নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

বাড়িতেই নিজে নিজে পরিষ্কার ঝকঝকে করে গাড়ি ধোওয়ার সবচেয়ে দ্রুত এবং সহজ উপায় কী?

২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:১৭

ছবিঃ আমার তোলা।।

মঞ্জরী। আপনার নামটা ভীষন সুন্দর।
আপনার নামের অর্থ বোধহয়- *উপযুক্ত, আধুনিক, আনন্দদায়ক, মনোযোগী, উদার, সক্রিয়, বন্ধুত্বপূর্ণ, ভাগ্যবান। এক নামের কত গুলো অর্থ দেখেছেন! কে রেখেছেন আপনার নামটি? আমি যখন আপনার প্রশ্নের উত্তর লিখতে বসেছি, তখন হঠাৎ মা চলে এলো। মাকে বললাম, মঞ্জরী নামের অর্থ কি? মা বলল, মঞ্জরী নামের অর্থ কিশলয়যুক্ত কচি ডাল। আপনিই বলুন তো আপনার নামের অর্থ কি? ঝামেলা চুকে যাক।

সন্ধ্যা থেকে হঠাত মাথা ব্যথা শুরু হয়েছে।
এখন রাত দশটা পঁয়তাল্লিশ। তবু ব্যথা কমে নি। আমার ধারনা রাত ১২ টা, একটার আগে কমবে না। কোনো ওষুধ ইচ্ছা করেই খাই নি। জানেন ওষুধ খেতে ইচ্ছা করে না। গতকাল সন্ধ্যার পর হাঁটতে বের হয়েছিলাম প্রতিদিনকার মতো। হঠাত শুরু হলো দমকা বাতাস। বাতাসে ধুলো উড়ে আমার চোখে এসে পড়লো। ধুলো কমতে না কমতেই শুরু হলো বৃষ্টি। ভিজে ভিজে বাসায় ফিরলাম। বৃষ্টির পানি গায়েই শুকালাম। তখন শুরু হলো মাথা ব্যথা। রাত একটা পর্যন্ত মাথা ব্যথা ছিলো।

মাথা ব্যথা নিয়েই আপনাকে লিখতে বসলাম।
কি লিখছি, আমি নিজেও জানি না। তবে এতটুকু নিশ্চিত শেষমেষ একটা কিছু দাঁড়াবে। সন্ধ্যায় কড়া করে এক কাপ চা খেয়েছি। চা ভাবী বানিয়ে দিয়েছেন। বলেছেন, এক চুমুকেই দেখবে মাথা ব্যথা সেরে গেছে। পুরো কাপ চা শেষ করলাম, কিন্তু মাথা ব্যথা কমেনি। ভাবী জিজ্ঞেস করলেন, ব্যথা কমেছে? আমি একটু হেসে মিথ্যা করে বললাম, ম্যাজিক। ব্যথা কমে গেছে। ছোট একটা মিথ্যা বললাম, অথচ ভাবী কত খুশি হয়ে গেলেন। মানুষকে খুশি করার জন্য এরকম হাজার হাজার মিথ্যা বলতে আমি রাজী। হোক পাপ। পরকালে শাস্তি ভোগ করবো।

গাড়ি প্রসঙ্গে আসি।
আমি কোনোদিন গাড়ি ধুইনি। গাড়ি কিভাবে পরিস্কার করে- আমি জানি না। জানার চেষ্টাও করিনি। তবে আমাকে যদি বলা হয় গাড়ি পরিস্কার করো। সেটা নিশ্চয়ই পারবো। খুব কঠিন কিছু না। আমি গাড়ি চালাতে পারি না। আব্বা কোনোদিন আমাকে গাড়ি চালানো শিখতে দেয়নি। কেন দেয়নি কে জানে! কারনটা না বলেই আব্বা করোনাতে মরে গেলো! আমাদের গাড়ি ড্রাইভার চালায়। ড্রাইভারের নাম হাশেদুল। বাড়ি গাইবান্ধা। হাশেদুল বিয়ে করেছে। তার এক ছেলে। ছেলের নামটা জানি না। আমি কোথাও গেলে হাশেদুলকে প্রতিবার একশ' টাকা দেই। হাশেদুল টাকা পকেটে রাখে। কিন্তু বুঝি না সে খুশি হলো কিনা। আরেকদিন দুই শ' টাকা দিয়ে দেখব- তাঁরা মুখের ভাবভঙ্গি।

আমাদের গাড়ি ড্রাইভার হাশেদুল পরিস্কার করে।
তাকে ডিটারজেন্ট, গামছা, বালতিসহ ইত্যাদি দেওয়া হয়। গাড়ি খুব বেশি ময়লা হয়ে গেলে গ্যারেজ থেকে পরিস্কার করে আনা হয়। আপনি গাড়ি পরিস্কারের ঝামেলায় যাবেন না। ঝক্কি ঝামেলা কম নয়। নিজের গাড়ি নিজে চালানো ভালো। কিন্তু নিজে পরিস্কার করা ভালো নয়। আর যদি আপনার খুব ইচ্ছা করে নিজের গাড়ি নিজে পরিস্কার করবেন- তাহলে ইউটিউব থেকে শিখে নিতে পারেন। আর যদি ইউটিউব থেকে শিখতে না ইচ্ছে করে তাহলে- আপনি যেভাবে স্নান করেন। নিজেকে পরিস্কার করেন। পবিত্র করেন। সেভাবেই গাড়ি পরিস্কার করবেন।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০২২ রাত ১১:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমাকে আপনার গাড়িটি একবার চড়তে দিবেন, প্লিজ?

