নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রিয় কন্যা আমার- ৩১

২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:৫২



প্রিয় কন্যা আমার-
আর একদিন পর তুমি পনের মাসে পা রাখবে। আমি কাউকে কোনো উপদেশ দেই না। তোমাকেও দিবো না। তবে তোমার কাছে আমার অনেক গুলি অনুরোধ আছে। তোমাকে নিয়ে যা লিখছি এগুলো আসলে তোমার কাছে আমার অনুরোধ বলা যেতে পারে। জীবনটা তো আর ম্যাগি নুডলসের মত না যে দুই মিনিটে সবকিছু হয়ে যাবে। পৃথিবীর সকল অর্জন আসে তুমুল বাধা পেরিয়ে, তুখোড় গর্জনের ভেতর দিয়ে। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে। ফারাজা কন্যা আমার, একজন কোটিপতির সাথে গরীবের পার্থক্য টাকায়, ক্লাসের ফার্স্ট বয়ের সাথে লাস্ট বয়ের পার্থক্য মেধায়, রিক্সাওয়ালার সাথে পাইলটের পার্থক্য দক্ষতায়, অফিসের বসের সাথে পিওনের পার্থক্য পদের ক্ষমতায়। পৃথিবীতে কোন কিছু সহজে পাওয়া যায় না। আর যে জিনিস সহজ সেটা কার্যকরী হয় না। মানুষ সকল বিলাসিতা কিনে চাহিদা পূরণ করতে পারে কিন্তু আমাদের 'জ্ঞান' অর্জন করতে হয়। প্রকৃত শিক্ষা সভ্য চিন্তাভাবনা, দক্ষতা এবং আমাদের স্বপ্ন অর্জনের ক্ষমতা দেয়। তাই প্রচুর পশড়াশোনা করতে হবে। নিজেকে যোগ্য করে তুলতে হবে।

প্রিয় কন্যা আমার ফারাজা-
নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। নিজেকে একজন আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দুনিয়াতে কারো উপর ভরসা করবে না। তুমি তোমার সমস্ত জ্ঞান, মেধা, ভালোত্ব ও মহত্ব দিয়ে হিউম্যান সাইকোলজি এবং পাবলিক সেন্টিমেন্ট বুঝে ফেলতে হবে। নিজেকে সর্বদা পরিপাটি এবং সুশৃঙ্খল করে গড়ে তুলতে হবে। একদম পরিশীলিত এবং শৈল্পিক বাংলায় কথা বলার দক্ষতা অর্জন করতে হবে। প্রিয় কন্যা আমার- অন্যকে আঘাত করে কথা বলার মানসিকতা পরিত্যাগ করতে হবে। মানুষ কেন বেঁচে থাকে? আমরা বেচে থাকি শুধুমাত্র বিভিন্ন লক্ষ পুরনের জন্য। একটা লক্ষ পুরণ হয়ে গেলে আর একটা লক্ষ এসে সামনে হাজির হয়। মানুষের বাধ আর আঘাতে আঘাতে পরিপূর্নতা আসে। অভিজ্ঞতা অর্জিত হয়ে। নদীতে যেমন ঢেউ উঠে মানুষের জীবনেও তেমনি দুঃখ, কষ্ট, শূন্যতার ঝড় উঠে। সময়ের বিবর্তনে যেমন নদীর ঢেউ থেমে যায়। তেমনি জীবনের ঢেউও থেমে যায়। তাই ঢেউ যখন উঠেছে শান্ত হতে সময়তো লাগবেই। জীবন বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে জীবনকে বাঁচিয়ে রাখা, নিজের মতো করে জীবনটা যাপন করা।

প্রিয় কন্যা আমার-
সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অত্যন্ত বিচক্ষণতার সাথে। সব সময় যুক্তি দ্বারা চালিত হতে হবে, বিশ্বাস ও আস্থা রাখতে হবে নিজের উপর। সামাজিক জীব হিসেবে এবং সমাজের অংশ হিসেবে সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। দরিদ্র ও অসহায় মানুষকে কখনও অবহেলা করবে না। সবচাইতে ভালো একটা জিনিস আর সোজা কাজ হলো- সবাইকে সমান চোখে দেখবে, সবার সাথে একই ব্যবহার করবে, মানে সে বড়লোক ধনী ব্যক্তি দেখে তার সাথে ভালো ব্যবহার করবে আর সে গরীব দেখে তার সাথে খারাপ ব্যবহার করবে এরকম না করে সবাইকে সমান চোখে দেখবে। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। নইলে পিছিয়ে যাবে। যারা পিছিয়ে থাকে তাঁরা হেরে যায়। পুরনো পন্থা এবং পদ্ধতিকে আঁকড়ে পড়ে থাকা যাবে না। কেউ তোমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে আসলে হাসি দিয়ে তাকে বিদায় দিয়ে দিবে। কিন্তু তাকে পাল্টা আক্রমণ করতে যাবে না। নিজেকে সব সময় নিট এন্ড ক্লিন রাখতে হবে। তাহলে অপরিচ্ছন্ন জিনিস মাথায় কম ঘুরপাক খাবে। অতিরিক্ত কথা বলার চেয়ে শোনাকে বেশি প্রাধান্য দিবে। সুন্দর করে কথা বলতে শিখতে হবে।

