নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
অনেক আগের মতো-
কেনো আবার ফিরে এলো বসন্ত!
অগোছালো মন এখনও আগের মতো, ঠিক তেমনি।
ভোরের আকাশ মিকমিকিয়ে হাসছে
কাঁদছে ক্ষুধার্থ হৃদয়ের অনাহারি কিশোর।
যেমনটি হওয়ার কথা ছিল, ঠিক তেমনটি হলো না
দেওয়া হলো না এান তহবিলের ন্যায্য ভাগ
চারিদিকে শুধু অন্যায় আর অন্যায়- সবাই চুপ
অন্যায়টাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে
কেউ প্রতিবাদ করেনি, সবাই মেনে নিয়েছে।
তোমার আর সময় হলো না- আমার সাথে দেখা করার
দীর্ঘ অপেক্ষায় আমার মাথার চুল সাদা হতে শুরু করেছে
রাজকুমারী তোমার ঘুম কি ভাঙবে?
কবিরা সব পারে, তবে তাদের জীবনে কষ্ট বেশী
এই পৃথিবীতে সুন্দর চোখ হলো কবিদের,
রাতের তারা দিনে দেখা যায় না।
২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।
২| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৬
সোবুজ বলেছেন: খুবই সুন্দর লিখেছেন।সবাই কবি না,কেউ কেউ কবি।কোথায় যেন পড়েছিলাম।’মিকমিকিয়ে হাসছে ‘ কবিতায় শব্দটা নতুন শুনলাম।
২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৩
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৬
জুল ভার্ন বলেছেন: 'একজন কথা সাহিত্যিক কয়েক পৃষ্ঠা লিখে যা ব্যক্ত করেন তা কয়েকটি বাক্যেই একজন কবি প্রকাশ করতে পারেন' - এখানেই কবির কবিত্বকলার দৃষ্টান্ত।