|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 রাজীব নুর
রাজীব নুর
	আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
 
  
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 
সামুতে চাঁদগাজীকে দেখা যাচ্ছে না। তার পোষ্টেও তাকে পাওয়া যাচ্ছে না। তাকে খুজতে গেলে লেখা আসে- ''এই ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে''। এঁর মানে কি? চাঁদগাজী নিজেই চলে গেছেন? নাকি তাকে সামু ব্লগ কর্তৃপক্ষ ব্যান করেছেন? সামু ব্লগে চাঁদগাজী আমার অসম্ভব প্রিয় ব্লগার। বলতে দ্বিধা নেই, সামুতে আমার প্রধান আকর্ষন চাঁদগাজী লেখা ও মন্তব্য গুলো। তার কারনেই আমি এতদিন ব্লগে ছিলাম। তিনি আমাকে লিখতে দারুন উৎসাহ দিতেন। তিনি একজন বুদ্ধিমান মানুষ। তিনি দেশের নানা সমস্যা ও সমাধান নিয়ে লিখতেন। সবার পোষ্ট পড়তেন এবং মন্তব্য করতেন। তার পোষ্ট ও মন্তব্য গুলো মৌলিক এবং তাৎপর্যপূর্ণ। তার আইকিউ অসাধারণ। তার মতো বুদ্ধিমান এবং রসিক ব্লগার সামুতে খুব কম আছে। 
আমি জানি সামু টিম আমার এ পোষ্ট পছন্দ করবে না। 
এরকম পোষ্টে ব্লগ কর্তৃপক্ষ উৎসাহ দেয় না। সেটাও জানি। কিন্তু সামুতে আমি আমার ভালো লাগা, মন্দ লাগার কথা জানাতে পারি। চাঁদগাজী আমার আত্মীয়স্বজন কিচ্ছু না। সামুতে এসেই তাকে চিনেছি তার লেখার মধ্যে দিয়ে। সহব্লগার হিসাবে এবং তার প্রতি ভালোবাসা থেকেই এই পোষ্ট লিখছি। চাঁদগাজী একজন মুক্তিযোদ্ধা। এখন তার অনেক বয়স হয়ছে। হয়তো তিনি অবসর জীবনযাপন করছেন। তিনি ব্লগে অনেক সময় দেন। তাকে এভাবে ব্লগ থেকে ব্যান করা আমার মোটেও ভালো লাগে নি। সামুর এরকম আচরনে আমি সত্যিই কষ্ট পেয়েছি। আমি প্রচন্ড মর্মাহত। যে মানুষটা সামুকে এত সময় দিলো। এত লেখা লিখলো। এত মন্তব্য করলো। সামু তাকে শেষ পর্যন্ত এই উপহার দিলো! আমার অনুরোধ চাদ্গাজীকে ফিরিয়ে আনুন। তিনি একজন শক্তিশালী ব্লগার। তার মতো ব্লগার সামুতে দরকার। খুব দরকার।    
তিনি একজন বহু পুরাতন ব্লগার। 
সামুর সাথে দীর্ঘদিন তার সম্পর্ক। এই সামু ব্লগের বহু ব্লগার তাকে অনেক কটু কথা বলেছেন। বুইড়া বলেছেন, কাঠাল পাতা খেতে বলেছেন। হিংসুক বলেছেন, চোর বলেছেন, মিথ্যাবাদী বলেছে, অসুস্থ মস্তিষ্কের মানুষ বলেছেন। আরো নানান রকম বাজে বাজে কথা বলেছেন। তিনি সব সহ্য করেছেন। তবু কাউকে তিনি গালি দেন নি। সব সহ্য করে গেছেন দিনের পর দিন। একজন মুরুব্বী এবং মুক্তিযোদ্ধা হিসাবেও তাকে সম্মান দেখানো হয় নি। কতিপয় ব্লগার তাকে অপমানের চূড়ান্ত করেছেন। মুখে যা এসেছে তাই বলে গেছেন। খেয়াল করে দেখবেন, তিনি তার ব্লগ জীবনে কাউকে গালি দেন নি। হ্যাঁ তিনি বেশ কয়েকজনকে বলেছেন 'গরুর রচনা' লিখেছেন। এঁর মানে তাকে অপমান করা না। তাকে ভালো লেখার জন্য তিনি উৎসাহ দিচ্ছেন। কেউ ভুল করলে, সেই ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া অন্যায়? এই স্বাধীন দেশে মন ভরে লেখা যাবে না? নিজের পছন্দ অপছন্দের কথা। বিশ্বাস আর অবিশ্বাসের কথা?  
সামু ব্লগে 'চাঁদগাজী'কে নিয়ে বহু পোষ্ট এসেছে। 
তার পোষ্ট মানেই হিট পোষ্ট। তার পোস্টে মন্তব্যের বন্যা বয়ে যায়। তিনি প্রত্যেক ব্লগারের মন্তব্যের উত্তর দিয়ে গেছেন। আজ চাঁদগাজী নেই কেন? তার মন্তব্যের কারনে? কতিপয় ব্লগার তার মন্তব্য পছন্দ করে না, এই জন্য তাকে বিদায় করে দেওয়া হলো? খোঁজ নিয়ে দেখুন- সামুতে হয়তো সব মিলিয়ে দশজন ব্লগার চাঁদগাজীকে পছন্দ করে না। কিন্তু একশ' জন ব্লগার চাঁদগাজীকে পছন্দ করে। এই দশজনের জন্য একশ' জনকে কেন চাঁদগাজীর পোষ্ট পড়া থেকে বঞ্চিত করা হবে? ব্লগ ইতিহাসে তার মতো আর কাউকে এতবার 'জেনারেল' করা হয়নি। কমেন্ট ব্যান করা হয়নি। আমি একজন সাধারন ব্লগার হিসাবে তার পোষ্ট এবং মন্তব্য গুলো পড়েই একবার মন্তব্য করেছিলাম- তিনি সামু ব্লগের শ্রেষ্ঠ ব্লগার। আজ এই শ্রেষ্ঠ ব্লগার সামুতে নেই! এটা অত্যন্ত দুঃখজনক। অমানবিক। দীর্ঘদিন ধরে তিনি অনেক অসুস্থ। অসুস্থ শরীর নিয়েও তিনি প্রতিদিন ব্লগে আসেন।   
আমার অনুরোধ চাঁদগাজীকে ফিরিয়ে আনুন। 
প্রয়োজনে আমাকে সামু থেকে ব্যান করুণ। চাঁদগাজী একজন ভালো মানুষ। জ্ঞানী মানুষ। সবচেয়ে বড় কথা দেশের প্রতি তার সীমাহীন ভালোবাসা রয়েছে। দেশের মানুষের প্রতি তার অনেক ভালোবাসা। দেশে কোনো সমস্যা হলে তিনি অস্থির হয়ে পড়েন। তিনি একজন মানবিক মানুষ। সামুর প্রতি তার সীমাহীন ভালোবাসা রয়েছে। তাকে ছাড়া সামুতে আমার ভালো লাগবে না। তিনি আমাকে ব্লগিং শিখিয়েছেন। উৎসাহ দিয়েছেন। তার মতো ব্লগারের এরকম পরিস্থিরি কোনো কিছুতেই কাম্য নয়। তাকে এইভাবে ব্যান করা হলে- সামুর পুরোনো ব্লগাররা আশা হারিয়ে ফেলবে। হতাশ হবে। আমি ব্লগ টিমকে অনুরোধ করতে চাই- চাঁদগাজীকে ফিরিয়ে আনুন। মানুষটা ভালো। তাকে সামুতে প্রয়োজন। অন্যথায় বহু ব্লগার স্বেচ্ছায় সামু থেকে হারিয়ে যাবে।
 ১০০ টি
    	১০০ টি    	 +৮/-০
    	+৮/-০  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:৫২
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: সামুর কাছে হুকুম এবং দাবী একটাই ''চাঁদগাজী''কে ফিরিয়ে দিন।
২|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:৫২
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:৫২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
শ্রদ্ধেয়া জানা আপা'র দৃষ্টি আকর্ষণ করছি।
  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:৫৩
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:৫৩
রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।
৩|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:৫৮
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:৫৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হুকুর অথবা দাবির খবর আমি জানি না তবে, চাঁদগাজীকে  স্থগিত অথবা বাতিল করা ব্লগের জন্য ক্ষতিকর হবে।
উনি তিক্ত মন্তব্য করে লেখার মান লেখককে বুঝিয়ে দেন। এমনকি আমিও তৈলাক্ত মন্তব্য করি।
  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:০১
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: চাঁদগাজীকে সামুতে দরকার। তিনি একজন ভালো ব্লগার।
৪|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:০৭
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:০৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তিক্ত সত্য জানার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আশা করি কর্তৃপক্ষ বিশ্লেষণাত্মক পোস্ট করে আমাদেরকে সত্যাসত্য জানাবেন।
 ফেইসবুকের গ্রুপে কোটি কোটি সদস্য থাকা সত্ত্বেও সব যেমন পানসে  চাঁদগাজীকে ব্যান করলে ব্লগ তেমন পানসে হবে। 
কপিপেস্ট এবং তৈলাক্ত মন্তব্যে ক্ষতি ছাড়া উন্নতি হয় না।
  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:১৯
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:১৯
রাজীব নুর বলেছেন: ব্লগ তো ব্লগারদের জন্যই। 
আশা করি ব্লগ টিম চাঁদগাজীকে ফিরিয়ে দিবেন।
৫|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:০৮
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে কি বলি ভাষা পাচ্ছি না স্বজন প্রীতি দুনিয়া কি আর বলি--------------
সেজন্য মাঝে মাঝে ব্লগ রাগ করে লিখতে না আবার রাগ থেকে গেলে লিখতাম
যাক শুভ ব্লগিং--------------
  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:২০
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:২০
রাজীব নুর বলেছেন: কবি আপনাকে ধন্যবাদ। 
কবিতা সব সময় সত্যের সাথে থাকে।
৬|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:১০
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:১০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: চাঁদগাজীর সুবাদে আমার লেখার মান বেড়েছি, সত্য বলতে আমি ইতস্ত করি না, গতকাল থেকে আমি আমার প্রকিশত উপন্যাস স্বয়ম্বরা রিরাইট করছি এবং অনেক উন্নত হচ্ছে।
  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:২১
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:২১
রাজীব নুর বলেছেন: চাঁদগাজীর সুবাদে বহু ব্লগারের লেখার মান বেড়েছে। আমার নিজেরও বেড়েছে।
৭|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:১৭
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: মানের গুষ্টি কিলাই, যেখানে উনি ব্লগারদের সম্মানই করেন না আজিব চিজ
শায়মা আপুরে বলে ক্রাইম করে বেড়ায়
  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:২২
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: আপনি নিশ্চয়ই সরকারী চাকরী করেন? আপনার মন্তব্য দেখেই বুঝা যাচ্ছে।  
চাঁদগাজীর মন্তব্য আপনার জ্ঞানে ধরবে না। কাজেই অফ যান আফা।
৮|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:২২
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:২২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন আমাদেরেক অপেক্ষা করতে হবে। হয়তো অন্য কেউ আসবে।
  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:২৮
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: নতুন ব্লগার আসবে, যাবে। এটা স্বাভাবিক। 
কিন্তু চাঁদগাজীর বিকল্প হয় না।
৯|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:২৮
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:২৮
ইমরোজ৭৫ বলেছেন: তিনি কি সত্যিই মুক্তিযোদ্ধা?? মানে তিনি কি সত্যিই মুরব্বি?
