নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা। ছবিতে আমি ও আমার ভালোবাসা।
ভালোবাসা শব্দটাই বড়'ই অদ্ভুত একটি শব্দ।
আমি তোমাকে ভালোবাসি তার মানে আমি তোমার জন্য অস্থির হয়ে থাকি। একজন মানুষ সবার জন্য অস্থির হয় না। বিশেষ একজন মানুষের জন্য অস্থির হয়। এই প্রজন্মের ছেলেমেয়েরা ভালোবাসা বুঝে না। এরা সকালে রিলেশন করে বিকেলে ব্রেকাপ করে। এই প্রজন্ম বুঝেন না ভালোবাসা কি। তাদের কাছে ভালোবাসা হলো- ফাস্টফুড খাওয়া। আর টেবিলের নীচে পায়ে পা ঘষাঘষি করা। কেউ কেউ রিকশাতেই চুমোচুমি করে। পার্কে বসে গার্ল ফ্রেন্ডের গায়ে হাত বুলায়। এগুলো ভালোবাসা নয়। এগুলো নোংরামী। ভালোবাসা হচ্ছে স্বচ্ছ পবিত্র একটি বিষয়। আনন্দময় একটি ব্যাপার। এযুগে সত্যিকার ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। তাই এ যুগে প্রেম ভালোবাসা করা ঠিক না। এ যুগের প্রেম ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না। একবার মেয়েটার শরীর ভোগ করার পর ভালোবাসা হারিয়ে যায়।
যারা প্রেম ভালোবাসা করে, তাদের বেশির ভাগ'ই অসৎ।
ভালোবাসা নাম দিয়ে তাঁরা মেয়েটাকে বিছানায় নিতে চায়। নিজের শখ পূরন করে, মেয়েটার সাথে ঝগড়া করে সম্পর্ক ছিন্ন করে। এযুগের ৭০% ভালোবাসা এরকমই। মেয়ে গুলো বোকা। ছেলেদের ফাঁদে পা দেয়। মেয়ে গুলোকে বুঝিয়ে বললেও বুঝে না। বলে না না রফিক খুব ভালো ছেলে। ও আমার সাথে এরকম করতেই পারে না। রফিক হোক, আর শাকিল বা সুমন হোক, সব শালা আসলে ভন্ড। একটা মুখোশ পড়ে থাকে বলে বোকা মেয়ে গুলো বুঝতে পারে না। ভালোবাসার নাম দিয়ে ছেলেরা আসলে মেয়েদের সাথে প্রতারনা করে। এটা যুগ যুগ ধরেই হয়ে আসছে। তাই মেয়েদের এখন সর্তক হওয়ার প্রয়োজন। শিক্ষিত, রুচিশীল মানুষের সাথে সম্পর্ক করতে হবে। একজন ভালো মানুষের সাথে সম্পর্ক করতে হবে। যদি খুঁজে না পান তাহলে দরকার নেই প্রেম ভালোবাসা করার। মন্দ মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো।
কাজেই বিয়ের আগে ছেলে মেয়েরা যেটা করে সেটা কিছুতেই ভালোবাসা না।
আসল ভালোবাসা প্রকাশ পায় বিয়ের পর। ভালোবাসা মানে দায়িত্ব পালন করা। স্ত্রী'র প্রতি দায়িত্ব, সন্তানের প্রতি দায়িত্ব। বাবা, মা, ভাই, বোনের প্রতি দায়িত্ব। সবার প্রতি সুন্দর করে দায়িত্ব পালন করাটাই আসল ভালোবাসা। অথচ এযুগের ছেলে মেয়েরা কথায় কথায় বলে- আমি তোমাকে ভালোবাসি। আরেহ ভাই, যদি সত্যিই ভালোবাসেন সেটা বারবার করে মুখে বলার দরকার নাই। ভালোবাসা অনুভব করার বিষয়। আমার স্ত্রী আমাকে মুখে কখনও বলে না, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু প্রতিনিয়ত আমি তীব্র ভাবে অনুভব করি মেয়েটি আমাকে ভালোবাসে। এটাই আসল ভালোবাসা। বুদ্ধিমান লোকেরা মুখ দিয়ে বলে না- আমি তোমাকে ভালোবাসি। যাকে ভালোবাসে সে ঠিকই অনুভব করতে পারে। রবীন্দ্রনাথ বলেছেন, বুকের গভীর থেকে যা উঠে আসে, তা অন্য হৃদয়ে গভীরে গিয়েই লাগে। প্রেম ভালোবাসা করতে গিয়ে মেয়েরা বেশি ধরা খায়। তারপর তাঁরা কাঁদে। সারা জীবন ধরে কাঁদে। ভুল মানুষকে ভালোবাসলে খেসারত দিতে হয়।
ভালোবাস মানে হচ্ছে যাকে ভালোবাসো তার জন্য কিছু করো।
