নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আপনার সামনে কেউ কান্না করলে কি করবেন?

২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:৩৭

ছবিঃ গুগল।

মনে করুন, একটা মেয়ে পার্কে বসে কাঁদছে।
একাএকা। তার পাশে কেউ নেই। মেয়েটা হাউমাউ বা চিৎকার করে কাঁদছে না। কাঁদছে নীরবে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দৃশ্য টা খুবই করুণ। আমি মেয়েটার কাছে যাবো। তাকে রুমাল বা টিস্যু দিবো। বলব, আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? প্লীজ আপনি কান্না করবেন না। আপনার কান্না দেখে আমার ভীষন খারাপ লাগছে। সমস্যা না থাকলে আমাকে বলুন আপনি কেন কাঁদছেন? আমার সামনে বসে একটি মেয়ে কাঁদবে তা আমি হতে দিতে পারি না। নো নেভার।

মেয়েটা তখন নিশ্চয়ই কিছু বলবে।
হয়তো বলবে আপনি আপনার কাজে যান। বিরক্ত করবেন না। অথবা বলবে, আমার খুশি আমি কাদছি, আপনার কি? তখন বলব, প্লীজ কান্না থামান। আমাকে বলুন কি হয়েছে? ক্ষুধা পেয়েছে? বার্গার আর কোক খাবেন? অথবা বিরানী? মেয়েটা তখন হেসে ফেলবে। তখন আমি বলব, কান্না করলে কিন্তু আপনাকে সুন্দর দেখায়। আপনার হাসি যেমন সুন্দর, আপনার কান্নাও তেমন সুন্দর। দুনিয়াতে কেউ সখ করে কান্না করে না। নিশ্চয়ই সে কোনো কারণে দুঃখী হয়েছে। একজন মানুষ হিসেবে আরেকজন দুঃখী মানুষের কষ্ট লাঘগবের চেষ্টা করা উচিৎ। আমার সামনে রাস্তার একটা ভিক্ষুকও কান্না করলে আমি তার কাছে যাই। তার কান্না থামানোর ব্যবস্থা করি। প্রতিটা মানবিক মানুষ তাই করবে।

আবার অনেক সময় একটা মেয়ে কান্না করলেই সামনে যেতে হয় না।
কারন, সেটা কান্না নয় একটা ফাঁদ। ফাঁদে পা দিয়েছেন তো আপনার মোবাইল, মানিব্যাগ সব যাবে। এজন্য আগে বুঝতে হবে কোনটা আসল কান্না, কোনটা নকল কান্না। একটা ঘটনা বলি- একবার ঈদের দিন সন্ধ্যায়। বেলী রোডে। আমি দাঁড়িয়ে আছি। একটা অপূর্ব সুন্দরী মেয়েকে দেখলাম। রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে। রাস্তার ল্যাম্প পোষ্টের আলোয় মেয়েটার চোখের পানি চকমক করছিলো। কিছু মানুষের কান্নাও অনেক সুন্দর হয়। সেই কান্না একদম হৃদয় স্পর্শ করে। হৃদয় তলপার করে দেয়।

আমার এখনও মনে আছে-
মেয়েটা সেদিন অফ হোয়াইট শাড়ি পড়েছিলো। শাড়িটা খুব যত্ন নিয়ে পড়েছিলো। শাড়ির কুচি গুলো দেখলেই সেটা বুঝতে পেরেছিলাম। দুই হাত ভরতি কাঁচের চুড়ি পরা ছিলো। কপালে টিপ ছিলো। মুখখানা ভারী মিষ্টি। আমার খুব খারাপ লাগলো- ঈদের দিন একটা মেয়ে কাঁদছে। আমি মেয়েটার কাছে গেলাম। কথা বললাম। তারপর মেয়েটার সাথে আমার খুব ভাব হয়ে গেলো। বললে হয়তো বিশ্বাস করবেন না- মেয়েটার সাথে আমার এখনও যোগাযোগ আছে। বছরে আমরা একবার দেখা করি, ঈদের দিন। সেই বেলী রোডে। দুজন দুজকে কথা দিয়েছি- আমৃত্যু আমরা দেখা করে যাবো। বছরে মাত্র একটা দিন।

মানুষের কান্না আমি সহ্য করতে পারি না।
হোক সে কোনো মেয়ে বা ছেলে। পুরুষ মানুষ সাধারণত কম কান্না করে। মেয়েরাই বেশি কান্না করে। এক জীবনে মেয়েদের কারনে অকারনে অসংখ্য বার কাঁদতে হয়। তবে যেসব পুরুষ মেয়েদের কাঁদায়, তাঁরা পাষান। তাঁরা মন্দ লোক। মেয়েদের খুব যত্নে রাখতে হয়। ভালোবাসতে হয়। হোক সে আপনার স্ত্রী, হোক সে আপনার বোন, হোক সে আপনার কন্যা। হোক সে আপনার মা। কথায় আছে- পুরুষ যেন মেয়েদের না কাদায়, স্বয়ং ইশ্বর রাখেন তাদের চোখের জলের হিসাব।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মেয়েটা তখন নিশ্চয়ই কিছু বলবে।
এবং এখান থেকে শুরু হবে বাটারফ্লাই এ্যফেক্ট।
তার এক একটা বক্তব্যের কারণে ঘটনাপ্রবাহ ভিন্ন ভিন্ন হয়ে যাবে।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: আপনি বুদ্ধিমান মানুষ।

২| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ১০:৫২

কবীর হুমায়ূন বলেছেন: সুন্দর করে গুছিয়ে লিখেছেন। ভালো লাগলো। কিন্তু, মেয়েদের কান্নার মাহাত্ম্য বোঝা দায়। তারা বেদনায় কাঁদে। খুশিতেও কাঁদে। ফাঁদে ফেলতেও কাঁদে। কান্না তাদের অস্ত্র। কান্না তাদের তীর। তাদের কান্নার ফাঁদে পড়লে জীবন অস্থির। এতো সুন্দর ছবিটা কার। তার কান্না থামাতে ইচ্ছে জাগছে!!! শুভ কামনা রাজীর নুর।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০২

রাজীব নুর বলেছেন: পুরুষের দায়িত্ব নারী কান্না থামানো।

৩| ২৯ শে মার্চ, ২০২২ সকাল ১১:১৯

জুল ভার্ন বলেছেন: যারা কান্না করে-তাদের কষ্ট লাঘব হয় চোখের পানিতে। কিন্তু যারা কান্না করতে পারেনা-তাদের কষ্ট কোনো কিছুতেই লাঘব হয়না।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: কান্না দিয়ে কষ্ট লাঘব করার দরকার নাই। নারী যেন না কাঁদে সেই ব্যবস্থা করতে হবে।

৪| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১২:২৮

শূন্য সারমর্ম বলেছেন:

মেয়েটা কান্না করলে কিছু দূরে দাড়িয়ে দেখবো মেয়েটা খেয়াল করে কিনা ;যদি করে ও আই কন্টাক্ট হয়, তাহলে কাছে গিয়ে কথা বলবো।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: ওকে।

৫| ২৯ শে মার্চ, ২০২২ দুপুর ১২:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: সেদিন বাসে উঠেছি। বসেছি এক মেয়ের পাশে। হঠাৎ মেয়েটা বলল, আমাকে নেট কিনে দেন।
ওর মোবাইল নিয়ে নেট কিনতে যাব দেখি ব্যালেন্স নেই। মেয়েটা বলল, অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। নেট দরকার।
নিজের বিকাশ থেকে ব্যালেন্স করে নেট কিনে দিলাম। মেয়েটা বলল, নাম্বারটা দিয়ে যান। আপনার টাকা বিকাশ করে দেব। একদিন কেটে গেল। টাকা এল না। মেসেজ দিলাম। মেয়েটা চিনতে পারল না। পরিচয় দেওয়ার পর বলল, ভুলে গেছিলাম।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: মেয়েদের পাশে বসবেন না।
অসহায় মেয়ে মনে করে মেয়েদের সাহায্য করা বন্ধ করে দেন।

৬| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:১১

ঋণাত্মক শূণ্য বলেছেন: পার্ক বেঞ্চে ক্রন্দনরত মহিলা, আর খুধার্থ বাঘীনির মধ্যে কোন তফাৎ নাইক্কা! প্রয়োজনে দুইজনেই আপনাকে কাছে টানিয়া লইবো। প্রয়োজন মিটিলে আপনার উচ্ছিষ্টাংশ ফেলিয়া চলিয়া যাইবো।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: বুঝিতে পারিলাম না আপনার মন্তব্যখানি।

৭| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেউ কান্না করলে তাকে কান্না করতে দিন। হালকা হতে দিন।

২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: কান্না করে হালকা হওয়া কথা লজিক বিহীন।
মানুষ তো শখ করে কান্না করে না। নিশ্চয়ই কোনো কারনে কষ্ট পেয়ে কাঁদছে। তাই একজন মানবিক মানুষের উচিৎ তার কষ্ট দূর করে দেওয়া।

৮| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আচ্ছা যদি দেখেন যে কোন পুরুষ
মানুষ একা একা কাঁদছে তখন
আপনি কি করবেন। দরদ কি শুধু
মেয়েদের জন্য।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:০২

রাজীব নুর বলেছেন: না সবার জন্য।
পোষ্টে সে কথা উল্লেখ করেছি।

৯| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: যে যুগ আসছে সহানুভূতি দেখাতে গেলে নিশ্চত মনে করবে ফ্লার্ট করতে আসছে।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: আসলেই।
এযুগে কাউকে সাহায্য করাও বিপদ।

১০| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৪:৫৭

সোনাগাজী বলেছেন:


বাংলার মেয়েরা আফ্রিকার মেয়েদের মতো অসহায়।

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:০৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে মেয়েরা বেশ উন্নতি করেছে।
তবে দরিদ্র ঘরের মেয়েরা সবচেয়ে বেশি অসহায়।

১১| ২৯ শে মার্চ, ২০২২ বিকাল ৫:১৭

দূরের যাত্রী বলেছেন: নিজে লিখেছেন নাকি কোথাও থেকে ঝেড়ে দিয়েছেন?

২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: মানসিকতা উন্নত করুণ।

১২| ২৯ শে মার্চ, ২০২২ রাত ১০:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

'ঘেউ ঘেউ করা সব কুকুরকে
ঢিল মারতে যাওয়া বোকামী'

Winston Churchill

৩০ শে মার্চ, ২০২২ রাত ১:১৮

রাজীব নুর বলেছেন: কুকুর ঘেউ ঘেউ করবেই।
আমি ঢিল মারি না, ক্ষমা করে দেই।

১৩| ৩০ শে মার্চ, ২০২২ বিকাল ৩:৫২

শামছুল ইসলাম বলেছেন: যে কেউ কান্না করলেই খারাপ লাগে।
কান্নার কারণ উপশমের চেষ্টা করা মানবিক।

তবে মেয়েদের কান্নায় গলে গিয়ে অনক সময় বিপদ হতে পারে।

১৪| ৩০ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.