নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ গুগল।
একজন ঘুমন্ত মানুষ দেখলেই বুঝা যায়।
এতটুকু বুঝা খুব কঠিন কিছু না। আবার যদি কেউ না ঘুমিয়ে এমনিই চোখ বন্ধ করে রাখে সেটাও বুঝা যায়। ঘুমন্ত মানুষের নিঃশ্বাসের শব্দ শুনেই স্পষ্ট বুঝা যায়। এটা বুঝার জন্য আইনস্টাইন হতে হয় না। নিজের বোধশক্তি দিয়েই বুঝা যায়। যে বুঝতে পারে না সে বোকা। মহা বোকা। অবশ্য আজকের দুনিয়ায় বোকা মানুষ কেউ নাই। তবে সমাজে অল্প কিছু সহজ সরল মানুষ আছে।
যদি একেবারেই বুঝতে না পারেন তাহলে খুব কাছে যান।
তার গালে হাত রাখুন। সামান্য ধাক্কা দিন। তাকে নাম ধরে ডাকুন। অথবা তাকেই জিজ্ঞেস করুণ ঘুমিয়েছে কিনা? সব কথার আগে চিন্তা করুণ সে না ঘুমিয়ে কেন ঘুমিয়ে থাকার ভান করছে? এমনটা করার কারন খুঁজে বের করুণ। ভান জিনিসটা ভালো না। মানুষ ভান করে রাগ থেকে। মানুষ হবে সহজ সরল। সে কেন ভান করবে? ভান করে সে কি কোনো কিছু থেকে পরিত্রান চাচ্ছে?
মানুষ হবে সহজ সরল। সে কেন ভান করবে?
তাও আবার ঘুমিয়ে থাকার ভান! ভুং ভাং করা লোক গুলো জটিল ও কুটিল হয়। এদের বিষয়ে সাবধান থাকা উচিৎ। ঘুমের ভান করে তার কতটুকু উপকার হয়? সেটা ভাবার দরকার আছে। কেউ যদি চোখ বন্ধ করে রাখে তো ক্ষতি কি? তাকে তার মতো থাকতে দিন। মন্দ লোকদের সাথে আড্ডা দেওয়ার চেয়ে চোখ বন্ধ করে পড়ে থাকা অনেক ভালো। একজন মানুষ বেশিক্ষন চোখ বন্ধ করে থাকতে পারে না। ঘুমের ভান করতে করতেই একসময় ঘুমিয়ে যায়।
ছোটবেলা আমি নিজেই চোখ বন্ধ করে ঘুমের ভান করতাম।
কারন স্কুলে যেতে হবে। কারন, বাসায় টিচার এসেছে। কারন, আব্বা বাসায় এসেছে, আমাকে ধমক দিবে। এইরকম কিছু কারনে আমি চোখ বন্ধ করে ঘুমের ভান ধরতাম। তবে কারো যদি সত্যিকারের ঘুম আসে, সে কখনও ভান করতে পারবে না। সে ঘুমাবেই। ঘুম আটকানো যায় না। বিকট শব্দের মধ্যেও মানুষ ঘুমাতে পারে। ঘুম, নদীর স্রোত, সময় এগুলোয়া টকে রাখা যায় না। আমার ঘুম আসে না। আমি অনেক রাত পর্যন্ত একা একা জেগে থাকি। ভীষন কষ্ট হয়। যদিও এখন তা অভ্যাসে পরিনত হয়ে গেছে।
আমার কাছে ঘুম অনেক মূল্যবান। সুন্দর একটা ঘুম সবার দরকার। টানা ৮/৯ ঘন্টা ঘুমাতে না পারলে মন ভরে না। শরীর ম্যাজ ম্যাজ করে। যে ঘুমের ভান করছে তাকে বলবেন, ভান করার দরকার নেই। তুমি ঘুমাও। আরাম করে ঘুমাও। ঘুমের দরকার আছে। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিছি সোনা। ঘুমাও তুমি। আয় ঘুম। আয় ঘুম। মানুষকে পেট ভরে খাওয়ানো অনেক ভালো কাজ। তেমনি মানুষকে ঘুমের ব্যবস্থা করে দেওয়া মহৎ কাজ। আমি যখন ঘুমাই। তখন আমার কোনো শব্দ করে না। এমন কি টিভি ছাড়ে না। এমন কি মা চুপি চুপি আমার মোবাইলটা সাউন্ড অফ করে রাখে।
১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৫
রাজীব নুর বলেছেন: জ্বী ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:২১
সোবুজ বলেছেন: অভিজ্ঞতা থেকে শিখেছেন।এটাই সব থেকে বড় শিক্ষা।