নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আমাদের প্রেমের দিনগুলি

৩১ শে মার্চ, ২০২২ রাত ২:৩৫

ছবিঃ আমার তোলা।

হ্যাঁ প্রেম করেছি। অস্থির প্রেম করেছি।
তবে আমাদের প্রেম এ যুগের ছেলেমেয়েদের মতোন ছিলো না। আমাদের প্রেমে গভীরতা ছিলো। স্বচ্ছতা ছিলো, সততা ছিলো। সৌন্দর্য ছিলো। লোভ ছিলো না। কামাতুর ভাব ছিলো না। আমরা দুজনকে দুজন কখনও মুখে বলতাম না 'ভালোবাসি'। কিন্তু একজন আর একজনের ভালোবাসাটা অনুভব করতে পারতাম। অনুভবের মাত্রাটা গভীর ছিলো। আসলে ভালোবাসার কথাটা বারবার বলতে হয় না। ভালোবাসা হলো অনুভব করার বিষয়।যাদের ভালোবাসায় গভীরতা নেই, তারাই বারবার ভালোবাসার কথা মুখে বলে।

মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় প্রেমের সময়।
সুরভি যখন আমার পাশে থাকতো নিজেকে মিশরের সম্রাট বলে মনে হতো। তবে আমরা ফাস্ট ফুডের দোকানে প্রেম করি নাই। প্রেমিক প্রেমিকারা সাধারনত নিরিবিলি জায়গা খুঁজে। কিন্তু আমরা যেতাম ভিড়ের মধ্যে। আমি দুষ্ট প্রেমিকের মতো হাত ধরার সুযোগ খুজতাম না। রিকশায় বসে কোমরে হাত রাখার জন্য আকুলি বিকুলি করতাম না। আমাদের প্রেম ছিলো সহজ সরল সুন্দর পবিত্র। সুরভি দারুন রান্না জানে। সে আমার জন্য নানান রকম খাবার রান্না করে নিয়ে আসতো। আমরা যেতাম জেনিভা ক্যাম্পে। সুরভি লুচি, কাবাব, চাপ খেত। আর আমি সুরভির হাতের রান্না খেতাম। আহ সেই দিন গুলোর কথা এখনও মনে পড়লে ভালো লাগে। আনন্দ হয়।

আমরা যেতাম বৃক্ষ মেলা।
আমরা যেতাম বইমেলায়। আমরা যেতাম বানিজ্য মেলায়। আমরা যেতাম পিঠা উৎসবে। আমরা যেতাম টিএসসি বা চারুকলায় কোনো অনুষ্ঠানে। আমরা যেতাম নিউমার্কেট। আমরা যেতাম কম্পিউটার গার্ডেন সিটি। আমরা যেতাম নীলক্ষেত পুরোনো বইয়ের দোকানে। কোনো দিনও আমরা নিরিবিলি জায়গা খুজতাম না। প্রেম করার সময় আমার মাথায় একটা মুহুর্তের জন্য বাজে চিন্তা আসেনি। তবে আমরা রিকশায় করে খুব ঘুরতাম। আমাদের প্রিয় রাস্তাটা ছিলো মিরপুরের বেড়িবাধ। তূরাগ নদীর পার দিয়ে যেতে কি যে ভালো লাগতো। বাচ্চাদের মতো চকবারর খেতে খেতে আমরা যেতাম। আমাদের একটা পরিচিত রিকশাচালক ছিলো। ফোন দিলেই চলে আসতো।

অন্যসব প্রেমিক প্রেমিকার মতো আমরা ঝগড়া করতাম না।
আমাদের কথাকাটি হতো না। তবে বৃহস্পতিবার আমরা অনেক রাত পর্যন্ত কথা বলতাম। সুরভিকে কবিতা আবৃত্তি করে শুনাতাম আমি। সুরভি আমাকে গান শোনাতো। কথা বলতে বলতে একসময় আমরা ঘুমিয়ে যেতাম। দুই তিনবার আমরা একসাথে ঢাকার বাইরে গিয়েছিলাম। একবার গেলাম বরিশাল, একবার গেলাম নোয়াখালি। আর একবার নিয়ে গেলাম আমাদের গ্রামের বাড়ি। বরিশাল গেলাম কীর্তন খোলা লঞ্চে করে। শীতের সময়। সেবার অনেকে মিলে একসাথে গিয়েছিলাম। নোয়াখালি গেলাম সুরভির বোনের শ্বশুর বাড়ি। আর বিক্রমপুর গেলাম- আমার সব বন্ধুবান্ধব মিলে। সম্ভবত কোনো বিয়ের অনুষ্ঠানে।