  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:২৯
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:২৯
রাজীব নুর বলেছেন: জ্বী হ্যাঁ তিনি মুক্তিযোদ্ধা এবং তিনি মুরুব্বী।
১০|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:৫৮
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:৫৮
আরইউ বলেছেন: 
খান সাহেব, 
কতৃপক্ষ পরে, আগে বলেন পোস্টে মিথ্যা লিখলেন কেন? ব্লগ বুলি বা ব্লগ মাস্তানকে কেউ কখনো “চোর“ বলেনি। সবাই চোর বলে আপনাকে কারণ আপনি নির্লজ্জের মত অন্যের লেখা চুরি করেন। 
আপনার গুরুজীকে সবার নমঃ নমঃ করতে হবে তা কই পেয়েছেন? আপনি কোন চ্যা*এর াল যে সামহোয়ারইনকে হুকুম করবেন?
 
আপনার গুরুজী যে মুক্তিযোদ্ধা তার প্রমান-পত্র আছে; নাকী শুধু উনি বলেছেন আর তাই আপনি পাঠাঁর ৩নং বাচ্চা লাফাচ্ছেন?
…বিনীত
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:১৩
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:১৩
রাজীব নুর বলেছেন: আপনার এই এক মিথ্যা গান বন্ধ করুণ। আর কত?!! 
আমি কে তা না জানলে জেনে নিন। আপনার মুখের ভাষা তো বস্তি মার্কা। সুন্দর ও শুদ্ধ ভাষা শিখুন। তারপর মন্তব্য করতে আসবেন।  
আপনার মতোন করেই বলতে ইচ্ছা করছে-  আপনি কোন চ্যা*এর াল যে আপনাকে প্রমান দিতে হবে? কিন্তু আমি এভাবে বলতে চাই না। এটা নিচু মানসিকতার লক্ষন।
১১|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:৫৯
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:৫৯
মোহাম্মদ শেখ ওয়েব ডেভ বলেছেন: সামুকে অনেক ধন্যবাদ চাঁদগাজী সরিয়ে দেওয়ার জন্য
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:১৫
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:১৫
রাজীব নুর বলেছেন: আপনি আবার কোথা হইলেন? 
মাল্টি নাকি? 
বুঝা যায়।
১২|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৫:০২
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৫:০২
আমি পরাজিত যোদ্ধা বলেছেন: চাঁদগাজী ভাইকে ফেরত চাই।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:১৬
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:১৬
রাজীব নুর বলেছেন: সহমত।
১৩|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৫:০৫
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৫:০৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: যদি তার ব্লগ স্থগিত করা হয়, তার অর্থ দাড়ায় অনেকদিন পর হলেও কর্তৃপক্ষ ব্লগে নজর দিয়েছেন। অনেকেই উনার পিছে লেগেছেন, আর উনিতো উনার বাছাই করা লোক ছাড়া কাউকেই ছাড়েন নাই।
সো, সবাই সাবধান হোন!
উনার একটা চরম আপত্তিকর মন্তব্য আমার ব্লগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ব্লগ কর্তৃপক্ষ দ্বারা, কে জানে আমার এইটাও সরায় দেওয়া হয় কি না!
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:১৮
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:১৮
রাজীব নুর বলেছেন: উনার কোনো বাছাই করা লোক নাই। উনি সবার পোষ্টে যান। মন্তব্য করেন। অনেকে তার মন্তব্যের ভার বহন করতে পারে না। তাঁরা তাকে কমেন্ট ব্যান করে দিয়েছে। 
ব্লগ থেকে বাজে মন্তব্য উঠিয়ে দেওয়াই ভালো।
১৪|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৫:০৭
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৫:০৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এখন আমাদেরেক অপেক্ষা করতে হবে। হয়তো অন্য কেউ আসবে। 
বুলিং করবার মত লোক ব্লগের জন্ম থেকেই দেখে আসছি! জেনারেল, চিকন মিয়া সহ বিভিন্ন আইডি ছিলো; তাদের আইডি কিছু কিছু এখনও এ্যাক্টিভ আছে; বাকি গুলা গ্যাছেগা!
১৫|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৫:০৮
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৫:০৮
জহিরুল ইসলাম সেতু বলেছেন: সামুতে শ্রদ্ধেয় চাঁদগাজী ভাইয়ের লেখাগুলো আমার অন্যতম আকর্ষণ। মাঝে মধ্যে দুয়েকটা পোস্ট দিলেও, লিখার জন্য মূলতঃ এখানে আসি না, আসি পড়ার জন্য। সবার আগে ওনার লেখাগুলো খুঁটিয়ে পড়ি, বুঝার চেষ্টা করি।
চাঁদগাজী ভাই লেখক নির্বিশেষে নির্ভীক ও কড়া মন্তব্য করে বসেন, এটা ওনার বিশেষ দোষ, কারণ চাঁদগাজীর প্রজ্ঞাকে ধারণ করার ক্ষমতা এই ব্লগ প্লাটফরমে অনেকেরই নেই। ওনার তা বুঝা উচিত। এ কারণেই স্থুলবুদ্ধির অনেকেই তাঁকে গালমন্দ করেন, হেয় প্রতিপন্ন করেন, যদিও তিনি এসবকে পাত্তা দেন না।
অনেক বুদ্ধিমান ব্লগার রয়েছেন, যারা আলতু ফালতু ব্লগগুলো সযতনে এড়িয়ে যান। চাঁদগাজী ভাইও এ কাজটা করলে অনেক ভাল হতো।
যাই হোক, সামুতে প্রিয় চাঁদগাজী ভাইয়ের অনুপস্থিতি আমার মতো অনেক পাঠককে হতাশ করবে। ব্লগে আসাতে নিরুৎসাহিত করবে।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:২১
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।
১৬|  ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৫:২৩
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৫:২৩
সাসুম বলেছেন: আপ্নার উচিত সবার সামনে মুচলেকা দিয়ে ব্লগ থেকে বিদায় নেয়া। নতুন বছরে আপনার এটাই হওয়া উচিত ১ নাম্বার কাজ।
বিঃদ্রঃ ফেসবুকে কিছু গ্রুপ আছে। বাশের কেল্লা, রেডিওমুন্না, মায়াজাল, মাসানা সুলাসা রুবাইয়া, জ্বিন পরীর গল্প টাইপের। তারপর সাংবাদিক ইলিয়াস,হারপিক মজুমদার টাইপের কিছু লোকদের ফ্যান পেইজ বা গ্রুপ আছে। 
সামু ব্লগ এখন এইগুলার চেয়ে বেটার কিছুনা। 
তো এই সামহোয়ারইন হাটহাজারি কওমি মাদ্রাসা তে চাদগাজি থাকা না থাকাতে কিছু আসে যায়না। এম্নে বয়স্ক মানুষ,  শেষ বয়সে আল্লাহ বিল্লাহ করে কাটাক। ব্লগে আইসা কেচাল করনের দরকার নাই। 
সো আমার ভোট- চাদগাজি রে জীবনেও ব্লগ টিমের ফিরায়া আনার দরকার নাই। এবং এর সাথে সাথে আপ্নারেও চিরতরে ব্যান করার দাবি জানাইলাম।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:২২
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:২২
রাজীব নুর বলেছেন: ওকে।
১৭|  ০২ রা জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৬:০৪
০২ রা জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৬:০৪
জুল ভার্ন বলেছেন: ব্লগ হোক সুস্থ সুন্দর সৃজনশীল লেখক পাঠকদের প্লাটফর্ম।
আমার ধারণা, উনি চাঁদগাজী নামের আইডিতে ব্লগে না থাকলেতো একাধিক মাল্টি আইডি নিয়ে ব্লগে আছেন। আমাদের বুঝতে হবে, কাউকে অসম্মান করে, তুচ্ছতাচ্ছিল্য করে নিজের আমিত্ব জাহির করে সম্মান পাওয়া যায়না। আমি ব্যক্তিগত ভাবে চাই, উনি ব্লগে ফিরে আসুন এবং পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা স্নেহের মানষিকতা দেখিয়ে ব্লগিং করুন।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:২৮
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:২৮
রাজীব নুর বলেছেন: কার কয়টা নিক। সামু ভালো করেই জানে।
১৮|  ০২ রা জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৬:২৫
০২ রা জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৬:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: চাঁদগাজীর তীর্যক মন্তব্য অনেকেরই সহ্য হয় না। এরা ভদ্রলোক কি না। আমি অবশ্য সব ধরণের সমালোচনা সহ্য করতে পারি। কেউ কটূক্তি করলে গায়ে লাগে না।
