নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আশা, আশাহত এবং স্বপ্ন

২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:০৩

ছবিঃ আমার তোলা।

আশা এবং স্বপ্ন কি এক জিনিস?
আমি আশা করি না। আমি স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে আমার ভালো লাগে। স্বপ্ন গুলো পূরন করতে অনেক অনেক সময় লাগবে। ততদিন আনন্দ নিয়ে সুন্দর ভাবে একটা আশা নিয়ে বাঁচা যায়। প্রতিটা মানুষই ভাবে- আমি এটা করবো, আমি ওটা করবো। এ গুলো তার আশা বা স্বপ্ন। দুঃখের বিষয় হচ্ছে বেশির ভাগ মানুষের আশা বা স্বপ্ন পূরন হয় না। সংসারের ঘানি টানতে টানতে জীবন পার হয়ে যায়। গত স্বপ্ন, কত আশা দীর্ঘশ্বাসের সাথে মাটিচাপা পড়ে যায়। কেউ তার খবর রাখে না।

আমার নিজের কথা বলি-
আমার আশা ছিলো ক্যাডেট কলেজে লেখাপড়া করবো। পূরন হয়নি। আমার আশা ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবো। পূরন হয়নি। আমার আশা ছিলো সরকারের কাছ থেকে একটা পাহাড় লিজ নিবো। সেখানে ঝুম চাষ করবো। পূরন হয়নি। আমার আশা ছিলো অতি দুর্গম এলাকায় একটা কাঠের দোতলা বাড়ি করবো। একা একা থাকবও। আলু সিদ্ধ খাবো আর চায়ের মগ হাতে নিয়ে বই পড়বো। সেই আশাও পূরন হয়নি। তবে মনে মনে বলি- দেরী হোক, যায়নি সময়। এটা আসলে নিজেকে নিজেই শ্বান্ত্বনা দেওয়া। এ কথা সত্য বয়স বাড়ার সাথে মানুষের আশা ও স্বপ্ন পরিবর্তন হতে থাকে। অসংখ্য বার আমার আশা গুলো, স্বপ্ন গুলো পরিবর্তন হয়েছে। তবে কি আশা, কিছু স্বপ্ন স্থির থেকে গেছে।

এখন আমি আর কোনো কিছু নিয়ে আশা করি না।
তবে স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে ভালো লাগে। আমার বেশ কিছু স্বপ্ন আছে। বিশাল এক লাইব্রেরী করবো। লাইব্রেরিটা এত বড় হবে যে, সবাই মুগ্ধ হয়ে যাবে। সারা দেশের মানুষ আমার লাইব্রেরির সুনাম করবে। হাজার হাজার মানুষ আমার লাইব্রেরী আসবে। বই পড়বে। বিশ্বসাহিত্য কেন্দ্রের চেয়ে আমার লাইব্রেরী বড় হবে। আবদুল্লাহ **আবু** সায়ীদ স্যার হা করে তাকিয়ে থাকবেন। লাইব্রেরী দেওয়ার উদ্দেশ্য মানুষ বই পড়বে। টাকা ইনকাম নয়। আমার লাইব্রেরী দেশ বিদেশের সব রকম বই পাওয়া যাবে। যারা বই পড়তে আসবেন, বই পড়া শেষে সেই বই নিয়ে আলোচনা করবে।

আমার দ্বিতীয় স্বপ্ন হলো- বিশাল একটা জায়গা কিনব। সেখানে গাছ লাগাবো। মন ভরে গাছ লাগাবো। অসংখ্য গাছপালা। ছোট একটা বাগান বাড়ি থাকবে। বিশাল একটা দীঘি থাকবে। থাকবে বাঁধানো ঘাট। যেন সেই বাঁধানো ঘাটে যে বসবে তার'ই শান্তি শান্তি লাগবে। আমার এই ঘাট, এই বাগান বাড়ি সকলের জন্য উন্মুক্ত থাকবে। মানুষ এসে বিশ্রাম নেবে। গাছপালা দেখে মুগ্ধ হবে। যারা এখানে বিশ্রাম নিতে আসবে তাদের বিনামুল্যে চা নাস্তা খাওয়ানো হবে। এখানে দেশের বুদ্ধিজীবিদের দাওয়াত করে নিয়ে আসব- তারা দেশের সমস্যা ও সমামধান নিয়ে আলচনা করবেন। তাদের বৈঠকের সঞ্চলক থাকব আমি।

