নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রেম নয় আগে টাকা ইনকাম করুণ

১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০২

ছবিঃ আমার তোলা।

পছন্দ করা আর ভালোবাসা এক নয়।
যাকে ভালোবাসবেন তার সাথে রাগ কেন করবেন? দুজনের'ই 'ছাড়' দেওয়ার মানসিকতা থাকতে হবে। জীবনযাপনের ক্ষেত্রে যত ছাড় দিবেন, জীবন তত আনন্দময় হবে। আগে নিজের দোষ, ভুল গুলো খুঁজে বের করুণ। শুধরে নিন। যেখানে ভালোবাসা থাকে না, সেখানেই বারবার বলতে হয়- ভালোবাসি। ভালোবাসি। অথচ ভালোবাসার কথা বারবার করে বলতে হয় না। ভালোবাসা হলো অনুভব করার বিষয়। সত্যিকারের ভালোবাসা অনুভব করা যায়। আর সেটাই আসল ভালোবাসা। জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার কোনো দরকার নেই। মানিয়ে নেওয়ার কোনো দরকার নেই।

দুজন'ই রাগী। এটা ভালো কথা নয়।
বেহুদা রাগ থাকা বুদ্ধিমানের লক্ষন নয়। রাগের ফলাফল শূন্য। কাজেই রাগ কমাতে হবে। মনে রাখবেন, মানুষের জীবনের সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে ভালোবাসা। আপনি যদি আপনার দুশমনকেও দিনের পর দিন ভালোবেসে যান, একদিন দেখবেন আপনার দুশমন এসে আপনার কাছে মাথা নত করছে। তাই ভালোবাসুন। তবে খেয়াল রাখবেন, সে ভালোবাসা যেন স্বচ্ছ ও পবিত্র হয়। ভালোবাসার বিনিময়ে কখনও কিছু প্রত্যাশা করবেন না। প্রচুর টাকা না থাকলে কোনো ছেলেরই বিয়ে করা উচিৎ নয়। টাকা না থাকলে সংসারে শান্তি থাকে না। কাজেই বিয়ের আগে টাকা জমান। জমাতেই থাকেন।

প্রেম ভালোবাসার সম্পর্ক গুলো আসল নয়।
তবে মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় প্রেম ভালোবাসার সময়টাই। প্রেম ভালোবাসায় কোনো দায় দায়িত্ব থাকে না। তাই প্রেম ভালোবাসা সস্তা। বিয়ে করুণ। সংসারের সমস্ত দায়িত্ব মাথায় তুলে নিন। তখন দেখবেন, প্রেম ভালোবাসা থাকবে না। দায়িত্ব অনেক বড় ব্যাপার। যা সবাই সামলাতে পারে না। প্রেমের সময় মুখে অনেক চ্যাটাং চ্যাটাং কথা বলা যায়। কাঁধে জোয়াল পড়লে বুঝা যায়। বাবা মা, ভাই বোন, আত্মীয়স্বজন, স্ত্রী, পুত্র কন্যা থেকে শুরু করে সবাইকেই আপনার সুখী রাখতে হবে। এমন কি বাড়ির দাড়োয়ানকেও সুখী রাখতে হয়। কাজেই প্রেম ট্রেম না করে আগে টাকার ব্যবস্থা করুণ।

কাজেই ভাবুন। এক শ' বার করে ভাবুন।
ঠান্ডা মাথায় ভাবুন। যখন চিন্তা ভাবনা করবেন। তখন আবেগ দূরে রাখবেন। আবেগ দিয়ে কবিতা লেখা যায়। কিন্তু জীবন চলে না। সময় নিন। ভাবুন। তাকে বুঝান। নিজেও বুঝুন। সবচেয়ে বড় কথা শান্তিতে থাকা। তাকে নিয়ে কি আনন্দ ও শান্তিতে বাস করা সম্ভব? আর যদি সম্ভব না হয় তাহলে কষ্ট করে মানিয়ে নেওয়ার দরকার নেই। আগে তিতা, পরে মিঠা। কিছচু কিছু ভুল আছে, যা শুধরানো যায় না। প্রেম বাদ দিয়ে দাও। টাকা ইনকাম করুণ। নিজে ভালো থাকুন। অন্যকেও ভালো রাখুন। টাকা ছাড়া আপনাকে কেউ চিনবে না। কেউ ভালোবাসবে না। এমন কি আপনার স্ত্রীও না। প্রেমিকা তো দূরের কথা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.