নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ হলো খারাপ মানুষদের দেশ

২২ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৫৭

ছবিঃ আমার তোলা।

১৯৭১ সালে আমাদের দেশটি স্বাধীন হয়েছে।
যে লোকটি স্বাধীনতার জন্য দীর্ঘ আন্দোলন করেছেন, সেই মানুষটিকেও নির্মম ভাবে পুরো পরিবাহ সহ হত্যা করা হয়েছে। নবিজির দেশ মক্কা মদীনায়ও অনেক খারাপ মানুষ আছেন। খারাপ মানুষ দুনিয়ার সব জায়াগায় আছে। এরা সারা জীবন থাকবে। পৃথিবী যতদিন টিকে থাকবে, খারাপ মানুষও থাকবে। রাস্তায় যদি খালি পায় হাঁটেন, তাহলে ধুলো ময়লা আপনার পায়ে লাগবেই। ঠিক তেমনি খারাপ মানুষদের কাছ থেকে দূরে থাকবেন। কথায় বলে না- দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। কাজেই খারাপ মানুষদের সাথে মিশবেন না। নিজের আত্মীয়স্বজনও খারাপ হলে তাদেরও বর্জন করবেন।

গত ১০/১৫ বছরের মধ্যে বাংলাদেশের মানুষ খুব বেশি খারাপ হয়ে গেছে।
একদম অমানবিক হয়ে উঠেছে। চাষী, শ্রমিক, ভিক্ষুক, ইমাম ইত্যাদি সাধারণ মানুষ প্রকাৃতিকভাবে সৎ থাকার কথা। কিন্তু সরকারের লোকেরা অসৎ হলে, দেশের বেশীরভাগ নাগরিক অসৎ হয়ে যায়। যারা একবার অসৎ হয়ে গেছে তাদের সৎ করা প্রায় অসম্ভব। নতুন প্রজন্মকে সৎ করে গড়ে তোলার চেষ্টা জাতিকে করতে হবে। অবশ্য অসৎরা সৎ প্রজন্ম করবে কি ভাবে! সমস্যা খুব গভীর। একটা মানুষ খারাপ হয়ে জন্ম নেয় না। পরিবার, সমাজ, পরিবেশ তাকে খারাপ বানিয়ে দেয়। আমি মানুষকে সহজে দোষ দেই না। কোনো মানুষ ইচ্ছা করে খারাপ হয়ে যায় না। খারাপ হওয়ার পেছনে কারন আছে।

দেশ পরিচালকেরা সৎ হলে দেশের মানুষ টিসিবির গাড়ির পিছনে দলবদ্ধভাবে দৌড়াতে হতো না।
দেশ সঠিকভাবে চললে, ১৯৭২ সালেই আমরা নিজ পায়ে দাঁড়াতে পারতাম। সরকার, ব্যুরোক্রেট ও রাজনীতিবিদরা অসৎ হওয়ায়, পুরো জাতি ভয়ংকর অসৎ হয়ে গেছে। আসলে আমাদের দেশের লোকজন পাকিস্তান ও নাইজেরিয়ানদের চেয়ে বেশি অসৎ জাতিতে পারিণত হয়েছে। নোংরা রাজনীতি মানুষকে খুবই অসৎ করেছে। সবারই চিন্তা চেতনা কিভাবে টাকা রোজগার করা যাবে। অসৎ না সৎ ভাবে সেটা মূখ্য বিষয় না। এই ভাবনাই দেশকে পঙ্গু করে দিচ্ছে। বাংলাদেশে কোনো সৎ মানুষ নেই। বাংলাদেশের ব্যবসায়ীরা ব্যবসার নাম করে আসলে প্রতারনা করছে। পুরো বাংলাদেশে ভালো মানুষ খুঁজে পাওয়া দুস্কুর। সুন্দরভাবে বেঁচে থাকা এই দেশে সম্ভব না। তাই যদি সম্ভব হয় তাহলে উন্নত দেশে চলে যান। বাকি জীবনটা পরিবার নিয়ে আনন্দে কাটান।

আমার পরিচিত একজন ব্যবসায়ী আছেন।
তিনি নিজেকে বিশাল ব্যবসায়ী বলে দাবী করেন। একদিন জানলাম তিনি ব্যবসার নাম দিয়ে মানুষের সাথে প্রতারনা করছেন। দরিদ্র লোকজন তার দোকানে সেলাই মেশিন কিনতে যায়। তিনি তাদের নকল মেশিন ধরিয়ে দেন। অথচ ক্রেতা বারবার বলেছে, দেখুন আমি দরিদ্র মানুষ। অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছি। এই সেলাই মেশিন দিয়ে আমার সংসার চলবে। ব্যবসায়ী তখন বলেন, মাত্র নামাজ পড়ে আসলাম, এই দেখুন নামাজ পড়তে পড়তে আমার কপালে স্থায়ী দাগ বসে গেছে। আমি মিথ্যা বলি না। মিথ্যা বলে আমি ব্যবসা করি না। আপনাকে একটা ভালো সেলাই মেশিন দিবো। ক্রেতা দোকানদারের কথা শুনে খুশি হয়ে যায়। তখন বিক্রেতা নকল মেশিন দিয়ে দ্বিগুন লাভ করে। দিনের পর দিন, বছরের পর বছর এই ভাবেই ব্যবসা চালাচ্ছেন। মূলত বাংলাদেশের সব ব্যবসায়ই একই রকমের। এরা মানুষকে ঠকাতে পারলেই ভাবে জিতে গেলাম।

