নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমি কেমন আছি?

১৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:১২

ছবিঃ আমার তোলা।

আমি খুব ভালো আছি। বিনদাস আছি।
কোনো চিন্তাভাবনা নাই। থাকা, খাওয়া নিয়ে কোনো চিন্তা নাই। যা মন চায় তাই করতে পারছি। কেউ আমাকে কোনো কিছুতেই বাঁধা দেয় না। এখন যদি ইচ্ছা করে চা খেতে। কাউকে বললেই দশ মিনিটের মধ্যে চা করে দিবে। যদি নুডুলস বা চিকেন ফ্রাই খেতে চাই, সেটাও তৈরি করে দিবে। ঘরে ফ্রিজ ভরতি খাদ্য সামগ্রি আছে। আমাদের বাসায় মোট ছয়টা ফ্রিজ। এবং আল্লাহর রহমতে কোনো ফ্রিজ খালি নেই। ফ্রিজ খালি থাকলে আমার মেজাজ গরম হয়ে যায়।

সকালে ঘুম থেকে উঠার আমার কোনো তাড়া নেই।
বারটা, একটায় ঘুম থেকে উঠলেও আমাকে কিছু বলে না। যে কোনো বিষয় নিয়ে অলসতা করতে আমার ভালো লাগে। দুপুরে খাবার টেবিলে দেওয়া হয় ঠিক দুটায়। অথচ আমি দুপুরের খাবার খাই বিকেল চারটায়। কোনো কোনোদিন দুপুরের খাবার খাই সন্ধ্যায়। দুপুরের খাবার খেতে দেরী হয় কারন আমি সকালের নাস্তা খাই বারটা, একটায়। আমি মনে করি প্রতিটা মুহুর্ত উপভোগ করার নামই জীবন। সারাক্ষন আমার একটাই চিন্তা- সময় অপচয় করা যাবে না। সময় খুব মূল্যবান। মানুষের জীবন খুব ছোট। তাই যত পারো দুনিয়াট উপভোগ করে নাও।

প্রতিদিন কিছু সময় আমি হাঁটি।
যেদিন যে এলাকায় মন চায়, সেই এলাকাতে হাঁটি। হাঁটতে হাঁটতে কোনো কিছু চোখে পড়লে কিনে ফেলি। প্রয়োজন নেই, তবুও কিনি। কেনাকাটা করতে আমার সব সময় ভালো লাগে। সব কিছু মিলিয়ে আমি মানুষটা ভালো। আমার কোনো খারাপ অভ্যাস নেই। আমি মদ খাই না। জুয়া খেলি না। আপন মনে থাকি। কোনো নেশা করি না। ও ভুলতে ভুলে গেছি, আমি একটা খারাপ নেশা আছে। আমি সিগারেট খাই। প্রতিদিন কমপক্ষে৮/১০ টা সিগারেট খাই। আমি বেনসন সিগারেট খাই। কমদামী সিগারেট খেতে পারি না। তবে সিগারেট খাওয়া ছেড়ে দিবো। একটা সিগারেট পনের টাকা। এটা কোনো কথা!

বাসার জন্য বাজার করতে আমার ভালো লাগে।
আমি সব সময় বাসার জন্য দুই হাত ভরতি করে বাজার করি। ইলিশ মাছ, রুই মাছ, বড় বড় চিংড়ি মাছ, কাইকা মাছ, শিং মাছসহ গরুর মাংস, নেহারি খাওয়ার জন্য গরুর পা, বট খেতে আমার ভালো লাগে। আমি সব সময় বাজারের সেরা জিনিসটা কিনি। টাকার দিকে তাকাই না। খাবো যখন ভালো টাই খাবো। ব্যাংকে কারী কারী টাকা জমানোর কোনো ইচ্ছা আমার নেই। যেক'টা দিন বাঁচবো আরাম আয়েশ করে বাঁচব। দুঃখ, কষ্ট, যন্ত্রনা আমার ভালো লাগে না। এসব আমি কাউকে দেই না। কেউ আমাকেও দেয় না। আমি সব মানুষকে ভালোবাসি। মানুষও আমাকে ভালোবাসে। আমার কোনো দুশ্চিন্তা নেই। কারন আমি কোন অন্যায় করি নি।

আমি সব সময় ভালো থাকি।
আসলে ভালো মানুষরা সব সময় ভালোই থাকে। আমি কাউকে কোনো দিন ঠকাইনি। কারো কাছে হাত পাতিনি। কারো সাথে প্রতারনা করিনি। আমি প্রচুর বই পড়ি। পড়তে আমার ভালো লাগে। মানুষদের নিয়ে ভাবতে আমার ভালো লাগে। আমি ঘন্টার পর ঘন্টা ভাবি। আমি রাজনীতিত নিয়ে ভাবি। ইউক্রেন রাশিয়া নিয়ে ভাবি। দরিদ্র ও অসহায় মানুষদের কথা ভাবি। ভাবতে ভাবতে যখন ক্ষুধা লেগে যায়, তখন ফুড পান্ডায় কোক, পিজা, বার্গার আর চিকেন ফ্রাই অর্ডার করি। না, এসব খাবার আমি একা খাই না। পরিবারের সকলে নিয়েই খাই। খেতে এবং খাওয়াতে আমার ভালো লাগে। একজন মানুষ আরাম করে তৃপ্তি খাচ্ছে- এই দৃশ্যটা খুবই সুন্দর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.