নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
একদিন ভর দুপুরবেলা-
আচমকা আকাশ ভরা মেঘ করলো
মুহুর্তেই চারিদিক গাঢ় অন্ধকার
বইতে শুরু করলো লিলুয়া বাতাস
হুড়মুড় করে বৃষ্টি নামলো!
আমি তখন বাংলামটর জ্যামে।
নীলা অপেক্ষা করছে, আমার জন্য-
আমি ভীষন অস্থির কখন নীলার হাত দুটি ধরবো।
ঝুম ঝুম বৃষ্টি মাথার উপর-
ফুলার রোডের ভেজা কালো পিচের ওপর হাঁটছে নীলা
পায়ে তার রুপার নূপুর
কী সুন্দর একটা শাড়ি পরা
নীল ফুলের মধ্যে বড় বড় সাদা ফুল আঁকা।
সুতী শাড়ি।
১৬ ই মার্চ, ২০২২ রাত ১২:১৬
রাজীব নুর বলেছেন: ভাবনা চিন্তা তো অটো চলে আসে। এঁর থেকে পরিত্রান নেই।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০২২ রাত ১০:০০
সোবুজ বলেছেন: নীলাকে ভুলে যাবার উপায় হলো নীলাকে নিয়ে না ভাবা।