নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমার ফেসবুক ফ্রেন্ডলিস্ট

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৪



একবার রাজশাহী গেলাম।
বাঘমারা এলাকায় চারদিন ছিলাম। এক চায়ের দোকানে একটু পরপর চা খেতাম। চায়ের দোকানে পাশে ছিলো একটা সেলুন। সেই সেলুনে কাজ করতো ভোলানাথ নামে এক চ্যাংড়া ছেলে। ভোলানাথ আমার চুল কেটে দিলো। কথায় কথায় তার সাথে বেশ খাতির হয়ে গেলো। ভোলানাথ বলল, আপনি তো ঢাকা চলে যাবেন। হয়তো আপনার সাথে আর কোনোদিন যোগাযোগ হবে না। তাই আপনি আমাকে আপনার ফেসবুকে এড করে নিন। করলাম ভোলানাথকে ফেসবুকে যুক্ত। আমি ঢাকা চলে এলাম। সে প্রায়ই আমাকে ম্যাসেজ দেয়। ছবি পাঠায়। ছবিতে দেখা যায় সে কারো চুল কাটছে। পুকুরে মাছ ধরছে। হোটেলে নাস্তা করছে।

আমাদের এলাকায় একলোক ভ্যান গাড়িতে করে সবজি বিক্রি করে।
তার সাথে আমার বেশ খাতির। দেখা হলেই জোর করে ধরে চা খাওয়ায়। আমি মিয়মিত তার কাছ থেকে সবজি কিনি। একদিন বললাম, পাঁচ কেজি মটর শুটি এনে দিয়ো তো। তাকে ফেসবুকে আমার সাথে যুক্ত করলাম। এখন সে ভোর পাঁচ টায় আমাকে ম্যাসেঞ্জারে কল দেয়। বলে, আজ ভালো টমেটো পেয়েছি, আপনার জন্য কি আনবো? আরেকদিন বলে দিয়ে বলে, আজ বাজারে ভালো ফুলকপি উঠেছে আপনার জন্য চারটা নিয়ে আসবো? প্রায়ইস এ এরকম ফোন দিয়ে বিরক্ত করে। তাই এখন মোবাইল অফ করে ঘুমাতে যাই। তবুও নিস্তার নেই। প্রতিদিন সে আমাকে নানান রকম সবজির ছবি তুলে পাঠায়।

আমাদের অফিসে একটা পিয়ন নতুন জয়েন করলো।
তার বাড়ি খাগড়াছড়ি। পিয়নের নাম মায়াং চ্যাং। চ্যাং এঁর সাথে আমার খুব খাতির হয়ে গেলো। সে আমাকে ফেসবুকে রিকোস্ট পাঠালো। আমি এড করে নিলাম। মাঝে মাঝে সে রাতে আমাকে ভুল বানানে বাংলিশ ম্যাসেজ পাঠায়। ভাই অফিসে থাকতে ভালো লাগে না। দিনের বেলায় কত মানুষ থাকে। রাতে শুধু আমি একা। একা ভালো লাগে না। আমি অফিসে থাকবও না। চলে যাবো। আমি বলি, কোঠায়য আবে? চ্যাং বলে, আমি সেলুনের কাজ জানি। চুল কাটতে পারি। ম্যাসাজ করতে পারি। একদিন সে সত্যি সত্যি চাকরী ছেড়ে দিলো। উত্তরা এক সেলুনে চাকরী নিলো। কিন্তু আমার সাথে ফেসবুকে নিয়মিত যোগাযোগ রাখলো। ক'দিন পরপর'ই বলে, একদিন আসেন আমার সেলুনে। আপনার চুল কেটে দিবো সুন্দর করে।

আমি সন্ধ্যায় যে চায়ের দোকানে আড্ডা দেই-
তার পাশেই একটা বেকারি আছে। বেকারিতে নানান রকম বিস্কুট আর রুটি বানায়। আমি বেশ কয়েকবার তার বেকারি থেকে বিস্কুট কিনেছি। যাই হোক, ছেলেটার নাম লোকমান। লোকোমান স্মাট ফোন চালায়। তার মোবাইলে সমস্যা হলেই আমার কাছে দৌড়ে আসে। আমি তার মোবাইলের সমস্যার সমাধান করে দেই। একদিন লোকমান আমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠালো। আমি তাকে এড করে নিই। এখন সে হুটহাট আমাকে কল দেয়। কল না ধরা পর্যন্ত দিতেই থাকে। কল ধরলে আমার সাথে রাজনৈতিক আলাপ পাড়ে। কিভাবে বিস্কুট বানায় সেই আলাপ পাড়ে। আমাকে সে বিক্সুট বানানো শিখাতে চায়।

