষের শখের শেষ নেই।
আমি এক লোককে জানি তিনি সাপ পুষেন। হ্যাঁ সাপ। বিষাক্ত সব সাপ। তার সংগ্রহে এখন দুই শ' সাপ আছে। সব গুলোই বিষাক্ত সাপ। তিনি তার ফ্লাটের দুই রুমে সাপ পুষেন। দুটা রুম মোটা কাচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অবাক ব্যাপার হচ্ছে ভদ্রলোক আবাসিক এলাকায় সাপ পুষেন। ধরে নিলাম তিনি সাপ পুষেন খিলগাও আবাসিক এলাকায়। আশেপাশের অনেকেই তার সাপের ঘটনা জানে না। আবার অনেকেই জানে। কিন্তু কেউ তাকে কিচ্ছু বলার সাহস রাখেন না। কারন তিনি বড় সরকারী কর্মকর্তা।
সাপ খুবই ভয়াবহ প্রানী।
সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তিনি সাপ সংগ্রহ করেন। বহু সাপুড়ের সাথে তার যোগাযোগ আছে। সাপুড়েরা ভালো সাপ ধরতে পারলে তিনি অনেক টাকা দিয়ে কিনে নেন। সাপ পুষতে গিয়ে এখন তিনি সাপের বিষ সংগ্রহ করে, বিক্রি করেন। সাপের খাদ্য সংগ্রহ করার জন্য তিনি এলাকার টোকাই শ্রেনীকে বলেছেন, যে ইঁদুর ধরে দিবে- প্রতিটা ইদুরের জন্য এক শ' টাকা করে দেওয়া হবে। এমন কি তিনি বিভিন্ন পশুপাখি বিক্রি করা দোকানে গিয়ে বলেছেন- তাকে ইঁদুর ধরে দিতে। তিনি বেশি দামে কিনে নিবেন।
রফিক নামে আমাদের এলাকায় একটা ছেলে আছে।
লেখাপড়া বিশেষ করে নাই। গাধা ও নির্বোধ টাইপ। ছেলেটার শখ পর্ন ভিডিও সংগ্রহ করা। তার ইচ্ছা পৃথিবীর সব দেশের পর্ন ভিডিও সংগ্রহ করা। রফিক সাফল্য পেয়েছে। এখন তার কাছে সব দেশের পর্ন ভিডিও আছে। বন্ধুদের আড্ডায় সে নিজেকে নিয়ে খুব গর্ব করে। অনেকে রফিকের কাছ থেকে ভিডিও গুলো চেয়ে নিয়ে যায়। কেউ ভিডিও চাইলে রফিক মানা করে না। খুশি মনে দেখতে দিয়ে দেয়। এখন পর্ন ভিডিও ক্লিক করলেই চলে আসে। কিন্তু রফিক যখন ভিডিও গুলো সংগ্রহ করে তখন ইন্টারনেট ছিলো না।
আমাদের এলাকায় এক ছেলে আছে- নাম সেন্টু।
সেন্টি গত পঁচিশ বছর ধরে গাঁজা খায়। একবেলা ভাত খাওয়া বন্ধ থাকলেও গাঁজা খাওয়া সে আজও বন্ধ করেনি। সেন্টু ক্লাশ থ্রি পর্যন্ত পড়েছে। কোনো রকমে সে নিজের নাম লিখতে পারে। অথচ এক সাবেক মন্ত্রী তাকে সরকারী অফিসে তৃতীয় শ্রেনীর চাকরী দিয়েছে। সেন্টু ফেনসিডিল, ইয়াবা খেলেও তার প্রথম পছন্দ গাঁজা। প্রতিদিন সন্ধ্যায় তার বাসার ছাদে গাঁজা খাওয়ার আসর বসে। এই আসরে রিকশা চালক, সিএনজি ড্রাইভার থেকে শুরু করে পাশের বাসার দাড়োয়ান পর্যন্ত থাকে। সে এক দেখার মতো জিনিস। গানবাজনাও হয়। যাই হোক, এই সেন্টু কবুতর পালে। কবুতর নিয়ে বেশ সিরিয়াস।
আমার নিজের শখ কি?
