নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
ফযরের আযান মাত্র শেষ হলো-
আকাশ ফরসা হতে শুরু করেছে,
আমি ব্যালকনিতে এসে দাড়িয়েছি
ভোরের আকাশ দেখা দারুন ব্যাপার!
একটা কাক ব্যালকনির সামনে দিয়ে উড়ে গেল
কাক কে দেখে একটা ঈশপের গল্প মনে পড়ল।
গল্পটা এই রকম-
শিয়াল দেখল, কাক মুখে মাংস নিয়ে গাছের ডালে উঠে বসলো
শিয়াল ভাবল মাংসটা তার পেতেই হবে
শিয়াল গাছের নিচে গিয়ে কাককে ডেকে বলল-
'শুভ সকাল' কাক মাড্যাম।
আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে,
আপনার পালক গুলো অনেক সুন্দর,
আপনার গলার আওয়াজও নিশ্চয়ই অনেক সুন্দর হবে,
আমাকে একটা গান শুনান, আমি বাধিত হব তাহলে
আপনাকে আমি তাহলে পাখির রানী বলতে পারবো।
কাক যেই ক্যা ক্যা শুরু করলো,
তার মুখ থেকে মাংস পড়ে গেলো-
আর শিয়াল সেই মাংস নিয়ে দৌড় দিলো।
২২ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৮
রাজীব নুর বলেছেন: ভুলে গেছেন কারন উপদেশ কোনো কাজে লাগে না।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০২২ রাত ১০:২৪
সোবুজ বলেছেন: স্কুলে পড়ার সময় পড়ে ছিলাম।গল্পের পরে উপদেশ বাণী ছিল, ভুলে গেছি।