নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

প্রতিটা মুহুর্ত কাজে লাগাতে হবে

১৯ শে মার্চ, ২০২২ রাত ১:৫৬


ছবিঃ আমার তোলা।

সময় খুবই মূল্যবান।
প্রতিটা মুহুর্ত কাজে লাগানো দরকার। যারা সময় বেহুদা অপচয় করে তাঁরা বোকা। একটা মানুষ কত বছর বাঁচে? বড়জোর যাট বছর। ইদানিং তো যাট বছরও বাঁচে না। তার আগেই স্ট্রোক করে মরে যায়। চল্লিশের পর থেকেই মানুষের শরীরে নানান অসুখ বিসুখ দেখা দেয়। আমি সময়ের অপচয় করি না। ধরুন, বাসে বসে আছি, লম্বা জ্যাম। তখনও আমি সময়টা কাজে লাগাই। বই পড়ি। সাথে বই না থাকলে আগামীকাল কি কি কাজ করবো সেটা ভেবে রাখি। অথবা একটা কবিতা বা প্রবন্ধ লিখে ফেলি। নিজের পরিবার নিয়ে ভাবি। দেশের সমস্যা নিয়ে ভাবি। দরকারী ই-মেইল গুলো বাসে বসেই করে দেই। কথা একটাই- সসময় অপচয় করা যাবে না। নো নেভার। ভালো কাজে সব সময় নিজেকে ব্যস্ত রাখতে হবে।

ছোট্র একটা জীবন আমাদের।
অথচ কত শত স্বপ্ন আমাদের। লেখাপড়া, ডিগ্রী, চাকরী, বিয়ে, সন্তান, দায়-দায়িত্ব, জীবনযাপন, স্বপ্ন পূরন। দুনিয়াতে আমরা একবার'ই এসেছি। তাই এক জীবনে যতটা সম্ভব পৃথিবীর রুপ, রস, গন্ধ উপভোগ করে নেওয়া। রাতে বিছানায় শুয়ে ঘুমোবার দশ মিনিট আগে ভেবে নিতে হবে, আগামীকাল কি কি কাজ করতে হবে, কতটুকু সময়ের মধ্যে করতে হবে। শুধু চাকরী করে জীবন পার করে দিলেই হবে না। সব কিছুই সমান ভাবে করতে হবে। বই পড়তে হবে। মুভি দেখতে হবে। ভ্রমন করতে হবে। আড্ডা দিতে হবে। পরিবারের জন্য করতে হবে। তারপর সমাজের কথা ভাবতে হবে। ফালতু মুভি, ফালতু বই থেকে দূরে থাকতে হবে।

ধরুন দাঁতের ডাক্তারের কাছে গেছেন।
আপনার ডাক পড়েনি। আপনার আগে আরো রোগী আছে। তাই চুপচাপ বসে না থেকে- জরুরী ফোন গুলো সেরে নিতে পারেন। পুরোনো বন্ধুদের সাথে ফোনে আলাপ করে নিতে পারেন। পত্রিকা পড়লেন। অথবা আপনার যদি লেখালেখির অভ্যাস থাকে- তাহলে গল্প, কবিতা অথবা কোনো বিষয়ের উপর একটা প্রবন্ধ লিখে ফেলতে পারেন। আজাইরা থাকার চেয়ে কোনো কিছু নিয়ে নিজেকে ব্যস্ত রাখা বুদ্ধিমানের কাজ। যখন হাতে কোনো কাজ থাকবে না- তখন নিজেকে নিয়ে ভাবুন। নিজের স্বপ্ন গুলো কি করে, কিভাবে পূরন করা যায় সেসব নিয়ে ভাবুন। মানুষের মস্তিস্ক আকাশের মতো বিশাল। জ্ঞান দিয়ে তাকে পরিপূর্ন করে ফেলুন। অপ্রয়োজনীয় জিনিস মস্তিস্কে জমা করে রাখার কোনো দরকার নাই।

আমার এক বন্ধুকে দেখেছি-
কাজের ফাঁকে ফাঁকে ডিকশনারী মূখস্ত করতে। প্রতিদিন সে একশ' টা করে শব্দ শিখে রাখতো। আমি ডিকশনারী থেকে যে শব্দের অর্থ জিজ্ঞেস করেছি সে সাথে সাথে বলে দিয়েছে। আমার এই বন্ধু বাথরুমে গেলেও সেই সময়টাও কাজে লাগায়। কমোডে বসে সে মোটা মোটা উপন্যাস শেষ করে ফেলেছে। খাওয়ার সময়ও সে দুটা কাজ একসাথে করে। খায় এবং তার প্রিয় মুভি গুলো দেখে ফেলে। বন্ধু বলতো- জীবন অনেক ছোট, অথচ কত কিছু আছে জানার, দেখার। উপভোগ করার। তাই আমি অযথা সময় অপচয় করি না। সময় একবার চলে গেলে তো আর ফিরে আসবে না। সমাজে নিজের অবস্থান করে নিতে হবে নিজেকেই। কারো উপর কোনো আশা ভরসা করবেন না। শুধু মাথায়া রাখবেন যা করার আপনাকেই করতে হবে।

দুষ্টলোকদের সাথে মিশবেন না।
আপনার পরিচিত সমস্ত মন্দ লোকদের জীবন থেকে পরিহার করতে হবে। ভালো ও জ্ঞানী মানুষদের সাথে মিশবেন। প্রচুর পড়াশোনা করবেন। ভালো চাকরী বা ব্যবসা করবেন। প্রচুর টাকা ইনকাম করবেন। নিজের পরিবারকে সব সময় খুশি রাখবেন। তারপর সমাজের জন্য কিছু করবেন। চেস্টা করবেন একজন হৃদয়বান মানুষ হতে। কারন এই দুনিয়া হৃদয়বান মানুষদের জন্য। কৃপণ মানুষদের কেউ ভালোবাসে না। এমন কি গরীবদেরও কেউ ভালোবাসে না। তাই গরীব হয়ে জীবন পার করে দেওয়া যাবে না। আপনাকে ধনী হতে হবে। অবশ্যই সৎ পথে। সব শ্রেনীর মানুষ সম্মান করবেন। হোক সে একজন রিকশাচালক বা আপনার বাসার কাজের বুয়া। ভালো থাকুন। সুস্থ থাকুন। জীবন হোক আনন্দমত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২২ রাত ১১:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: মনে হয় আপনি জেনারেল
হওয়াতে সবাই খুশি।
আপনার তেলবাজ বন্ধুরা কই?

২০ শে মার্চ, ২০২২ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: বন্ধুরা এখন সাপ হয়ে আমাকে দংশন করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.