নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৩০

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪০



প্রিয় কন্যা আমার-
তুমি তোমার নানা বাড়ি বেড়াতে গিয়েছো। আজ পাঁচ দিন হয়ে গেছে। বাসায় আমি একা। যদিও প্রতিদিন ভিডিও কলে তোমার সাথে বেশ কয়েকবার করে কথা হচ্ছে। গতকাল হঠাত তোমাকে অবাক করে দিয়ে আমি তোমার নানা বাড়ি গিয়ে হাজির। আমাকে দেখে তুমি এবং তোমার মা খুবই অবাক হয়েছো। এক ঘন্টা তোমার সাথে ছিলাম। তারপর আমি বাসায় চলে আসি। যদিও তোমার বড় মামা মামী থেকে যাবার জন্য বলেছিলো। কিন্তু আমি থাকি নি। শ্বশুর বাড়িতে থাকা আমার ভালো লাগে না। তবে আমি সুরভিকে বলে দিয়েছি, এটা তোমার বাবার বাড়ি। তুমি যখন খুশি যাবে। আসবে। আমার কোনো সমস্যা নাই।

প্রিয় কন্যা ফারাজা-
তুমি বাসায় নেই। সারাদিন মোটামোটি কেটে যায়। কিন্তু রাত আর কাটে না। তুমি নেই, তোমার মা নেই। খালি বাসা আমার ভালো লাগে না। আগামীকাল একুশে ফ্রেরুয়ারী। বইমেলা চলছে। অবশ্য এখন তোমাকে শহীদ মিনার বা বইমেলাতে নিয়ে যাবো না। আর একটু বড় হলেই তোমাকে নিয়ে শহীদ মিনার যাবো। বইমেলাতে যাবো। পৃথিবীর সবচেয়ে সুন্দর মেলা বইমেলা। আমি থাকি না থাকি তুমি প্রতিবছর বইমেলাতে যাবে। প্রচুর বই কিনবে। পড়বে। বই মানুষের সবচেয়ে ভালো বন্ধু। আমি প্রচুর বই পড়ি। পড়তে ভালো লাগে। আমৃত্যু আমি বই পড়ে যাবো। তবে আমি জীবনে ফালতু বই সবচেয়ে বেশি পড়েছি। সময়ের অপচয় করেছি। তুমি এ ভুল করবে না। তুমি ভালো ভালো বই পড়বে। একজন মানুষের অনেক বড় সম্পদ জ্ঞান। যত পারো জ্ঞান সঞ্চয় করো।

প্রিয় কন্যা আমার-
আমার ইচ্ছা আছে তোমার জন্য বেছে বেছে তিন হাজার বই আমি সংগ্রহ করে রাখব। তুমি সে সব বই গুলো পড়বে। দেশী বিদেশী সব বই তুমি পড়বে। তারপর অনেক ভালো ভালো মুভি আছে সেগুলো তুমি দেখবে। অবশ্যই দেখবে। যেমন ধরো- 'দ্য শশাঙ্ক রিডেম্পশন' মুভিটা অবশ্যই দেখবে। ১৯৯৪ সালে মুভিটা মুক্তি পেয়েছিলো। 'লাইফ ইজ বিউটিফুল' এই মুভিটাও দেখবে। চমৎকার মুভি। আমি অসংখ্য বার দেখেছি। এই মুভিটা মুক্তি পেয়েছিলো ১৯৯৭ সালে। ভারতের একটা সিনেমা আছে, 'পিকু' নাম। এই সিনেমাটাও দেখবে। ইরানী মুভি- 'চিলড্রেন অব হেভেন' দেখবে। চমৎকার সিনেমা। 'ফরেস্ট গাম্প' মুভিটা দেখবে। বেশ কিছু মুভি আছে যা একবার করে দেখলে হবে না। কমপক্ষে দুই তিনবার করে দেখতে হবে। এই মুভি গুলো আমি অনেকবার করে দেখেছি।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম-
তুমি ভাগ্যবান একারনে যে তোমার বাবা একজন হৃদয়বান মানুষ। আধুনিক মানুষ। কোনো প্রকার কুস্কংকার তোমার বাবার মধ্যে নেই। এমনকি আমার মধ্যে ধর্মীয় গোঁড়ামিও নেই। আমি একজন মানবিক মানুষ। আমার কোনো ইচ্ছা তোমার উপর জোর করে চাপিয়ে দিবো না কখনও। তবে আমি চাই তুমি ভালো- মন্দ টা বুঝতে শিখো। খারাপ থেকে দূরে থাকো। তোমার জীবন তোমাকেই সুন্দর করে সাজাতে হবে। মনে রাখবে, অন্য কেউ এসে তোমার জীবন সুন্দর করে সাজিয়ে দিবে না। এরকম কিছু করা যাবে না, যেন তোমাকে নিরালায় বসে আফসোস করতে হয়। কাঁদতে হয়। জীবন তো একটাই তাই ভুল করা যাবে না। সব কাজ খুব সুন্দরভাবে হিসাব করে করতে হবে। জীবনে চলার পথ মসৃন নয়। চারিদিকে দুষ্টলোক ওৎ পেতে আছে। সমস্ত বাঁধা বিপত্তিকে মাড়িয়ে তোমার সামনের দিকে এগিয়ে যেতে হবে।

প্রিয় কন্যা আমার-
তুমি অন্য দশ জন মেয়ের মত হবে না। তোমাকে নিজের জায়গা নিজে করে নিতে হবে। নিজের অবস্থান শক্ত করবে। বড় বড় স্বপ্ন দেখবে এবং সেই সব স্বপ্ন সত্যি করবে। তোমাকে অবশ্যই বড় হৃদয়ের মানূষ হতে হবে। সব সময় অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করবে। কাউকে কিছু দিতে, কাউকে কিছু খাওয়াতে কখনও কার্পন্য করবে না। দুনিয়াতে তুমি কারো উপর ভরসা করবে না। কারো উপর না। ভরসা রাখতে শুধু নিজের উপর। একটা প্রবাদ প্রবচন আছে- 'বল বল বাহু বল, জল জল গঙ্গার জল'। নিজের গায়ে জোর না থাকলে অন্যরে দিয়ে কাজ হবে না। তাই নিজেকে উপযুক্ত করে গড়ে তোলাই বুদ্ধিমানের কাজ। নিজের বাহু বল'ই আসল বল। অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া চলাই আসল জীবন। তাই নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ফারাজা মামনির জন্যে শুভেচ্ছা।

আপনি জেনারেল জানতাম না। দুঃখিত হলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৪৪

রাজীব নুর বলেছেন: আমি রেকর্ড করবো। এডমিন চায় আমি ''জেনারেল'' হয়ে রেকর্ড করি।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: আপনার এ সিরিজটা আপনি বই আকারে প্রকাশ করুন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: এই মুহুর্তে টাকা দিয়ী বই প্রকাশ করতে চাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.