নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের তসলিমা নাসরিন

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৩১



বোন তসলিমা নাসরিন-
আপনি ভুল দেশে জন্মেছিলেন। এই দেশ এবং এই দেশের মানুষ আপনার কদর বুঝলো না। তাঁরা হীরা কে কাঁচের টুকরা ভেবে ভুল করেছে। আপনি কাউকে চাকু মারেন নি। আপনি কাউকে গুলি করেন নি। তবু ওরা আপনাকে এই দেশে থাকতে দিলো না। অথচ এই দেশে কত চোর, বাটপার, দূর্নীতিবাজ, রাজাকার কি রাজার হালেই না আছে। আসলে এই দেশ মন্দ মানুষদের দেশ। এই দেশ ইতরের দেশ। এই দেশ ভণ্ডদের দেশ। মাঝে মাঝে মনে হয় এত ইতরের মাঝে আপনি সুন্দর ভাবে বাঁচতে পারতেন না। সুন্দর ভাবে লিখতে পারতেন না। দূর দেশের বরং ভালো আছেন।

প্রতি বছর বইমেলা আসে।
আপনাকে মিস করি। যখন হাসিনা প্রথম ক্ষমতায় এলেন তখন মনে মনে ভেবেছিলাম তিনি এবার আপনাকে যথাযথ সম্মান দিয়ে দেশে ফিরিয়ে আনবেন। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় তবু তিনি আপনাকে দেশে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নেন নি। আপনাকে ভরসা দেন নি। আপনার সাথে যোগাযোগ করেন নি। বুঝা যাচ্ছে তিনি আর ফিরিয়ে আনবেন না। একজন নারী হয়ে তিনি আরেকজন নারীকে সম্মান ও ভালোবাসা দেখালেন না! আমি খুবই আশাহত হয়েছি। মর্মাহত হয়েছি। কি এমন অপরাধ আপনি করে ফেলেছেন? সত্য কথা বলা অপরাধ? লেখালেখি করা অপরাধ? আপনি যদি শেখ হাসিনার আপন বোন হতেন তাহলে তিনি কি করতেন?

হুমায়ূন আহমেদ আপনাকে পছন্দ করতেন।
তিনি তার লেখায় বলেছেন, 'দেশের মেয়ে দেশে ফিরে আসুক'। কত বড় বড় অপরাধী দেশে আছে। তাহলে একজন লেখক কেন থাকতে পারবে না নিজ দেশে? বাংলাদেশে এত প্রকাশক, এত এত লেখক- কই কেউ তো কোনোদিন বলে নি তসলিমা নাসরিককে দেশে ফিরিয়ে আনা হোক। সমস্ত লেখকরা মিলে সররকারের কাছে আবেদন জানাক। চিঠি দিক মন্ত্রনালয়ে। মানবববন্ধন করুক। কিন্তু কেহ এই মহৎ কাজটা করে নি। করবেও না। কারন সবাই আছে নিজের স্বার্থ নিয়ে। তসলিমা নাসরিন দেশে এলে, দেখা যাবে সব লেখকররা পেছনে পড়ে গেছেন। তাদের বই বিক্রি হচ্ছে না। তাঁরা পুরস্কার পাচ্ছে না। এই ভয়ে শাসকের পাশাপাশি দেশের কবি সাহিত্যিকেরাও চায় না তসলিমা নাসরিন দেশে ফিরে আসুক।

তসলিমা নাসরিন দুঃখ করে বলেন,
''দুঃখ এই, ঢাকার বইমেলায় যেমন আমি উপস্থিত থেকে পাঠকের মুখোমুখি হতে পারি না, কলকাতার বইমেলাতেও সেটি পারিনা। আমার এই না-পারার কারণ আমি নই। কারণ শাসকেরা''। একজন নারীকে শাসকেরা কেন এত ভয় পাবেন? তাকে দেশে আসতে দিন। বেড়াতে দিন। লিখতে দিন। এদেশ তো শুধু হুজুরদের নয়। আরেহ ভাই, তসলিমা নাসরিনের বই যার ভালো লাগবে না তার পড়ার দরকার নাই। ব্যস শেষ। তিনি তো কাউকে তার বই পড়তে জোর করছে না। তসলিমা নাসরিনকে সবচেয়ে বেশি ভয় পায় হুজুরেরা।
বেশিরভাগ হুজুরেরা মন্দ লোক। মন্দ লোকেরা তসলিমাকে জমের মতো ভয় পায়। কারন একমাত্র তিনিই ভন্ড হুজুরদের মুখোশ খুলতে জানেন। বোন আপনি মন খারাপ করবেন না। শুধু শুনে রাখুন- বহু মানুষ আপনাকে ভালোবাসেন। শ্রদ্ধা করেন।

বোন তসলিমা নাসরিন,
আমি আপনাকে অনেক পছন্দ করি। আপনার লেখা গুলো মুগ্ধ হয়ে পড়ি। আপনি একজন গ্রেট মানুষ। আমার কন্যা বড় হলে- আপনার বই গুলো তার হাতে তুলে দিবো। আপনার লেখা পরে বুঝেছি- আপনি কোনো কুসংস্কার পছন্দ করেন না। মনে প্রানে ও চিন্তা ও চেতনায় আপনি একজন আধুনিক মানুষ। আপনার লেখায় ফুটে ওঠে অসহায় নারীদের কথা। মানুষের কথা। আপনার লেখায় উঠে আসে ধর্মের অনাচারের কথা। আপনার মতো সাহসী লেখক এই বাংলায় খুব কম আছে। শাসকগন দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলো না। আপনার প্রতি শাসকগন অবিচার করেছে। এই শাস্তি তাঁরা অবশ্যই পাবে। শাসকগন বুঝলো না, দেশের প্রতি আপনার সীমাহীন ভালোবাসা রয়েছে। এজন্য তাঁরা একদিন আফসোস করবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:১৭

সোবুজ বলেছেন: মন মানসিকতায় যারা আধুনিক তারা এমনই হয়।

১১ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

২| ১১ ই মার্চ, ২০২২ ভোর ৪:১৬

গরল বলেছেন: তসলিমা নাসরিনের কয়েকটা বই পড়েছিলাম, স্পষ্টভাষী ও সাহসী লেখিকা। হাসিনা তসলিমাকে দেশে ফিরিয়ে আনবে এই আশা করাটা নিতান্তই বোকামি কারণ হাসিনা আর কিছু না হোক ধার্মীকদের খুব ভয় পায়। আর ধার্মিক মানেই হচ্ছে নারী স্বাধিনতা বিদ্বেষী।

১১ ই মার্চ, ২০২২ দুপুর ১:২২

রাজীব নুর বলেছেন: অন্ততপক্ষে তিন মাসের জন্য আনতো। তিন মাস কি তসলিমাকে নিরাপত্তা দেওয়ার মতোন অবস্থা নেই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.