নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

কিভাবে \'ইউনিক\' হবেন?

০১ লা এপ্রিল, ২০২২ দুপুর ২:২৩

ছবিঃ আমার তোলা।

সবার আগে ইউনিক শব্দটাই ভুলে যান।
হতে হবে একজন ভালো মানুষ। একজন সহজ সরল ভালো মানুষ। আগে আপনি একজন ভালো মানুষ হতে পারলে- আর কিছুর দরকার নেই। তখন সবাই আপনাকে ভালোবাসবে। পছন্দ করবে। এখন প্রশ্ন হচ্ছে ভালো মানুষ হওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে? সব সময় সত্য কথা বলতে হবে। মানুষের বিপদে-আপদে এগিয়ে আসতে হবে। ধনী গরীব সবাইকে ভালোবাসতে হবে। একজন রিকশাচালক বা একজন পিয়ন অথবা বুয়াকে সম্মান করতে হবে। নিজের মন থেকে সমস্ত কুসংস্কার ফেলে দিতে হবে। মনে প্রানে একজন আধুনিক মানুষ হতে হবে। আধুনিক বিশ্ব সম্পর্কে ধারনা রাখতে হবে। মানুষকে মানুষ ভাবতে হবে। ধর্ম দিয়ে মানুষকে বিবেচনা করা যাবে না। কাউকে কটু কথা বলা যাবে না। মানুষের মনে আঘাত দেওয়া যাবে না। দুষ্টলোকদের কাছ থেকে দূরে থাকতে হবে।

যদি আপনি ছাত্র হোন, তাহলে মন দিয়ে লেখাপড়া করতে হবে।
ফাঁকিবাজি লেখাপড়া করা যাবে না। ফাঁকিবাজি লেখাপড়া করলে কপালে দুঃখ আছে। তাহলে মাস্টার্স পাস করেও দ্বারে দ্বারে ঘুরতে হবে চাকরির জন্য। ছাত্র জীবনে প্রেম ভালোবাসা করা যাবে না। শুধু নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কোনো প্রকার নেশা করা যাবে না। হাতে মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করা যাবে না। বাবা মায়ের কথা মতো চলতে হবে। শিক্ষকদের কথা মেনে চলতে হবে। প্রচুর পড়াশোনা করতে হবে। বাংলা সাহিত্য থেকে শুরু করে বিশ্ব সাহিত্য সব পড়তে হবে। জানতে হবে বিজ্ঞান। বুঝতে হবে টেকনোলজি। প্রচুর জ্ঞান সংগ্রহ করতে না পারলে পিছিয়ে থাকতে হবে। পত্রিকা পড়তে হবে। দুটা টিভি চ্যানেলের সংবাদ শুনতে হবে। ভালো মানুষদের সাথে মিশতে হবে। সকল মন্দ থেকে দূরে থাকতে হবে। ফালতু আড্ডা দেওয়া বন্ধ করতে হবে। আসল কথা হলো- সময় অপচয় করা যাবে না। প্রতিটা মুহুর্ত কাজে লাগাতে হবে।

আপনি যদি চাকরীজীবি হোন-
মন দিয়ে কাজ করতে হবে। কাজ কে ভালোবাসতে হবে। অফিসের নিয়মকানুন সুন্দর ভাবে মেনে চলতে হবে। কাজ কে ভয় পেলে হবে না। সাধারণত কেউ দায়িত্ব নিতে চায় না। আর ভালো মানুষ, জ্ঞানী মানুষ দায়িত্ব নিতে ভয় পায় না। অফিসে প্রচুর কাজ করবেন। পারলে তিনজনের কাজ একা করবেন। অন্য কে কাজ করলো, কে না করলে সেদিকে তাকানোর দরকার নেই। আপনি পরিশ্রম করে যাবেন। একটা শব্দ আছে অফিস পলিটিক্স। অফিস পলিটিক্স খুব খারাপ জিনিস। কোনো প্রকার পলিটিক্সে জড়াবেন না। দায়িত্ব পালন করতে ভয় পাবেন না। পিছপা হবেন না। সবার সাথে হাসি মুখে কথা বলবেন। মনে রাখবেন, পুরুষ হয়ে জন্ম গ্রহন করেছেন, পুরুষের কোনো বিশ্রাম নাই। পুরুষের বিশ্রাম কবরে। ইউনিক হওয়া সহজ কাজ নয়। দশ জন যেদিকে আপনি সেদিকে যাবেন না। আপনাকে হতে হবে সবার থেকে আলাদা।

