নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আপনি কি শ্বশুর বাড়িতে খাতির যত্ন পান?

২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:১১



আপনি যদি একজন যোগ্য মানুষ হোন, সঠিক মানুষ হোন, একজন দায়িত্ববান মানুষ হোন, তাহলে আপনার শ্বশুরবাড়ি কাছে হলেও সম্মান পাবেন, দূরে হলেও সম্মান পাবেন।

আমার নিজের কথা একটু বলি-
আমি যদি শ্বশুরবাড়ি যাই, আমার শ্বশুর বাজারের ব্যাগ নিয়ে বাজারে ছোটেন। অথচ তিনি হয়তো একটু আগেই বাজার থেকে ফিরেছেন। তিনি বলেন- হ্যাঁ একটু আগে বাজারে গিয়েছি। কিন্তু সেটা জামাই বাজার না। আমি কোনো যৌতুক নিইনি। এমন কি একটা হাত ঘড়ি। গলার চেন কিচ্ছু না। আমার সব আছে। কোনো কিছুর অভাব নেই। এজন্য শ্বশুর বাড়ি গেলে সম্মান পাই। ভালোবাসা পাই। স্নেহ পাই। আর যদি আমি যৌতুক নিতাম, তাহলে শ্বশুর বাড়ি থেকে সম্মান বা খাতির কিছুই পেতাম না।

সবদিক দিয়ে আপনাকে এগিয়ে থাকতে হবে।
চাকরী বা ব্যবসা, লেখাপড়া, টাকা, আচারাচরন। আপনি যদি দিন আনাই, দিন খাই টাইপ মানুষ হোন তাহলে আপনি শ্বশুর বাড়িতে সম্মান পাবেন না। স্ত্রীকে সুখে রাখতে হবে। রানীর মতো করে রাখতে হবে। অনেক শাড়ি, গহনা কিনে দিতে হবে। দেশ বিদেশ ভ্রমন করাতে হবে। তাহলে আপনি শ্বশুর বাড়িতে খাতির পাবেন। আমি শ্বশুর বাড়ি বছরে ৩/৪ বারের বেশি যাই না। তাও কোনো না কোনো অনুষ্ঠানে। আমাকে একশ' বার করে ফোন দিয়ে আদর করে ডেকে নিয়ে যেতে হয়।

বিশেষ বিশেষ দিনে শ্বশুর বাড়িতে জামা কাপড় কিনে দিবেন।
আমের সিজনে ৫০ কেজি আম পাঠাবেন। লিচুর সিজনে ৫ শ' লিচু পাঠাবেন। এক ডজন বড় ইলিশ পাঠাবেন। শালা শালিকে শপিং এ নিয়ে যাবেন। এরকম কাজ সারা বছর জুড়েই করবেন। তাহলে শ্বশুর বাড়িতে খাতির পাবেন। আমি যা বললাম, এগুলো বাস্তব কথা। আবেগের কথা নয়। আপনার শ্বশুর বাড়ি যদি ধনীও হয় তারপরও এটা সেটা পাঠাবেন। কেউ আপনাকে এমনি এমনি খাতির যত্ন করবে না। আদর ভালোবাসা আদায় করে নিতে হয়।

খাতির এবং সম্মান এক জিনিস নয়।
খাতিরের চেয়ে সম্মান বড়। এজন্য বিয়ের সময় এক টাকাও নিবেন না যৌতূক। খাট, আলমারি, হাতঘড়ি, গলার চেন কিচ্ছু নিবেন না। নো নেভার। জোর করে দিলেও নিবেন না। সম্মানে ফিরিয়ে দিবেন। আপনি যদি পুরুষ হোন, তাহলে বাঘ এবং সিংহের মতো গর্জন করে বলবেন, যৌতুক কখনও না। নো নেভার। আর যদি আপনি বিড়াল হোন তাহলে মিউ মিউ করে সবকিছু ছোটলোকের মতো হাত পেতে নিবেন। এবং সারা জীবন শ্বশুর বাড়িতে মাথা নীচু করে থাকবেন। এবং স্ত্রীর কাছেও ছোট হয়ে থাকবেন। সমাজের কাছে ছোট হয়ে থাকবেন। নিজের বিবেকের কাছে ছোট হয়ে থাকবেন।

মন্তব্য ৫৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:১৭

জুল ভার্ন বলেছেন: বিলিভ ইট অর নট! আমি কোনো দিন শশুর বাড়ি যাইনি!

২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: হায় হায়---
কেন?