ব্লগে দল পাকানো নতুন কিছু নয়। যাদের অসম্ভব পছন্দ করি, দেখা গেছে তারাও দল পাকিয়ে গেছে।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:২৮
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:২৮
রাজীব নুর বলেছেন: দলাদলি বিষয়টা প্রচন্ড বাজে। ব্লগে দরকার নিরপেক্ষ মানুষ।
১৯|  ০২ রা জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৭:০১
০২ রা জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৭:০১
জ্যাকেল  বলেছেন: আপনি চাঁদগাজী'কে ভালবাসেন। আপনার ভালবাসার টানে উনি যেই যেই তথ্য আপনাকে দিয়েছেন আপনি সবকটিই গ্রহণ করেছেন। এমনকি আপনাকে উনি যদি চিরতার রস গিলতে বলেন আপনি উহাকে মধু জ্ঞান করিয়া নির্দিদ্বায় গিলিবেন তাহাতে সন্দেহ নাই। এতএব আপনাকে উনার সমস্যা বলা/উনাকে বলা মানে উলুবনে মুক্তো ছড়ানো।
১। উনি মুক্তিযোদ্ধা (অপ্রমাণিত) অথচ তিনি জুলভার্ন ভাইসাহেব' কে ক্রাইম করে বেড়ান বলে অভিযোগ করেন।
২। সামুর বহু পরিচিত এবং ভদ্রলোক মানুষদেরও উনি ক্রাইম এর অভিযোগে কিভাবে অযাচিত মন্তব্য করলেন? কারন উনি ভাবিয়াছেন স্রেফ জেনারেল হইব, কদিন পরে আবার বান খুলে দেওয়া হইব তারপরে আমি আবার সবার ব্লগে গিয়ে গিয়ে ইচ্ছেমত গুন্ডামি করতে পারব। তাই নয় কি?
৩। উনি শত বার জেনারেল হইয়াছেন কিন্তু উনি সংশোধন হন নি। উনি বলেন যে উহা আর করিব না কিন্তু বাস্তবে দেখা যাইতেছে যে উহা ছাড়া উনি অচল। নবিশ/নতুন ব্লগারদের জন্য উনি যম হইয়া বসেন আর তার মতের বাইরে কেউ হইলে উনি প্রাসংগিক মন্তব্য করলেও দেখা যায় উনি সেটাকে ব্যক্তি আক্রমণে পরিণত করেন।
৪। অনেক বেশি পয়েন্ট আছে যা উনার সুলেমানি ব্যানকেই যৌক্তিক বলিয়া প্রমাণ করিবে। বিধায় আপনার উচিত ছিল অন্তত চুপ থাকা। কিন্তু আপনি যথারিতি নিজের খাসলত তুলে ধরতেছেন দেখাই যায়। আমি সাজেস্ট করব আপনার অতীতের দিকে এক নজর দেখা। চুরি চামারি করেও কিন্তু আপনি টিকে গেছেন, এখন আবার এমন কোন ভুল কইরেন না যাতে আপনার আইডি'ও ব্যান হয়। আপনাকে ব্লগের অনেকেই কিন্তু নেক নজরে দেখেন। আমিও দেখি তবে আমি খুব একটা সুবিধার মানুষ না। বাস্তবেও। আমি অন্যায় নিয়ে কখনই গর্ব বোধ করি না এমনকি পারতপক্ষে অন্যায়ের বিরুদ্ধে নিজের সর্বস্ব দিয়ে লড়ি। তাহা ব্যক্তি, পারিবারিক, সামাজিক তিন ক্ষেত্রেই। তাই বেশিরভাগ সাধারণ লোকে যেমন আপনিও আমাকে পছন্দ করেন না। আমি জানি হক কথা বড়ই তিতা।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩২
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩২
রাজীব নুর বলেছেন: আপনি মানুষ সুবিধার না।
২০|  ০২ রা জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৭:৩৬
০২ রা জানুয়ারি, ২০২২  সন্ধ্যা  ৭:৩৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: " ইন্নালিল্লাহ "  - আল্লাহ  উনাকে (চাঁদগাজীকে) হেফাজত করুন। 
ভাই আমিও  উনার পোস্ট পড়া ও মন্তব্য করতেই ব্লগার হিসাবে নিবন্ধন করছিলাম । কারন , উনি নিজেকে ছাড়া  এবং হাতে গোনা দুয়েকজন ব্লগার ছাড়া কাউকেই সম্মান করে কখনো কথা বলেন না । সাথে সাথে উনি নিজেকে বাকী সবার থেকে আলাদা ও বিশেষ কিছু ভাবেন । যেটা আসলে উনার  উচিত কাজ নয় ।
কারন, এখানে সবাই নিজ নিজ জায়গায় সর্বোচ্চ যোগ্য - এ বিষয়ে আমার কোন সন্দেহ নেই (আপনি একমত নাও হতে পারে) ।অথচ সে সবাইকেই এমন ভাবে তুচছ-তাচছিল্য করে যা খুবই বেদনাদায়ক।
আর , উনি যদি সত্যিই স্বাধীনতা সংগ্রামে যুদ্ধ করে থাকেন (তাহলে এখন উনার বয়স ৭০ + হওয়ার কথা) ,তাহলে এখন সবকিছু থেকে অবসর নেওয়াই ভাল উনার জন্য। কারন , এভাবে কিছুদিন পর পর ক্যাচাল করা/লাগানো উনার জন্যই ক্ষতিকর। এখন উনার উচিত বেশী বেশী করে পরকালের কাজ করা এবং সকল প্রকার বির্তক  এড়িয়ে চলা । কারো মনে আঘাত দেয়া থেকে বিরত থাকা উচিত ।
কারন ,  "ঈশ্বর বলে কারো মনে দিওনা আঘাত সে আঘাত লাগে কাবার গায়" ।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩৩
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩৩
রাজীব নুর বলেছেন: আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স কত?
২১|  ০২ রা জানুয়ারি, ২০২২  রাত ৮:৫৫
০২ রা জানুয়ারি, ২০২২  রাত ৮:৫৫
আখেনাটেন বলেছেন: আবার কী হলো? গতকালও তো উনার একটি পোস্টে মন্তব্য করলাম.....
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩৪
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩৪
রাজীব নুর বলেছেন: উনি আবার আসবেন। অবশ্যই আসবেন।
২২|  ০২ রা জানুয়ারি, ২০২২  রাত ৯:১৪
০২ রা জানুয়ারি, ২০২২  রাত ৯:১৪
নয়ন বিন বাহার বলেছেন: চাঁদগাজী ফিরে আসুন।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩৫
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩৫
রাজীব নুর বলেছেন: অবশ্যই আসবে।
২৩|  ০২ রা জানুয়ারি, ২০২২  রাত ৯:৩৯
০২ রা জানুয়ারি, ২০২২  রাত ৯:৩৯
সোবুজ বলেছেন: গরু ফরুর রচনার জন্য ওনাকে ব্লক করা হয় নাই।সাসুম সাহেব কিছুটা স্পষ্ট করেছেন।দেশে যেমন ওহাবি বেড়েছে ব্লগ আর বাদ যাবে কেন।এখন আল্লাহ আল্লাহ করেন,সরকার কবে ঘোষণা দেয় দেশ শরীয়া আইনে চলবে।সরকারের ঘোষণা মতে এখন চলছে মদিনা সদনে।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩৭
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩৭
রাজীব নুর বলেছেন: হুম।
২৪|  ০২ রা জানুয়ারি, ২০২২  রাত ৯:৪৬
০২ রা জানুয়ারি, ২০২২  রাত ৯:৪৬
সোবুজ বলেছেন: @ মোহামমদ কামরুজজামান।আল্লাহ কিন্ত সমগ্র মানব জাতিকে বুঝায় নাই।কেবল মাত্র ইসলাম ধর্মের অনুসারিদের বুঝিয়েছ।
২৫|  ০২ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:০৫
০২ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:০৫
ইনাখ বলেছেন: রাজীব নুর,  
আপনার পোস্ট পরে রাগ, ক্ষোভ হিস্টিরিয়া বা অন্য কি ধরণের রিএকশন হওয়া উচিত সেটা বুঝতে পারছিনা বলেই হয়তো কোনো ধরণের রিএকশনই হচ্ছে না। তবে সদ্য ব্যান হওয়া নিয়ে আপনার মন্তব্য "চাঁদগাজী একজন ভালো মানুষ। জ্ঞানী মানুষ।" এই কথাগুলো পড়ে বেশুমার হাসি এলো। দেখুন 'ভালো','জ্ঞান' এই কথাগুলো আপেক্ষিক। একজন সত্যিকারের ভালো মানুষ যেভাবে 'ভালো' ডিফাইন করবে একজন আপাদমস্তক অভদ্র কিন্তু সেভাবে 'ভালো'কে ডিফাইন করবে না। যেমন আপনি যদি সেই ঈশপের্ গল্পটা শুনে থাকেন তাহলে বুঝবেন । ভোর সকালে পুকুরে গোসল করতে গিয়ে চোরকে দেখে সাধু ভাবলো আহা কতইনা পুণ্যবান একজন মানুষ দেখলাম এই সাত সকালে ।আবার চোর সাধুকে অতো সকালে গোসল করতে দেখে ভাবলো আমি তাহলে একাই সিঁধ কেটে মানুষের ঘরে চুরি করি না আরো মানুষ আছে এলাকাতে আমার মতোই ! এখন বছরের পর বছর রাত দিন ব্লগ মডারেশনের  যার মন্তব্য ডিলিট করতে হয়, যাকে প্রকাশ্যে মডারেশনের সাবধান করতে হয় ব্যবহার ভালো না করলে নিক হারাবার ওয়ার্নিং দিয়ে,যার অভদ্র ভাষা ব্লগে প্রায় এপিক তাকে যদি আপনি 'ভালো' বলে সার্টিফিকেট দিতে চান  তাহলে আপনি নিজেই বুঝে নিন ঈশপের গল্পের সাধু না চোর কোন চরিত্রের সাথে আপনার বেশি মিল অন্যরা খুঁজে পাবে ?  
