নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
নিজেকে সে 'কবি' দাবী করেন।
সেই কবি রাতে মদ খেয়ে ফেসবুকে বিভিন্ন মেয়েদের ইনবক্সে আজে বাজে কথা লিখতো। দিনের পর দিন সে এই কাজ করতো। তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে। কবি রাতে মদ খেয়ে অনেক মেয়েকে ফোন করতো। এই কবি শেষমেষ কারো কাছেই পাত্তা পায়নি। দুঃখজনক কথা হলো- এই কবিকে কেউ 'কবি' বলে মানতো না। শুধু এই কবি যাদের মদ খাওয়াতেন তাঁরা তাকে 'কবি' 'কবি' বলে মুখে ফেনা তুলে ফেলতো। এই তথাকথিত কবি এখন কেমন আছেন সেটা আমি জানি না। এই কবি একসময় সামুতেও ছিলেন। অনেক বছর ধরে তাকে সামুতে দেখছি না। এরকম 'কবি' সমাজের জন্য ক্ষতিকর। সত্যি বলছি- এরকম মানসিকতার ব্লগার ব্লগের জন্যও ক্ষতিকর।
ছোট পানির মাছ যদি বেশি পানিতে চলে যায়।
তখন সে নিজেকে সামলাতে পারে না। বারবার সে ভুল করে। অতি নিম্মমানের ভুল করে। যোগ্য লোকেরা যোগ্য পদে না থাকলে নানান সমস্যা দেখা দেয়। চারিদিকে প্রশ্নফাস জেনারেশন দিয়ে ভরে গেছে। এই প্রশ্নফাঁস জেনারেশন যেখানেই যাচ্ছে সেখানেই ঝামেলা পাকাচ্ছে। কয়েকজন রাস্তায় চুলকানির মলম বিক্রেতা সামুতে চলে এসেছে। এরা এখন সামুতে এসে হুদাই ঝামেলা করছে। এদের টাইট দেওয়ার মতোন একজনই ছিলেন- ব্লগার চাঁদগাজী। তাকে সামু ব্যান করেছে। চাঁদগাজীবিহীন সামুতে তাঁরা এখন খুব উজাইছে। কে এইসব চুলকানির মলম বিক্রেতাদের সামলাবে? সামু টিমকে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
কিছু মাদকসেবী সামুতে এসে হাজির হয়েছে।
নেশার ঘোরে এরা অযথা এলোমেলো পোষ্ট এবং মন্তব্য করে সামুর পরিবেশ নষ্ট করেছে। এদের জ্ঞানের দৌড় ১১/১২ ক্লাশ পর্যন্ত। তাও পরিবারের চাপে। জ্ঞানের দৌড়ের কারবে এরা ভালো লেখা লিখতে পারেন না। বরং যারা ভালো লিখেন তাদের পোষ্টে গিয়ে অকারনে চুলকায়। এরকম চুলকাচুলকি অতীতে 'আমার ব্লগে' দেখছিলাম। কিছু মদ্যপ, কিছু মলম বিক্রেতা 'আমার ব্লগ' এঁর বারোটা বাজিয়ে দিয়েছিলো। সেই ব্লগ আজ হারিয়ে গেছে। পচা শামুকেই পা কাটে। তারা কি সামু ব্লগকেও মুছে দিতে চায়। এটাই কি তাদের গোপন ইচ্ছা ও উদ্দেশ্য? এজন্যই একজোট হয়ে চাঁদগাজীকে তাড়ালো? পথ পরিস্কার করলো? এখন কেউ এসে তাদের পথ আটকাবে না। আমার বিশ্বাস দুষ্ট ব্লগারদের সামু টিম যথাসময়ে থামিয়ে দিবে।
সামু চলবে সামুর নিয়মে।