আপনি যদি একজন সাংসারিক মানুষ-
তাহলে পরিবারকে ভালোবাসুন। পরিবারকে সময় দিন। পরিবার নিয়ে বেড়াতে যাবেন। আপনার যা যা দায়িত্ব তা তা পালন করবেন। নিজেকে পরিবারের কাছে, প্রতিবেশীদের কাছে একজন হিরো হিসেবে উপস্থাপন করুণ। দরিদ্র ও অসহায় মানুষকে সব সময় সাহায্য করবেন। প্রচুর টাকা ইনকাম করতে হবে সৎ ভাবে। টাকা না থাকলে কাউকে সুখী ও খুশি করতে পারবেন না। টাকায় সুখ আনে। টাকা দিয়ে বহু সমস্যা দূর করা যায়। সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন করবেন। পরিবারের সমস্ত চাহিদা মেটানোর পর সমাজের জন্য কিছু করবেন। ধরুন, আপনার এলাকায় একটা লাইব্রীরী করে দিলেন। অসংখ্য মানুষ সেখানে বই পড়বে। পত্রপত্রিকা পড়বে। একজন পঙ্গু মানুষকে একটা হুইল চেয়ার কিনে দিলেন। একজন অসুস্থ মানুষকে চিকিৎসা করালেন। পথশিশুদের বুঝাবেন, সারাদিন রাস্তায়া রাস্তায় না ঘুরে যেন কিছু সময় লেখাপড়া করে। চেষ্টা করবেন প্রতিদিন একটা করে ভালো কাজ করতে। এভাবেই আপনি একজন ইউনিক মানুষ হতে পারবেন।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫১

গেঁয়ো ভূত বলেছেন: দারুন বলেছেন! পুরুষ হয়ে জন্ম গ্রহন করেছেন, পুরুষের কোনো বিশ্রাম নাই। পুরুষের বিশ্রাম কবরে।

০১ লা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২| ০১ লা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ছবিটি চমৎকার হয়েছে।
আপনি কি ইউনিক হতে পারেছেন?

০১ লা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৯

রাজীব নুর বলেছেন: নিজের কথা নিজের বলা ঠিক না।

৩| ০১ লা এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইউনিক হতে সাহসী ও ধীমান
হতে হয়। আপনি কি সাহসী না
ভীতু?

০১ লা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২০

রাজীব নুর বলেছেন: আমি দুটাই।

৪| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ৯:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমি দুটাই।

যে সাহসী সে ভীতু হয়না।
ভীতুরা ইউনিক হতে পারেনা।
যারা বোকা তারাই দুই নৌকায়
পা দেয়!

০১ লা এপ্রিল, ২০২২ রাত ১০:৩১

রাজীব নুর বলেছেন: আমি ৪/৫ নৌকাতে পা দিয়ে রাখি সব সময়।

৫| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ১১:৪৫

সোবুজ বলেছেন: আমি পরিবার নিয়ে বেড়াতে যাব কি।পরিবারই আমাকে নিয়ে বেড়াতে যায়।

০২ রা এপ্রিল, ২০২২ রাত ১২:০৮

রাজীব নুর বলেছেন: হা হা হা----
আপনি দেশে আসুন। আপনাকে নিয়ে বেড়াতে যাবো।

৬| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ২:৫৮

সোবুজ বলেছেন: দেশে আসলে সবার আগে ৫০০ ডলারের বাজির খেলাটা আগে খেলবো।যেই জিতুক এই ৫০০ ডলার দিয়ে পদ্মা ব্রীজ ঘুরে আসবো।দেশে এটাই দেখার বাকি।এই টাকায় না হলে পরে দেখা যাবে।ব্রীজের মাওয়া সাইডে আমার ঘনিষ্ট ব্ন্ধুর বাড়ী।৭১রে দুই বার গেছি ওদের বাড়ী।একবার পদ্মা পার হওয়ার জন্য,আরেক বার পদ্মা পার হয়ে ঢাকায় আসার সময়।দুই বারই হেটে ঢাকা থেকে বরিশাল গেছি ও আসছি।অবশ্য বন্ধুটি সাথে ছিল।

০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:০৮

রাজীব নুর বলেছেন: ব্রীজটা এখনও উদ্ববোধন হয়নি। তবে কাজ শেষের দিকে।
হেঁটে বরিশাল- আমার পক্ষে কোনোদিন সম্ভব না।

৭| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ৯:২৭

সোবুজ বলেছেন: আমার পক্ষেও কি সম্ভব।ঠেলার নাম বাবাজি।পিস্তল বন্দুক নিয়ে কি লঞ্চে বা ইস্টিমার্ উঠা সম্ভব।

০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৩২

রাজীব নুর বলেছেন: সেই ঘটনা গুলো লিখুন। দরকার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.