আর কেউ কেউ দেখি বলছে সদ্য ব্যান হওয়া ব্যানবিশারদ ব্লগারের প্রজ্ঞার কথা ! প্রজ্ঞা-র সংজ্ঞাটা কি  বাংলা একাডেমির ডিকশনারিতে ইদানিং চেঞ্জ করা হয়েছে নাকি? আমি উনাকে অনেকবারই বলেছি উনি দেশের আর বিদেশের বেশিরভাগ জিনিস নিয়ে না বুঝেই লেখেন । আমার ধারণা নিউইয়র্কের বাংলাদেশী রেস্টুরেন্টে চা খেতে খেতে ক্যাবেল টিভিতে যে সব রিপোর্টিং দেখেন আমেরিকা সম্পর্কে বাসায় এসে সেটাই লেখেন। নিউইয়র্কের দেশি টিভির অখাদ্য এনালাইসিসের বাইরে তাই আর কিছু লেখার থাকে না তার নিজের । আর সেই রিপোর্টিংয়েরও অনেক কিছু যেহেতু বয়সের কারণে ভুলে যান বাসায় ফোর্টে ফিরতে তাই  তার লেখাগুলো হয় অখাদ্যতম ! এটাই উনার কারেন্ট ওয়ার্ল্ড এফেয়ার্স নিয়ে লেখাগুলো সম্পর্কে আমার ধারণা। একটা উদাহরণ দেই। গত মাসেই সে এক লেখা লিখলো ইউক্রেনে রাশিয়ান ইনভেশনের তোড়জোড় আর আমেরিকার সম্ভাব্য অ্যাকশন নিয়ে । যা ইদানিং সব নিউজেই শুনি সেগুলোরই চর্বিত চর্বন । আমেরিকা ইন্টারফেয়ার করলে কি হবে, রাশান গ্যাস না পেলে কুইন এলিজাবেথের হাড়ি জ্বলবে না এই সব হাবিজাবি।কিন্তু এই ইউক্রেইন রাশিয়া কনফ্লিক্ট থেকে আমেরিকা কেন দূরে থাকতে পারবে না বা কেন আমেরীকার একটি নীতিগত দায়  আছে এক্ষেত্রে ইউক্রেনকে সাপোর্ট করার সেই ব্যাপারটা তার লেখায় বা কোনো মন্তব্যে নেই (তখন পর্যন্ত ছিল না )। এটা কেমন করে হলো ? কারণ সেই ইস্যুটা খুব বেশি এখন আলোচিত হয়নি। সেটা কি ইস্যু? সেটা হলো সোভিয়েত ইউনিয়ন থেকে যখন ইউক্রেন স্বাধীন হলো তখন তাদের কাছে সোভিয়েত ইউনিয়নের থেকে পাওয়া প্রায় ৫০/৬০টা নিউক্লিয়ার বোম ছিল। ইউক্রেন সেই বোমাগুলো সব ধ্বংস করবে সেই শর্তেই ইউক্রেনকে ন্যাটো দেশগুলো আর আমেরিকা তার নিরাপত্তা আর আধুনিকায়নে সব ধরনের সাপোর্টের আশ্বাস দিয়েছিলো চুক্তি করে। সেই চুক্তি ভাঙা আমেরিকা রজন্য সহজ না ।সেটা ভাঙলে কোনো দেশ আমেরিকাকে বিশ্বাস করবে না। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ক্যাপিলিস্টিক ওয়ার্ল্ড অর্ডার আমেরিকা ও ইউরোপ বানিয়েছে তার ক্ষেত্রেও রাশিয়ান ইনভেশন একটা বোরো সমস্যার সৃষ্টি করবে। তাই এই রাশিয়ান ইনভেশন বোরো ধরণের একটা যুদ্ধের সূচনা করতেই পারে বিশ্বজুড়ে । ইউক্রেইন রাশিয়ার কনফ্লিক্টে আমেরিকান ইন্টারফেয়ার নিয়ে আলোচনায় এই কথাগুলো না বললে বড় একটা ব্যাপারই বলা হবে না । কিন্তু আপনার সেই হিরো আলম ব্লগারের লেখায় কিন্তু এই জিনিসগুলো থাকে না কখনো, শুধু কসমেটিক কচকচানি । আর মাশাল্লাহ আমাদের ব্লগারদের কারেন্ট এফেয়ার্সের জ্ঞানের বলিহারি সেই লেখাতেই ৩০/৩৫তা কমেন্ট কিন্তু একটু ইউক্রেনের নিউক্লিয়ার বোমা ধ্বংস আর আমেরিকান চুক্তির কথা নিয়ে একটাও সেন্টেন্স নেই ! এহেন জ্ঞানী ব্লগারের এহেন সাপোর্টারতো ব্লগে থাকবেই কি আর করা যাবে !  
আপনার এই ব্লগারের অগাধ পান্ডিত্যের আরেকটা উদাহরণ দেয়া যাক। শিক্ষা টেকনোলজি ইত্যাদিতে মনে হয় আপনার এই ব্লগার বিরাট বিজ্ঞ ভাবেন নিজেকে। এ নিয়ে যথাতথা মন্তব্যও করছেন বেশুমার। এই কয়েক মাস আগেই কুদরত ই খুদা শিক্ষা কমিশন নিয়ে সে মনে  হয় একটা লেখা লিখেছিলো যেখানে কমিশন বিনামূল্যে পড়াশোনা করার কথা বলেনি দেখে কুদরত ই খুদা কমিশন রিপোর্টকে ধুয়ে দিলো । ১৯৭৩ সালে ফর্ম করা কুদরত ই খুদা কমিশন কিন্তু ১৯৮০ সালের মধ্যে প্রাথমিক শিক্ষা ফ্রি করার সুপারিশ করেছিল। সেটা কেউ একজন কমিশনের সুপারিশ থেকে কপি করে দিলে সে সেটা দেখেও আজ্গুবি সব কথা বলা শুরু করলো। কিন্তু একবারও সে বলেনি যে সে জানতো না যে কুদরত ই খুদা কমিশন প্রাথমিক শিক্ষা ফ্রি করার কথা বলেছিলো আর কমিশন রিপোর্ট সম্পর্কে তার অভিযোগটা পুরো সত্যি না। আসলে সে নিজে কোনো দিন কমিশন রিপোর্টের এক পাতাও মনে হয় কখনো পড়ে দেখেনি।এখন থেকে ওখান থেকে যা শুনেছে সে থেকেই মনগড়া কথা বলেছে সব সময়।আর ব্লগে যেহেতু তার সাপোর্টাররা ওই সব রিপোর্ট কখনো পড়েনি বা সে নিয়ে পড়াশুনাও নেই তাই হে হে জ্বি হুজুর জ্বি হুজুর  বলে গেছে ! এখন এই 'ভালো' আর 'জ্ঞানী' ব্লগারের জন্য আপনি বা আর কিছু ব্লগার যদি দাবি তোলেন বা কোনো খেকশিয়াল যদি জরিপ করতে চায় তাহলে ব্লগের ভবিষ্যৎ ভেবে ইয়া নফসি জপা ছাড়া আর কিছু করার থাকবে কি না জানি না।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩৯
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩৯
রাজীব নুর বলেছেন: দেখা যাচ্ছে সামুতে আসলের চেয়ে মাল্টি বেশি।
২৬|  ০২ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:২৭
০২ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
@রাজীব ভাই, 
ইনাখ নামক ব্লগার ২৫ নং কমেন্টে বলেছেন যে, তিনি ব্লগের ভবিষ্যত নিয়ে খুব চিন্তিত। এই 'ব্লগার-এর ব্লগ পরিসংখ্যান নিম্নরূপ----
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৩৫টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ৩ বছর ৭ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন 
এখন কে 'ইয়া নফসি' করবে বলে ধারণা? 
