নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
প্রিয় কন্যা আমার-
আজ অনেকদিন পর তোমাকে নিয়ে লিখছি। কারন, যে ব্লগে আমি লিখি সে ব্লগে এখন আমি নিয়মিত আসছি না। আসতে ইচ্ছা করে না। ব্লগে কিছু মন্দলোক আছে। এরা বিরাট বদ। অবশ্য বদ লোক দুনিয়ার সব জাগাতেই আছে। মক্কা মদীনাতেও আছে। ফারাজা তুমি সব সময় মন্দ মানুষ থেকে দূরে থাকবে। ৭১ সালে যখন যুদ্ধ হয়, তখনও কিছু মন্দ মানুষ পাকিস্তানীদের সাপোর্ট করেছে। নিজের দেশের ক্ষতি করেছে। এরা হলো রাজাকার। এই রাজাকার মানসিকতার লোক এখনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের থেকে খুব সাবধান থাকতে হবে। এরা সাপের মতো বিষাক্ত। এ সমাজে বিষাক্তদের সংখ্যা অনেক। সমাজে বিষাক্ত লোকদের কাছ থেকে দূরে থাকবে। সাবধানে থাকবে। তাদের ভালোর মুখোশ দেখে প্রতারিত হবে না।
প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম,
সামু ব্লগে একজন ভালো লোক ছিলো। ভালো লিখতেন। ভালো মন্তব্য করতেন। তাকে আমি খুবই পছন্দ করতাম। তার নাম চাঁদগাজী। চাঁদগাজীকে ব্লগ থেকে ব্যান করা হয়েছে। এটা প্রামানিত হলো- মন্দ লোকদের ভিড়ে ভালো মানুষ টিকে থাকতে পারে না। আর আজকাল সমাজের এরকম অবস্থা হয়েছে- চারিদিকে শুধু মন্দ লোকদের জয়-জয়কার হয়। খারাপের সাথে খারাপ মিলে। আর সব খারাপ লোক যখন একসাথে হাত মিলায় তখন ভয়াবহ অবস্থা হয়। ভালো লোকদের টিকে থাকাই মুশকিল হয়। মন্দ লোকজন ব্লগটাকে দখল করে নিয়েছে প্রায়। যদিও তাঁরা দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। সামুতে দেখেছি, মন্দ লোক কি করে হাসে। কিছু মানুষের হাসিও অতি কুৎসিত হয়। এক মন্দলোক আরেক মন্দ লোককে সাপোর্ট করে। চারিদিকে মন্দলোকে মন্দলোকে ধূলপরিমান।
প্রিয় কন্যা ফাইহা,
ব্লগ জীবনে দেখেছি, যাকেই আমি ভালো মনে করেছি- কিছু কাল পর সে বিষাক্ত সাপের মতো আচরন করেছে। আসলে ব্লগে কে যে ভালো, কে যে স্বচ্ছ বুঝি না। তবে সামুতে নিরপেক্ষ লোক নেই। এমন কি ব্লগ টিমও নিরপেক্ষ নয়। সকালে যে ভালো থাকে, বিকালে সে-ই বদ হয়ে যায়। সবচেয়ে বড় কথা- ব্লগে প্রায় প্রত্যকেরই একাধিক নিক আছে। একই লোক একেক নিকে একেক রকম আচরন করে। প্রিয় কন্যা ফারাজা- কেউ নামাজ, রোজা করলেই তাকে ভালো মনে করার কোনো কারন নেই। এক সময় আমি মনে করতাম- যারা নামাজ-রোজা করে, মুখে দাঁড়ি, মাথায় টূপি- নামাজ পড়তে পড়তে কপালে দাগ বসিয়ে ফেলেছে- তাঁরা বুঝি ভালো লোক। কিন্তু না। তাঁরা আরো বেশি মন্দ লোক। সমাজে মন্দ লোকদের বেশির ভাগই শিক্ষিত।
প্রিয় কন্যা আমার-
সমাজে কিছু বিষাক্ত নারী আছে। এরা বিষাক্ত সাপের মতোই ভয়ঙ্কর।। হোক সে নারী স্কুল শিক্ষিকা, হোক সে সরকারী চাকরীজীবি। হোক সে একজন গৃহীনি। নারী মানেই ভালো, মহৎ ও নমনীয় সেটা মনে করা ঠিক হবে না। আমার অফিসে এক মহিলা কাজ করতেন, সে বিরাট বদ মহিলা। আমার জীবনে এরকম বদ মহিলা আমি দেখিনি। এখন সেই মহিলা যদি ব্লগিং করে- তাহলে দেখা যাবে সে ব্লগে এসে বদমাইশি করছে। কাজেই প্রিয় কন্যা আমার- কথা একটাই, তোমাকে সমস্ত বদ মানুষ থেকে দূরে থাকতে হবে। কবি, সাহিত্যিকদের বা যারা লেখালেখি করেন- তাদেরও ভালো মানুষ মনে করো না। এদের মধ্যেই মন্দের সংখ্যা সবচেয়ে বেশি। আমি একজনকে চিনি-জানি তিনি লেখালেখি করেন। সমাজের চোখে তিনি ভালো মানুষ। অথচ আমি তার আসল রুপ দেখেছি। এই সমাজে মন্দ লোকেরা ভালোর মুখোশ পরে চলে।
প্রিয় কন্যা আমার-
