নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
অবশেষে তাকে খুঁজে পাওয়া গেল।
কেমন করে নাজমুল তারেক নামের ওই কনস্টেবলকে শনাক্ত করা গেল, তা নিয়ে মুখ খোলেন নি পুলিশ কর্মকর্তারা। তবে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানালেন। বাংলাদেশ পুলিশ, র্যাব কি ইসলামী নিয়মে চলে? না চলে না। দেশও ইসলামের নিয়ম অনুযায়ী চলে না। দেশ চলে সংবিধান দিয়ে। ব্লগার, কবি-সাহিত্যিকদের মধ্যেও অনেক "নাজমুল তারেক" আছে। তারা মনে মনে ৭০ হুরের স্বপ্নও দেখে।
লতা সমদ্দারের দেওয়া নাম্বার অনুযায়ী যে মোটর সাইকেলটির হদিশ পাওয়া গেল, তা যে চোরাই মাল, আমরা আগেই জেনেছি। মোটর সাইকেলটা তারেক নিজেই চুরি করেছিলেন, না চোরচক্রের কাছ থেকে ভেট হিসেবে নিয়েছিলেন, প্রশ্নের উত্তর পাওয়া যাবে কি? চোরাই মোটর সাইকেল নিয়ে তারেক সেজান পয়েন্টের ওখানে চুরি-চামারি-চাঁদাবাজি কিছু করছিলেন কিনা ফুটপাতের হকারদের জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে।
বলা হয়েছে, বিভাগীয় তদন্ত হবে।
বিভাগীয় তদন্ত, ক্লোজ করা, পুলিশ লাইনে যুক্ত করা ইত্যাদি নাটক আমরা অনেকবার দেখেছি। এই তারেক সাম্প্রদায়িক হামলাকারী৷ লতার অভিযোগ অনুযায়ী, পুলিশের ওই সদস্য মোটরসাইকেল চালিয়ে তার গায়ের ওপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন, সরে গিয়ে আত্মরক্ষা না করতে পারলে খুন যেতেন হয়তো। লতা ওই লোকটার বিরুদ্ধে স্পষ্টত হত্যাচেষ্টার অভিযোগ এনে রেখেছেন। লোকটার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া উচিত। পুলিশ বাহিনীর সদস্য হওয়ায় রেহাই দেওয়ার সুযোগ নেই, বরং পুলিশ হয়ে জঙ্গিপনার জন্য এই নাজমুল তারেকের শাস্তি একটু বেশিই প্রাপ্য।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:১১
রাজীব নুর বলেছেন: স্বাধীন কপালে আঁকা পতাকার লাল
তাই নিয়ে লোকে কেন করে গোলমাল
নারীর এটুকু সাধ
পূরণেও পরমাদ
বুঝিনা এই সময়ের কোন হালচাল।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২০
জুল ভার্ন বলেছেন: এবার মজা টের পাবে। রাস্ট্রীয় ইভটিজারদেরও বিচারের আওতায় আনা হোক।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:১৪
রাজীব নুর বলেছেন: পুলিশরা পথে সুন্দর
টিপ সুন্দর কপালে,
দ্রব্য মূল্যে আঁখি ঝরে
দেশ সুন্দর আবালে...
