নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

শুভ রাত্রী

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:২৪

ছবিঃ আমার তোলা।

২০২১ সাল চলে যাচ্ছে! যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, তবে দোষ আপনার'ই। এসে ক্ষমা চেয়ে নিবেন।

"বৃথাই বুকে পুষে বেড়াও গ্লানি, বৃথাই তুমি নিজেকে দাও দণ্ড;
দুই খণ্ডে সমাপ্ত যে-বইখানি- তুমি ছিলে মাত্র তার এক খণ্ড!!


আজকে আমি কিছু লিখব না।
মন মেজাজ ভালো নাই। শেষের দিকে তাজউদ্দীন আহমেদের সাথে বঙ্গবন্ধুর দূরত্ব তৈরি হয়। কারন শেখ মুজিবের বাকশাল গঠন এবং পাক হানাদার বাহিনীর এদেশের দোসরদের সাধারণ ক্ষমা ঘোষণা। ১৫ আগস্টের পর তাজউদ্দিন আহমেদ সহ বাকি তিন জন নেতা চাইলেই খন্দকার মোস্তাকের মন্ত্রীসভায় যোগ দিতে পারতেন। অথচ তারা নতুন সরকারকে প্রত্যাখ্যান করেন।

জীবন হলো একটি পরীক্ষা।
জীবনের পরীক্ষায় সবাইকে আলাদা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। আরেকজনের কাছ থেকে শুনে বা দেখে কোন লাভ নেই। তার প্রশ্নপত্র সম্পূর্ণ আলাদা। আরেক জনের কার্যকলাপ, তার জীবনে কাজে লেগেছে, কিন্তু আপনার জীবনে কাজে লাগবে না। তার কাছ থেকে উপদেশ নিয়ে কোন লাভ নেই। কারো উপদেশ না নিয়ে, নিজের বুঝ নিজে বুঝুন।

স্বর্গে যাওয়ার কোন ইচ্ছা নেই, পরকাল নিয়ে ভাবি না।
ধর্ম আর রাজনীতি নিয়ে কখনোই কারো সাথে বাড়াবাড়ি করবেন না। এই দুটো বিষয় খুব'ই সংবেদনশীল। জীবনে সুখী থাকতে আর ঝামেলা মুক্ত থাকতে এই দুটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করা থেকে দূরে থাকুন। জীবন ও পৃথিবীর সৌন্দর্য উপভোগ করাই জীবনের উদ্দেশ্য হওয়া উচিত।

আপনি একজন মেধাবী মানুষ।
আপনার মেধা দিয়ে নতুন কিছু করার সামর্থ্য আছে। আপনি যুক্তরাষ্ট্রে যাবেন, আপনাকে বৃত্তি দিয়ে উন্নত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। তারপর আপনি সেখানে উপার্জন করবেন আর ট্যাক্স দিবেন। বিনিময়ে পাবেন নাগরিকত্ব, সামাজিক নিরাপত্তা। আপনিও হয়ে যাবেন আমেরিকান। এভাবে আমেরিকা সারা পৃথিবী থেকে মেধাবী মানুষদের নিয়ে আসে। তাই আমেরিকায় মেধার অভাব নেই। একারনেই আমেরিকা শক্তিশালী এবং ভবিষ্যতেও তাই থাকবে।

কেউ গ্রাজুয়েশন শেষ করে ২২ বছর বয়সে।
কিন্তু চাকরি পেতে আরো ৫ বছর লেগে যায়। আবার কেউ ২৭ বছরে গ্রাজুয়েশন শেষ করে পরের দিনই চাকরি পেয়ে যান! প্রত্যেকেই তার নিজ নিজ সময়, অবস্থান এবং গতিতে আছেন। আগে থাকাদের হিংসা না করে, পিছিয়ে থাকাদের অবহেলা না করে, সব সময় শান্ত থাকুন। আপনি এগিয়েও নেই, পিছিয়েও নেই! আপনার পথ আপনার, অন্যের পথ অন্যের। শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪০

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: এ্যাডমিশন পরীক্ষার সময় আমাদের কারোই দাড়ি-মোচ ঠিক মতো ওঠে নাই।আর এখনকার এ্যাডমিশন পরীক্ষা বিজয়ীদের দেখি এক হাত লম্বা দাড়ি।

২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: হ্যাঁ এরকমই হয়।

২| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪২

আহমেদ জী এস বলেছেন: রাজীব নুর,




এই মাঝ রাইতে আম্নের পোস্টে হান্দাইয়া গিয়া দোষ করছি। হেইরপাইন্না মাপ চাই । এই রাইতের ওক্তে আইতে পারমুনা ক্ষ্যামা চাইতে। ছ্যান্নাৎ কৈররা উইডডেন্না আবার....... :P

২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৫

রাজীব নুর বলেছেন: জনাব আপনার আঞ্চলিক শব্দের মন্তব্যটি আমি বুঝতে পারি নি।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৫৭

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে হত্যা করা হয়েছে শোনার পর, সাথে সাথেই তাজউদ্দিন সাহেবের উচিত ছিলো ঘর থেকে পালিয়ে যাওয়া ও সুযোগ করে ইন্দিরা গান্ধীর কাছে চলে যাওয়া।

২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: তখন তো মনে হয় ইনি জেলে ছিলেন। নাকি?

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৩৫

কাছের-মানুষ বলেছেন: প্রত্যেক মানুষ তার নিজস্ব টাইম জোনে আছে! সবাই যার যার চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

এবছরটা মনে হল দেখতে দেখতেই চলে গেল!

২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৮

রাজীব নুর বলেছেন: আসলেই সময় অতি দ্রুত যায়।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৬

জুল ভার্ন বলেছেন: আশা করি নতুন বছরটা আরও বেশী খারাপ যাবে- তাই কোনো প্রত্যাশা নাই।

২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: হে হে হে---

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৫

সোবুজ বলেছেন: দুই নেতার মাঝে আদর্শের একটা দ্বন্দ্ব ছিল।শেখ মুজিব সমাজতন্ত্র্রের পক্ষের লোক ছিল না এমন কি ধর্ম নিরপেক্ষ ও ছিল না।স্বাধীনতার আগ পর্যন্ত তার সংগ্রাম ছিল গনতন্ত্র ও পুঁজিবাদের পক্ষে।

২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: রাইট।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর নীতিবাচক কথা বলেছেন রাজীব দা ভাল থাকবেন

২৬ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:১২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.