২| ২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৩

সোনাগাজী বলেছেন:



জুল ভার্ন বলেছেন: বিলিভ ইট অর নট! আমি কোনো দিন শশুর বাড়ি যাইনি!

-সত্য হিসেবে নেয়া সম্ভব, নাকি বউ নেই?

২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: উনার বউ, বাচ্চা, নাতী সবই আছে।

৩| ২৬ শে মার্চ, ২০২২ রাত ৯:৩৭

প্রতিদিন বাংলা বলেছেন: যৌতুক না নেয়া ,
দেনমোহর স্ত্রির কে (ডিপোজিট করে) দেয়া
যান্ত্রিকতার সাথে মৌসুমী উপহার পাঠানো

২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:০০

রাজীব নুর বলেছেন: দায়িত্ব যা থাকে তা পালন করতে হয়।

৪| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১০:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: সারমর্ম হচ্ছে - শ্বশুর বাড়িতে খাতির যত্ন পেতে আপনার মেলা মেলা টাকা থাকতে হবে!!!
আমার শ্বশুর বাড়ি হেঁটে যেতে আমার ৫ মিনিটের মতো লাগে, বড়জোড় ৭ মিনিট।
বেড়াতেতো খুব একটা যাওয়া হয়না, দরকার পরলেই যাই। যত্ন-টত্ন খুব একটা পাইনা। শ্বশুরের বাজারে দৈড়ানোরতো প্রশ্নই উঠে না। বাড়িতে রান্না করা ডাল-আলু ভর্তা যা থাকে তাতেই আমার চলে যায়।
যৌতুকতো এখনো নিচ্ছি!!! কয়েক মিনিট আগেই শ্বশুর মশাই মরজানের জন্য টুকটাক (ছোলা-ভেসন-খেজুর ইত্যাদি) বাজার করে দিয়ে গেলেন। যদিও প্রথম দিন কয়েক পরে আমরা ছোলা-বুট খুব একটা খাই না।
শ্বশুর বাড়িতে এতো এতো জিনিস পাঠানোর টাকা কৈ সবার!! তাই অল্প বা বিনা যত্নে আমাদের তৃপ্ত থাকতে হয়।

২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: আসলে প্রতিটা পরিবার আলাদা। একেক পরিবারের একেক নিয়মে চলে। যার যার অবস্থান থেকে চিন্তা না করলে অন্যরকম ঠেকে।

৫| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১০:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার পোস্ট পড়ে মনে হচ্ছে শ্বশুরবাড়িতে যত্নআত্মী খুব একটা পাব না।

২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:০২

রাজীব নুর বলেছেন: নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তুললে পাবেন।

৬| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১০:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাবলংগের বাজারে স্বাগতম।
কত দি পরে আসলেন?

জুল ভার্ন সম্ভবত বিয়েই করেনি
শ্বশুরবাড়ি পাবে কই? শ্বশুরবাড়িকি
আর দোকানে কিনতে পাওয়া যায়?

২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:০৭

রাজীব নুর বলেছেন: দেড় দুই মাস পর হবে। আমি হয়তো চাঁদগাজীর রেকর্ড ভাঙবো।

জুলভার্ন অবশ্যই বিয়ে করেছেন।

৭| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১০:৪০

সোবুজ বলেছেন: শশুর বাড়ী যাবার সময় বাজার করে নিয়ে যাবেন ।নয়তো বলবে ,এটা আবার কেমন জামাই।

২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: আমি পুরো বাজার উঠিয়ে নিয়ে যাই। এটা আমাদের বংশের ধারা।

৮| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৪

শায়মা বলেছেন: মেয়েদের শ্বশুরবাড়ির যত্নআত্মির খবর নিতে হবে। :)

২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: হ্যাঁ ভালো কথা বলেছেন।
বেশির ভাগ শ্বশুর বাড়ি এসে ক্যাচাল লাগায়। ৫১বর্তী পরিবার ভেঙ্গে খানখান করে দেয়। কিছু মেয়ে আত্মকেন্দ্রিক হয়। এরা সকলকে নিয়ে মিলেমিশে চলতে পারে না।

৯| ২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব, শশুর বাড়ি বরিশাল
তাই এত জামাই আদর পাচ্ছেন,
শশুর বাজার কিরার পরেও জামাই
দেখে জামাই বাজার করে। এটা
বরিশালের ঐতিহ্য। অন্য জেলায়
বিয়া করলে এত আদর পাওয়া
ভাগ্যে জুটতনা।

