নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আলঝাইমার্স

০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১১:০৪

ছবিঃ আমার তোলা।

শহরের সমস্ত মানুষ আলঝাইমার্স রোগে ভূগছে-
পৃথিবীর কোনো ট্র্যাজিক ঘটনাই বেশিদিন স্থায়ী হয় না,
মানুষের মনের দুর্জয় শক্তি নেই, নেই নৈতিক সবলতা।
হাত যাবে, পা যাবে, চোখ যাবে, মাথা যাবে-
সব নিয়ে যাবে।
জীবনীশক্তি ফুরিয়ে আসছে।
পুরুষ মানুষের সমস্যা হলো-
বউ বা ছেলেমেয়েদের কাছে হান্ড্রেড পারসেন্ট চায়
অথচ কেউ একটা ঝাকি মেরে সোজা হয়ে যাচ্ছে না
অতীত ভুলে যারা সোজা হয়ে দাড়াতে পারে, তারা সম্মানিত।
কিছু টাকার জন্য ক্রীতদাস হওয়া ভালো নয়,
ঈশ্বর নিয়ে কখনো মাথা ঘামাইনি
মাঝরাতে যদি জানালার ধারে কাউকে দাড়িয়ে থাকতে দেখো,
ভয় পেও না। সেটা আমি।
একটু ব্রান্ডি আছে, খাবেন?
না, না থাক। আজ ওসব নয়।


মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩২

সোনাগাজী বলেছেন:


ঢাকার রাস্তায় মানুষের ভীড় কেমন?

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলতে ঢাকার গজব অবস্থা।
তবে ইফতারের পর ঢাকা বেশ খালি খালি লাগে। এরকম খালি ১০ রোজা পর্যন্ত থাকবে।

২| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: এর নাম আধুনিক কবিতা (!!)

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩১

রাজীব নুর বলেছেন: জ্বী জনাব এটা আধুনিক কবিতা।
তবে এরকম কবিতা বাংলাদেশে অল্প কিছু মানুষ লিখেন।
আপনি যদি পশ্চিমাদের কবিতা গুলোর অনুবাদ পড়েন, তখন দেখবেন, তখন মানবেন।

৩| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১:০৪

সোবুজ বলেছেন: ঈশ্বর নিয়ে মাথা একটু ঘামান।দেখবেন কতো রং বেরংগের ঈশ্বর।কোন ঈশ্বর নারীর গর্ভে বাচ্চা ফুকে দেয়। কোন দিক দিয়ে দেয় সেটা অবশ্য বলা নাই।আবার কোন ঈশ্বর পালিত পুত্র বধুর সাথে শশুরের বিয়ে পড়িয়ে দেন।কতো রকমের ঈশ্বর যে আছে পৃথীবিতে তার কোন শেষ নাই।সময় থাকলে একটু ভাবেন।

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩১

রাজীব নুর বলেছেন: ইশ্বর নিয়ে মাথা ঘামানো মানে সময়ের অপচয়। আমি সময় অপচয় করবো না। সময় খুব মূল্যবান।

৪| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ২:২৭

গরল বলেছেন: বাহ, আপনিতো দেখি কবিতাও লিখতে পারেন, চমৎকার। চালিয়ে যান, ভালো হয়েছে।

০৬ ই এপ্রিল, ২০২২ রাত ২:৪৬

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালোবাসা জানবেন।

৫| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:১৬

গেঁয়ো ভূত বলেছেন: আধুনিক কবিতা আমি খুব একটা বুঝতে পারিনা, তবে এটা কিন্তু ভালো হয়েছে, এটা কি অনুবাদ না আপনার নিজের লেখা?
শুভকামনা।

০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১৩

রাজীব নুর বলেছেন: এটা আমার নিজের লেখা।

ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.