নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
১। আমি বুঝতে পারি গভীর-গভীর সংকট আমার, আর তার স্থায়িত্ব এবং কদর্য্তা এতো বেশী যে তা চিন্তা করে স্না্যুগুলো আর বশে থাকছে না। মাঝে মাঝে স্নায়ু এতোই অস্বাভাবিক ও উত্তেজিত হয়ে পড়ে যে ঘুম-ই আসে না। প্রথমে আমার চিন্তা গুলোর মধ্যে যুক্তি থাকে। তারপর একসময় যুক্তিগুলো ছিন্নভিন্ন হয়ে যায়। এবং সাময়িক মস্তিস্ক বিকৃত ঘটে। আমি আমার ভবিষৎ জানি।
২। এক জীবনে যতটুকু ভালো ব্যবহার করবেন, ততটুকু ভালো ব্যবহার ফেরত পাবেন। যতটুকু খারাপ ব্যবহার করবেন, ততটুকু খারাপ ব্যবহার পাবেন। এটাই অলিখিত নিয়ম।
৩। আমাদের দেশে ডাক্তার আর পুলিশদের সবাই খারাপ চোখে দেখে। কিন্তু বিপদের সময় এই দুইজনই আমাদের সবচেয়ে বড় বন্ধু।
৪। দক্ষিণ আফ্রিকাতে মহাত্মা গান্ধীকে ইংরেজরা যখন ট্রেনের প্রথম শ্রেণীর কামরা থেকে বহিষ্কার করেছিলেন তার প্রতিবাদে মহাত্মা গান্ধী ইংরেজদের ভারত ছাড়া করার শপথ গ্রহণ করেছিলেন।
প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পর্যুদস্ত হওয়ার ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য এডলফ হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল। এই বিশ্ব যুদ্ধ ছিল সর্বাত্মক ধ্বংসকারী রক্তক্ষয়ের কারণ।
৫। কেউ যদি বলে, 'তোমার চোখ সুন্দর' তাতে খুশি হওয়ার কারণ নেই।
কেউ যদি বলে, 'তোমার চোখ ট্যারা' তাতে দুঃখী হওয়ার কারণ নেই।
আপনি যা, আপনি তাই।
৬। লাইফে যা-ই ঘটুক না কেন,তা নিয়ে অনুতপ্ত হওয়ার কিছু নেই।আমিও তেমনি আমার লাইফ নিয়ে অনুতপ্ত নই। লাইফে অনুশোচনা করা এবং অনুতপ্ত বোধ করা জীবনে এগিয়ে যাওয়ার জন্য বাধাস্বরূপ বলেই মনে করি।
১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৭
রাজীব নুর বলেছেন: না যাচ্ছে না।
মাত্র দেড় মাস হলো।
২| ১৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:১৭
সোবুজ বলেছেন: আপনার যেমন ছেলে বন্ধু আছে মেয়ে বন্ধু থাকলে সমস্যা কোথায়।দৈহিক মিলন না হলেই হলো।
চিন্তা করা ভালো কিন্তু দুশ্চিন্তা করা খারাপ।সমস্যা নিয়ে চিন্তা করা এবং একটা সময় একটা বিষয় নিয়ে চিন্তা করা ভালো।
১৫ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৮
রাজীব নুর বলেছেন: ইয়েস। ইউ রাইট।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্ট কি প্রথম পাতায় যাচ্ছেনা?