২৬ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----

১০| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:১১

শায়মা বলেছেন: মেয়েরা যাই হোক শ্বশুরবাড়ি তার সাথে কেমন যত্ন আত্তি করে সেসব শোনা গেলে ভালো হত।

২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: অন্য বাড়ির কথা না বলি। আমাদের বাড়ির কথা বলি-
আমাদের বাড়িতে চার টা বউ। সবাই রাজরানী হয়ে আছে। তারাই বাড়ির কর্তী। তাঁরা ভালো আছে। শান্তিতে আছে। আনন্দে আছে। আমাদের প্রতিবেশী আন্টিরা এসে অবাক হয়ে যায়।

১১| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:১৫

কবীর হুমায়ূন বলেছেন: শশুর বাড়ি মজার হাঁড়ি
বউ যদি রয় সুখে,
টাকা দিয়ে আদর কেনা
বলে কোন দুর্মুখে?

বউকে আগে ঠিক করে নাও
তবেই শশুর বাড়ি,
আস্তা মোরগ পড়বে পাতে
আদর কাড়িকাড়ি।

শশুর-শাশুড়ি না থাকলে, শশুর বাড়ি পানসে হয়ে যায়। শুভ কামনা রাজীব নুর।

২৭ শে মার্চ, ২০২২ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

১২| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১:১৩

শায়মা বলেছেন: সবাই এমনই বলে। মানে হাসব্যান্ডরা, দেবর ননদেরা। কাজেই কারো ভাষ্য চলবে না।
শুধু বউদের মুখ থেকেই শুনতে হবে।

এবং আড়ালে। কারণ নাইলে তো শ্বশুরবাড়ি বাস মাথায় উঠবে। :)

২৭ শে মার্চ, ২০২২ রাত ১:৩৭

রাজীব নুর বলেছেন: অযথাই প্যাচাচ্ছেন।
সত্যটা বিশ্বাস করতে আপনার কষ্ট হচ্ছে। আপনি আমাদের বাসায় আসুন। এসে নিজের চোখে দেখে যান। এবং পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করুণ।

আমাদের কোনো বোন নেই। শুধু আছে আমার মা। আমার মা একজন আধুনিক মানুষ। তার মধ্যে কোনো কুসংস্কার নেই। আমাদের বাসায় নাচ গানের আয়োজন করা হয়।

১৩| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১:৫৫

এইচ তালুকদার বলেছেন: শ্বশুরবাড়ীতে প্রতি মাসে অন্তত একবার যাই ,যেহেতু আমার স্ত্রী পড়াশোনার জন্য বাপের বাড়ীতেই থাকে বেশীরভাগ সময়,আমি গেলেই আমার শ্বশুর শাশুড়ি খাতির খাতির যত্ন করতে ব্যাস্ত হয়ে পড়ে ,আমার শ্বশুর আলাদা বাজার করতে ছুটে যান।যদিও তারা দুইজনেই চাকুরী করে তারপরেও কখনো অযত্ন হয়নি। এছাড়াও ঈদ কুরবানি এবং ম্যারিজ এনিভার্সারিতে শশুরবাড়ি থেকে গিফট পাই।যদিও আমার আপন বোন নেই তবে আমার কাজিন দের জামাই রা বেড়াতে এলে আমার বাবা মা ও একই রকম ব্যাস্ত হয়ে পড়ে।
(বিঃদ্রঃ আমিও শ্বশুর বাড়ী থেকে কিছুই নেই নি, আর আমার বাড়ির আম কাঠাল শ্বশুরবাড়ি প্রতি বছরই পাঠাই )

২৭ শে মার্চ, ২০২২ রাত ২:২৫

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

১৪| ২৭ শে মার্চ, ২০২২ ভোর ৪:৫৮

পাকাচুল বলেছেন: বিয়ের ২ বছরের মাঝে শ্বশুর শাশুড়ী দুইজনই বিগত হন, তাই শ্বশুর বলে কিছু নাই আমার।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৬

রাজীব নুর বলেছেন: আহারে----

১৫| ২৭ শে মার্চ, ২০২২ ভোর ৫:০৭

এপোলো বলেছেন: শ্বশুড়বাড়িতে যাইতে পারা একটা সৌভাগ্যের ব্যাপার। আর কোনখানে আদর-সমাদর না পেলেও শ্বশুড়বাড়িতে প্রত্যেকটা জামাই আলাদা খাতির পায়।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৭