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৪১
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৪১
রাজীব নুর বলেছেন: চাদগাজীকে তাড়াতে অসংখ্য মাল্টি এসে জুটেছে।
২৭|  ০২ রা জানুয়ারি, ২০২২  রাত ১১:২২
০২ রা জানুয়ারি, ২০২২  রাত ১১:২২
নূর আলম হিরণ বলেছেন: চাঁদগাজির মন্তব্য যারা বুঝতে পেরেছে তাদের লেখার মান ব্লগে কিছুটা হলেও উন্নত হয়েছে। যারা বুঝতে পারেনি তারা অযথা উনার নামে নালিশ করে বেড়িয়েছি। উনাকে গালমন্দ করা আইডি গুলো এখনো ব্লগে স্বাচ্ছন্দ্যে আছে অথচ উনাকে ব্যান করা হলো! সমস্যা হলো উনাকে যারা ব্যক্তি আক্রমন কিংবা গালমন্দ করেছেন তাদের নামে উনি কখনো শক্তভাবে নালিশ করেননি।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৪৪
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৪৪
রাজীব নুর বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন। 
চাঁদগাজীর মানসিকতা উন্নত। কতিপয় ব্লগার (মাল্টি) কোনোদিন চাঁদগাজীর ধারে কাছে আসতে পারবে না। তাই তাঁরা চাঁদগাজীকে জমের মতো ভয় পায়।
২৮|  ০২ রা জানুয়ারি, ২০২২  রাত ১১:৪৮
০২ রা জানুয়ারি, ২০২২  রাত ১১:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
সব যাবে নষ্টদের দখলে!
গাজীসাব লোক খারাপ না।
সাত চড়ে রা করেনা এটা
তার বড় গুণ, আই গুণ সবার
থাকেনা। আমি গাজীসাবকে
নিয়া অনেক কোলাজ করেছি
যা তিনি নীরবে হজম করেছেন।
আমি তার শুভ কামনা করছি।
মান সম্মান বকায় রাখতে তাকে
ফিরে আসতে অনুরোধ করবো। কারন
সব এখন নষ্টদের দখলে।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৪৫
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৪৫
রাজীব নুর বলেছেন: নষ্টদের সংখ্যা বেশি না। হাতে গোনা যায়। যদি নাম জানতে চান বলে দিতে পারি।
২৯|  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১২:২৬
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১২:২৬
নীল আকাশ বলেছেন: আপদমস্তক ভণ্ড মিথ্যুক কপট একজন ব্লগারের জন্য মনে হয়ে বুকের দরদ সব উথলে উঠছে?
কুকুরের লেজ যেমন কোনদিনও সোজা হবে না, এই সারমেয় টাইপের ব্লগারের আচরনও কোনদিন ঠিক হবে না। 
যদি সামু একে চিরতরে ব্যান করে থাকে, তাহলে সামুকে এই দারুন একটা কাজের জন্য প্রাণঢালা অভিনন্দন। আরো দশ বছর আগেই এটা করা দরকার ছিল।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৪৬
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৪৬
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী কি আপনাকে টাইট দিয়েছে নাকি? মনে হয় উনি ব্লগে না থাকলে আপনার সুবিধা হয়। এত ভয় পান কেন উনাকে?  
৩০|  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১২:২৭
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১২:২৭
সাসুম বলেছেন: গাজিসাব একটা লিজেন্ড হইয়া থাকব একটা কারনে সেটা হইল উনি একাধারে সবার শত্রু হইতে পারছিলেন। ধর্মান্ধ শুয়োর থেকে শুরু করে বলদ, গাধা,  ছাগল, আস্তিক,  নাস্তিক, মূর্ক থেকে শুরু করে ধর্ম প্রচারক, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে একদম ঘোর পাইক্কা রাজাকার, ঘোর আওয়ামী হাসান মাহমদ থেকে শুরু করে বিম্পির ফখ্রুল, মুক্তমনা থেকে মূত্রমনা, প্রফেসর থেকে অশিক্ষিত খানকে মাগে ওড়না কই, এইট পাশ থেকে পিএইচডি পাশ- সব খোয়ারের পশুকে এক কাতারে নামায়া আইনা এক লগে ইন্সাল্ট করতেন আর খোচাইতেন।
দুনিয়ার কোথাও ধর্মান্ধ শুয়োর আর লজিকাল মুক্তমনা এক হইতে পারে নাই- তবে চাঁদগাজি রে গাইলাইনোর টাইমে এটার ব্যাতিক্রম। শত্রুর শত্রু আমার বন্ধু এই মতবাদে বিশ্বাস করে সবাই নিজেদের ঝগড়া আর ভিন্ন মতবাদ ভুলে গিয়ে গাজিরে গাইলানোতে বিজি থাকত। 
গাজির সুলেমানি ব্যানের পর এই একটা জিনিষ মিস করুম খালি আর কিছুনা। 
তয় আমি আবারো আমার মতামত ব্যক্ত করলাম- চাদগাজির সুলেমানি ব্যান তোলার দরকার নাই। তারে চিরতরে ব্যান করা হইছে এইটা জারি থাকুক। 
লগে রাজিব নূর রে ও ব্যান করা হোক সুলেমানী ভাবে।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৪৮
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৪৮
রাজীব নুর বলেছেন: আপনি জ্ঞানী মানুষ। তবে মাঝে মাঝে বোকার মতো আচরন করেন। দুঃখজনক।
৩১|  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১২:২৯
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১২:২৯
নীল আকাশ বলেছেন: 
এই নিউজ দেখেই মনটা ভালো ভালো লাগছে। আপদটা আবার ব্লগে ভিন্ন নিকে না ফিরলেই হলো!¡!
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৪৯
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৪৯
রাজীব নুর বলেছেন: যাক এতদিন চাঁদগাজীর ভয়ে আরামে ঘুমাতে পারেন নাই। আজ ঘুমান।
৩২|  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:২৪
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:২৪
যায়েদ আল হাসান বলেছেন: উনি যদি সত্যি বয়স্ক হন, তাহলে কমেন্ট গুলো পড়লে হার্ট এটাক হতে পারে।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৪৯
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৪৯
রাজীব নুর বলেছেন: চাঁদগাজী সম্পর্কে আপনার ধারনা নেই। উনি এখনও ফুটবল খেলেন।
৩৩|  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩৩
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আহারে এই আবার কি হলো!
যাই হোক এ এক ব্লগপাড়া এখানে কিছু সুরগোল হবেই। দেখা যাউক কি হতে যাচ্ছে....
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৫০
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১:৫০
রাজীব নুর বলেছেন: হ্যাঁ দেখুন।
৩৪|  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ২:১৯
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ২:১৯
কাছের-মানুষ বলেছেন: চাদগাজী সাহেব ফিরে আসবে বলে আমার বিশ্বাস, তিনি লড়াকু, অকুতভয় সৈনিক। প্রশাসন তাকে দমিয়ে রাখতে পারবে না, তিনি এনার্জির মত, তার ক্ষয় নেই, রুপ পরিবর্তন হবে মাত্র!
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ২:৩৬
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ২:৩৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন। বহু ব্লগারের মনের কথা বলেছেন। 
৩৫|  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ২:৫১
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ২:৫১
আরইউ বলেছেন: 
খান সাহেব,
আপনি বলেছেন - আপনি কে তা জেনে নিতে। আবার বলছি — আপনি একজন চোর, প্রমানিত লেখাচোর। একজন চোরের ২য় কোন পরিচয় প্রয়োজন হয়না, আপনারও প্রয়োজন নেই।  আপনার চোর-চোট্টামীর প্রমান নিয়ে আমার সহ অনেক ব্লগারের লেখা আছে। চাইলে আমি লিংক দিয়ে যাবো। আপনি যদি মনে করেন আপনি ভুল, আপনি যদি মনে করেন অন্যরা অহেতুক, অন্যায়ভাবে আপনাকে চোর বলছে, প্রতিবাদ করুন। সেটা কখনো করেননি এবং করবেনও না। কারণ আপনি জানেন আপনি একজম লেখাচোর।
আপনার আরেকটি পরিচয় আপনি একজন আপাদমস্তক ভন্ড। আপনার ভন্ডামী এতই নিন্মমানের যে সয়ং ব্লগের একজন কর্তাব্যক্তিই আপনাকে ব্লগ এরশাদ খেতাব দিয়েছেন।
আপনি যতই ভালোমানুষী মুখোশ পরে থাকুন না কেন আপনার নোংরা চেহারাটা কিন্তু প্রায়ই বের হয়ে আসে। যেমন এসেছে ৭ নাম্বার মন্তব্যে কাজী ফাতেমাকে দেয়া আপনার জবাবে।
…বিনীত
  ০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১২:৪৮
০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১২:৪৮
রাজীব নুর বলেছেন: সামুতে আমার দেখা তিনজন মিথ্যাবাদী ও ক্যাচাল ব্লগারের মধ্যে আপনি একজন। 
জাদিদ ভাই আমাকে অত্যন্ত পছন্দ করেন। উনি আমাকে মজা করে এরশাদ বলেছেন। এটা ফান ছিলো। 
কাজী ফাতেমা চাঁদগাজীকে নিয়ে ফালতু কথা বললে, নিশ্চয়ই তাকে আমি সালাম করবো না।
৩৬|  ০৩ রা জানুয়ারি, ২০২২  সকাল ৭:২৬
০৩ রা জানুয়ারি, ২০২২  সকাল ৭:২৬
পদাতিক চৌধুরি বলেছেন: আপনি এসব কান্নাকাটি কাদাছোড়াছুড়ি না করে সুস্থ ব্লগিং করুন। কথায় বলে ব্যালক ভাতে বাপ পড়শী অথবা আপনি বাঁচলে বাপের নাম। বুদ্ধিটাকে কাজে লাগান। ব্লগের পরিবেশকে এমন নোংরামি করা বা করার সুযোগ দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১২:৫০
০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: দাদা আপনি বদলে গেছেন। 
আমি এরকম আশা করি নি আপনার কাছ থেকে।
৩৭|  ০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১২:১৭
০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১২:১৭
রানার ব্লগ বলেছেন: মহাশুন্যে দুই ধরনের এনার্জি থাকে পজেটিভ এনার্জি নেগেটিভ এনার্জি। এখন যদি মহাশুন্য থেকে নেগেটিভ এনার্জি কে সরিয়ে নেয়া হয় তাহলে কিন্তু মহাশুন্যের সন্তুলন ক্ষতিগ্রস্থ হয় । বিষয়টা ভেবে দেখতে বলছি ।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১২:৫১
০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: সহমত।
৩৮|  ০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১২:৫৯
০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১২:৫৯
আরইউ বলেছেন: 
খান সাহেব,
কাজী ফাতেমা কী ভুল বলেছেন? আপনার গুরুজীতো তার শিষ্য ছাড়া কাউকে সন্মান দেননি কখনো; সবাইকে হেয় করেছেন,তুচ্ছ্য করেছেন। ব্লগার শায়মা সহ অনেক ব্লগারকে আপনার গুরুজী ক্রিমিনাল বলেছেন। তাহলে বলুন কাজী ফাতেমার ভুল হয়েছে কোথায়?