তাকে আনন্দ দাও। পৃথিবীর সমস্ত ধুলো ময়লা থেকে তাকে আগলে রাখো। পৃথিবীর কোনো মন্দ কিছু যেন তাকে স্পর্শ না করে। ভালোবাসার যত্ন নিতে হয়। সাজাতে হয়। যাকে ভালোবাসেন, তার হাত ধরে বলুন, তোমার কোনো ভয় নেই। আমি আছি। সুখে দুঃখে আমি আছি। তোমার জীবনে যত মন্দ সময় আসুক, আমি তোমার হাত ধরে থাকব। যদি তোমার কাঁদতেই হয়, আমার কাঁধে মাথা রেখে কাঁদো। আমি কখনও কাঁধ সরিয়ে নিবো না। ভালোবাসা হচ্ছে একটা অস্ত্র। মানুষের জীবনের সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে ভালোবাসা। শত্রুকেও যদি দিনের পর দিন ভালোবেসে যান, একদিন শত্রু এসেও আপনার কাছে মাথা নত করবে। আজকাল দুনিয়াটা হয়ে গেছে স্বার্থের। স্বার্থ ছাড়া মানুষ এক পা এগোয় না। কিন্তুত সত্যিকারের ভালোবাসা স্বার্থের ধারধারে না। আমি একজন মানুষকে সত্যিকার ভাবে ভালোবাসি। এটা একটা গুণ। ভালোবাসা মানুষকে সৎ করে। মহৎ করে গড়ে তোলে। বেঁচে থাকতে শেখায়। জীবনে সত্যিকারের ভালোবাসা না পেলে জীবন শুকিয়ে যায়। জীবন আনন্দহীন হয়ে যায়। মানুষ যেন আপনাকে ভালোবাসে। এজন্য আপনাকে যোগ্য হয়ে উঠতে হবে।
আমি আমার কথা বলি-
আমি যে মেয়েটাকে ভালোবেসেছি। সেই মেয়েটাকে বিয়ে করেছি। মেয়েটা ভালো। একদম সহজ সরল। আমাদের ঝগড়া হয় না। কারন মেয়েটাকে আমি বুঝি, মেয়েটাকে আমাকে বুঝে। সংসারে আমরা দুজনই যথেষ্ঠ 'ছাড়' দেই। তাই আমাদের সংসারে অশান্তি হয় না। বিশেষ দিন গুলোতে আমরা বাইরে বেড়াতে যাই। রেস্টুরেন্টে খাই। পকেটে টাকা থাকলে তাকে একটা শাড়ি কিনে দেই। ছুটি দিনে দুজন মিলে ছাদে বিকেলের নাস্তা করি। মাঝে মাঝে মধ্যরাতে আমরা চায়ের মগ নিয়ে বসে গল্প করি। বৃষ্টির সময় চায়ের মগ নিয়ে ব্যলকনিতে বসে থাকি। ভালো একটা মুভির সন্ধান পেলে দুজনে মিলে দেখি। ক''দিন পর পর'ই ঢাকা শহরে প্রচুর মেলা হয়। দুজনে মিলে মেলাতে যাই। আমরা রাস্তায়া দাড়িয়ে ফুচকা খাই। রিকশায় করে ঘুরি। আসলে নিজের জীবনটাকে আনন্দময় করে নিজেকেই সাজাতে হয়। অন্য কেউ এসে আপনার জীবন আনন্দময় করে দিবে না।
ভালোবাসাটা একেক জন মানুষের কাছে একেক রকম।
কারো কাছে প্রেমিকের জন্য আইফোন কিনে দেওয়াটাই ভালোবাসা। কারো কাছে ভালোবাসা মানে শরীর। কারো কাছে ভালোবাসা মানে মেয়েটাকে নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়ানো। কারো কাছে ভালোবাসা মানে টাকা। ধনী মেয়ে। তাকে বিয়ে করলে অনেক টাকা সম্পত্তি পাওয়া যাবে। যৌতুক। সত্যিকার ভাবে ভালোবাসতে জানে না এ যুগের ছেলেমেয়েরা। রাত জেগে ফোনে কথা মানে ভালোবাসা না। ভালোবাসা মানে দায়িত্ব পালন করা। বিয়ের আগে ভালোবাসাটা আসলে ভালোবাসা না। যেখানে দায়িত্ব নেই, সেটা আবার কিসের ভালোবাসা? আসল ভালোবাসা বুঝা যায় বিয়ের পর। বিয়ের পর যারা স্ত্রীকে ভালোবাসে তারাই আসল পুরুষ। বিয়ের পর যারা প্রতিটা দায়িত্ব সুন্দর ভাবে পালন করে তারাই আসল পুরুষ এবং তাদের ভালোবাসাটাই আসল।
২২ শে মার্চ, ২০২২ রাত ১২:০৮
রাজীব নুর বলেছেন: সুন্দর বলেছেন।
২| ২২ শে মার্চ, ২০২২ রাত ২:৩৭
সোবুজ বলেছেন: কিছু অলিখিত সর্তে দুটি মানুষের মিলন।
২২ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: মিলন হয় না। সংসার জীবনে শুরু হয় ঝামেলা।
©somewhere in net ltd.
১| ২১ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৩৩
Subdeb ghosh বলেছেন: ভালোবাসা নির্ভর করে মানুষের চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতির ওপর। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতির মিল না হলে সেখানে ভালোবাসার সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না।
সম্পর্ককে সঠিকভাবে লালন করার ওপর ভালোবাসার স্থায়িত্ব নিহিত।