নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আপনি কি যাদুটোনা, ঝাড়ফুঁক বিশ্বাস করেন?

১৭ ই মার্চ, ২০২২ বিকাল ৩:২১



প্রচুর পড়াশোনা করুণ। প্রচুর।
তারপর আপনিই বুঝতে পারবেন তাবিজ কবচ, যাদুটোনা, ওঝা সব মিথ্যা। এগুলো বিশ্বাস করে মূর্খ মানুষেরা। শিক্ষিত মানুষের সবচেয়ে বড় সম্পদ তার 'জ্ঞান'। সেই জ্ঞান দিয়ে সে বুঝতে পারে- তাবিজ-কবচ, ঝাড়ফুঁক, বাটিচালান ইত্যাদি সব মিথ্যা। অসাধু লোকরা মূর্খদের বোকা বানায়। বোকা বানিয়ে কিছু টাকা হাতিয়ে নেয়। আমি নিজেই বহু শিক্ষিত মানুষকে দেখেছি জ্যোতিষীর কাছে যায়। হাত দেখায়। পাথর বসানো আংটি নেয়। পাথর মানুষের ভাগ্য বদলানোর কোনো ক্ষমতা রাখে না। সঠিক জ্ঞানের অভাবে মানুষ ফালতু কুসংস্কারে বিশ্বাস করে।

যাদু বা ম্যাজিক। এখানে অলৌকিকতার কিছু নেই।
যাদু হলো একটা কৌশল। মানুষ কৌশল টা জানে না বলেই সে অবাক হয়ে যায়। মুগ্ধ হয়ে যায়। যাদু করে কাউকে মেরে ফেলা যায় না। কারো ক্ষতি করা যায় না। ভালো কিছুও করা যায়া না। এই আধুনিক যুগে এসেও কিছু লোক এসব যাদু টাদুতে বিশ্বাস করে। এটা দুঃখজনক। আসলে যারা এসব বিশ্বাস করে তাঁরা সঠিক শিক্ষা লাভ করতে পারেনি জীবনে। তাদের বাবা মা তাদের সঠিক শিক্ষা দেন নি। প্রতিটা মানুষের উচিৎ বিজ্ঞান জানা। টেকনোলোজি সমন্ধে ভালো ধারনা রাখা। পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। তাহলে আপনি কেন অন্ধকারে পড়ে আছেন!

৮০ দশকে যাদুটোনা এবং ওঝাদের রাজুত্ব ছিলো।
নব্বই এঁর দশক থেকে তাদের ব্যবসা মন্দ হতে শুরু করে। এখন এই ২০২২ সালে এরা একদম ধরাশয়ী। তাদের ব্যবসা প্রায় উঠেই গেছে। মানুষ যত শিক্ষিত হবে, কুসংস্কার থেকে তত দূরে থাকবে। একমাত্র শিক্ষাই পারে মানুষকে আধুনিক ও বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে। সমাজে অনেক শিক্ষিত লোক আছে দেখা যায়, তাঁরা যাদুটোনা, ঝাড়ফুঁক ইত্যাদি ফালতু জিনিসে বিশ্বিবাস করে। তাদের সমস্যা হলো- তাঁরা জীবনে সঠিক শিক্ষাটা পায়নি। তাদের শিক্ষায় গলদ আছে। আমার নিজের চোখে দেখা- একলোকের জন্ডিস হয়েছে। সে ডাক্তারের কাছে যায় নি। দশ টাকা দিয়ে রাস্তায় দাঁড়িয়ে জন্ডিসের চিকিৎসা নিয়েছে। এক মহিলা তার মাথা পানি দিয়ে ধুয়ে দিয়েছে। এবং সেই পানি হলুদ হয়ে গেছে।

যাদু, ঝাড়ফুঁক, তাবিজ, পানিপড়া এগুলো মানুষের কোনো উপকার করে না।
আবার ক্ষতিও করতে পারে না। গ্রামের অশিক্ষিত লোকেরা এখনও কেউ কেউ এসব বিশ্বাস করে থাকে। তবে তাদের সংখ্যা একেবারে কম। এখন তো সবাই সচেতন। একজন রিকশাচলক পর্যন্ত এখন এক টাকা দিয়ে ফিল্টার পানি পান করেন। আমার নানী যাদু, তাবিজ, ওঝা, ঝাড়ফুক, পীরবাবা ইত্যাদি খুব বিশ্বাস করতো। নানী বিশাল ধনী মানুষ ছিলেন। লোকজন তাকে ভুংভাং দিয়ে তার টাকাপয়সা, অলঙ্কার ইত্যাদি সব নিয়ে গেছে। মনে রাখবেন আপনার চারপাশে ভালো মানুষের সংখ্যা কম। চারিদিকে প্রতারক, ঠক এবং বাটপার দিয়ে ভরা।

আপনি পরিশ্রম করবেন, সফল হবেন।
কেউ যাদু বা ঝাড়ফুঁক করে আপনাকে সাফল্য এনে দিতে পারবে না। নো নেভার। কাজেই এই আধুনিক যুগে ফালতু কথা, ফালতু চিন্তা সব বাদ দেন। প্রচুর পড়াশোনা করুণ। পরিশ্রম করুণ অবশ্যই জীবনে সফল হবেন। যারা এসব বিশ্বাস করে তাদের বুঝান। মানুষ তার অধপতনের জন্য সে নিজেই দায়ী। কাজেই জ্ঞান অর্জন করুণ। পরিশ্রম করুণ। এবং কুসংস্কারে বিশ্বাস করা বন্ধ করুণ। আধুনিক হন চিন্তা ভাবনায়, মনে ও মননে। মনে কোনো কুসংস্কার জায়াগা দিবেন না। আপনি পিঠ নীচু না করলে কেউ আপনার পিঠে চড়তে পারবে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১১:০০

প্রত্যাবর্তন@ বলেছেন: না

১৮ ই মার্চ, ২০২২ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন: ওকে।

২| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ৯:১৬

সোবুজ বলেছেন: একটা বই পড়েই বুঝতে পেরেছি এ সব মিথ্যা।আরজ আলী মাতুব্বরের বই পড়ে।ছোট বেলা থেকেই বিশ্বাস ছিল নড়বড়ে।বড় হয়ে অবিশ্বাস দৃঢ় হয়।

১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.