২৯ শে মার্চ, ২০২২ রাত ৩:১৫

রাজীব নুর বলেছেন: হা হা হা----
ধনীরা এভাবেই মজা করে থাকেন।

২| ২৯ শে মার্চ, ২০২২ রাত ২:৩৯

জি এইস মেহেদী বলেছেন: আমি রাজীব নুর, চাঁদ গাজী, সত্যপথিক শাইয়্যান এর সাথে দেখা করতে চাই --- আপনাদের জন্য চা কফি রাতের ভোজন সহ যত আড্ডা সব ফ্রী,, আড্ডা হবে গল্প হবে তর্ক হবে তারপর বিদায় নিবো +++++ রাজি থাকলে আমার মেইল +++ [email protected]
যোগাযোগ করুন ++++

২৯ শে মার্চ, ২০২২ রাত ৩:১৬

রাজীব নুর বলেছেন: আপনারা তিনজন রাজী থাকলে আমার কোনো আপত্তি নেই।
তিনজন যেদিকে আমিও সেদিকে।

৩| ২৯ শে মার্চ, ২০২২ রাত ২:৪১

সোনাগাজী বলেছেন:


@জি এইস মেহেদী ,

আপনি দেশে আছেন?

৪| ২৯ শে মার্চ, ২০২২ রাত ৩:৫৭

অধীতি বলেছেন: মঞ্জরি রহস্যই থেকে গেলো।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: মঞ্জরী একজন রক্ত মাংসের মানুষ। তার আবেগ আছে। ভালোবাসা আছে।

৫| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ মজা করে লেখেছেন রাজীব দা ভাল থাকবেন

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।

৬| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:০৮

সোবুজ বলেছেন: এখানে গাড়ী ধোয়া খুঁত সহজ।আপনি গাড়িতেই বসে থাকবেন।একটা ঘরের ভিতর গাড়ী ডুকবে,কিছুক্ষন পর অন্যদিক দিয়ে বের হয়ে আসবে।গাড়ী নতুনের মত পরিস্কার।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ তো কানাডা না।

৭| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৭

জুল ভার্ন বলেছেন: খুব মজা করে সঠিক কথা লিখছো!

আমাদের একটা গাড়ি। ড্রাইভার নাই কয়েক বছর যাবত। আমরা পরিবারের পাঁচজন, যখন যার প্রয়োজন ড্রাইভ করি। সম্মিলিত ভাবে দায়িত্বটা দুই ছেলেই বেশী পালন করে।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: একটা গাড়ির পেছনে প্রতি মাসে ৩০ হাজার টাকা খরচ আছে।

৮| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ১১:৪৯

আমি ব্লগার হইছি! বলেছেন: গাড়ি পরিস্কার করা খুব সহজ ভাই। আমি অল্প সময়ে পরিস্কার করতে পারি।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: টেকনিকটা কি বলেন তো। শিখে রাখি।

৯| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:৪৫

আমি ব্লগার হইছি! বলেছেন: হাই প্রেশার ওয়াটার পাম্প কিনবেন। খুব বেশী দাম না।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: ওকে।
ধন্যবাদ।

১০| ২৯ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৮

আমি ব্লগার হইছি! বলেছেন: আর ড্রাইভিং ও তেমন কঠিন কিছু না। আপনি একটু কষ্ট করে ড্রাইভিংটা শিখে ফেলেন। কখন কোনকাজে দরকার হয় বলা যায় না। সব সময় ড্রাইভারের উপর নির্ভর করে থাকাটা ঠিক হবে না।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: আপনি আমাকে সেখাবেন ড্রাইভিং?

১১| ৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১২:১৯

আমি ব্লগার হইছি! বলেছেন: রাজীব ভাই, আপনাকে ড্রাইভিং শিখাতে পারলে আমার খুব ই ভালো লাগতো। কিন্তু আমার বাসা আপনার থেকে বেশ দূরে মিরপুরে। তাই এই সুযোগ থেকে বঞ্চিত হলাম। তবে সময় সুযোগ হলে একসাথে ড্রাইভিং করতে পারি।

৩০ শে মার্চ, ২০২২ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: ওকে। সমস্যা নেই। কোনো একদিন একসাথে লম্বা ড্রাইভে যাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.