যাই হোক, এখন ব্লগের কথা বাদ দেই। তবে তোমার কাছে আমার অনুরোধ মন্দ মানুষদের কাছ থেকে দূরে থাকবে। সমাজে অল্প কিছু ভালো মানুষ আছে। তুমি মিশবে তাদের সাথে। যদি ভালো মানুষের দেখা না পাও তাহলে একা থাকবে। বই পড়বে, মুভি দেখবে। লিখবে। গান শুনবে। নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। অন্য দশ মেয়ের মতো তোমার হওয়ার দরকার নেই। তোমাকে হতে হবে সবার থেকে আলাদা। সময় অপচয় করবে না। সময় খুব মূল্যবান। প্রতিটা মুহুর্ত কাজে লাগাবে। নিজেকে সময় দিবে। পরিবারকে সময় দিবে। নিজের সমস্ত জ্ঞান, নিজের সমস্ত ভালোত্ব দিয়ে মানুষের জন্য কল্যাণকর কিছু করবে। লেখাপড়া শেষ করে, বিয়ে করে শুধু ঘরসংসার এর মধ্যে নিজেকে বন্ধী করে ফেলো না। নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করে। তারপর সমাজের প্রতি দায়িত্ব পালন করবে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে।
প্রিয় কন্যা আমার-
এখন তোমাকে তোমার কথা বলি। তোমার এখন তেরো মাস বয়স চলছে। চারটা দাঁত তোমার একসাথে উঠতে শুরু করেছে। আর অল্প কয়েকদিন পরই তুমি একাএকা হাঁটতে পারবে। ইদানিং তুমি হঠাত হঠাত অনেক কথা বলে ফেলো। 'আব্বা' শব্দটাও বলতে পারো স্পষ্ট করে। গানের তালে তালে নিজে মাথা নাড়াও। খিলখিল করে হাসো। টিভির দিকে তাকিয়ে থাকো। হাতের কাছে মোবাইল পেলেই টিপাটিপি করতে থাকো। ঘুমের মধ্যে এক পা আমার গায়ে দিয়ে রাখো। বাইরে নিয়ে গেলে খুবই খুশি হও। রাস্তায় কুকুর দেখলেই বলো- যাহ যাহ। তোমাকে নিয়ে বেশ আছি আমরা। তুমি আর রোহা আমাদের বাসার সবচেয়ে ছোট দুই সদস্য। কিন্তু আর কিছু দিন পর আমাদের বাসায় আরেকজন নতুন সদস্য আসবে। তোমার ছোট চাচা চাচীর নতুন বেবি আসবে।
২| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৭
মোগল সম্রাট বলেছেন: রানু ভাই! ফাটিয়ে দিয়েছেন।
প্রিয় কন্যার জন্য অফুরন্ত ভালোবাসা।
৩| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৫৩
নতুন বলেছেন: ফাইহা অনেক বড় হয়ে গেছে।
৪| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:০৭
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কিউটের ডিব্বা।অনেক ভালবাসা আর শুভকামনা ফারাজার জন্য।
৫| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৫:২০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: মাশা আল্লাহ্
৬| ১৮ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৫
মরুভূমির জলদস্যু বলেছেন: বুড়িটা বড় হয়ে যাচ্ছে।
ওয়েলকাম ব্যাক।
৭| ১৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪৯
সোবুজ বলেছেন: করোনায় ভুগছি , যেদিন থেকে গাজী সাহেব নাই হয়ে গেছেন।এখন আর গার্বেজ লেখাকে কেউ গার্বেজ বলে না।গরুর রচনা লেখলেও বলে,কি সুন্দর বিজ্ঞানময় লেখা।
চরম সত্য কথাগুলো কি সুন্দর করে লিখেছেন।
মেয়েদের মঙ্গল কামনা করি।
৮| ২২ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৬
খায়রুল আহসান বলেছেন: দোয়া করি ফারাজা সত্য জ্ঞানের আলোয় আলোকিত হোক, তাহলে সে নিজেই সত্যিকারের ভালো মন্দ সনাক্ত করতে শিখবে।
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৩১
জহিরুল ইসলাম সেতু বলেছেন: কঠিন কথা সহজ করে লিখেছেন রাজীব নূর ভাই !
প্রিয় চাঁদগাজী ভাই এ লেখা মন্তব্য করতেন। তাঁকে খুব মিস করি। আমি যদিও খুব কম পোস্ট দেই, তবু প্রতিটি পোস্টেই চাঁদগাজী ভাই আর আপনার মন্তব্যের অপেক্ষায় থাকতাম। চাঁদগাজী ভাইয়ের মন্তব্য কড়া হলেও কখনোই তা অরুচিকর ছিল না, বরং ভাবার মতো কিছু ছিল। অথচ ব্লগ পোস্টে এখন অশ্লীল ও নিম্ন মানের মন্তব্যের ছড়াছড়ি। দেখার কেউ নেই। আমি নিশ্চিত, আপনার পোস্টেও কিছু না কিছু আসবে।
চাঁদগাজী ভাই সামুতে না এলে ওনার কোন ক্ষতি নেই, তিনি যেখানেই থাকবেন লিখবেন। শুধু সামুর পাঠকরা তাঁর লেখা থেকে বঞ্চিত হবে। হয়, হোক। তবু চাঁদগাজী ভাইকে বলবো, নতুন কোন নিক নিয়ে এখানে আসার প্রয়োজন নেই ভাই। অনেক ব্লগসাইট আছে, আপনি লেখা চালিয়ে যান। খুঁজে নিয়ে আপনার লেখা পড়বো।
ফারাজা সুন্দর মানুষ হয়ে বেড়ে উঠুক। একজন ভাল বাবার কন্য কখনো মন্দ হবে না। বাবার দায়িত্ব কন্যার জন্য পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা।
ভাল থাকবেন, শুভেচ্ছা।