নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি পৃথিবীর শিশু বসে আছি তব উপকূলে, শুনিতেছি ধ্বনি

০১ লা মার্চ, ২০২২ দুপুর ১২:৫৫


ছবিঃ আমার তোলা।

ফুল কারোর জন্য নিদিষ্ট হয়ে ফোটে না।
যে হাত বাড়ায় তারই হয়।


১। যে মানুষের রবীন্দ্রনাথে ভক্তি নাই, সে অমানুষ বা অবশ্যই কম মানুষ।

২। সত্যি মিথ্যায় জড়ানো এ জগত। মিথ্যারও মহত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করে দিতে পারে মিথ্যার মোহ। শোক, দুঃখ, জীবনের অসহ্য ক্লান্তি এ সব তো তুচ্ছ, মরনকে পর্যন্ত মানুষ মনের জোরে জয় করতে পারে।

৩। অনেকেই আমার মতের সঙ্গে ঐক্যমত পোষণ না করলেও আমার কিছু যায় আসে না। আমি অবশ্য চিরকালই কাউকে তোয়াক্কা না করা মানূষ। কাউকে তোয়াক্কা করাটা ভালো নয়। তোয়াক্কা করলে শরীর খারাপ হয়। কাজেই খুব সাবধান থাকতে হবে।

৪। আমার দু-চারটি কবিতা লিখতে লিখতেই নিশ্চয় ত্রিশ বছর লাগবে। এই ত্রিশ বছর তোমরা গল্প করতে থাকো। শেষে তোমাদের মঙ্গলই হবে।

৫। বেশী কৌতুহল ভালো নয়। জলের মাছ যখন বেশী কৌতুহল দেখায়, তখনই বড়ঁশিতে গেঁথে যায়। বনের হরিণ যখন বেশী কৌতুহল দেখায় অমনি সে ফাঁদে ধরা পড়ে। এমন কী বাঘও যখন বাঁধা ছাগল দেখে কৌতুহল সামলাতে পারে না, অমনি গুলি খেয়ে মরে। আর মানূষ বেশী কৌতুহল দেখায় বলেই এত বড়-বড় জিনিস আবিস্কার করে।

৬। রোমিও-জুলিয়েট, হ্যামলেট, ম্যাকবেথ বা কিং লিয়র সবগুলোই মানুষের নাম হলেও ওরা কেউ-ই কিন্তু সত্যিকারের মানুষ নন। ওরা সবাই এক- একটি নাটকের প্রধান চরিত্র। প্রেমিক-প্রেমিকা যুগল পরস্পর থেকে বিচ্ছিন্ন হবার চেয়ে আত্মহত্যাকেই শ্রেয় বলে মেনে নেয়।

৭। জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি। জীবন খুবই ছোট, প্রতিদিন ঘুম থেকে উঠে অনুতপ্ত বোধ করার কোন মানেই হয় না। যে মানুষগুলো আপনাকে যথার্থ মূল্যায়ন করে তাদের ভালোবাসুন আর যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের প্রতিও সহানুভূতিশীল হন।

৮। একটা বই খুলে মাসখানেক ধরে যদি সেটা না-ই পড়া যায়, কুড়ি পঁচিশটা জটিল চরিত্র যদি তাতে না-ই থাকে, এক এক অধ্যায় শেষ করে যদি রাতে ঘুমানোর আগে সেগুলো নিয়ে একটু চিন্তা না করা যায়, তাহলে ওটা একটা ছাতার উপন্যাস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.