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৫:২০
সোনাগাজী বলেছেন:
জামাত, শিবির কৌশলে সব যায়গায় ঢুকে গেছে; দেশের উন্নয়ন ব্যাহত হওয়ার মুলে ইহাও একটি ফ্যাক্টর।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: প্রতিবাদে সোচ্চার হোক সারা বাংলা
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৭
সোনাগাজী বলেছেন:
শিরোনামের ১ম শব্দটায় টাইপো আছে।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:১৭
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ঠিক করেছি।
আসলে পোষ্ট টা মোবাইল দিয়ে করেছিলাম। মোবাইলে টাইপ করতে পারি না।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৯
সোবুজ বলেছেন: এটা আওয়ামী লীগের ব্যর্থতা।এই লোককে রিমান্ডে নিয়ে থেরাপি দিলে অনেক কিছু বের হয়ে আসবে।এই লোক পুলিশ ছাড়াও অন্য কোন বাহিনীর সদস্য।হাক সাহেবের কথা শুনে মনে হলো,চোরের মন পুলিশ পুলিশ।সত্যি কথাটা আপনিই টেনে আনলেন।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:১৮
রাজীব নুর বলেছেন: শুধু টিপ দিয়ে নয় ! সমাজের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে নারীরা প্রতিবাদী হলে এই সমাজ আরো সুন্দর হতো। ঘুষখোর দুর্নীতিবাজ এরা আমাদেরই স্বামী বাপ ভাই ।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০২
ভাঙ্গা তরী -৭৭৯ বলেছেন: যেটা হওয়া উচিত সেটা হলো সুষ্ঠ তদন্ত। আমরা সবসময় একপক্ষের কথায় নাচতে অভ্যস্ত। কান নিয়েছে চিলে। আমরা কি কেউ দেখার চেষ্টা করেছে আসলে কান টা আছে কিনা। ভাইরালের দুনিয়ায় হুজুগে বাঙ্গালীকে আর দমায় কে ।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:২০
রাজীব নুর বলেছেন: শয়তানরা এত মিষ্ট, সুন্দর করে কথা বলে যে, এরা শয়তান না ফেরেসতা, সৃষ্টিকর্তা হয়তো নিজেও কনফিউজড হয়ে যান!
৭| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: খানসাব মানেন বা না মানেন,
পবিত্র ইসলাম ধর্মে মেয়েদের কপালে টিপ পরাকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। কারণ অতীতকালে সমাজে যারা অনৈতিক কার্যকলাপ করত তারা কপালে টিপ পরিধান করত।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:২১
রাজীব নুর বলেছেন: কোনটি যে বাঙালী সংস্কৃতি নয়, ভবিষ্যতে সেটা হবে গবেষণার বিষয়।
৮| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৩৯
নূর আলম হিরণ বলেছেন: নুরু ভাই টিপ কেনো হারাম করা হয়েছে ইসলামে? টিপের উপর এত ক্ষোভ কেনো?
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: অনেকেই আজকাল
পরকীয়া করে কিন্তু সবদোষ কবিসমাজের
ঘাড়ের উপর পড়ে!
৯| ০৪ ঠা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হিরন ভাই এ মতবাদ আমার নয়।
আমি সুন্নী মুসলমান। আলেমদে কাছ
থেকে যা শুনেছি তাই বলছি। টিপের
উপর আমার কোনো ক্ষোভ নাই তবে
মুসলিম নারীদের এটা পরিহার করা
শ্রেয়। কারণ একদল আলেমের মতে,
মুসলিম মহিলাদের জন্য টিপ পরা বৈধ
নয়। তাদের মতে, টিপ পরা মূলত:
সিঁদুরেরই একটি অংশ যা-হিন্দুদের
ধর্ম বিশ্বাস ও সংস্কৃতির অন্তর্ভুক্ত।
সুতরাং টিপ পরিধান করলে হিন্দুয়ানী
সংস্কৃতি চর্চা করা হয়-যা ইসলামে হারাম।
এখন আপনি যদি টিপ পড়া দেখতে চান
দেখুন আমার কি?
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: টিপ নিয়ে দুই পক্ষ শুরু হয়ে গেল ।পক্ষ বিপক্ষ।যারা বিপক্ষে কথা বলছেন তাদের বোঝানোর কিছু নেই তবুও কিছু বলি;অনেকেই বলছে কত কি হচ্ছে দেশে এরা টিপ নিয়ে পড়ে আছে !আসলে টিপটা ইস্যু না ।ব্যক্তি স্বাধীনতাটা ইস্যু।
একজন নারী সে তার মত সাঁজবে ,তার স্বাধীনতা সে চলবে সেখানে অন্য কেউ অশালীন উগ্র ভাষায় কোন অধিকারে অপদস্থ করবে?
