নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবি গুগল।
আমার বন্ধুর নাম রতন শেখ।
মোটামোটি ব্যর্থ একজন মানুষ। মালোশিয়া গিয়েছে, সৌদি গিয়েছে কিন্তু তার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। বিয়ে করেছে। বিয়েটাও শেষ পর্যুন্ত টিকেনি। দীর্ঘদিন ধরে সে বেকার। সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় খালি পকেটে। দুপুরে ক্ষুধা পেলে না খেয়ে থাকে। বাসা থেকে সকালে বের হয়, রাতে ফিরে। থাকে বোনের বাসায়। ভয়াবহ কষ্টের জীবন।
রতন শেখকে আমি মাঝে মাঝে কিছু টাকা পয়সা দেই।
সে নেয়। এবং বলে এই টাকা হয়তো আমি কোনোদিন ফেরত দিতে পারবো না। আমি একজন্ন ব্যর্থ মানুষ। আমি বলেছি, ফেরত দিতে হবে না। আরো বলেছি, সারাদিন রাস্তায় রাস্তায় না ঘুরে। বাসায় থাক। রতন বলেছে, সারাটা দিন ঘরে শুয়ে বসা থাকাটা ভালো দেখায় না। আমি থাকি বোনের সংসারে। বোনের শ্বশুর শ্বাশুড়ি বাঁকা চোখে তাকাবে।
রতনের বাবা চাকরী থেকে অবসর নিয়েছে।
উনি চাকরী থেকে অবসর নেওয়ার পর এককালীন বেশ কিছু টাকা পেয়েছিলেন। সেখান থেকে ছেলেকে ৬ লাখ টাকা দিয়েছে ইটালি যাওয়ার জন্য। রতনের ভাগ্য খারাপ। সে ইটালি যেতে পারেনি। বিদেশ যাওয়ার জন্য যাকে টাকা দিয়েছিলো, সে পালিয়েছে। অনেক খুজেও তাকে আর পাওয়া যায় নি। এই টাকার শোকে রতন আরও পাগল পাগল হয়ে গেছে।
ছয় লাখ টাকা ধরা খেয়েছে তা প্রায় ৮/১০ বছর হয়ে গেছে।
যে লোক টাকা নিয়ে পালিয়েছে সে হঠাত রতনের সাথে যোগাযোগ করেছে। বলেছে, ভাই আমাকে ক্ষমা করবেন। আমি আপনার টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলাম। সেই টাকা আমি এখন ফেরত দিতে চাই। লোকটার কথা শুনে রতন খুবই খুশি হয়। লোকটা রতনকে বুদ্ধি দেয়- টাকা নিয়ে আপনার লাভ নাই। আপনি খরচ করে ফেলবেন। আপনাকে একটা নতুন পিকআপ ভ্যান কিনে দেই। সেই পিকআপ প্রতিদিন ভাড়া দিবেন। রতন লোকটার বুদ্ধিতে খুশি হলো।
একদিন রতন শো রুমে গিয়ে পিকআপ দেখে এলো।
সব ঠিকঠাক। কিন্তু লোকটা এখন আর পিকআপ দেয় না। আজ দিবো, কাল দিবো করছে। এভাবে ছয় মাস পার করে ফেলেছে। রতন খুব আশাবাদী। সে পিকআপ পাবে। এমন কি সে ড্রাইবার পর্যন্ত ঠিক করে ফেলেছে। সেই পিকআপ রতন আর পায়নি। লোকটা আবার নিখোজ হয়েছে। পিকআপ, পিকআপ করে রতন বেশ কিছু দিন খুব ফুরফুরা মেজাজে ছিলো। আবার তার আগের মতোই অবস্থা।
১৩ ই মার্চ, ২০২২ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: না পাবে না।
লোকটা আমার বন্ধুকে পুরো বোকা বানিয়েছে।
এখন নানান রকম কথা বলছে। তালবাহানা।
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০২২ রাত ১১:১২
সোবুজ বলেছেন: শো রুমটা নিশ্চয় আছে এবং টাকার রশিদ আছে।একটু সাহায্য করেন রতন পিকাপ পেয়ে যাবে।