নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

অহংকার (১৮্+) এই পোষ্ট সকলের জন্য নহে

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৮



অহংকার ভালো নয়।
অহংকার করা খুব খারাপ। মানুষ সৃষ্টির সেরা জীব। অথচ যে কেউ যে কোনো সময় মরে যেতে পারে। মানুষ দুনিয়াতে স্বল্প সময়ের জন্য আসে তাই অহংকার দেখানো ঠিক না। ভালো ভালো কাজ করা উচিত। একজন মানুষ আর কত বছর বাঁচে? বড়জোড় ৬০। খুব বেশি হলে ৭০। খুব অল্প কিছু মানুষ ৮০ বা ৯০ বছর পর্যন্ত বাঁচে। আজকাল এমন পরিস্থিতি হয়েছে জুয়ান জুয়ান ছেলে গুলো স্ট্রোক করে মরে যাচ্ছে। মরেই যখন যাবেন, তখন অহংকার কেন দেখাবেন? মানুষকে ভালোবাসুন। মানুষকে শ্রদ্ধা করুণ। আমি ভাই কোনো অহংকার দেখাই না। আমি একদম মাটির মানুষ। রিকশাওলার কাঁধে হাত রেখে আমি চা খাই।


তুমি আমার বালের প্রকাশক।
মূলত তুমি একজন ধান্ধাবাজ। জীবনে বহু ধান্ধাবাজী করেছো। এখনও করছো। ধান্ধাবাজী আড়াল করার জন্য এখন তুমি প্রকাশক সেজেছো। হ্যাঁ দু চারজনের বই তুমি বিনা টাকায় ছাপিয়েছে। কিন্তু বেশির ভাগ লোকের বই'ই তুমি টাকা নিয়ে ছেপেছো। এমন কি অনেকের কাছ থেকে টাকা নিয়েছো। কিন্তু তাদের বই ছাপোনি। যদিও সে সমস্ত বই গুলো অতি অখাদ্য। দরিদ্রকে সাহায্যের নামে তুমি ধান্ধা করেছো। নিজের আখের গুছিয়েছো। এখন তুমি কবিতা লিখো, গল্প লিখো। আসলে তুমি ধান্ধাবাজ। সবার চোখ থেকে তুমি বাঁচতে পারবে না। তোমাকে জুতা পিটা করবো। হারামির বাচ্চা। আমার ধারনা তোমার বউ একটা প্রতিবন্ধী। শুয়োরের বাচ্চা তুমি আমাকে তোমার মতো ধান্ধাবাজ মনে করেছো?

তুমি আমার বালের ব্লগার।
দুই চারটা গল্প লিখে তুমি নিজেকে বড় সাহিত্ত্যিক মনে করছো? এখনও সময় আছে তুমি গ্রামে ফিরে যাও। শহরে এসে মেয়ে দেখে তোমার মাথা আউলায়ে গেছে। মেয়ে পটাতে গিয়ে গল্প লিখছো। সেই গল্পের আগা মাথা নাই। এখন তুমি তোমার বাপকে নিয়ে উলটা পালটা কথা বলো! যার নাম মুখে নেওয়ার সাহস তোমার নাই, এখন তুমি তাকে গালি দাও। বাহ বহুত উন্নতি হয়েছে তোমার। শুয়োরের বাচ্চা তোমাকে জুতা দিয়ে পিটাবো। একবার তোমাকে হাতের কাছে পেয়ে নিই। তুমি হয়তো জানো না, আমি দুষ্ট মানূষদের শিক্ষা দেই। তোমাকেও শিক্ষা দিবো। কাজেই সাবধান হও মানুষ। সুন্দর মানুষ।

ঐ ছাগল, আমি কি তোর বাপ?
তোকে আমি জন্ম দিছি। আমাকে চিনিস? সুযোগ পেলেই আমার নামে অন্দ মন্দ কথা বলিস। অথচ আমাকে তুই চিনিস না, জানিস না। কিন্তু টুক করে আমার নামে ভরা সমাজে মন্দ কথা বলে দিছ। আমার কাঁধে মাথা রেখে কেন তোকে উপরে উঠতে হবে? নিজের মেধা আর পরিশ্রম দিয়ে উপরে উঠ। আমার সাথে লাগতে আসিছ না। সুবিধা করতে পারবি না। তুই তো পোলাপান মানুষ, তোর বাপও যদি আমার সাথে লাগতে আসে পারবে না। আমার সাথে পারবে না। আমি কাউকে কখনও লাথথি দেইনি। তার মানে এই না যে আমিট্লাথথি দিতে জানি না। কাজেই লাথথি খাওয়ার আগেই ভালো হয়ে যা।

সমস্ত মন্দ লোকেরা ভালো সাজতে শুরু করেছে।
সমস্ত চোর বাটপাররা আজ বই প্রকাশ করছে। বই প্রকাশ করে তাঁরা লেখক সেজেছে। বদমাইশরা সাংবাদিক সেজেছে। সরকারি চাকরিজীবিরা ধার্মিক সেজেছে। এদিকে প্রশ্নপত্র ফাঁস জেনারেশন বড় বড় পদে বসে আছে। তাঁরা জানে কোনো কাজ। তাদের নেই কোনো দক্ষতা। ভন্ডরা সেজেছে প্রকাশক। সব মিলিয়ে বাংলাদেশ এখন ভন্ড মানুষদের দেশ। ইতরের দেশ। অসভ্যদের দেশ। অথচ এই দেশে একসময় সব মানুষ ছিলো সহজ সরল। কবি ঠিকই বলেছেন, দেশ আজ নষ্টদের দখলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.