জাদিদ আপনাকে মজা করে “এরশাদ“ ডেকেছেন এটা প্রমান করুনতো পারলে জনাব! জাদিদের কথার মূল্য আপনার আবোল-তাবোল বকার মত নয়। তিনি মজা করে, আদর করে কাউকে “ভন্ড” বলবেন না! 
আপনি আমাকে মিথ্যেবাদী বলেছেন; ওকে প্রমান করুনতো আপনি চোর নন! আমি সহ অন্য ব্লগাররা প্রমান করেছেন আপনি অন্যের লেখা চুরি করেন/করেছেন। আপনি অন্যথায় প্রমান করুনতো, জনাব লেখা চোর!
…বিনীত
  ০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১:১৮
০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: হ্যাঁ কাজী ফাতেমা আগে পরে বহুবার অমানবিক এবং অসামাজিক নোংরা মন্তব্য করেছেন আমাকে এবং চাদগাজীকে।   
চাঁদগাজী যদি শায়মাকে কটাক্ষ্য করে থাকলে শায়মা বলুক। তাতে আপনাদের এত মাথা ব্যথা কেন? কত শায়মা আপা তো একবারও বলেন নাই। কোনো প্রশ্ন তুলেন নাই। শুধু আপনিসহ আরো কয়েকজন হুদাই প্যাচাচ্ছেন। 
জাদিদ ভাই, আমাকে অত্যন্ত স্নেহ করেন। স্নেহ ভালোবাসা প্রমান করার বিষয় নয়। অনুভব করার বিষয়। আমি যে আপনাকে অপছন্দ করি, সেটাও আমি প্রমান করতে পারবো না। 
প্রমানের ধারধারে উকিল জজ। আপনি আমি উকিল জজ না। সস্তা বিষয় নিয়ে অযথা কথা প্যাচাবেন না। 
আপনি যদি আমাকে সম্রাট বলেন, তাহলে আমি মিশরের সম্রাট হয়ে যাবো না। 
১২ বছর ধরে আমি সামুতে আছি। যারা আমাকে চিনে, জানে, আপনি যদি মাটিতে গড়াগড়িও দিয়ে বলেন, তবু তাদের আমার সম্পর্কে ভুল ধারনা দিতে পারবেন না। আপনি সারাদিন চোর চোর জপতে থাকুন। 
গেরিলা মুক্তিযোদ্ধা মানে বুঝেন?
৩৯|  ০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১:২৯
০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১:২৯
আরইউ বলেছেন: 
খান সাহেব,
উত্তেজিত হইবেননা- অধিক উত্তেজনা হানীকারক! আপনি একযুগ ব্লগে আবোল-তাবোল লিখিয়াছেন; এর লেখা ওখান থেকে টুকলিফাই করিয়াছেন, ওর লেখার কোন এক অংশ চুরি করিয়া নিজের বলিয়া চালাইয়া দিয়াছেন তাহা আমি সহ সকলেই অবগত আছেন। আপনাকে এই চৌর্যকর্মের জন্য লোকে অনেক কিছু বলিলেও আপনি বেহায়ার মত “হে হে“ করিয়া গিয়াছেন তাহাও কারো অজানা নয়। 
যাহোক, আপনি ঠিক বলিয়াছেন। আপনি যতই ভালো সাজিবার ভেক ধরেননা কেনো, লোকে জানে আপনি চোর, লেখাচোর। আমার সম্ভবত আপনার এই পরিচয় বরংবার ঠোল পিটাইয়া বলা ঠিক হইতেছেনা। 
গোস্বা করিবেননা। আপনার চোর পরিচয় আর সামনে নিয়া আসিবোনা।
…বিনীত
  ০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ২:৩৮
০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: আপনি ছাগলের মতো ভ্যা ভ্যা করতে থাকুন। আই ডোন্ট কেয়ার। 
আপনার মতো নাদানের ভ্যা ভ্যা তে আমার কিছুই যায় আসে না। 
এরপর আর আপনার মন্তব্যের আর কোনো উত্তর দেওয়া হইবে না।
৪০|  ০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১:৪৭
০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ১:৪৭
জ্যাকেল  বলেছেন: সব ধরনের যুক্তি যখন পরাস্ত হয় তখনই মানুষ নেগেটিভের দরকার আচে ইত্যাদির দোহাই দিয়ে খারাপ/জিনিস/বস্তুকে প্রশ্রয় দেয়। কেহ কেহ নরাধমের মত নীরিহ ব্লগারকে আক্রমণ করাকে অগ্রাহ্য করে-- উনি লেগেন্ড, উনি খারাপ না, উনি ওহাবি বিরোধি, ওনি শুধু তীর্যক মন্তব্য করেন এইভাবে উনার অপরাধগুলোকে ইজি/প্রশমন করতে লিপ্ত হইয়াছেন। অথচ উনি যে তীর্যক মন্তব্যের চান্সে অযৌক্তিক আক্রমণ/বিনা কারনে/কটুক্তি করেন মজার ছলে বিশেষত ধর্মীয় ব্যাপার স্যাপারে তাহা জাস্টিফাই করা তো আরেক অন্যায়। (চোরে চোরে মাসতুতো ভাইয়ের লক্ষণ।) অবশ্য কবি তো বলেই দিয়েছেন -
তোমার ন্যায়ের দন্ড প্রত্যেকের করে
অর্পণ করেছ নিজে। প্রত্যেকের ‘পরে
দিয়েছ শাসনভার হে রাজাধিরাজ।
সে গুরু সম্মান তব সে দুরূহ কাজ
নমিয়া তোমারে যেন শিরোধার্য করি
সবিনয়ে। তব কার্যে যেন নাহি ডরি
কভু কারে। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা,
হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা
তোমার আদেশে। যেন রসনায় মম
সত্যবাক্য ঝলি উঠে খরখড়গসম
তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান
তোমার বিচারাসনে লয়ে নিজস্থান।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
আমি বুঝতে পারি না এইরকম ষাঁড়ের মত এটিটুউডের লোককে কেন বারবার জাস্টিফাই করা হই। অনেকে উনার ষাঁড় বিহেভিয়ার স্বচক্ষে অবলোকনে করিতে পারেন নি বলে মনে করতেছেন উনার ঊপর অন্যায় করা হইয়াছে। অথচ বাস্তব হইল উনাকে একশোএক বার জেনারেল করা হইয়াছিল যাতে উনি বুঝিতে পারেন। কিন্তু প্রতিবারেই উনি প্রমাণ করেছেন উনি সংশোধনের মানুষ না। অতএব উনাকে ব্যান ছুটানো মানে পারতপক্ষে অন্যায়কে চুড়ান্তভাবে অনুমোদন করা।
আমি অবশ্যই চাহিব এই লোককে ফারমার এর মত নিষিদ্ধ রাখা হউক। এমনকি অন্য কোন নিকেও যেন ইহাকে না দেখি সে ব্যবস্থা করা। সামান্য কিছু মজার জন্য নতুন অনেক ফুল ঝড়ে যাক, আমি কোনভাবেই ইহা চাহিব না।
যাক সাতে হয় না তার সত্তুরেও হয় না
  ০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ২:৪০
০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: আসল নিকে ভয়? 
মুখোশ খুলে যাবে? 
মাল্টিই ভরসা!! 
