নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ব্লগ, ব্লগিং আসলে একটা নেশা।
আমি বারো বছর ধরে ব্লগিং করছি। কিন্তু আমি লেখক নই। যখন যা মন চায়, তাই লিখে ফেলি। মন ভরে লিখতে পারার মধ্যে একটা আনন্দ আছে। আমার সেই লেখা কেউ পড়লো কি পড়লো না সেটা কোনো বিষয় না। অন্তত আমি তো লিখতে পেরেছি। লিখার মধ্যে অনেক শান্তি। একটা লেখা মাথায় আসার পর তা লিখে ফেলা বড় আনন্দের। ব্লগ আছে বলেই তো লিখতে পারছি। অনেকে আমার লেখা পড়েন। কেউ কেউ মন্তব্য করেন। এটা বিশাল ব্যাপার। ব্লগিং করলে বাঙ্গালীদের মানসিকতা অনেকখানি বুঝা যায়। কুটিলতা, জটিলতা মানুষের লেখায় ধরা পড়ে যায়। সবাই ব্লগিং করতে পারে না। ব্লগিং করা সহজ নয়।
একসময় বাংলাদেশে অনেক গুলো ব্লগ ছিলো।
এখন হাতে গোনা দু-চারটে ব্লগ টিকে আছে। দীর্ঘদিন ধরে ব্লগিং করার ফলে এখন আমি বেশ অভিজ্ঞ হয়ে উঠেছি। বাংলাদেশে একসময় ৪/৫ লাখ ব্লগার ছিলো। ব্লগারদের হত্যার পর ব্লগার কমে গেছে। অনেকে ভয়ে লেখা বন্ধ করে দিয়েছে। এখন হয়তো ৪/৫ শ'' লোক ব্লগিং করে। ব্লগে বহু ঝগড়া দেখেছি। অপমান অবহেলা দেখেছি। আমি নিজেও বহুবার অপমান অবহেলার স্বীকার হয়েছি। ব্লগে বহু লোক আমাকে হুমকি ধামকি দিয়েছে। ফেসবুকে এসে গালি দিয়েছে। তবে একথাও সত্য ব্বলগে এসে কিছু ভালো মানুষও দেখেছি। ব্লগ থেকে অনেক কিছু শিখেছি। যত্ত ব্যস্তই থাকি, প্রতিদিন ব্লগে আসি। লিখি, পড়ি।
কিছু লোক ব্লগে আমাকে অদৃশ্য ভাবে গলা টিপে ধরেছে।
তাঁরা চায় না আমি ব্লগিং করি। তাঁরা নানান বুদ্ধি করে আমাকে ব্লগ টিমের কাছে নালিশ করেছে। ব্লগ টিম আমাকে শাস্তি দিয়েছে। দিনের পর দিন আমি লিখতে পারিনি। কাউকে মন্তব্য করতে পারিনি। অথচ বিনা দোষে আমি অসংখ্যবার 'জেনারেল' হয়েছি। ব্লক খেয়েছি। ব্যান হয়েছি। এখন এসব গায়ে লাগে না। মানিয়ে নিয়েছি। মেনে নিয়েছি। দুষ্টলোক সব জায়গায় আছে। মক্কা মদীনায়ও আছে। ব্লগেও প্রচুর দুষ্টলোক আছে। এরা ব্লগের পরিবেশ নষ্ট করে। যেখানে দেশ নষ্টদের দখলে সেখানে সামান্য ব্লগ এর কি পরিস্থিতি হতে পারে, ভেবে দেখুন। ব্লগের কিছু নিয়ম নীতি আছে। সেগুলো অবশ্যই মেনে চলতে হবে।
আমি অতি সাধাররন ব্লগার।
সহজ সরল বিষয় নিয়ে লিখি। আমার যে শত্রু থাকতে পারে তা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। ব্লগের সব দুষ্টলোক মিলে একটা গ্রুপ তৈরি করেছে। গ্রুপিং বিষয়টা আখুব খারাপ। যারা গ্রুপিং করে তাঁরা ইতর শ্রেনীর মানুষ। এই গ্রুপ আমাকে বেশ কোনঠাসা করে ফেলেছে। এই গ্রুপকে আবার ব্লগ টিম অজানা কারনে সাপোর্ট করছে। এমন অবস্থায় আমার ইচ্ছা করলো দূর বাল ব্লগিং ছেড়ে দিবো। অনেক হয়েছে। আর না। মনে মনে বললাম, ব্লগিং এর মায়রে বাপ। মনের দুঃখে টানা দশ দিন ব্লগে গেলাম না। একদিন মনে হলো- আমি কেন ব্লগিং ছেড়ে দিবো! আমি তো কোনো দোষ করিনি। অন্যায় করিনি। আমাকে ব্লগিং করতে হবে। আমার অনেক কথা বলার আছে। আমার কথা গুলো আমাকে বলতে হবে। কেউ শুনুক আর না শুনুক। মানুক আর না মানুক।
আমার একসময় ধারনা ছিলো লেখালেখি করে সমাজ বদলে দেওয়া সম্ভব।
ইদানিং এই ধারনা খুব হালকা হয়ে গেছে। যারা আমার পেছনে লেগেছে তাদের আমি অবশ্যই শায়েস্তা করবো। সবচেয়ে বড় কথা তাদের কু কীর্তির তথ্য আমার কাছে আছে। তাদের মুখোশ আমি খুলে দিবো। দুষ্টলোকদের আমি কোনো ছাড় দিবো না। নো নেভার। যথাসময়ে কে কার কাছ থেকে টাকা নিয়েছে। কে কোন মেয়ের সাথে কি করেছে। এমন কি বেশ কয়েকজনের ম্যাসেঞ্জারে কি কি আপাল করেছে সেসব স্ক্রীনশট সংগ্রহ করেছি। এসব আমি প্রকাশ করবো। যদিও নোংরা বিষয় নিয়ে ঘাটা আমার স্বভাব না। কিন্তু দুষ্টলোকজন আমাকে বাধ্য করছে। তাই তাদের মুখোশ খুলে দিবো।
১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: হা হা হা করে হাসুন। তাহলেই আপনার আসল রুপ বুঝা যায়।
২| ১৮ ই মার্চ, ২০২২ সকাল ৮:১০
সোবুজ বলেছেন: ব্লগ ধরতেই পারলাম না।ছাড়ার চিন্তা কখন করবো।আমি বেশি সময় ব্যয় করি লাইভ শুনে।ভাল লাগে অমিত মন্ডল,মাতুব্বর,লালু ওস্তাদ ও আসিফ মহিউদ্দিনের লাইভ।ব্লগ পড়ি সামহোয়্যার ও মুক্তমনা।মেয়ে ও নাতি চলে গেছে ওদের বাসায়।এখন সারা দিন অবসর।অবসরের কথা মনে পড়ে গেল।ভারতিয় একটি ওয়েব সাইড।এটিও পড়ি।
১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: অবসর সময়টা কাজে লাগান। নিজের আত্মজীবনী লিখে ফেলুন।
©somewhere in net ltd.
১| ১৮ ই মার্চ, ২০২২ ভোর ৬:৪৬
ইসিয়াক বলেছেন: না, কখনও ব্লগিং ছাড়তে চাই নি এবং কখনও ব্লগিং ছাড়বো না কারণ ব্লগ জ্ঞানের পরিধি বিস্তৃত করে কুসংস্কার দূর করে। প্রতিদিন নতুন নতুন কিছু জানা ও শেখা যায়।