আমার একটা গভীর গোপন নিষিদ্ধ ইচ্ছে আছে।
শুনেছি আমস্টারডাম শহরে লাইভ সেক্স করে। লোকজন টিকিট কেটে নারী পুরুষের সঙ্গম দেখে। সেটা নাকি দেখার মতো এক জিনিস। একটা শিল্প। শরীরের খেলা। আবেদন, নিবেদন। রহস্য, রোমাঞ্চ। সামনাসামনি এটা দেখার আমার খুব শখ। দুজন নারী পুরুষ আদিম খেলায় মাতে। হাজার খানিক মানুষ মুগ্ধ হয়ে দেখে। নারী পুরুষ দর্শকদের দিকে একবারও ফিরে তাকায় না। তাঁরা তাদের খেলায় মেতে থাকে। দর্শক শারীরিক সৌর্ন্দয, আদিম খেলা মুগ্ধ হয়ে উপভোগ করে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: স্বপ্ন পুরন এমনি এমনি খব একটা হয় না। তারজন্য চেষ্টা করতে হয়, তোরজোড় করতে হয়।
আপনার প্রথম দুটি সবপ্ন পুরণের জন্য এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নিয়েছেন?
কয় হাজার বই আপনি এখন পর্যন্ত সংগ্রহ করেছেন?
কতটুকু জমি কিনেছেন? কোথায় কিনেছেন? কতগুলি গাছপালা লাগিয়েছেন?

২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: ভাইসাহেব, আমি একজন পরিশ্রমী মানুষ। তিন জনের কাজ আমি একা করতে পারি। লোক দেখানো তোড়জোর আমার পছন্দ না। আমি কাজ করি বেশি। কথা বলি কম।

বই সংগ্রহ করা কোনো বিষয় না। ফোন করে বললে বাসায় এসে বই দিয়ে যাবে।
মিরপুর বেড়ি বাঁধের কাছে দশ কাঠা জমি আছে । অবশ্য এখনও বাইন্ডারি দেওয়া হয়নি।

২| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কর্মদক্ষতা সম্পর্কে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।
যেদিন আপনার লাইব্রেরী আর বাগান বাড়ি তৈরি হবে সেদিন গিয়ে দেখে আসবো।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: আপনাকে বিশেষ অতিথি করে নিয়ে যাবো।

৩| ২৭ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৬

গরল বলেছেন: অভিনন্দন প্রথম পাতায় ফিরে আসার জন্য, আপনার একটা ইচ্ছার সাথে আমার ইচ্ছাও মিলে গেছে কিন্তু বলব না কোনটা। ভালো থাকবেন।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---
এখন থেকে বুঝে ব্লগিং করবো। যেন আবার জেনারেল হতে না হয়।

৪| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:১১

সোবুজ বলেছেন: ইচ্ছা পুরণ হয়ে গেলে কোন আনন্দ নাই।স্বপ্ন হয়ে থাকুক তাতেই আনন্দ।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: আমার স্বপ্নের লাইন লম্বা। একটা স্বপ্ন পূরন হলে নতুন আরো সাত টা স্বপ্ন চলে আসে।

৫| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাকে দাওয়াত দিয়েন।

২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: হ্যাঁ অবশ্যই।

ব্লগ টিম ছাড়া, পছন্দের ব্লগারদের অবশ্যই দাওয়াত দিবো।

৬| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১২:৫৪

প্রতিদিন বাংলা বলেছেন: আশা আর স্বপ্ন সবারই থাকে এর সাথে চেষ্টাটা সমশক্তিমান হলে
পুরুন না হবার কারণ নেই। সময় আছে হয়ে যাবে [(ইনশাআল্লাহ ) শব্দটি আমার নিজের জন্য ] ১০ কাঠা জমিতে বাড়ি,গাছ,লাইব্রেরি হবে ,পুকুর হবে না সম্ভবত।
নিষিদ্ধ ইচ্ছা,নিষিদ্ধ নয়, আইনি ভাবে আধুনিকদের জন্য। যখন তখন পূরণ করা যায়, প্রোয়োজনে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারেন।তবে অতিআধুনিকতা এখানে চুপসে যাবে ,যখন নিজের পরিচয় প্রকাশ পাবে।
ধর্মতো আপনার বাধা নয় তবে ,সহজ ইচ্ছাটাই পূরণ করতে অপারগ ,কতইনা অসহায় আপনি

২৮ শে মার্চ, ২০২২ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: দশ কাঠায় শুধ গাছ লাগাবো আর পুকুর করবো। লাইব্রেরী অন্য কোথাও করবো।

৭| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি চাইলেই বাগান বাড়ি করার ইচ্ছাটা পূরণ হবে। শুধু ইচ্ছে প্রকাশ করুন।

২৮ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: আমি সুন্দর একটা সময়ের অপেক্ষায় আছি।

৮| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ৯:২১

কবিতা ক্থ্য বলেছেন: আপনার কন্যা কেমন আছে।

২৮ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: কন্যা ভালো আছে। তবে ছোট ছোট দূর্ঘনা রোজ ঘটছে।

৯| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১০:২৯

আলমগীর সরকার লিটন বলেছেন: কিছু কিছু স্বপ্ন আছে এমনি পুরন হয় তেমনী আশাও ভাল থাকবেন রাজীব দা

২৮ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১০| ২৮ শে মার্চ, ২০২২ সকাল ১১:০০

নতুন বলেছেন: সবই সম্ভব কাজ শুরু করে দিন তবেই পারবেন।

নেদারল্যান্ডের ভিসা ফি খুব বেশি না মাত্র ৯৫ ডলার,।

২৮ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: টাকা পয়সা কোনো সমস্যা না। আমি টাকা কে হাতের ময়লা মনে করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.