নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
ছবিঃ আমার তোলা।
প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই।
শুভ জন্মদিন। ভালো থাকুন। সুস্থ থাকুন। আপনার জীবন হোক আনন্দময়। জন্মদিন উপলক্ষ্যে আমাকে কেক এবং কোক খাইয়ে দিবেন। অথবা আমি আপনাকে খাওয়াবো। আপনি যেটা চাইবেন সেটাই হবে। জয় বাংলা।
আমি কাউকে উপদেশ দেই না।
উপদেশ দেওয়া সঠিক কাজ নয়। তবে আপনার ভালোর জন্য আমি আপনাকে কিছু অনুরোধ করতে পারি। আমার অনুরোধ রাখলে আপনার উপকার হবে। ভালো হবে। আর নিজের ভালো পাগলেও বুঝে। জীবনে উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে হবে। ভালো করে চারপাশে খেয়াল করলেই দেখবেন, প্রচুর অনার্স, মাস্টার্স পাস ছেলেমেয়ে আছে। কিন্তু তাঁরা চাকরী পাচ্ছে না। অর্থ্যাত তাঁরা অদক্ষ ও যোগ্যহীণ। মাস্টার্স পাস করেও ইংরেজিতে একপাতা দরখাস্ত লিখতে পারে না। পারলেও দশটা বানান ভুল করে। কেউ কারো প্রতিষ্ঠানে দুর্বল লোক রাখবে না। অদক্ষ ও যোগ্য লোক রাখবে না। এজন্যই নিজেকে দক্ষ ও যোগ্য করা খুব দরকার।
প্রচুর লেখাপড়া করবেন।
চুদুর-বুদুর টাইপ লেখাপড়া না। পরীক্ষার আগে সামান্য পড়ে কোনো রকমে পাশ করে গেলেন সেটা কোনো লেখাপড়াই না। দেশে চাকরী অভাব একথা সত্য। কিন্তু একেবারে অভাব না। প্রচুর চাকরী আছে। বিডি জব বা পত্রিকায় লক্ষ্য করলেই দেখতে পাবেন। কিন্তু সেই চাকরী কেউ পায় না। কারন যোগ্যতার অভাব। দক্ষতার অভাব। অথচ সে মাস্টার্স পাস করে বসে আছে। তাই নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। বিশ্বে সেরা বই গুলো পড়ে ফেলুন। বিশ্বের সেরা মুভি গুলো দেখে ফেলুন। বছরে কমপক্ষে তিন চার বার ভ্রমনে যাবেন। সমুদ্র ভালো লাগলে সমুদ্রে, পাহাড় ভালো লাগলে পাহাড়ে। জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের সাথে মিশবেন। দুষ্টলোকদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবেন না। দুষ্টলোক যদি আপনার আত্মীয়ও হয় তাকে বর্জন করুন। লেখাপড়া কিন্তু শুধু চাকরির জন্য নয়। যারা শুধু মাত্র চাকরির জন্য লেখাপড়া করে তাঁরা দেশের মেরুদন্ডটাই নড়বড়ে করে দেয়। নিজের যোগ্যতায় চাকরী বা ব্যবসা করবেন। বাবা, মামা বা চাচার ক্ষমতায় নয়।
জীবনে সুন্দর ভাবে চলার জন্য-
