নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি নিজের পরিবারকে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৯



আমি ভেবে দেখেছি-
ভালোবাসা মানেই এক ধরনের সর্বনাশ। একজন মানুষ যখন আরেকজন কে সত্যি কার ভালোবাসে তখন তার নিজের বলে আর কিছু থাকে না। তার সব কিছুই চলে যায় সেই মানুষটির কাছে। শরীর, মন, প্রতি মুহুর্তের ভাবনা, স্বপ্ন এবং ভবিষ্যৎ। এর'চে বড় সর্বনাশ মানুষের আর কি হতে পারে? ভালো যদি বাসতেই হয়- তা যেন কোনো মানুষকে নয়। ভালোবাসার জন্য অনেক কিছু আছে। প্রকিতি আছে, গান আছে, বই আছে, ভ্রমন আছে। আছে পাহাড় আর সমুদ্র। মানুষকে ভালোবাসলে কষ্ট পেতে হবে। ধোকা খেতে হবে। সব মিলিয়ে আপনার সর্বনাশ হবে। তাই মানুষকে ভালোবাসা বাদ দিন। শুধু নিজেকে ভালোবাসুন।

প্রতিটি মানুষ তার মনে এক আকাশ ভালবাসা জমিয়ে রাখে।
তার কিছুটা মা-বাবার জন্য, কিছুটা ভাই-বোনের জন্য, কিছুটা পছন্দের মানুষটির জন্য। বিয়ের পর সংসারে নিজের সন্তান আসে। তারপর সব ভালোবাসা গিয়ে পড়ে সন্তানের উপর। সন্তানকে ভালোবেসে আনন্দ আছে। নিজের সন্তান। নিজের রক্ত। নিজের সন্তানের পাশাপাশি অন্যের সন্তানকেও ভালোবাসতে হবে। অসহায় মানুষদের ভালোবাসতে হবে। বৃদ্ধ বৃদ্ধাকে ভালোবাসতে হবে। স্বচ্ছ পবিত্র ভালোবাসা মানুষকে মহৎ করে তোলে। যে জীবনে ভালোবাসা পায় না সে দুঃখী। চির দুঃখী। ভালোবাসা পাওয়ার চেয়ে ভালোবাসা বিলিয়ে দেওয়া উত্তম কাজ। হৃদয়বান মানূষরা ভালোবাসতে জানে।

মানুষের জীবনে সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে- ভালোবাসা।
নিঃস্বার্থ ভাবে ভালোবেসে দেখুন- প্রমান পাবেন। আমি কোনো মানূষের মুখে পাপ দেখি না বলেই, সহজেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। খুব সহজেই তাকে ভালোবেসে ফেলি। একবার মাদার তেরেসার কথা ভাবুন- নিজের দেশ ছেড়ে এসে অন্য দেশের কুষ্ঠ রোগীদের সেবা করতেন। আপনি যদি আপনার শত্রুকেও ভালোবাসেন- একদিন না একদিন সে আপনার বশ্যতা স্বীকার করবে। আজকের পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা নেই। বেশির ভাগ মানুষ শুধু ভালোবাসার অভিনয় করে। ভালোবাসে না। আসলে ভালোবাসতে জানেই না। এই সমাজ মানুষকে বদলে দিয়েছে। নিষ্ঠুর করে তুলেছে।

চারপাশ দেখে শুনে- আমি বড় আত্মকেন্দ্রিক হয়ে গেছি।
নিজের পরিবারের বাইরে আর কাউকে ভালোবাসতে ইচ্ছা করে না। এখন তো সব ভালোবাসা শুধু আমার কন্যার জন্য। কন্যাকে সব ভালোবাসা দিয়ে দিয়েছি। কিছু আর অবশিষ্ঠ নেই। এখন শুধু কন্যাকে নিয়েই আমার সব চিন্তা ভাবনা। আমার কন্যা সুস্থ থাকলেই আমি খুশি। আমার কাছে ভালোবাসা দিবস মানে আমার কন্যা। সকাল বেলা বাজারে গিয়ছি। মেয়ের জন্য আপেল, নাসপাতি আর আনার নিয়ে এসেছি। ডিম এনেছি। সুন্দর একটা লাল জামা এনেছি। বিকেলে মেয়েকে নিয়ে ঘুরতে বের হবো। সাথে মেয়ের মাকেও নিবো। তাকে কফি খাওয়াবো। একটা টাঙ্গাইল শাড়ী কিনে দিবো। ফেরার সময় ডিনার রেস্টুরেন্ট থেকে করে আসবো।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:২৫

সোবুজ বলেছেন: ভাল বাসার সুন্দর প্রকাশ।আবেগ দিয়ে ভালবাসা,আর বিচার বুদ্ধি দিয়ে দিয়ে ভাল বাসা কি এক?

১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: খুব হিসাব নিকাশ করেই ভালোবাসা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.