ছোটবেলা স্ট্যাম্প সংগ্রহ করতাম। বিভিন্ন দেশের দৈনিক পত্রিকা সংগ্রহ করতাম। বিভিন্ন দেশের মুদ্রা আর কয়েন সংগ্রহ করতাম। বিড়াল পালতাম, মূরগী পালতাম। কিন্তু কোনো শখ'ই আমার দীর্ঘস্থায়ী হয়নি। বয়স বাড়ার সাথে সাথে শখ গুলো পরিবর্তন হয়েছে। যেমন এখন আমার সমুদ্র আর পাহাড় ভালো লাগে। বই পড়তে ভালো লাগে। লিখতে ভালো লাগে। রাতের বেলা ব্যলকনিতে বসে থাকতে ভালো লাগে। আমার ছোট্র কন্যা ফারাজার সাথে খেলতে ভালো লাগে। আপনার শখ কি?
২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: সাপ আমি খুবই অপছন্দ করি।
২| ২৪ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২১
শেরজা তপন বলেছেন: আমার সখ রান্না করা আর ইচ্ছে চাদে বসে এক কাপ কফি খেতে খেতে পৃথিবীটাকে দেখা
২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: রান্না শেখার ইচ্ছা আমার আছে।
৩| ২৪ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১৪
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: প্রিয় শখ হল রহস্যময় গল্পের বই পড়া। ছবিতোলা। নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া। সাইন্স ফিকশন মুভি দেখা। কোনকিছুকে নিয়ে গবেষণা করা। নিয়মিত ব্যায়াম করা। নতুন ভাষা শেখা। রান্না করা।
২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: বাহ। খুব ভালো।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৮
সোবুজ বলেছেন: সেই সাথে চিন্তারো পরিবর্তন হয়েছে।এটা অনেকের হয় না।সব আল্লাহপাকের ইচ্ছা
২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৬
রাজীব নুর বলেছেন: আমি আল্লাহপাকের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাই। সেটা কি কোনো ভাবে সম্ভব?
৫| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২২
চাঁদগাজী বলেছেন:
সে সাপ পুষছে ব্যবসায়িক কারণে, আপনি ভেবেছেন শখ করে পুষছে।
২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: না না সেটা ঠিক আছে।
প্রথমে হয়তো শখ ছিলো। পরে ব্যবসা। যাই হোক, আবাসিক এলাকায় সাপের ব্যবসা করা কি ঠিক আছে?
৬| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৯
কাছের-মানুষ বলেছেন: কিছুদিন আগে এক ভিডিওতে দেখলাম এক লোকের শখ এলিয়েন হওয়া, সে নিজের শরীরের অসংখ্য সার্জারী করে মুভিতে এলিয়েন যেরকম দেখায় সে রকম হয়েছে, মানুষের বিচিত্র সখ!৷
আমার বলার মত তেমন সখ নেই, তবে ঘুরাঘুরি করতে ভাল লাগে!
২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৮
রাজীব নুর বলেছেন: হায় কপাল!!! এলিয়েন???
আপনার লিখতেও ভালো ।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫২
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ঘুড়ি ।
হাজার দুয়েক আছে ।
উড়াতে ভালো লাগে ।
পুরানো ইলেকট্রনিক্স , শুধু একটা টাইপরাইটার খুঁজে পেলাম না ।
২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: প্রেস ক্লাবের উলটা পাশে পুরান টাইপরাইটার পাবেন।
৮| ২৫ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:৪১
সোবুজ বলেছেন: আপনি যাই করবেন তাতেই তার সমর্থন আছে।কারন তার নির্দেশ ছাড়া কিছুই হয় না।আপনার স্বাধীনতা আছে আপনার ইচ্ছামত কাজ করার আল্লাহপাকের স্বাধীনতা আছে তার মতো নির্দেশ দেবার।
আপনিতো আপনার ইচ্ছামত আপনার চিন্তার পরিপক্কতা আর্জন করেছেন সেখানে আল্লাহপাক আপনাকে বাঁধা দেয় নাই।আর কি করতে চান?
২৫ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: আমি ধর্মের বাইরে থাকতে চাই।
নিজের ইচ্ছায় পরিচালিত হতে চাই।
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৫
জুল ভার্ন বলেছেন: সাপ হলো আমার কাছে সব চাইতে অসহ্য প্রাণী!
শখ প্রধানত নির্ভর করে আর্থিক সংগতির উপর। আবার বয়স ও সময়ের পরিক্রমায় বদলে যায়।
লেখা ভালো হয়েছে।