রাজীব নুর বলেছেন: না সব জামাই খাতির পায় না। অনেকে অপমান অবহেলার শিকার হয়।

১৬| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৭:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনার সাথে পুরোপুরি সহমত নই। কোন কিছুর বিনিময় ছাড়াই সবাই চেষ্টা করে যার যার জামাইকে আদর আপ্যায়ন করার। যেখানে নিজের ছেলের মতো দেখে সেখানে তো অন্য কিছু বলা দুষ্কর।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: আমি বিনিময় এঁর কথা বলি নাই। বর্তমান সমাজ ব্যবস্থা এরকমই। সেটাই বলতে চেয়েছি।

১৭| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ ব্লগার জুল ভার্ন, বিয়ে না করলে শ্বশুরবাড়িতে যাবেন কি করে?

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: উনি বিয়ে করেছেন।

১৮| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:২৯

অধীতি বলেছেন: কি এক জিনিস শ্বশুরবাড়ি ;)

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: এখনও তো বিয়ে করেন নি। বিয়ে করুণ। তারপর নিজেই অনুভব করতে পারবেন।

১৯| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ৯:৫৯

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে জামাই আদর বলে কথা
যৌতুক আমাদের সমাজে প্রথা হয়ে দাঁড়িয়েছে
কোন কিছুতেই সরানো যাচ্ছে না------------------

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২০| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:০২

ইমরোজ৭৫ বলেছেন: ইসলাম ধর্মে যৌতুক নেয়া অবৈধ।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩১

রাজীব নুর বলেছেন: ইসলামের নিয়ম কেউ মানে না। মানুষ, রাষ্ট্র বা সমাজ । কেউ ইসলামের নিয়ম কানুন মানছে না।

২১| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৮

রানার ব্লগ বলেছেন: ধুস শালা শশুর বাড়িই যাবো না !!! এত্ত প্যারা কে নেয় ??? ওয়িটা করো সেইটা করো আরে ভাই বিয়া করছি গলায় লোহার চেইন পরি নাই । আমার নিজের বাড়িতে আমার কম আদর যত্ন হয় না যে শোশুর বাড়ি গিয়া ট্যাকা দিয়া নিতে হবে, এর থেকে ওই খরচে মালদিপ গিয়া বেড়িয়ে আসবো আদর আপ্যায়ন কম হবে না আশা করি ।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩২

রাজীব নুর বলেছেন: হা হা হা---
সামাজিকতা বলে একটা কথা আছে।

২২| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫০

জুল ভার্ন বলেছেন: লেখক বলেছেন: হায় হায়---
কেন?

সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ ব্লগার জুল ভার্ন, বিয়ে না করলে শ্বশুরবাড়িতে যাবেন কি করে?

উত্তরঃ আমার শশুর-শাশুরী ইন্তেকাল করেন আমার বিয়ের আগেই। তারপর আমার স্ত্রী তার বড় ভাইদের সাথে ঢাকায় বসবাস করেন। যেহেতু শশুর বাড়িতে নিকট আত্মীয় স্বজন কেউ থাকেননা তাই আমাদের বিয়ের পরও শশুর বাড়ি যাওয়া হয়নি।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ আপনাকে। স্যলুট।

২৩| ২৭ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫৯

বিটপি বলেছেন: আমিও কোনদিন শ্বশুর বাড়িতে যাইনি। আমার শ্বশুর শাশুড়ি জীবিত আছেন, কিন্তু জামাই হিসেবে আমাকে তাদের পছন্দ নয়, তাই সেই বাড়িতে আমি স্বাগত নই। আমার স্ত্রী ও সন্তানদের সাথে তাদের যোগাযোগ আছে। আমি উনাদের মেয়েকে সুখী ও সন্তুষ্ট রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু মন পাইনি। অবশ্য এ নিয়ে আমার কোন দুঃখ নেই। শান শওকত বংশ মর্যাদায় আমি কখনও তাদের ধারে কাছে যেতে পারবোনা। কিন্তু তাদের আদরের রত্নটি আমার ঘর আলো করে আমার দুঃখ কষ্ট শেয়ার করে আমার সাথে দীর্ঘ ৬ টি বছর কাটিয়েছে - আলহামদুলিল্লাহ। সেও চেষ্টার কমতি করেনি, কিন্তু উঁচুতলার মানুষদের মন মানসিকতাই আলাদা।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৪

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে সবচেয়ে সুন্দর মন্তব্য আপনি করলেন।