সুরভিকে একদিন আমাদের বাসায় নিয়ে এলাম।
সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। প্রথম দেখাতেই মা তার গলার চেন খুলে সুরভিকে পরিয়ে দিয়েছিলো। আর আব্বা বলেছিলো- এক কাপ চা বানাও। সুরভি চা বানালো। আব্বা চা খেয়ে মুগ্ধ! আব্বা সেদিন সুরভিকে বলেছিলো- তোমার হাতের চা অসাধারণ। আমি যদি সম্রাট হতাম তাহলে তোমাকে আমার সাম্রাজ্য লিখে দিতাম। যাই হোক, আমার পকেটে কত টাকা আছে, আমি জানি না। সবটাই তোমাকে দিয়ে দিলাম। পরে আমি সুরভিকে জিজ্ঞেস করেছিলাম, কত টাকা ছিলো? সুরভি বলল- এগারো হাজার সাত শ' টাকা।

সুরভিকে আমি খুব চমকে দিতাম।
একবার রাত তিনটায় সুরভিকে ফোন করে বললাম, ব্যলকনিতে আসো। সুরভি ব্যলকনিতে এসে দেখে আমি দাঁড়িয়ে আছি। আমাকে দেখে সুরভি ভয়ানক চমকে গিয়েছিলো। একবার দুপুর দুইটায় আমি সুরভিদের বাসায় গিয়ে হাজির। বললাম, ভাত খেতে এসেছি। তখন বাসায় কেউ ছিলো না। আমি টেবিলে ভাত খেতে বসেছি, ঠিক তখন সুরভি বাবা এসে হাজির! একবার সুরভি তার পরিবারের সাথে কক্সবাজার গেছে। সুরভিরা যে হোটেলে উঠেছে, সেই হোটেলে আমি আগে পৌঁছে যাই। আমাকে দেখে সুরভি ভীষন অবাক। চমকে দেওয়ার অভ্যাসটা আমার এখনও আছে। নানান রকম কর্মকান্ড করে সুরভিকে চমকে দেই। সুরভি বলে, একদিন তুমি আমাকে চমকে দিয়েই মেরেই ফেলবে। আমি তোমার চমকের জন্য প্রস্তুত নই। ব্যাপার বুঝ। প্লীজ।

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২২ রাত ৩:১১

সোনাগাজী বলেছেন:



গ্রামে আপনার শ্বশুর বাড়ীতে যান? গ্রামটি উন্নত?

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: না সুরভিদের গ্রামের বাড়ি যাওয়া হয় না। অনেক দূর।
তবে শুনেছি ওদের গ্রাম উন্নত। এবং ওদের ওখানে লেখাপড়াকে খুব গুরুত্ব দেওয়া হয়।

২| ৩১ শে মার্চ, ২০২২ ভোর ৪:১১

সোবুজ বলেছেন: বিয়ের আগে কি সুন্দর দিন কাটাতেন।এখন কেমন কাটছে।

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: এখন আরো ভালো কাটছে।

৩| ৩১ শে মার্চ, ২০২২ ভোর ৬:৩৭

গরল বলেছেন: আপনাদের জীবন যেন প্রেমময় থাকে আজীবন, শুভকামনা রইল আপনাদের জন্য।

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ জানবেন।

৪| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৮:২০

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাদের সুখী জীবন কামনা করছি। ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: শুকরিয়া।
ভালো থাকবেন।

৫| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা কি বিয়ের আগের প্রেম না পরের?