প্রিয় কন্যা ফারাজা তাবাসসুম খান (ফাইহা),
তুমি গরীব হলে পৃথিবীর কেউ তোমাকে সাপোর্ট করবে না। আর তুমি যদি ধনী হও সারা পৃথিবী তোমার পূজা করবে। মনে রেখো, সমস্যায় সবাই পড়ে, সমস্যা কাউকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে তোমাকে শক্ত করতে, নতুন পথ খুঁজে পেতে। আমাদের জীবনটা এতো ছোট, প্রতিশোধ, ঘৃনা, অহংকার এগুলো দিয়ে জীবনকে বিষাক্ত করার কোনো মানে হয় না। একজন কৃষক তার ক্ষেতে কুমড়ো ফলিয়েছিলেন। কুমড়ো যখন খুব ছোট তখন মাচার একটি ছোট কুমড়োকে একটি কাঁচের জারের মধ্যে ভরে জারটি মাচা থেকে ঝুলিয়ে দিলেন। কুমড়ো যখন তোলার মত হল তখন দেখা গেল- অন্য কুমড়ো বেশ বড় এবং বিভিন্ন আকৃতির হলেও কাঁচের জারের মধ্যে রাখা কুমড়োটি কাঁচের জারের আকৃতি পেয়েছে। তার বেশি বাড়তে পারে নি। মানুষও তার নিজের ধারণা ও চিন্তার সীমার মধ্যেই বাড়ে। তার বাইরে যেতে পারে না।

প্রিয় কন্যা আমার-
আমার কথা গুলো মন দিয়ে বুঝতে চেষ্টা করো। হৃদয়ে ধারন করে নাও। তাহলে তোমার ভালো হবে। মঙ্গল হবে। যে কোনো মানুষ, যে কোনো সময় মরে যেতে পারে। আমিও মরে যেতে পারি। এখন তুমি খুব ছোট। তুমি বড় হতে হতে আমি যদি মরে যাই। তাই আমার কথা গুলো তোমাকে জানানো দরকার। আমি মরে গেলে খুব কান্নাকাটি করো না। মানুষ তো মরবেই। বাস্তববাদী হতে হবে। আবেগী হওয়া ভালো নয়। আবেগ দিয়ে কবিতা লেখা যায়। কিন্তু জীবন চলে না। পৃথিবী আবেগে চলে না। লজিকে চলে। সব সময় লজিক ঠিক রাখবে। আমার এই লেখা গুলো তুমি সব সময় পড়বে। পড়তে মুখস্ত করে ফেলবে। আমি একজন ব্যর্থ মানুষ। আমি একজন পরাজিত মানুষ। আমি একজন অসহায় মানুষ। কিন্তু তুমি ব্যর্থ হবে না, পরাজিত হবে না, অসহায় হবে না। তুমি অনেক উচ্চতায় যাবে। তাহলেই আমার শান্তি, আমার আনন্দ। আমার জন্ম সার্থক হবে। তোমার জীবনও সার্থক হবে।

প্রিয় কন্যা ফারাজা,
এলোমেলো ভাবে অনেক কঠিন কথা বলে ফেললাম। তোমাকেই তো বলবো। তুমিই আমার সব। আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া তুমি। আমার সারা জীবনের সমস্ত ভালো কাজের বিনিময়ে তোমাকে পেয়েছি। এখন আমি আর দুনিয়াতে কারো কাছে কিছুই চাই না। তবে তোমার কাছে আমার চাওয়ার আছে। নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করো। নিজের অবস্থান তৈরি করো। যা করার তোমাকেই করতে হবে। অন্য কেউ এসে করে দিবে না। আমিও না। যাই হোক, এখন অন্য অথা বলি- সাত দিন তুমি নানাবাড়ি থেকে বাসায় এলে। আমি অনেক খুশি। তুমি কাছে ও পাশে থাকলেই আমার শান্তি লাগে। আনন্দ লাগে। আজ সকালে তোমাকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম। টানা এক ঘন্টা হেটেছি তোমাকে কোলে নিয়ে। বাইরে বের হলেই তুমি খুব খুশি হও। আনন্দ পাও। তোমার খুশিতে, তোমার আনন্দে আমিও আনন্দ পাই। তবে তোমাকে নিয়ে আমার স্বপ্ন গুলো পূরন করো। করতেই হবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:০৯

সোবুজ বলেছেন: বেশি সময় কোলে নিয়ে হাটলে আপনার সমস্যা দেখা দিবে।কিছুক্ষন কোলে কিছুক্ষন বেবি ওয়াকারে রাখবেন।

০১ লা মার্চ, ২০২২ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: একটানা কোলে রাখি না। নিচে নামাই। কন্যা দাড়াতে পারে। মনকি সে একা একা হাটতেও পারে।

২| ০১ লা মার্চ, ২০২২ রাত ২:২৬

প্রবাসী ভাবুক বলেছেন: আপনার লেখা থেকে আসলেই অনেক কিছু শেখার আছে। আমারও একটা দুই বছর বয়সের কন্যা সন্তান রয়েছে। তাকে ঘিরেই সব স্বপ্ন। একারণে আপনার অনুভূতি কিছুটা অনুমান করতে পারি।

০১ লা মার্চ, ২০২২ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: মির্জা গালিবের সেই উক্তির মতো " আমি অনেকটা এভাবেই জীবনকে সহজ করে নিয়েছিলাম। কারো কাছে ক্ষমা চেয়ে নিয়ে। কাউকে ক্ষমা করে দিয়ে।"

৩| ৩১ শে মে, ২০২২ বিকাল ৫:৪৩

খায়রুল আহসান বলেছেন: কন্যাদ্বয়কে নিয়ে পিতার স্বপ্ন পূরণ হোক। পিতার পরামর্শগুলো উভয় কন্যা অনুধাবন করুক, পালন করুক, এই আশা এবং কামনা রইলো।

৩১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৬

রাজীব নুর বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.