সামু আপনার ইচ্ছায় চলবে না। সামু চলবে সামুর নিয়মে।  
দয়া করে এঁরপর আর ফালতু মন্তব্য করবেন না। ফালতু মন্তব্য করলে উত্তর পাবেন না।
৪১|  ০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ২:৫৫
০৩ রা জানুয়ারি, ২০২২  দুপুর ২:৫৫
দেশী পোলা বলেছেন: আহারে, 
অবশ্য এইটা নতুন কিছু না, উনি এর আগেও নানা ব্লগে ব্যান হইছেন, আবার মন ভালো হইলে নতুন ভাবে জয়েন করে মিথস্ক্রিয়ায় যোগদান করেছেন। উনি আসলেই মুক্তিযোদ্ধা ছিলেন, সেটার প্রত্যক্ষ প্রমান অন্যান্যদের কাছে পেয়েছি অনেক আগে, এজন্য সেটা নিয়ে আমার কোন প্রশ্ন নেই। তবে বাঙালি সাধারনত মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে যানে না, এটা মনে হয় উনি হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন।  কোন এক কারণে উনি আমাকে সুনজরে দেখেন, এজন্য কখনই আমার ছাইপাশ লেখাতে ওনার কোন কটু কমেন্ট পাইনি।
উনার সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করে কমেন্ট শেষ করছি।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:১০
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:১০
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আপনি ''আমার ব্লগ'' থেকেই তাকে চিনেন।  
এবং খুব ভালো চিনেন। 
আপনাকে মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৪২|  ০৩ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:০৭
০৩ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবেরে ভাই আপনারে চাদগাজীরে অপমান করেছি। আসতাগফিরুল্লাহ অমানবিক অসামাজিক নোংরা মন্তব্য করেছি তওবা তওবা।
শায়মা আপাই তো মেইল করে প্রতিবাদ জানিয়েছেন, আপনার জানা না থাকলে ঋণা্ত্মক শূন্যের পোস্টে গিয়ে দেখে আসুন। 
ভন্ডামি ছাড়েন মিয়া, আজাইরা থাকেন তো তাই এমন আবোল তাবোল আর বাজে মানুষের পক্ষ ধরেন। আপনার কাছে যিনি গুনি তিনি সকলের অপ্রিয়পাত্র আর আমাদের কাছে যারা গুনি তারা আপনার কাছে অপ্রিয়। 
আপনি এই পোস্টের লাইক দেখেন, একমাত্র হাক ভাই ছাড়া কে এখানে জনপ্রিয়? আপনারা সবাই এক জোট ভন্ড চোর নোংরা মন মানসিকতা। আপনি আমার লেখায় বহুত নেগেটিভ মন্তব্য করেছেন, আমি জবাব দেইনি। আজাইরা সময় আমার নাই। এড়িয়ে গেছে মানেই আপনারে আমি পছন্দ করি না ব্যস। আমি কটু কথা বলে কারো মনে দুঃখ দিতে চাই না। 
অনেক পোস্ট পড়েও মন্তব্য করি না, কারণ নেগেটিভ বললে মানুষটা কষ্ট পেতে পারে ভেবে। আর আপনি কিনা আমাকে বলে আমি অসামাজিক নোংরা অমানবিক মন্তব্য করেছি আপনাদের নিয়ে ছি ছি।
বাসায় বসে বসে কাজ পান না মাথায় শয়তান কামড়ায়। আপনি এক কাজ করুন হাতী খুঁজতে বের হউন। হাতি পালুন মেয়ের জন্য, হাতির পিছনে সময় ব্যয় করুন। এটা একটা ভালো কাজ হতে পারে অন্তত। আপনি বিরাট জ্ঞানী জ্ঞানী পোস্ট করেন সেই জ্ঞান নিজের জীবনে কাজে লাগান না। 
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:১৩
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: বোন আপনাকে সুন্দর করে বললাম, অফ যান। 
আপনি অন্যের প্ররোচনায় আবার বক বক শুরু করলেন! 
আপনি আমাকে এবং চাঁদগাজীকে দুই চক্ষে দেখতে পারেন না। অথচ আমরা আপনার কোনো ক্ষতি করি নি। বরং আপনার পোষ্ট গুলোতে সুন্দর মন্তব্য করেছি। কিন্তু আপনি আমাদের পোষ্টে তির্যক মন্তব্য করেছেন। এমন কি অন্যের পোষ্টে গিয়েও আপনি আমাদের হেয় করতে চেষ্টা চালিয়েছেন।  
আমি একদিনে যত কাজ করি, সেই কাজ আপনি একমাসে করতে পারবেন না।
৪৩|  ০৩ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:২৪
০৩ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:২৪
জ্যাকেল  বলেছেন: 
লেখক বলেছেন: আসল নিকে ভয়?
আসল নকল নিক হয় নাকি? একটু শেখাইলে অস্তাদ ডাকতাম।
দয়া করে এঁরপর আর ফালতু মন্তব্য করবেন না। ফালতু মন্তব্য করলে উত্তর পাবেন না।
আপনার কথা তো বেহুদা মার্কা। আমার মন্তব্যের একটা অংশ দেখান যে ফালতু। বরং ইহা তো বলেন যে- আপনি ফালতু ব্লগিং করেন, ফালতু উপায়ে মন্তব্যের উত্তর দেন যাতে পাশ কাটান যায়।
আমি আপনার পোস্টে না আসিবার চেস্টা করব।
থাক।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:১৫
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:১৫
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন। 
এবং নিজের চরকায় তেল দিন।
৪৪|  ০৩ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:২৮
০৩ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:২৮
শায়মা বলেছেন: লেখক বলেছেন: হ্যাঁ কাজী ফাতেমা আগে পরে বহুবার অমানবিক এবং অসামাজিক নোংরা মন্তব্য করেছেন আমাকে এবং চাদগাজীকে।
চাঁদগাজী যদি শায়মাকে কটাক্ষ্য করে থাকলে শায়মা বলুক। তাতে আপনাদের এত মাথা ব্যথা কেন? কত শায়মা আপা তো একবারও বলেন নাই। কোনো প্রশ্ন তুলেন নাই। শুধু আপনিসহ আরো কয়েকজন হুদাই প্যাচাচ্ছেন। 
ভাইয়া 
চাঁদগাজী ভাইয়া শুধু আমাকে না আমাকেসহ আরও কয়েকজনের নাম নিয়ে কটাক্ষ না এমন শব্দ লিখেছেন যার পরিনতি শুধু ব্লগ কেনো তার জন্য ডিজিটাল আইনে তার নামে মামলা হওয়া উচিৎ।
ভাইয়া বহুবার অযথা অনেককে নিয়ে এমন বালখিল্য আচরণ করেছেন।  ভাইয়ার যখন যা মনে আসে বলে ফেলে বসে থাকতেন। 
এটা ভাইয়া নিজের ক্রেডিট মনে করতেন এবং তোমার মত দু' একজন মানুষকে বুঝিয়েছেন সেটা আসলেই রাইট। 
যা মনে আসে বলে ফেলে সেই মানুষটি অপমানিত হলো না সে নিজেই ভুল বললো তার তোয়াক্কা না করে যখন তখন বলে বেড়িয়ে নিজেকে একজন স্বাধীনচেতা মানুষ দাবী করা বুদ্ধিমানের কাজ না। 
যাইহোক বার বার ব্যন হবার পরেও ভাইয়া একটা সময় ভাবছিলো কোনোদিন ভাইয়ার চিরস্থায়ী ব্যন হবে না কারণ ভাইয়ার একটা ভুল ধারনাই জন্মেছিলো ভাইয়াকে ছাড়া সামু অচল এবং সামুও বুঝি তাই ভাবে।
দেখো ভাইয়া ব্লগের জন্ম থেকে বহু বহু বাঘা ব্লগার এসেছেন। তারা স্বেচ্ছায় বা অনিচ্ছায় চলে গেলেও ব্লগ কখনও থামেনি। এই পৃথিবীও কখনও কারো অবর্তমানে থেমে থাকেনা। কিনতু এই ভুল ধারনা করাটাই আমাদের ভুল। 
যদিও ইটস রিয়েলী স্যাড টু সি দ্যাট যে চাঁদগাজী ভাইয়া ব্লগিং এত ভালোবাসেন যদিও ব্লগিং এর নামে অকারণ বিরক্তিও করেন অনেককেই। সেই ভাইয়ার নামটা আর দেখা যাচ্ছে না ব্লগে। বিশ্বাস করো আমার নামে যখন থেকে বলা শুরু করেছিলো আমার প্রিয় অপু ভাইয়ার পোস্টে কমেন্ট দেবার কারনে রাগ করে।  সেদিন থেকে আমিও বিরক্ত হলেও ভেবেছি ভাইয়ার  হয়তো এই ব্লগিং একটা নেশা হয়ে গেছে সেখান থেকে চলে গেলে অনেক  খারাপ লাগবে তাই থাকুক ভাইয়া ওভাবেই নিজের মত করে সবাইকে জ্বালিয়ে পুড়িয়েও। 
শুধু আমার ব্লগে কমেন্ট  না করতে বলেছিলাম। তবুও এই চিরস্থায়ী ব্যান তার কত টুকু খারাপ লাগছে ভেবে আমারো খারাপ লাগছে।  তারপরও বলবো সব কিছুর একটা সীমা আছে। সীমা লঙ্ঘনকারীকে কেউ পছন্দ করে না এবং একটা সময় এমনই হয়।
আমি আসলে এসব বলতে চাইনি আমার নামটা আসলো বলেই বললাম।
কারন,
মৃত মানুষের নামে যেমন বদনাম করতে নেই সে যত খারাপও হোক না কেনো ঠিক তেমনি একজন ব্যনড হয়ে যাওয়া নিককে নিয়ে বদনাম করা ঠিক না বলেই আমি মনে করি। 
যাইহোক ভালো থেকো আর যে কোনো ব্যানড নিয়ে বা ব্লগের সিদ্ধান্ত নিয়ে আবারও পোস্ট দিয়ে পরিস্থিতি উত্তেজি্ত করাও কিন্তু ব্লগীয় নিয়ম বিরুদ্ধ বলেই আমি জানি। 
তোমারও জানার কথা।
সে যাই হোক সেটা ব্লগ দেখবে। আমার পন্ডিতির দরকার নেই। 
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:২৩
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: বোন, আপনি বুদ্ধিমতি মানুষ। 
আপনার বিচক্ষণতা দিয়ে আপনি খুব সহজেই অনেক কিছু বুঝে ফেলেন। চাঁদগাজী কেমন মানুষ আপনি জানেন। কেন এবং কোন কথার প্রেক্ষিত উনি কি বলেছেন তা আপনি জানেন এবং খুব ভালো বুঝেন।  
বোন, ব্লগ হলো বাজারের মতো। এখানে নানান রকম, নানান শ্রেনীর মানুষের মেলা। কেউ ভালো লিখবে, কেউ মন্দ লিখবে। কেউ সহজ মন্তব্য করবে। কেউ প্যাচাবে। এসব মেনে নিতে হবে। সবচেয়ে বড় কথা ব্লগ টিমের নজর আছে। তাঁরা অন্যায় দেখলে অবশ্যই ব্যবস্থা নিবেন।  
আমি আপনাকে বলি, চাঁদগাজী মানুষ খারাপ না। কিন্তু দীর্ঘ কয়েকজন তাকে সকাল, দুপুর, সন্ধ্যা খোচাচ্ছে। এতবার খোচালে কারো মেজাজ ঠিক থাকে?  