সুন্দর ভাবে জীবনযাপন করার জন্য টাকার প্রয়োজন আছে। প্রচুর টাকার প্রয়োজন আছে। টাকা ছাড়া জীবনে আপনার কোনো দাম থাকবে না। টাকা ছাড়া কেউ আপনাকে মূল্যায়ন করবে না। এমন কি আপনার পরিবারের কাছেও দাম পাবেন না। টাকা না থাকলে আপনার আত্মীয়স্বজনও আপনার কোনো খোজ খবর নিবে না। টাকা না থাকলে নিজের স্ত্রী'ও অবহেলা করবে। তুচ্ছতাচ্ছিল্য করবে। এজন্য ভালোভাবে লেখাপড়া শেষ করে, ভালো চাকরী করতে হবে। দক্ষতা ও যোগ্যতা দিয়ে চাকরিতে উন্নতি করতে হবে। জীবনে সৎ থাকাটা খুবই গুরুত্বপূর্ন। যে কোনো অবস্থায় অন্যায় করা যাবে না। নিজের বিবেক কে সব সময় জাগ্রত রাখতে হবে। বিবেক জাগ্রত রাখতে পারলে আপনি সসমস্ত রকম অন্যায় কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। চূড়ায় কি করে উঠবেন সেটা ভাববেন না। শুধু মাথায় রাখবেন- আমাকে চূড়ায় উঠতেই হবে। হেরে যাওয়ার জন্য আমার জন্ম হয়নি।
সব সময় বড় বড় স্বপ্ন দেখবেন।
সে স্বপ্ন গুলো সত্যি করতে চেষ্টা অব্যহত রাখবেন। দরিদ্র ও অসহায় মানুষকে সাহয্য সহযোগিতা করবেন। নারীদের সম্মান করবেন। হোক সে আপনার বাসার কাজের বুয়া বা গার্মেন্টেস এর কোনো মেয়ে। একজন পতিতাকেও সম্মানের চোখে দেখবেন। মানুষের বিপদে মানুষের পাশে থাকবেন। মানুষ তার বিপদের সময় আপনাকে না ডাকলেও আপনি নিজ থেকে তার পাশে থাকবেন। আপনার পরিবারের প্রতি আপনার যা দায়িত্ব আপনি তা অবশ্যই সঠিক ভাবে পালন করবেন। পরিবারের প্রতি দায়িত্ব পালন করার পাশাপাশি দেশ বা সমাজের জন্য কিছু করবেন। করতে হবে। ধরুন, একটা গ্রামে একটা লাইব্রেরী করে দিলেন। অসংখ্য ছেলেমেয়ে সেখানে পড়বে। দরিদ্র মানুষদের পেট ভরে খাওয়াবেন। ক্ষুধার্থ মানুষকে খাওয়ালে আপনি নিজে অনেক আনন্দ পাবেন। একজন দরিদ্র অসহায় মানুষ আরাম করে খাচ্ছেন। এই দৃশ্য দেখার মধ্যেও অনেক আনন্দ আছে।
আরো অনেক কিছু লেখার আছে।
কিন্তু এই মুহুর্তে আমাকে বাইরে যেতে হবে। মানুষ হয়ে জন্মেছেন, তাই আপনাকে ভালো কাজ করতে হবে। মহৎ কাজ করতে হবে। কে ভালো কাজ করলো, কে মন্দ কাজ করলো সেগুলো দেখার দরকার নেই। আপনি আপনার মতো সুন্দর কাজ করে যান। অপরের জন্য আজীবন করে যাবেন। কিন্তু কারো উপর কোনো প্রত্যাশা রাখবেন না। অপরের খুশিতেই নিজের আনন্দ। শুধু নিজে একা ভালো থাকলে হবে না। আশে পাশের সবাইকে নিয়ে আমাদের ভালো থাকতে হবে। তবে সব কথার শেষ কথা- গরীব থাকা যাবে না। প্রচুর পরিশ্রম করে উন্নতির শিখরে যেতে হবে। জীবনে উন্নতি করা খুব কঠিন কিছু না। তীব্র ইচ্ছা থাকতে হবে। মনে জিদ থাকতে হবে। আজ আমি যাচ্ছি। আবার অন্য কোনো সময় কথা হবে। ভালো থাকবেন। সুন্দর থাকবেন। কোনো কিছুকে ভয় পাবেন না। সামনে এগিয়ে যান। বুকে সাহস রাখুন। আপনি পারবেন। আপনাকে পারতেই হবে।
২২ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: না না জন্মদিন আমার না।
প্রশ্নটা একজন করেছে। আমি উত্তর দিয়েছি মাত্র।
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০২২ রাত ১০:১৬
সোবুজ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।আপনি সঠিক পথেই আছেন।