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে বিয়ের আগের গল্প বলেছি।

৬| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ৯:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে সবার জীবনে প্রেম হয় না আমি মনেপ্রাণে বিশ্বাস করি রাজীব দা
আমি এরকমী প্রেম খুঁজি কিন্তু পাই না কারণ নিজেও জানি না-------ভাল থাকবেন

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: ওকে কবি।

৭| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ১১:০৫

প্রতিদিন বাংলা বলেছেন: ভালো লাগলো জেনে।

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৮| ৩১ শে মার্চ, ২০২২ সকাল ১১:৫৬

জুল ভার্ন বলেছেন: নিরন্তর শুভ কামনা ❤️

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।

৯| ৩১ শে মার্চ, ২০২২ দুপুর ১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌আপনাদের ময় আরো গভীর প্রেমময় হোক।

হ্যাঁ প্রেম করেছি। অস্থির প্রেম করেছি। তবে আমাদের প্রেম এ যুগের ছেলেমেয়েদের মতোন ছিলো না। আমাদের প্রেমে গভীরতা ছিলো। স্বচ্ছতা ছিলো, সততা ছিলো। সৌন্দর্য ছিলো। লোভ ছিলো না। কামাতুর ভাব ছিলো না।
প্রায় সকল প্রেমেকি-প্রেমিকার বক্তব্যই মনে হয় এমনই হয়।

আমরাও প্রেমর করেছি, ৪ মাস। আমাদের প্রেমের ধরনটাই ছিলো আলাদা।
সেপ্টেম্বরের ১ তারিখে কাবিন হয়েছে, ডিসেম্বরের ২৪ তারিখ পর্যন্ত প্রেম করার বৈধ সুযোগ পেয়েছি। :-B

৩১ শে মার্চ, ২০২২ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: প্রায় সকল প্রেমেকি-প্রেমিকার বক্তব্যই মনে হয় এমনই হয়।
এমনই হওয়া উচিৎ।

যারা সাধারণত প্রেম ভালোবাসা করে, তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায় না।

১০| ৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: প্রেম ! আহা প্রেম !! বড়ই মধুর প্রেম ! ! !
চোখা ;) চোখি (সখা-সখির) প্রেম !!!!!!!!

রাজিব ভাই - সুরুভী ভাবীর প্রেম সফল । সফল সাংসারিক জুটি হিসাবেও ।

এভাবে হেসে-খেলে-ভালবেসে - পাশে থেকে, জীবনের বাকী দিনগুলি যেন কাটাতে পারেন তার জন্য রইলো দোয়া।

৩১ শে মার্চ, ২০২২ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ জানবেন।

১১| ৩১ শে মার্চ, ২০২২ রাত ৮:৪০

আরাফাত৫২৯ বলেছেন: আহা ভাই, অনেক সুন্দর!

আপনার দেখাদেখি আমারও আমাদের গল্প বলার ইচ্ছে হচ্ছে।

৩১ শে মার্চ, ২০২২ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: হ্যাঁ বলুন।

১২| ৩১ শে মার্চ, ২০২২ রাত ৮:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘরের কথা পরকে জানিয়ে লাভ কি?
এসব কথা দূজনের মাঝেই স্যিমাবদ্ধ
রাখুন।তাতে লাভ ছাড়া ক্ষতি হবেনা।

৩১ শে মার্চ, ২০২২ রাত ১০:১০

রাজীব নুর বলেছেন: তা ঠিকই বলেছেন।

১৩| ৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেশে ভালো মানুষের সংখ্যা
দিন দিন কমে যাচ্ছে।
এসব ঘরের কথা এক সময়
বুমেরাং হতে পারে।
তখন মাথার চুল ছিড়লেও
রাগ কমবে না।

৩১ শে মার্চ, ২০২২ রাত ১১:৫৫

রাজীব নুর বলেছেন: সহমত।
এরপর থেকে সাবধান থাকব।

১৪| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ২:৫৬

আরাফাত৫২৯ বলেছেন: আপনার দেখা দেখি আমিও লিখে ফেললাম। পড়ে দেখতে পারেন ভাই।

এক ইন্দোনেশিয়ান মেয়ের সাথে পরিচয়ের কাহিনী

০১ লা এপ্রিল, ২০২২ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: গ্রেট।

১৫| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:২৫

Subdeb ghosh বলেছেন: শুভকামনা।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.