২৪| ২৭ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: সহমত। আমি নিয়মিত কিছু না কিছু পাঠাই। তবে খাতির যত্নের আশায় নয়। বছরে ওকেশানালি ২/৩ বার যাই। ভালোই খাতির যত্ন পাই।

২৭ শে মার্চ, ২০২২ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

২৫| ২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১৪

মরুর ধুলি বলেছেন: সামর্থ্য যাই হোক- সব শ্বশুর বাড়ীতেই জামাইরা আদর- সমাদর পেয়ে থাকে। ইচ্ছাকৃতভাবে কেউ এর ব্যতিক্রম করে না।

সব জামাইর উচিত নিজের সামর্থানুযায়ী শ্বশুড় বাড়ীরও দেখাশুনা করা-এতে আত্নীয়তার বন্ধন মজবুত থাকে, বড়দের প্রতি হক্বও আদায় হয়।
আমি যৌতুকের পক্ষে না- আসুন, যৌতুককে না বলি।

২৭ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫০

রাজীব নুর বলেছেন: সহমত।

২৬| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫০

নতুন বলেছেন: আমাকে একশ' বার করে ফোন দিয়ে আদর করে ডেকে নিয়ে যেতে হয়।

এতো বেশি অহংকার নিয়ে আপনি কিভাবে ভালো মানুষ হলেন? B-)) এই রকমের জামাইতো অল্প কিছু হইলেই গোস্বা কইরা বইসা থাকবো আর মোবাইলে মিস কল গুনতে থাকবে, ৯৯ টা মিসকল দেখার পরে ফোন রিসিভ করবে!!! =p~

টাকা পয়সা খরচা করলে অবশ্যই সব খানেই আদর পাবেন তবে সেটা মন থেকে নাও হতে পারে।

আপনি ভালো মানুষ হলে, সামর্থ অনুযায়ী ব্যবহার করলে অবশ্যই মানুষ আপনাকেও আদর করবে।

২৮ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: অহংকার না। এটা অহংকার না।
এটা আমাদের বংশের নিয়ম। আমার দাদাজান বলেছেন, শ্বশুর বাড়ি ঘন ঘন যাবা না।

সামু ছাড়া অন্য সব জাগাতেই মানুষ আমাকে পছন্দ করে।

২৭| ২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:০৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: অহংকার না। এটা অহংকার না।
এটা আমাদের বংশের নিয়ম। আমার দাদাজান বলেছেন, শ্বশুর বাড়ি ঘন ঘন যাবা না।

সামু ছাড়া অন্য সব জাগাতেই মানুষ আমাকে পছন্দ করে।


অবশ্যই ঘন ঘন শ্বশুর বাড়ী গেলে আদর কমই পাবেন।

কিন্তু ৯৯ বার তেল না দিলে জাবেন না এটাও কি দাদাজান বলে গেছেন? :-B

২৮ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: শুনুন কেউ বললেই তো আমি যখন তখন চলে যেতে পারি না।
আমার নিজের ইচ্ছা অনিচ্ছা আছে। আমি কারো বান্দা কারো ইচ্ছায় চলি না।

২৮| ২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: শুনুন কেউ বললেই তো আমি যখন তখন চলে যেতে পারি না।
আমার নিজের ইচ্ছা অনিচ্ছা আছে। আমি কারো বান্দা কারো ইচ্ছায় চলি না।


আপনার শশুর শাশুরী আপনার কাছে কেউ হয়ে গেলো?

আমি তো রাম শ্যাম যদু মদুর কথা বলছিনা। একজন মুরুব্বি আপনাকে ফোন করলো আপনি না ভাব নেবার জন্য নিষেধ করলেন /:)

২৯| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: আমার শ্বশুড়ি মারা গেছেন। আমি আমার শ্বাশুড়িকে দেখিনি।
এছাড়া সবাই আছেন। যেহেতু আমি জামাই মানুষ। এজন্য তাঁরা আমাকে সব কিছুতেই ডাকেন। পারিবারিক মিটিং গুলোতেও ডাকেন। কিন্তু আমি পাস কাটিয়ে যাই।

৩০| ০২ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:২১

নতুন বলেছেন: কিন্তু আমি পাস কাটিয়ে যাই।

পাশ পাটিয়ে যাইতে হইলে মিথ্যা বলতে হয়, আপনি কি মিথ্যা বলেন? :||

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৩৩

রাজীব নুর বলেছেন: না মিথ্যা বলি না। আবার সত্যও বলি না। মাঝামাঝি থাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.