আপনার কাছে আমার অনুরোধ অন্যের কথায় প্ররোচিত হবেন না। তাহলে দেখবেন কোথাও কোনো সমস্যা হবে না। কাজী ফাতেমা উন্নত মানসিকতার মানুষ নন।    
সামুতে আপনি সবাইকে খুব আন্তরিকতার সাথে ভাইয়া ডাকেন। ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা।
৪৫|  ০৩ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:০৮
০৩ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:০৮
হাসান মাহবুব বলেছেন: চাঁদ্গাজীকে ব্যান করাতে আশ্চর্য হই নি। আশ্চর্য হয়েছি এতদিন ধরেও সে কীভাবে প্রশ্রয়-আশ্রয় পেয়ে আসছিলো তা ভেবে। এই ব্লগে জীবনে কাউকে এত সুযোগ পেতে দেখি নি(ফিফা ছাড়া)। সে নিজেকে কখনই শোধরায় নি, বদলায় নি। একজন মানুষকে এমনি এমনি এতজন অপছন্দ করে না। তবে তাকে সুলেমানি বান মারা অর্থাৎ, ব্লগ গায়েব করে দেয়ার পক্ষে আমি না। লগ ইন ব্যান করে লেখাগুলি ফিরিয়ে দেয়া হোক।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:২৬
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: সামু হয়তো ভালো ব্লগারদের সুযোগ দেয়। সম্মান করে। 
আপনি শুধু তাকে যারা অপছন্দ করে তাদেরকেই দেখলেন? যারা পছন্দ করে তাদের দেখলেন না??!!
  শুধু লেখা ফেরত নয়, সব টুকুই ফেরত দেওয়া হোক। তিনি আবার আসুক। লিখুক। মন্তব্য করুক।
৪৬|  ০৩ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:৫৬
০৩ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৪:৫৬
আরইউ বলেছেন: 
অখে চোর সাহেব, ব্লগের ২য় সবচেয়ে বড় গাছ ভ ও কারে ভো দ আকারে দা ই, তালগাছটা আপনাকেই দিয়া গেলাম!
…বিনীত 
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:৩৮
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:৩৮
রাজীব নুর বলেছেন: সামু ব্লগের সবচেয়ে কুৎসিত ব্লগার আপনি।
৪৭|  ০৩ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৫:০৭
০৩ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৫:০৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগার ''চাঁদগাজী'' -কে ব্যান মুক্ত করা হউক। উনি ব্লগটাকে প্রাণবন্ত করে রেখেছে।
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:৩৯
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:৩৯
রাজীব নুর বলেছেন: ১০০% সহমত।
৪৮|  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:৩০
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:৩০
সাসুম বলেছেন: রাজিব সাহেব,
আপনাকে এক্টা সাজেশন দেই। সিরিয়াস কমেন্ট এটা। মনে কস্ট নিবেন না৷ 
ব্লগের সোনালি সময়ে পরিবেশ বন্ধু ছিলেন একজন। ( উনি আমার ফেবু ফ্রেন্ড তালিকায় ও ছিলেন, এখন খুজে পাইনা আর) 
যাই হোক,  তো সেই কোয়ালিটিফুল ব্লগিং এর যুগে তার উপস্থিতি বিরিয়ানিতে এলাচ এর মত লাগত সামুতে। 
আপ্নিও বর্তমানে বিরিয়ানির এলাচ হয়ে আছেন সামুতে বছরের পর বছর। আপনার এবার টাইম হয়েছে সুইচ করার। ডেইলি সবার পোস্টে গিয়া একটা করে কমেন্ট করে যাওয়ার মধ্যে ব্লগিং এর কৃতিত্ব নেই কোন। 
আপনি যা লিখেন বা ব্লগ লিখেন তার ৯০% ডেইলি রোজনামচা, 
মেয়েকে মিয়ে আহ্লাদ আর ডেইলি এটা সেটা। আর বাকি ১০% চেস্টা করেন ব্লগ লিখতে।  বাট আসলে আপনি ব্লগ কে ডায়রি হিসেবে দেখেন আর এটা সেটা লিখেন।
আপনার ফেসবুক লিস্ট চেক করলাম। বেশ কয়েক হাজার বন্ধু আর ২০০০+ ফলোয়ার আছে। আপনি ফেসবুকে লিখলেও বেশ ভাল সাড়া পাবেন। 
আমার আপনার প্রতি সাজেশান, সামু থেকে বিদায় নিন। কারন, এই যে গাধা আর বলদের দল এক হয়ে চাদগাজির পক্ষ নেয়াতে আপ্নারে গাইলাচ্ছে ১৪ গুষ্টি তুলে এসব এর কাউন্টার দিতে দিতে আপ্নে আরো বাজে লেখক হবেন। আরো ছাইপাশ বলবেন।  আরো গালাগালি হবে। 
পরিবার, চাকুরি,  লিখালিখি নিয়ে সময় কাটান। আর লিখতে মন চাইলে একান্তই ফেবুতে লিখেন। সামুকে মুক্তি দিন। নিজে মুক্তি নিন। 
বিঃদ্রঃ ইন ফিউচারে লিখার সময় অবশ্যই রেফারেন্স ইউজ করবেন যাতে কেউ লেখা চোর অপবাদ দিতে না পারে। যারা টুকটাক লিখালিখি করেন, এই অপবাদ তাদের জন্য ভয়াবহ অপমান। 
  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:৪১
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট নিয়ে আমি ভাবছি। 
দেখি কি করি।
৪৯|  ০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১১:৩২
০৩ রা জানুয়ারি, ২০২২  রাত ১১:৩২
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
 
@সাসুম, 
ঠিক বলেছেন। তবে, ব্লগ ছেড়ে ফেসবুকে গিয়েও লাভ নেই! ওখানেও ব্লগের এক আপা রাত-দুপুরে ম্যাসেঞ্জারে আলাপ করেন কিভাবে 'চাঁদগাজী' ভাইকে আরও হেয় করা যায়। তাঁর সম্পর্ক যাচ্ছেতাই ভাষা ব্যাবহার করেন। ছিঃ! 
@রাজীব ভাই, 
ভুলেও ব্লগ ছেড়ে ফেসবুকে যাবেন না, প্লিজ। ব্লগ এখনো নষ্টদের দখলে যায়নি চাঁদগাজী ভাই এবং আপনার কারণে।
  ১৮ ই জানুয়ারি, ২০২২  দুপুর ২:৩৮
১৮ ই জানুয়ারি, ২০২২  দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন। 
আমি আছি। থাকব।
৫০|  ০৪ ঠা জানুয়ারি, ২০২২  রাত ১০:২৫
০৪ ঠা জানুয়ারি, ২০২২  রাত ১০:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
মূখ'দের সাথে তকে' যেওনা
কারণ তারা তোমাকে তাদের
কাতারে টেন আনবে!
৫১|  ০৪ ঠা জানুয়ারি, ২০২২  রাত ১০:৫২
০৪ ঠা জানুয়ারি, ২০২২  রাত ১০:৫২
চাঁদগাজীর সমর্থকগোষ্ঠী বলেছেন: 
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মূখ'দের সাথে তকে' যেওনা
কারণ তারা তোমাকে তাদের
কাতারে টেন আনবে! 
উপলব্ধিটা ভালো!
৫২|  ১৭ ই জানুয়ারি, ২০২২  দুপুর ১:৪৪
১৭ ই জানুয়ারি, ২০২২  দুপুর ১:৪৪
Subdeb ghosh বলেছেন: চাঁদগাজী আবার ফিরে আসুক।
  ১৮ ই জানুয়ারি, ২০২২  দুপুর ২:৩৫
১৮ ই জানুয়ারি, ২০২২  দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: অসভ্য মানুষদের মাঝে চাঁদগাজীর ফিরে আসার দরকার নেই।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:৫১
০২ রা জানুয়ারি, ২০২২  বিকাল ৩:৫১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাড়ে সর্বনাশ!