আমাদের এলাকায় একজন রিকশাচালক আছে।
নাম মুজাফফর। তার রিকশাতে করে মাঝে মাঝে এদিক ওদিক যাই। মুজাফফরের বয়স অল্প। পঁচিশ এঁর বেশি হবে না। লেখাপড়া জানে না। সেই মুজাফফর আমাকে ফেসবুকে রিকোস্ট পাঠায়। রিকশাচালক বলে তাকে আমি অবহেলা করিনি। এড করে নিই। এখন সে প্রায়ই আমাকে ম্যাসেঞ্জারে ফোন করে। একদিন বলল, ইউটিউবে 'অবুঝ মন' সিনেমাটা কিভাবে পাওয়া যাবে। আরেকদিন বলল, ইউটিউব থেকে সিনেমার গান কিভাবে ডাউনলোড করে। তাকে শিখিয়ে দিতেই হবে। বাঁচি না নিজের জ্বালায়। এখন নানান রকম ফালতু ঝামেলায় আমাকে পড়তে হয়। রাগে আমার শরীর জ্বলে।

এদের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে গেছি।
মাঝে মাঝে ইচ্ছা করে ফেসবুক বন্ধ করে দেই। আবার ওদের জন্য মায়াও লাগে। বেচারা তুচ্ছ সব বিষয় নিয়ে আমার সাথে আলাপ করতে চায়। আমার কাছে কিছু সময় চায়। হোক তাঁরা সমাজের দরিদ্র শ্রেনির মানুষ। মানুষ তো। ওদের অবহেলা করা ঠিক না। ধইর্য রেখে আমি ওদের প্রশ্নের উত্তর দেই। রাগ লাগলেও আমি ওদের সাথে খারাপ ব্যবহার করি না। যে কোনো মানুষের জন্য আমার ভীষন মায়া হয়। মানুষ তার ফেসবুক নিয়ে অনেক চিন্তিত। তাকে এড করবে, কাকে করবে না। কিছু লোক তো খুব সিরিয়াস। আমার ফেসবুকে দামী মানুষজন নেই। বড় বড় নায়ক-নায়িকা, গায়ক গায়িকা, লেখক, কবি, শিল্পী, ব্যবসায়ী নেই। আমি রিকশাচালক, দোকানদার, সবজি বিক্রেতা, শ্রমিক, হটেল বয়, কারিগর ইত্যাদি অল্প বুদ্ধির লোকদের নিয়ে বেশ ভালো আছি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:২৬

সোবুজ বলেছেন: আপনার বেশ উপকারী বন্ধু।আমি ফেস বুক দেখিনা বললেই চলে।দুই তিন জন বন্ধু আছে সেখানে সুধু লাইক দেই।

১১ ই মার্চ, ২০২২ রাত ১২:৩৪

রাজীব নুর বলেছেন: ফেসবুক হল আমার কাছে টাইমপাস।

২| ১১ ই মার্চ, ২০২২ সকাল ৯:৫৪

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: ফেইজবুক বন্ধুদের মেসেজ্ঞারে কল করাকে ভিষণ বিরক্তিকর মনে হয় আমার- কোনো কোনো বন্ধুর অভিযোগ, মেসেজ্ঞারে কল দিলে ধরিনা কেনো ? আমি জবাবে বলি ল্যাবটব অন করা থাকে - আমি সব সময় কাছে থাকি না - ঘরের বাইরে থাকি - আমি ফেইজবুক লগ আউট করিনা - শত ভাগ সত্যি না হলেও নিরেট মিথ্যে নয় -

১১ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: হ্যাঁ রকমটাই করতে হয়।
তবে যারা ফোন দেয় তাদের বিবেচনা বোধ কি কম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.