নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ২৯

০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৭



প্রিয় কন্যা আমার-
তুমি গত কয়েকদিন ধরে বেশ অসুস্থ। জ্বর, ঠান্ডা, বমি। পেটও কিছুটা খারাপ করেছে। এত সাবধান থাকি, এত সর্তক থাকি তবু তুমি অসুস্থ হয়ে পড়লে। সেদিন সারারাত তুমি বমি করলে। তোমার বয়স মাত্র তেরো মাস। রাতে পরী পোলাউ খাচ্ছিলো। তুমি জোর করে পরীর কাছ থেকে দুই নলা পোলাউ খেলে। তুমি বাচ্চা মানুষ। সব কিছু খেয়ে হজম করার ক্ষমতা তোমার নেই। প্রচন্ড ঠান্ডার কারনে তোমাকে নেবুলাইজ পর্যন্ত করতে হয়েছে। প্রতিদিন দুইবার করে। যাই হোক, টানা দুই দিন তুমি বমি করলে। তৃতীয় দিন তোমাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ওষুধ দিলেন। বমি কমলো। কিন্তু এরপর শুরু হলো ডায়রিয়া। একটার পর একটা আছেই।

প্রিয় কন্যা ফারাজা-
আজ তুমি কিছুটা সুস্থ। সকালে তোমাকে নিয়ে ছাদে গিয়েছিলাম। অনেকক্ষন তোমাকে নিয়ে রোদে দাঁড়িয়ে ছিলাম। এখন তুমি ঘুমাচ্ছো। দুপুরে তুমি একবার ঘুমাও। আবার সন্ধ্যায় একবার ঘুমাও। আর রাতে একটার দিকে ঘুমাও। সেই ঘুম ভাঙ্গে সকাল ৯ টা ১০ টার দিকে। এখন তোমাকে জিজ্ঞেস করি- তোমার চোখ কোথায়- তুমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও। তুমি চোখ, নাক, কান, হাত ইদ্যাদি চিনতে শিখে গেছো। টিভির দিকে তুমি অবাক হয়ে তাকিয়ে থাকো। গত তিন দিন তোমাকে খিচুড়ী দেওয়া হয়নি। ভাত আর কাঁচা কলা দিয়ে ঝাউ রান্না করে খাওয়ানো হয়েছে। এখন তোমার পেট ভালো হয়েছে। সমস্যা হলো বড়রা যা খায় তুমি তা-ই খেতে চাও। না দিলে হাত পা ছোড়াছুড়ি করে কান্না শুরু করো।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম,
হঠাত তোমার শরীর এতই খারাপ হয়ে গিয়েছিলো যে তোমাকে স্যালাইন খাওয়াতে হয়েছে। এমন কি রাইস স্যালাইনও খাওয়াতে হয়েছে। তুমি অসুস্থ হলে সুরভির মুখ থেকে হাসি উধাও হয়ে যায়। আমারও কিছু ভালো লাগে না। শীত যাই যাই করছে। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী আর সাত দিন শীত থাকবে। শীত টা চলে গেলেই আবার তোমাকে নিয়ে হাঁটতে বের হবো ঢাকা শহরের অলি গলিতে। বাইরে বের হলে তুমি খুশি হও। তোমার খুশিই আমার খুশি। আমাদের খুশি। তোমার চারটা দাঁত উঠেছে। সমস্যা হলো তোমার উপরের পাটির দুটা দাঁত অনেকখানি ফাঁকা। এটা নিয়ে আমি বেশ চিন্তিত। অবশ্য তোমার দুধ দাঁত থাকবে না। আবার নতুন দাতঁ উঠবে। আশা করি সেই দাঁত ফাঁকা হবে না। যদি হয় তাহলে ডেন্টিসের কাছে যেতে হবে।

প্রিয় ফাইহা খান,
আজ ৭ই ফ্রেরুয়ারী। ১২ ফ্রেরুয়ারী আমাদের বাসায় একটা অনুষ্ঠান আছে। বলতো কিসের অনূষ্ঠান? আমিই বলে দিচ্ছি তোমার ছোট চাচা চাচীর প্রথম বিবাহবার্ষিকী। প্রিয় কন্যা আমার- গতকাল ভারতের সংগীত শিল্পী লতা মঙ্গেশকর মারা গেছেন। উনি খুব ভালো শিল্পী ছিলেন। অসাধারণ গলা তার। দারুন গান গাইতেন। উনি অনেক বাংলা গানও গেয়েছেন। তুমি বড় হলে তার গান শুনবে। তবে লতা মঙ্গেশকর দীর্ঘ জীবন পেয়েছেন। ৯২ বছর বেঁচে থাকা সহজ কথা নয়। এযুগে মানুষ সাধারনত এত লম্বা সময় বাঁচে না। স্ট্রোক করে ৪০/৫০ বছরেই মরে যায়। আমার এক স্কুল জীবনের বন্ধু জাহাঙ্গীর স্ট্রোক করে মরে গেছে। মৃত্যুর সময় সে পরিচিত কাউকে আশেপাশে পায়নি। বন্ধুর মৃত্যু হয়েছে সৌদি আরবে। অবশ্য তার লাশ ঢাকা আনা হয়েছিলো।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৫২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: ফাইহা দ্রুত সুস্থ হয়ে উঠুক।তার জন্য অনেক ভালবাসা ও দোয়া ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৯

রাজীব নুর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
ফাইহা এখন অনেকটা সুস্থ। দোয়া অব্যহত রাখবেন।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৪

সায়েমার ব্লগ বলেছেন: কন্যার কাছে পিতার এক সুন্দরতম পত্র! কন্যা দ্রুত সুস্থ হয়ে জগত আলোকিত করুক!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেকে বলে আপনি লেখা চুরি করেন!
তাদের কাছে আবেদন এমন একটি পত্র
লিখে দেখান যদি পারেন!
পরের সমালোচনা করা সহজ
নিজেরটা নয়।
ফাইহার দ্রুত সুস্থ্যতা কামনা করছি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩১

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ নুরু ভাই।
ভালোবাসা ও শ্রদ্ধা জানবেন।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৯

খায়রুল আহসান বলেছেন: শিশু সন্তানের অসুখ হলে মা বাবার নিদ্রা হারাম হয়ে যায়। আপনার প্রিয় কন্যা দ্রুত সুস্থ হয়ে উঠেছে জেনে স্বস্তি পেলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ স্যার।
একমাত্র আপনিই আমার কন্যাকে নিয়ে লেখা গুলো নিয়মিত পড়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.