নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

লাল চা, লাল আটার রুটি

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ২:৩৩

ছবিঃ আমার তোলা।

বহু বছর আগের ঘটনা।
এলজিইডি'র ডাক বাংলোয় উঠেছিলাম। শীতকাল ছিলো। খুব ভোরে আমার ঘুম ভেঙ্গে যায়। কাউকে কিছু না জানিয়ে একা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাই। একদম ইন্ডিয়ার বর্ডারের কাছে একটা গ্রামে গিয়েছিলাম। অতি দরিদ্র গ্রাম। গ্রামের অনেকখানি ঘুরে বেড়ালাম। একটাও পাকা বাড়ি দেখলাম। এমিন কি পাকা মসজিদ বা মন্দিরও দেখলাম না। মাটির রাস্তা। রাস্তা ভেজা ভেজা কুয়াশার কারণে। সকাল সাত টা বাজে। এক কাপ চা খাবো কোনো দোকান চোখে পড়লো না। শীতের সকালে এক কাপ চা খেতে না পারলে ভালো লাগে! শহরে তো মোড়ে মোড়ে চায়ের দোকান।

একটা বাড়ির সামনে দাড়ালাম।
আসলে বাড়ি বলা ঠিক না। মাটির ঘর। উপরে ছন। মাটি ফেটে গেছে নানান জায়গা দিয়ে। একদম হত দরিদ্র অবস্থা। আমাদের দেশের মানুষ গুলো খুব বেশি দরিদ্র। উঠানে তিনটা দশ বারো বছরের ছেলে মেয়ে। তাদের পোষাকের অবস্থা শোচনীয়। পায়ে জুতো নেই। কিন্তু তিনজনের মুখে হাসি। আমাকে দেখে তিনজনই দৌড়ে এলো। আমি বাচ্চাদের বললাম, ঢাকা থেকে এসেছি। ডাক বাংলোয় উঠেছি। হাঁটতে হাঁটতে তোমাদের বাড়ির সামনে এলে এসেছি। আমাকে কি এক কাপ আগুন গরম চা খাওয়াতে পারবে? এমন সময় ছেলে মেয়েদের মা ঘর থেকে বের হয়ে এলো। বলল, আপনি বসুন চা দিচ্ছি।

আমি উঠানে বসলাম।
দুই ছেলে মাকে রান্নার কাজে সাহায্য করছে। মেয়েটা আমার পাশে বসলো। বাচ্চা মেয়েটার মুখ ভীষন রকমের মিষ্টি। আমি বললাম, তুমি যাও, তোমাকে মাকে সাহায্য করো। মেয়েটা বলল, আমি খুব অসুস্থ। মা আমাকে কোনো কাজ করতে দেয় না। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা কোথায়? মেয়েটা বলল, বাবা শহরে গেছে। আজ বিকেলে আসবে। আসার সময় আমাদের জন্য রাতা মোরগ নিয়ে আসবে। আমি বললাম, তোমার বাবা কি কাজ করেন? মেয়েটা বলল জানি না। মনে হয় কুলির কাজ। আমি মেয়েটাকে বললাম, কুলির কাজ কি তুমি জানো? মেয়েটা বলল, কষ্টের কাজ। অনেক কষ্ট। আব্বা বলেছে।

দুই ছেলে মিলে মাটির চুলায় আগুন ধরাচ্ছে।
মা আটা মাখছে। মা ছোট ছেলেকে বলল, ঘরের ভিতর থেকে লবন নিয়ে আসো। ছোট ছেলে এক দৌড় দিয়ে লবন নিয়ে এলো। আধা ঘন্টার মধ্যে আমাকে দুটা লাল আটার রুটি আর লাল চা দেওয়া হলো। ঘরে চিনি ছিলো না। তাই চায়ে এক চিমটি লবন দিয়ে দেওয়া হয়েছে। তিন ভাইবোন লাল চায়ে লাল আটার রুটি ভিজিয়ে খাচ্ছে। শক্ত রুটি আর চিনি ছাড়া চা নিশ্চয়ই খুব মজার কিছু না। অথচ পরিবারের সবাই বেশ আগ্রহ নিয়ে খাচ্ছে। মুহুর্তের মধ্যে আমার মায়ের কথা মনে পড়লো। মা খুব সকালে উঠে আমাদের জন্য নাস্তা বানিয়ে রাখতো। নাস্তার সাথে অনেক কিছু থাকতো।

আমি ডাক বাংলোয় ফিরে এলাম।
গোছল করলাম গরম পানি দিয়ে। ডাইনিং এ খেতে গেলাম। দেখি নানা রকম খাবার। রুটি গুলো খুব নরম। ভাজি, ডাল, ডিমসহ আরো অনেক কিছু। পাউরুটি, জেলিও আছে। চা-কফি দুটাই আছে। বারবার আমার চোখের সামনে ভেসে আসছে। লাল আটার শক্ত রুটি আর চিনি ছাড়া লাল চা। একটা হত দরিদ্র পরিবার। ভাঙ্গা বাড়ি। বাচ্চা গুলোর চোখ মুখ মলিন। পায়ে জুতো নেই। পরিবারের প্রধান ব্যাক্তি শহরে কুলির কাজ করে। আমি ওদের কোনো সাহায্য করি নি। খোজ নিইনি তিন ভাইবোন স্কুলে পড়ে কিনা। দুপুরে আজ ওরা কি খাবে? ঘরে চাল আছে তো? বিকেলে কি বাবা রাতা মোরগ নিয়ে সত্যি সত্যি আসবে?