বাংলাদেশের সাধারণ মানুষ কোনোদিন নিজের মনের সঠিক কথাটাও বলতে পারেন না।
দেশের জিডিপি বাড়ছে, রেমিট্যান্স বাড়ছে। শুয়োরের দলের লকলকে জিহবা দিয়ে লালা পড়ছে। বর্তমানে জাতির বুদ্ধিমত্তা লোপ পেয়েছে, আত্মসন্মান নেই। আমাদের দেশে নতুন প্রজন্মে কিছু বেকুব ছেলেমেয়ের জন্ম হয়েছে, এরা মুরগীর মতো বেকুব। বাঙ্গালীদের সামজিক জীবনটাই পেছনে পড়ে থাকা কালচার ভিত্তিক, এরা আধুনিক জীবন দেখার পরও, আদি যুগের জীবনে পড়ে থাকতে চায়। শিক্ষায় পেছনে পড়ায় দেশের মানুষ গণতন্ত্র বুঝার সুযোগ পায়নি, তারা অতীত নিয়ে মেতে আছে; জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা সামন্তবাদী ধারায় দেশ চালানোতে মানুষ গনতন্ত্রের সুফল দেখেনি। বাংলাদেশের কোনো মানুষের উপর আমার সামান্য আস্থা ভরসা নেই।

তাজউদ্দীন আহমেদ ও মাওলানা ভাসানীর মতো নেতা পাবার সম্ভাবনা কম।
জাতি বিভ্রান্ত, ঐক্যহীন। জাতির সামনে ভয়ংকর বিপদ। গত ১০ বছর থেকে যেসব শিক্ষিত তরুণ বের হচ্ছে, এরা অদক্ষ ও পরিবেশের কারণে স্বার্থপর। শেখ হাসিনা দেশ থেকে রাজনীতিকে বিদায় করে দিয়েছেন। সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলার রাজনীতি আজকের বাঙ্গালীদের মাথায় নেই। বিএনপি'র কাজ হলো বেগম জিয়া অধিকার নিয়ে, জামাতের রাজনীতি হলো ধর্ম নিয়ে, এরশাদের দলের রাজনীতি হলো সরকারে থাকা নিয়ে। শেখ হাসিনার রাজনীতি হলো আওয়ামী লীগের অধিকার নিয়ে। শেখ হাসিনা রাজনীতি বুঝে না বলেই শেখ সাহেব উনাকে রাজনীতিতে রাখেননি, জিয়া শেখ সাহবেকে হত্যা করায় শেখ হাসিনা আজকের সুযোগ পেয়েছে, কিন্তু উনি কি করছেন, উহা নিজে বুঝেন না, উনার বেকুবীর সুযোগে প্রশাসন ও বাটপারেরা দেশের সম্পদ ও সুযোগ দখল করে নিয়েছে।

হ্যাঁ দেশে ধনীর সংখা বেড়েছে। অনেক বেড়েছে।
যে যার জায়গা থেকে চরম অসৎ। সরকার জানে, খুব ভালো করেই জানে- কে বা কারা অসৎ। লুটতে না দিলে, ক্ষমতা টিকানো কঠিন। আর্থিক সমর্থন না থাকলে ক্ষমতায় দুই মিনিটও থাকা যাবে না। হাসিনা সরকার অনেক ছাড় দিয়েই ক্ষমাতায় থাকতে হচ্ছে। অতএব লুট চলবে। সুযোগ থাকলে কে খাচ্ছে না। যে ব্যাংক লুটছে সে তেলের দাম নিয়ে বাজার গরম করছে। যে তেল পেঁয়াজ দিয়ে বাজার লুটছে তার জিজ্ঞাসা ব্যাংকের এত টাকা কে লুটল? আমারা যারা এখনো লুটতে পারি নাই। তারা বসে আছি কখন আমার নম্বর আসবে। শুধু একটা দান মারার আকাঙ্ক্ষায়।

বর্তমানে বেশিরভাগ খাদ্যসংকট মানবসৃষ্ট, প্রকৃতিপ্রদত্ত না।
মানুষ আর মানুষ নাই। মানুষ আজ অমানুষ হয়ে গেছে। কবি অনেকে আগেই বলে গেছেন- সব কিছু নষ্টদের দখলে। জীবনানন্দ তাআর কবিতায় বলেছেন- ''অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ। আমি ভালো মানুষ খুঁজে পাই না। মাইলের পর মাইল হাঁটি। চারিদিকে শুধু ঠক প্রতারক। মসজিদের যে ইমাম সেও ভালো নয়। শিক্ষক সেও ভালো নয়। সব মিলিয়ে বলা যায়- বাংলাদেশ হলো খারাপ মানুষদের দেশ। অসৎ মানুষদের দেশ। দুষ্টলোকদের দেশ। এই দেশে আআমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। খুব কষ্ট হয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০২২ রাত ৯:৫৭

সোবুজ বলেছেন: পরিবর্তনের কোন লক্ষন আপাতত দেখছি না।কোন প্রস্তুতিও চোখে পড়ছে না।প্রস্তুতি ছাড়া হঠাৎ যদি কোন পরিবর্তন হয় সেটা হবে জাতির জন্য অভিশাপ।আবার পিছিয়ে পড়বে দেশ।কিন্তু এক শ্রেনীর লোক সেটাই চায়।আপনি কি চান?

২২ শে মার্চ, ২০২২ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: ভিতরে ভিতরে মানুষ ফুসে উঠছে।

২| ২৩ শে মার্চ, ২০২২ রাত ২:১৯

সোবুজ বলেছেন: ফুসে উঠলে হবে না।সঠিক নেতৃত্ব চাই।নয়তো বাঘের মুখ থেকে সিংহের মুখে যেয়ে পড়বে।ফুসে উঠলে বিশ্রীংখলা হবে,বাজপাখী এসে ক্ষমতা নিয়ে নিবে।

২৩ শে মার্চ, ২০২২ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকদের পকিতির নিয়মেই অবসান হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.