নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
কতটুকু, কতটুকু পেলে জীবনটাকে
নরম্যালি হাসিখুশি ভাবেই যাপন করা যায়?
আমার হিসেবে খুব বেশি কিছু না-
মাথা গোঁজার একটা নিশ্চিত ঠাই,
ঘুমানোর সময় মাথা রাখার জন্যে একটা মোটা বই,
তিন বেলা খাবার, দুই সেট পোশাক,
সাবান, একটা প্লেট, একটা গ্লাস, একটা স্টোভ,
একটা শীতকালীন চাদর। একটা মনোরম নারী।
ব্যাস! জীবনে এইটুকু থাকলেই-
লাইফ নিয়ে চুড়ান্ত সুখী না হয়ে উল্টো দুঃখ করাটা
একটা ভয়াবহ হাস্যকর ব্যাপার হয়ে যায়।
১৬ ই মার্চ, ২০২২ রাত ১২:১৭
রাজীব নুর বলেছেন: যার যত চাহিদা সে তত অসহায়।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০২২ রাত ৯:৫৬
সোবুজ বলেছেন: প্রত্যেক চাওয়া পাওয়া আলাদা।কারো বোরাক লাগবে সাত আশমানে যাওয়ার জন্য।কারো বুড় বয়সে চোট্ট বৌ লাগবে।কারো দশ বারটা বৌ লাগবে।প্রতি রাত সংঙ্গম করার জন্য।আমার আই ফোন আই ট্যাব লাগবে ব্লগে লেখার জন্য।আরো কতো কি