নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর দরবারে লাখো শুকরিয়া

১০ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৬


ছবিঃ আমার তোলা।

মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই।
এই যে করোনা গেলো। অসংখ্য লোক করোনায় আক্রান্ত হলো। মারা গেলো। আমি মরিনি। এমনকি আমি করনায় আক্রান্ত হইনি। এজন্য আমি প্রভুর কাছে শুকরিয়া জানাই। বারবার শুকরিয়া জানাই। পরিচিত অপরিচিত কতঁ লোক মারা গেলো! আমি মরিনি। আল্লাহ আমাকে এত দয়া দেখিয়েছেন, আমাকে বাঁচিয়ে রেখেছেন। অশেষ শুকরিয়া জানাই।

এই যে দেশে দ্রব্যমূল্য বেড়েছে-
অথচ আমি তিনবেলা বেশ ভালো ভাবে খেতে পারছি। এটা অবশ্যই আল্লাহর রহমত। রাতে মাথা গোজার একটা ঠাই আছে। থাকা খাওয়া নিয়ে আমার কোনো ভাবনা নেই। বেশ আছি। এটা অবশ্যই আল্লাহর রহমত। আল্লাহ আমাকে যথেষ্ঠ রহমত দেখিয়েছেন। অথচ আমি পাপী বান্দা। নামাজ, রোজা করি না। আল্লাহ আসলেই দয়ালু, ক্ষমাশীল। মহান।

দেশে যখন করোনার ভয়াবহ অবস্থা-
তখন আমার কন্যার জন্ম হলো। কিন্তু কোথাও কোনো সমস্যা হয়নি। যেদিন কন্যা হলো সেদিনই কন্যা আর কন্যার মাকে বাসায় নিয়ে এলাম। আমি ডাক্তারকে বললাম, ক'টা দিন থাক। ডাক্তার হেসে বললেন, কোনো সমস্যা নাই। সমস্যা হলে তো আমরাই রেখে দিতাম। আল্লাহর অসীম দয়া। প্রভুর কাছ থেকে দয়া এবং ক্ষমা দুটাই পাচ্ছি।

আমি যা চাই আল্লাহ আমাকে ঠিক তাই দেন-
আমি সকালে ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করি। বলি, হে আমার প্রভু। আমার মালিক। আজকের দিনটি যেন আমার সুন্দর যায়। এবং সন্ধ্যায় অনুভব করি দিনটা তো ভালৈ গেলো। আবার রাতে ঘুমাতে যাবার আগে আল্লাহকে স্মরণ করি। আমার যা বলার আমি আল্লাহকে বলে দেই। বলে দেওয়ার পর আমার আর কোনো চিন্তা ভাবনা থাকে না।

অতি তুচ্ছ একটা ঘটনা বলি-
আজ থেকে পাঁচ বছর আগে কথা। মাড়ির একটা দাঁত খুব সমস্যা করছিলো। গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার বললেন, ভয়াবহ অবস্থা। এখনই দাঁতটা ফেলে দেওয়া উচিৎ। এখন দাঁত না ফেললে পরে আরো ভয়াবহ সমস্যা হবে। আমি ডাক্তারের কথা মতো দাঁত ফেললাম না। রাতে ঘুমানোর আগে আল্লাহকে বললাম, আমি দাঁত ফেলতে চাই। আমার দাঁতে যেন কোনো সমস্যা না হয়। আজ পাঁচ বছর হয়ে গেলো। সেই দাঁত নিয়ে খুব ভালো আছি। কোনো সমস্যা হয়নি।

সমস্ত রকম বিপদ কেটে যাচ্ছে আমার-
আমি তর তর করে সামনে এগিয়ে যাচ্ছি। ধুলো, বালি আমাকে স্পর্শ করতে পারছে না। মন্দ লোক আমার ক্ষতি করার চেষ্টা করেও পারছে না। এরকম সম্ভব হয়েছে মহার প্রভুর জন্য। প্রভু আমাকে ভালোবাসেন। অথচ আমি নামাজ, রোজা করি না। তবু প্রভু আমাকে দুই হাত ভরে দিচ্ছেন। আমি লাখো শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। আল্লাহ মহান। তার তুলনা তিনি নিজে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২২ রাত ১:৪৪

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: আপনি এগিয়ে যান।সেই সাথে দ্রুত সেফ হন এই কামনা করি।

১০ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।

২| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:০০

সোবুজ বলেছেন: নিয়মিত আল্লাবিল্লাহ করন তাই করোনা আপনার কাছে আসতে পারে নাই।আমরা পাপিতাপি মানুষ ,তাই টিকা নিয়েও করোনায় আক্রান্ত।

১১ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৭

রাজীব নুর বলেছেন: আমার করোনা হয়নি। কিন্তু আমার আব্বা মারা গেছেন করোনায়।

৩| ১১ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৩

রাসেল বলেছেন: Do you believe on almighty (Allah)?

১১ ই মার্চ, ২০২২ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: ফিফটি ফিফটি।
অর্ধেক অর্ধেক।

৪| ১১ ই মার্চ, ২০২২ বিকাল ৩:১০

রাসেল বলেছেন: Sorry to say so far I can realize you are misguiding people.

১১ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: আপনি সঠিক কথাই বলিয়েছেন।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৭

রাসেল বলেছেন: How do you claim, you are honest, after stating "আপনি সঠিক কথাই বলিয়েছেন।".

২২ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.