কোনো ব্লগারের ইচ্ছায় না। কেউ কেউ দেখছি, সামু কিভাবে চলবে সেসবও বলে দিচ্ছেন। ফেসবুকে দেখেছি- তথাকথিত সাহিত্যিকরা আজকাল বলে দিচ্ছে- সাহিত্য কি। এইসব তথাকথিত সাহিত্যিকেরা আদতে জ্ঞান শূণ্য। আমি নিজে ইদানিং সামুতে কম আসছি। তার কারন চাঁদগাজীকে ব্যান করা হয়েছে। একজন ভালো ব্লগার ছিলেন চাঁদগাজী। চাঁদগাজী ছিলেন সামুর সবচেয়ে জ্ঞানী ব্লগার। শক্তিশালী ব্লগার। আমার বিশ্বাস চাঁদগাজীকে ব্যান করতে ব্লগ টিমের যথেষ্ঠ কষ্ট হয়েছে। আমি এও বিশ্বাস করি- একদিন সামু টিম চাঁদগাজীকে আবার সামুতে নিয়ে আসবেন। 'কুশন' নামের নিকটা চাঁদগাজীর অসস্তিত্ব কিছুটা ধরে রেখেছিলো। অনেক দুষ্ট ব্লগারকে কাঁপিয়ে দিয়েছে এই 'কুশন'। সাবাশ ব্যাটা। এখন দেখছি কিছু চুলকানির মলম বিক্রেতা আর মাদক খোরের তাতে সমস্যা। চাঁদগাজীর নাম শুনলেই অনেকে ভয় পায়- এই ব্যাপারটা আমি দারুন উপভোগ করি। চাঁদগাজীর নামে অনেকের জ্বর এসে যায়। একমাস হয়ে গেল সামুতে চাঁদগাজী নেই। তবুও কেউ কেউ তার ভয়ে ধরাশয়ী।
সামু ব্লগটা আমাদের।
এখানে আমাদের সবার মিলেমিশে থাকা উচিত। যার পোষ্ট বা মন্তব্য ভালো লাগবে না তাকে ইগনোর করুণ। কেউ কেউ ইগনোর না করে সমানে চুলকাচ্ছে। চুলকাতে চুলকাতে ঘা বানিয়ে ফেলছেন। এটা মোটেও বুদ্ধিমানের কাজ না। এতে ব্লগের সুন্দর পরিবেশ নষ্ট হচ্ছে। সবচেয়ে বড় কথা- যে খারাপ পোষ্ট লিখবে, খারাপ মন্তব্য করবে বা লেখা চুরী করবে সেগুলো দেখাশোনা করার জন্য ব্লগ টিম আছে। ব্লগ টিম যথাযথ ব্যবস্থা নিচ্ছে, নিবে। আপনারা ব্লগ টিমের উপর আস্থা রেখে শান্তিতে ব্লগিং করতে থাকুন। নিজে ভালো থাকুন। অপরকেও ভালো থাকতে দিন। আসুন সবাই মিলে যে যার মতো করে স্বচ্ছ পবিত্র জ্ঞান বিতরন করি। তাতে সবাই উপকৃত হবে। আরেহ ভাই একবার ভেবে দেখুন- আমরা কত বড় ভাগ্যবান। নিজের মায়ের ভাষায় লিখতে পারছি।
২| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৪
সাসুম বলেছেন: ১ম আপত্তিঃ আমার ব্লগ নিয়ে। চাটার দলের গোডাউন এবং ৫৭ ধারার স্বপ্নদ্রষ্টা সিলেটি বরাহের ব্লগ এম্নিতেই নস্ট হবার কথা ছিল। মারখোরে দিল্লীর ব্লগে মারামারি হওয়া টাই নরমাল ছিল। সেই ডাস্টবিন এর সাথে মাদ্রাসার তুলনা দিয়ে লাভ নাই ।
২য় আপত্তিঃ সামুতে মাদকসেবী দের কে ১১/১২ কেলাস দেয়ার তেব্র দাবি জানাইলাম। মাদকসেবীরা বড় হুজুরের সহবত নিয়ে বড়জোর স্কুল ফাশ দিতে পারে মাগার এর উপরে যাওয়ার উপায় নেই।
৩য় আপত্তিঃ গাজিসাব জাস্ট নরমাল একজন ব্লগার। হেরে সামুর সবচেয়ে জ্ঞানী ব্লগার বলা বাকি ব্লগার দের জন্য অপমান। আপ্নে জ্ঞানী চিনেন না তাই বাকিদের অবজ্ঞা করার মানে নাই।
৪র্থ আপত্তিঃ গাজি সাব রে ব্যান করা হইছে, তারে নিয়া টানাটানি করা। আপনার টানাটানি দেখে গুয়ের টানে কুত্তারা আবার জেগে উঠেছে। আবার সামহোয়ার ইন বস্তি হয়ে উঠেছে। বন্ধ করেন।
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৪৩
৪৫ বলেছেন: কেন জানি মারামারি, হানাহানি আমাদেরই বেশি। সব চোখে, চেহারায়, হিংসার বিভীষিকা। তারা নিপাত যাক।