১০| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৯:০৩
নূর আলম হিরণ বলেছেন: আমি আসলে জানতে চাচ্ছি আল্লাহ কোথায় এবং কি কারনে টিপ পড়তে নিষেধ করেছেন? কোনো আলেম, শায়েখ কি বলেছে সেটা জানতে চাচ্ছি না। আল্লাহর যেসব গুণাবলী ও বিস্তৃতি তাতে এই সামান্য টিপে উনার আপত্তি থাকার কথা না।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন:
মোনালিসার কপালের টিপ টা আকি বেশি উঁচুতে হয়ে গেছে?
১১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৯:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
নূর মোহাম্মদ নূরু ভাই সুন্নী মুসলমান। আলেমদের কাছ থেকে শুনে বলছেন।
শুনে মুসলমান। বই খুলে দেখেন নি। উনি শিক্ষিত, তবে
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: পাকিস্তান থেকে এটা বাংলাদেশ হলো কিন্তু । পাকিস্তানের জন্মারা এদেশে আরও অনেক রয়েছে তাই দেশের অবস্থা ভালো না ৷পাকিস্তান থেকে এটা বাংলাদেশ হলো কিন্তু । পাকিস্তানের জন্মারা এদেশে আরও অনেক রয়েছে তাই দেশের অবস্থা ভালো না ৷
১২| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ৯:৪৮
মোহাম্মদ গোফরান বলেছেন: গতকাল কিছু পুরুষ টিপ পরে আন্দোলন করাতে আজকে অনেক নারী টিপ পড়তে লজ্জা পাচ্ছে।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:৩১
রাজীব নুর বলেছেন: কেন? লজ্জা পাচ্ছে কেন?
১৩| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১০:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাসান কালবৈশাখী ভাই
আল্লাহ আছে শুনেছি,
বেহেশত দোজখ আছে
শুনেছি দেখি নাই।
বই দেখতে হবে?
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:৩২
রাজীব নুর বলেছেন: না বই দেখার দরকার নাই।
শুধু বিশ্বাস করে যান। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
নূর মোহাম্মদ নূরু ভাই। আপনি বেশ আগে এক কমেন্টে এক হাদিস বলেছিলেন
"নারী আপাদমস্তক চোখ সহ বোরখায় ঢাকা থাকতে হবে, শুধু একটি চক্ষুর জন্য একটি ফুটো বাদে।
সে হিসেবে খাঁটি মুসলিমদের কপালে টিপ হারাম না হালাল এই প্রসংগই তো আসার কথা না।
০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫৩
রাজীব নুর বলেছেন: টিপ নিয়ে আলোচনা অনেক ডিপে চলে গেছে ।
১৫| ০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:১১
মোহামমদ কামরুজজামান বলেছেন: শিরোনামের সাথে লেখার কোন মিল খুজে পেলাম না ।
তবে আমি এটা ধারনা করছি আপনি তা রূপকার্থে বলেছেন। তবে আমি সেই রূপক (অন্তর্নিহিত তাৎপর্যও) বুঝতে পারিনি।
০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: ভাইসাহেব কম বুঝা ভালো। এই দুনিয়াতে যারা কম বুঝে তারাই ভালো থাকে।
১৬| ০৭ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০০
জহিরুল ইসলাম সেতু বলেছেন: এই সব নাজমুল তারেকরা শুধু পুলিশ বিভাগেই নয়, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে রয়েছে। এরা রাজনৈতিক সরকারকে বিভ্রান্ত করে ফায়দা লুটে। দেখবেন শেষমেষ এরাই নাজমুল তারেককে উদ্ধারের শত প্রহসনে মেতে উঠবে। সফল হয়েও যেতে পারে। সরকারের চোখমুখ থেকে এদের ঘোলা চশমা দূর করতে না পারলে পুরো জাতির বিপদ। মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলা হয়, তাও ভুলুন্ঠিত হবে।
০৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:১১
রাজীব নুর বলেছেন: কদম ঠিক কথা বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: অবশেষে ইসলাম ধর্মকে টেনে আনা হবে।