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২২ ভোর ৪:০৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: একবার এক ভাইয়ের সাথে সোহরাওয়ার্দী উদ্যানে শীতের ভোরে বসে চা খাচ্ছিলাম আর তার বিয়ে কিভাবে ভেঙ্গে যাচ্ছে তা শুনছিলাম। অদূরেই এক পরিবার, যারা সোহরাওয়ার্দী উদ্যানেই বাঁশের ও পলিথিনের তৈরী ঘরে থাকে, হাসাহাসি করছিলো নিজেদের মধ্যে। বর রাতে রিক্সা চালিয়েছে, বউ মাত্র ঘুম থেকে উঠলো, এখুনি হয়ত ভিক্ষায় নামবে। কিন্তু তাদের মধ্যে এক রকম আনন্দ; আনন্দে ভরা মুখ!

টাকায় সুখ আনে কি আনে না এ নিয়ে অনেক তর্ক হতে পারে। কিন্তু কেউ দরিদ্র মানেই যে তার মনে শান্তি নেই, এমন ধারণা করাটা অমূলক!

ভালো থাকুক ঐ পরিবারটি, তাদের যেন কারও সাহায্য না নিতে হয় এই দোয়াই করি।

০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে এত এত সংঠন, এত এত ফাউন্ডেশন- এরা এই শ্রেনীর দরিদ্র মানুষদের জন্য কিছু করে না কেন?

২| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৪১

রংবাজপোলা বলেছেন: কি অপুর্ব লেখাটা। পইড়াই মনটা ভইরা গেল।

কদমবুছি লইয়েন।

০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: রাজীব দা চমৎকার লেখেছেন পড়তে পড়তে জর গড়ল------------------

০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৩৯

ইমরোজ৭৫ বলেছেন: আহারে.......। মাইন্সের কত কষ্ট!

০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: মানুষের কষ্ট লাঘব করার জন্য কোনো দিন কিছু করেছেন?

৫| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:৪৩

নাহল তরকারি বলেছেন: সীমান্তবর্তী এলাকাতে মানুষ গরিব থাকে।

০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: সীমান্তবর্তী এলাকায় কিন্তু ব্যবসা করার সুযোগ থাকে।

৬| ০৩ রা জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৫

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লেখা!

এলজিইডি'র কথা বলায় বলছি-গতকাল গিয়েছিলাম নরসিংদী এলজিইডি অফিসে ব্যবসায়ীক কাজে। ওখানকার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কক্ষে সংশ্লিষ্ট অন্যান্য ইঞ্জিনিয়ারদের সামনে বাংলাদেশের জন্য নতুন একটা নির্মাণ পণ্য(ট্যারা ফার্মা সয়েল স্টাব্লাইজার) এর প্রেজেন্টেশন দিলাম। আমার অফিসের ইঞ্জিনিয়ারদের নিয়ে লাঞ্চ করেছি ওখানেই। সন্ধায় ঢাকা ফেরার সময় কোর্ট রোডের 'পরেশ পোদ্দার মিষ্টান্ন ভান্ডার' থেকে আমার প্রিয় রসগোল্লা কিনে নিয়ে এসেছি।

০৩ রা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৭

রাজীব নুর বলেছেন: রসগোল্লা খেতে কেমন লাগলো?

৭| ০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৬

সোবুজ বলেছেন: হাজারো গল্পের একটি।বর্তমানে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে।

০৩ রা জানুয়ারি, ২০২২ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: না রে ভাই না। অবস্থার খুব একটা উন্নতি হয়নি।

৮| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ২:০২

ধোয়াটে বলেছেন: খুব ভাল মানবিক লেখা, হ্যাঁ সত্যি টাকা সুখ দিতে পারে না হয়ত কিন্তু জীবনে স্বাচ্ছন্দ দিতে পারে, সম্পদের সুষম বন্টন হলে সবার জীবনে স্বাচ্ছন্দ আসতো।

১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ২:০৫

রিফাত হোসেন বলেছেন: লাল আটা খেয়েছি ছোটকালে। রেশনের খাবার ছিল। আব্বা খেতে আগ্রহী করতে বলত, স্বাস্থ্যসম্মত। :)

১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: হ্যাঁ লাল আটা, লাল চাল ভালো জিনিস।

১০| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: লাল আটা স্বাস্থ্যকর। আমার কাছে লাল আটার রুটি খেতেও মজা লাগে সব্জি দিয়ে।
লেখাটা মন ছুঁয়ে গেল।
রাতা মোরগ কী বা কেমন?

১৮ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৫

রাজীব নুর বলেছেন: রাতা একটা আঞ্চলিক শব্দ। দেশী মোটা তাজা এরকম মূরগীকে বুঝায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.