নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
স্যার আসসালামু আলাইকুম।
কেমন আছেন? অনেকদিন আপনার সাথে দেখা সাক্ষাত নেই। আমাকে ভুলে গেছেন? সুরভিকে ভুলে গেছেন? ছোট্ট পরীকে ভুলে গেছেন? গতকাল রাতে আপনাকে স্বপ্নে দেখেছি। সুন্দর স্বপ্ন। নদীতে আপনি আর আমি বরশি দিয়ে মাছ ধরছি। আমি তো বিশাল এক কাতলা মাছ ধরে ফেলেছি। খুশিতে দুই হাত উপরের দিকে তুলে নাচছি। বাসাবো কালিবাড়ির দীঘিতে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা আছে। এবার আপনি ঢাকা এলে সেই দীঘিতে মাছ ধরতে যাবো। আপনি কি বরশি দিয়ে মাছ ধরতে পারেন? খুব কঠিন কিছু না। ছিপ হাতে নিয়ে বসে থাকবেন। ভাগ্য ভালো হলে মাছ পাবেন।
আমার ছোট কন্যা ফারাজা কে আপনি দেখেন নি।
এখন তো সে হাটতে শিখে গেছে। অনেক বছর হয়ে গেলো আপনি আমার বাসায় আসেন না। এবার আসুন। আমার ছোট কন্যার মাথায় হাত রেখে দোয়া করে দিবেন। স্যার, আপনার একটি কোট আমার বাসায় রেখে গেছেন। সেই কোট আমি যত্ন করে রেখে দিয়েছি। এই কোট টি আপনাকে আর দিবো না। থাকুক আমার কাছে সৃতি হিসেবে। বেশ কিছু বই আপনি আমাকে পড়তে দিয়েছিলেন। সেই বই গুলো যত্ন করে রেখে দিয়েছি। এবার খুব ধূমধাম করে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন করবো আমার বাসায়। আপনাকে প্রধান অতিথি করবো। কেক আপনি কাটবেন। আমি যেমন হুমায়ূন আহমেদকে পছন্দ করি, আপনি করেন।
স্যার আপনার মনে আছে-
একদিন মিরপুরে এক নম্বরে আপনার সাথে হঠাৎ দেখা। সাথে আপনার ভাগ্নি ছিলো। ভাগ্নিসহ আপনাকে নিয়ে গেলাম আমার শ্বশুর বাড়িতে। সুরভি আপনাকে দেখে অনেক খুশি। আপনার ভাগ্নি একদিন লেবু চা করে খাইয়ে ছিলো। দারুন হয়েছিলো সেই লেবু চা টা। মনে আছে স্যার, একদিন হটাৎ আপনি ফোন দিলেন। বললেন, নীলক্ষেত আসতে। সন্ধ্যায় গিয়ে দেখি, আপনি কিছু বই বাধাই করছেন। সেদিনও আপনি আমাকে একটা বই দিয়েছিলেন। মনে আছে আপনার সেই বইটার নাম? নীলক্ষেত থেকে আমরা কলা ভবনের সামনে বসলাম। অনেক গল্প হলো। চা পুরী খেলাম। মানুষ আসলে কিছুই ভুলে না। হুটহাট সব মনে পরে যায়।
স্যার ঢাকায় বইমেলা চলছে।
মেলাতে কি আসবেন? আপনার শারীরিক অবস্থা ভালো? শুনেছি আপনি অনেক অসুস্থ। এখন কি অবস্থা? আপনাকে স্বপ্নে দেখার পর থেকে পুরোনো সৃতি গুলো খুব বেশি মনে পড়ছে। আপনাকে বেশ কয়েকবার ফোন দিয়েছিলাম। ফোন যাচ্ছে না। নাম্বার কি বদলেছেন? তবে স্যার আমি দুঃখিত এর মধ্যে একবার আমি ফরিদপুর গিয়েছিলাম। আমার ইচ্ছা ছিলো টেপাখোলা যাবো। আপনার সাথে দেখা করবো। কিন্তু আমি পারিনি। কারন তখন সম্ভবত আপনি কলকাতায় গিয়েছিলেন। যদি আপনি ঢাকা না আসেন তাহলে আমিই যাবো ফরিদপুর আপনার সাথে দেখা করতে।
©somewhere in net ltd.